![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য মানবতা নয় আমি মানবতার জন্য ।
ব্লগে আগে নিয়মিত টেকি পোস্ট আসতো। এখন খুব একটা টেকিপোষ্ট পাওয়া যায় না। এখন মানুষ টেকি সম্পর্কে অনেক বেশি জানে সেটাও একটা কারন হতে পারে পোস্ট না আসার। যাইহোক এখন থেকে চেষ্টা করবো নিয়মিত টেকি পোস্ট দেয়ার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো। সফটওয়্যারটির নাম Teamviewer, যা দিয়ে আপনি পৃথিবীর যেকোন স্থান থেকে যেকোন কম্পিউটারকে অন্য যেকোন কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে ঐ কম্পিউটারের যেকোন এপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, ফাইল শেয়ার করতে পারবেন। আসুন তাহলে ধাপে ধাপে জেনে নেই সফটওয়্যারটি কিভাবে আপনার পিসিতে ইন্সটল করবেন এবং কিভাবে কাজ করবেন।
১। এখানে ক্লিক করুন এবং নিজের ছবিতে চিহ্নিত Download এ ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
২। ডাউনলোড শেষ হয়ে গেলে এবার সফটওয়্যারটি ইন্সটল করে নিন।
নিচের ছবিগুলো ভালো ভাবে খেয়াল করুন।
৩। ইন্সটল হয়ে যাবার পরে আপনি যে কম্পিউটারের সাথে আপনার কম্পিউটারের সাথে সংযুক্ত করবেন, সেই কম্পিউটারের টিম ভিউয়ার আইডি আপনার টিম ভিউয়ারে টাইপ করে ক্রিয়েট সেশনে ক্লিক করলে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। অন্য কম্পিউটারের টিম ভিউয়ারে পাশওয়ার্ড দেয়ার ২/১ সেকেন্ডের মধ্যেই আপনি ঐ কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যাবেন। নিচের ছবিগুলো দেখলে আরো পরিস্কার হবে।
এবার অন্য কম্পিউটারের যেকোন কিছু আপনি ইউজ করতে পারবেন খুব সাধারনভাবে। তবে মনে রাখবেন টিম ভিউয়ার বন্ধ করে দিলে আপনাকে নতুন করে যুক্ত হতে হলে অন্য কম্পিউটারের আইডি ঠিক থাকবে তবে পাশওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তখন আপনাকে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে অন্য কম্পিউটারের সাথে সংযুক্ত হতে হবে।
কিভাবে টিম ভিউয়ার ইন্সটল করবেন তার একটি ভিভিও লিঙ্কঃ
আরো বিস্তারিত পাবেনঃ
Click This Link
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৪
কালপুরুষ০০৯ বলেছেন: আপনাকেও ধন্যবাদ !
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৪
কালপুরুষ০০৯ বলেছেন: আপনাকেও ধন্যবাদ !
২| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৭
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এই পোস্টটার জন্য লগ ইন করতে হল
একদম মনের কথাটা বলেছেন, এখন টেকিব্লগের আর দেখা পাইনা তেমন একটা!
আপনি রেগুলার দেবেন জেনে খুব ভাল্লাগলো
অপেক্ষায় রইলাম প্রতিটি পোস্টের
কি আর বলবো, সামুর টেকিলাভার গণ কষ্টেই আছেন টেকি পোস্টের এহেন অনাবৃষ্টিতে! অন্তত আমি নিজের মাধ্যমে যতটুকু বুঝি
ব্লগ সংকলন করতে গেলে সবচেয়ে যা পিড়া দেয় তা হচ্ছে এখনকার টেকি পোস্ট অংশটা
একেবারেই প্রায় ফাঁকা রয়ে যায়
আপনার পোস্টে একটা প্লাস দিলাম, নির্বাচিত পাতায় যাক সকল টেকি পোস্ট একজন টেকি লাভার হিসেবে সেটুকুই কাম্য
ভালো থাকবেন
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৮
কালপুরুষ০০৯ বলেছেন: নাফিস আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আমার সর্বাত্মক চেষ্টা থাকবে মাসে ২টা টেকি পোষ্ট দেয়ার। তবে সবসময় হয়ত নাও হতে পারে।
নির্বাচিত পাতায় গেলে খারাপ হয় না তবে না গেলেও খারাপ লাগবে না। আমি পোষ্ট করি পাঠকের জন্য আর পাঠক ঠিক খুজে পড়ে যাবে।
শুভ কামনা।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৮
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো কথা, পোস্ট প্রিয়তে ...
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৯
কালপুরুষ০০৯ বলেছেন: অসংখ্য ধন্যবাদ !
৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৯
কামরুল ইসলাম রুবেল বলেছেন: তবে টিমভিউয়ার এর একটা দিক হচ্ছে, বেশী বেশী পিসিতে এক্সেস করলে এটা একসময় ব্লক হয়ে যায় এবং প্রতি দু মিনিট পর ডিসকানেক্ট হয়ে যায়। তারপরও বলব এই একটি সফটওয়্যার আমার বিজনেসের গতি ৮০% বাড়িয়ে দিয়েছিলো, কিনে ব্যবহার করতে গেলে অনেক দামী একটি সফটওয়্যার বটে। ধন্যবাদ টিমভিউয়ার।
এখন এমিএডমিন ব্যবহার করি। টিমভিউয়ার এর শক্ত প্রতিপক্ষ।
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৩
কালপুরুষ০০৯ বলেছেন: রুবেল, এ ধরনের সমস্যা গুলো সাধারণত শেয়ারড ব্যান্ডউইড লাইনগুলোতে বেশী হয়ে থাকে। রিয়েল আইপি'র ক্ষেত্রে আমি এই সমস্যাটা খুব বেশি পাইনি। আমি ঘন্টার পর ঘন্টা কানেক্ট থাকি আমার সার্ভারের সাথে কিন্তু সমস্যা হয় না। তবে এমি এডমিন ও বেশ ভালো এগিয়ে যাচ্ছে।
ধন্যবাদ বিশ্লেষণমূলক মন্তব্যের জন্য।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:
আচ্ছা আচ্ছা তাহলে টিম ভিউয়ারের কাজ এটা!!!!
০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
কালপুরুষ০০৯ বলেছেন: জী, টিম ভিউয়ারের কাজই এটা
৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার কাছ থেকে এমন একটি পোষ্ট পেয়ে মন্তব্য করতে চলেই এলাম। আশা করব আপনি আপনার পোস্টে উল্লেখিত এই ধরনের পোষ্টই নিয়মিত দেবেন।
০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
কালপুরুষ০০৯ বলেছেন: জি ভাইয়া, সবসময়ই চেষ্টা করবো নিয়মিতভাবে টেকি পোষ্ট দেয়ার জন্য।
দেরীতে রিপ্লাইয়ের জন্য দুঃখিত।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ওহ !! আর হ্যা পোষ্ট প্রিয়তে রইল। আপনাকে ধন্যবাদ।
০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
কালপুরুষ০০৯ বলেছেন: সম্মানিত বোধ করছি। শুভ কামনা।
৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২০
কামরুল ইসলাম রুবেল বলেছেন: Basically the problem is not about the IP. It's only comes when you will access one more pc within a short time like 100+ pc in a day. Thanks for your reply. Do you know anything about chrome browser for remote administration. I don't have enough info. If you know then please post it.
০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
কালপুরুষ০০৯ বলেছেন: কামরুল ভাই দেরীতে রিপ্লাইয়ের জন্য দুঃখিত।
আমি আপনাকে বিস্তারিত জানাবো, একটু ব্যস্ত আছি তাই একটু ফ্রি হয়ে কমেন্ট করবো আবার।
৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো,প্রিয়তে। আরো আশা করি নিয়মিত চালিয়ে যাবেন টেকি পোষ্টগুলো। শুভেচ্ছা।+
০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
কালপুরুষ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা।
১০| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩
এহসান সাবির বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার কাছ থেকে এমন একটি পোষ্ট পেয়ে মন্তব্য করতে চলেই এলাম। আশা করব আপনি আপনার পোস্টে উল্লেখিত এই ধরনের পোষ্টই নিয়মিত দেবেন।
০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
কালপুরুষ০০৯ বলেছেন: লেখক বলেছেন: জি ভাইয়া, সবসময়ই চেষ্টা করবো নিয়মিতভাবে টেকি পোষ্ট দেয়ার জন্য।
দেরীতে রিপ্লাইয়ের জন্য দুঃখিত।
১১| ০১ লা মে, ২০১৪ রাত ১:২৪
বটবৃক্ষ~ বলেছেন:
সুন্দর পোস্ট! !
টিম ভিউয়ার যেদিন প্রথম ইউজ করলাম , হেব্বি মজা পেয়েছিলাম!!!
০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
কালপুরুষ০০৯ বলেছেন: সত্যিই ইউজটা দারুন মজা। পৃথিবীর এক কোন থেকে অন্য কোনার এক পিসিকে অনাসয়ে এক্সসেস করা যায়।
১২| ০১ লা মে, ২০১৪ রাত ১:৩৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: বাহ, দারুণ পোস্ট।
০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
কালপুরুষ০০৯ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর শঙ্কু।
১৩| ০১ লা মে, ২০১৪ সকাল ১০:৩৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর পোস্ট।
০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২০
কালপুরুষ০০৯ বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।
১৪| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:০০
আমি তুমি আমরা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২১
কালপুরুষ০০৯ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনাকে নিয়মিত পাই না এখন।
১৫| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:১৯
হাসান মাহবুব বলেছেন: অফিসে ইউজ করেছি কয়েকবার। ফাটাফাটি জিনিস!
০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২২
কালপুরুষ০০৯ বলেছেন: হামা ভাই সত্যিই বলেছেন একটা ফাটাফাটি সফটওয়্যার।
১৬| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ আপনাকে। প্রিয়তে থাকলো।
০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
কালপুরুষ০০৯ বলেছেন: সম্মানিত করার জন্য ধন্যবাদ নিশাত তাসনিম। আপনার জন্য শুভ কামনা।
১৭| ০২ রা মে, ২০১৪ রাত ৮:৩৮
তাসজিদ বলেছেন: প্রিয়তে
১২ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৫
কালপুরুষ০০৯ বলেছেন: ধন্যবাদ তাসজিদ।
১৮| ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৯
রহস্যময়ী কন্যা বলেছেন: নিলাম
১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩৮
কালপুরুষ০০৯ বলেছেন: আপনাকে এত্তগুলো থানকুনি পাতা
১৯| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: মাত্র তিনটা পোস্ট দুইবছরে?
২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৩
কালপুরুষ০০৯ বলেছেন: সময় হয়ে উঠে না।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৬
আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ.......।