নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিতে পা দিয়া ভাজিয়া লইলাম আক্কেল,
হরহামেশাই বয়স কমিল, রঙিন ঘোড়া সাইকেল।
হুতাশন আঘাত করিয়া মোড় লইলো দক্ষিণ বাড়ি,
ভুত দেখিয়া ঝারা দিলাম, পেত্নীর সহিত আড়ি।
পুরান ঘরে পুরান মানব, শিকড় খাইয়া বাঁচি,
আতুরঘরে কান্না করি, শেষ বেলায় মাংসাশী।
খুঁজিয়া আনি নবরত্ন গহীন ফুলের মেলা,
রঙ তামাশা লেটুস পাতা ভুবনমোহিনী খেলা।
১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:১৪
পুরানমানব বলেছেন: আপনার ওপরে ধন্যবাদ জ্ঞাপন করিলাম।
২| ১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি পুরাতন কেউ নাকি
১৪ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
পুরানমানব বলেছেন: না জনাবা, আমি পুরাতন কেহ নহে।
৩| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ৯:৫০
গেঁয়ো ভূত বলেছেন: জনাব, আপনাকে অভিনন্দন!
আপনি মনে হয় অতি পুরাতন কেউ, তবে আমি নতুন এজন্য আপনাকে চিনিতে পারি নাই, তবে আপনার লেখার স্টাইল ভাল লেগেছে। শুভকামনা।
০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১:২০
পুরানমানব বলেছেন: ধন্যবাদ জনাব আপনাকে। সুন্দর করিয়া জীবন যাপন করিবেন।
৪| ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১:২০
ইসিয়াক বলেছেন: আপনি বেশ মজার মানুষ বোঝাই যাচ্ছে। নতুন পুরাতন যাই হোক। আপনাকে স্বাগতম
সামহোয়্যারইন ব্লগে আপনার পদচারণা দীর্ঘ হোক।
শুভেচ্ছা সতত।
০৪ ঠা মে, ২০২৪ দুপুর ২:০৩
পুরানমানব বলেছেন: আপনার ওপর ধন্যবাদ জ্ঞাপন করিলাম। বাৎচিত হইবে।
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:০৪
সোনাগাজী বলেছেন:
অভিনন্দন।
মালটি নিক?
দেশে কবি বাড়ছে?