নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বারবিকিউ ইন কামিনী ঘাট - ১

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২

২৮/০৮/২০১৩ইং আমরা কজন মিলে আয়োজন করেছিলাম একটি জল ভ্রমণের। আয়োজক ছিলাম আমরা ৫ বন্ধু আর ইনভাইটেট ছিলো আরো ৮ জন। এক দিন আগেই একটি বোট ভাড়া করে রখেছিলাম আমরা। ২৭ তারিখ বিকল থেকেই সমস্ত বাজার শেষ করে ফেলি শুধু সালাদের উপকরণটা বাদে। আয়োজন ছিলো খুবই সাদা-সিধা সাদা ভাত, ডাল, আলু ভর্তা, ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা, মুরগির সাদা ঝাল মাংস।



প্রোগ্রামটা ছিলো এমন- সকালে হোটেলে নাস্তা করে সাঁতারকুল থেকে উঠবো বোটে সকাল ১০টা মধ্যে। নাগরির কাছে কামিনী ঘাটে এক বড় ভাইয়ের খামারে গিয়ে দুপুরের খাবার শেষ করবো। সেখানেই দুপুরের পর থেকে আস্ত একটা খাসি বারবিকিউ করা করা হবে। সেই সাথে ১০টা মুরগিও নেয়া হয়েছে বারবিকিউ করার জন্য। নানা ধরনের পানিও নেয়া হয়েছে পর্যাপ্ত, যে যত খুশী পান করতে পারবেন এটা মাথায় রেখে। সন্ধ্যার আগে আগে আবার উঠে পরবো বোটে, রাতের ১২টা পর্যন্ত ঘুরবো বোট নিয়েই।



সেই কাহিনীর প্রথম অংশ আজ দেখবেন ছবিতে।



































































































চলবে......

প্রথম প্রকাশ : http://www.zizipooka.com

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৯

হেডস্যার বলেছেন:
ভালো মজাই হইছে তাই না?

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: শেষের আগ পর্যন্ত মজা হয়েছে।

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩

সাফায়াত কাদির বলেছেন: valo laglo

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫০

সাজিদ ঢাকা বলেছেন: খাসিটার লগে ইরাম করবার পারলেন , , , , ,

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কিছু করি নাই। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.