![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
view this linkমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২৯ জুন আদেশে স্বাক্ষর করার পর ২৯ জুলাই থেকে বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অগ্রাধিকার বাণিজ্য সুবিধার (জিএসপি) দরজা খুলে গেছে। ফলে ওই সব দেশ ও অঞ্চল থেকে পাঁচ হাজার ধরনের পণ্য যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে রপ্তানি করা যাবে। দেশগুলোর মধ্যে সার্কভুক্ত ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তান থাকলেও নেই বাংলাদেশের নাম। এতে হতাশ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় ওই দেশটিকেও রাখা হয়নি জিএসপির তালিকায়।
দ্য ট্রেড প্রেফারেন্সেস এক্সটেনশন অ্যাক্ট অব ২০১৫-তে বলা হয়েছে, 'বাংলাদেশ ও রাশিয়া বাদে অন্য সব উপকারভোগী দেশ ২০১৫ সালের ২৯ জুলাই থেকে যুক্তরাষ্ট্রেview this link
২| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪০
ছাসা ডোনার বলেছেন: আমাদের দরকার নাই আমেরিকজদের করুনা। আমরা নিজেরাই নিজের পায়ে দাড়িয়ে ওদের আংগুল দিয়ে দেখিয়ে দেব বাংগালীরা কি?ওরা তো আমাদের স্বাধীনতা বিরোধী দেশ তাই ওদের কাছ থেকে ভাল কোনকিছু বাংলার মানুষ আশা করতে পারে না। ওরা উপরে উপরে ভাল ভাল কথা বলে ভিতরে ঢুকে সব শেষ করে দেয়, যেটা আরব বিশ্বের সাথে করতেছে। যখনই তেল সোনা শেষ হয়ে যাবে তখন আর আরাবিয়ানদের দাম থাকবে না। যাইহোক আল্লাহ ওদের শাস্তি দিবেই। ঘৃনা করুন এই মিথ্যুক স্বার্থান্বেসী ফালতু আমেরিকজদের। আল্লাহ আমাদের সহায় হউন, আমীন।
৩| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৭
মাঘের নীল আকাশ বলেছেন: @ডোনারঃ এত বড় বড় কথা বলার মত অবস্থানে আসতে বাংলাদেশের আরও ১০০ বছর লাগবে...কাজেই অফ যান!
ভুইলা যাইয়েন না হাসিনা আর খালেদা কবার একথালে খাইসিল যখন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আইসিল...! আমেরিকা নিয়া বেশী চিল্লা ফাল্লা না কইরা কেন জিএসপি দেয় নাই একটু ভাইবা দেখেন!!!
৪| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫০
প্রবাসী ভাবুক বলেছেন: পৃথিবীতে সবাই স্বার্থান্বেষী৷ আমরাও যেখানে আমাদের লোকসান হবে সেখানে যাব না৷ বরং লাভ খুঁজব৷পৃথিবীতে স্বার্থের জন্য শত্রু রাষ্ট্রের সাথেও সমঝোতা হয়৷ তাদের ক্ষমতা আছে তাই তারা দেখায়৷ আমাদের দেশে যারা ক্ষমতাবান তাদের অন্যায় কাজও মুখ বুজে সহ্য করে নিতে হয়৷ কিছু হামবড়া লোকের কথা শুনে মনে হয় আমরা বিশ্বে বিশাল কিছু হয়ে গেছি৷
যাইহোক আমাদের দেশের ভালর জন্য জিএসপির খুব প্রয়োজন ছিল৷ জিএসপি কেন পাওয়া গেল না সেটা না জেনে কিছু আহাম্মক নিজেদের খুব বড় ভেবে লাফালাফি করে৷ কিন্তু বহির্বিশ্বে তাদের সবাই হয়ত ঘৃণার চোখে দেখে সেটা তারা অনুধাবন করতে পারে না৷
৫| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৯
কোলড বলেছেন: Doner....you are an idiot. USA opposed Bangladesh but Tajuddin and Sheikh Mujib begged for PL480.
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫
যোগী বলেছেন:
এই সব ফাউল পোর্টালের নিউজ দেখে লাভ নাই। দেখতে হবে মেইন নিউজ সাইটগুলা কী বলে।