নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুষ্পিতা১২

Nothing...

পুষ্পিতা১২ › বিস্তারিত পোস্টঃ

শুভেচচা !

০৩ রা জুন, ২০১৪ দুপুর ১২:৪৯

এটা পোস্ট টি সংগৃহীত যা আপনাদের সাথে শেয়ার করলাম আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।



পিতা - মাতার হক ১৪ টি, ৭ টি জীবিত অবস্থায়, ৭ টি মৃত্যুর পর।



জীবিত অবস্থায় ৭ টি হক:

১) আজমত অর্থাৎ পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

২) মনে-প্রাণে ভালোবাসা।

৩) সর্বদা তাদেরকে মেনে চলা।

৪) তাদের খেদমত করা।

৫) তাদের প্রয়োজন পূর্ণ করা।

৬) তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা।

৭) নিয়মিত তাদের সাথে সাক্ষাত ও দেখাশোনা করা।



মৃত্যুর পর ৭ টি হক।

১) তাদের মাগফেরাত এর জন্য দোয়া করা।

২) সওয়ার পৌঁছানো।

৩) তাদের সাথী সঙ্গী ও আত্মীয় স্বজনদের সম্মান করা।

৪) সাথী-সঙ্গী ও আত্মীয় স্বজনদের সাহায্য করা।

৫) ঋণ পরিশোধ ও আমানত আদায় করা।

৬) শরীয়ত সম্মত ওসিয়ত পূর্ণ করা।

৭) সাধ্যমত তাদের কবর জিয়ারত করা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.