নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এপিগ্রাম ইন "হিমু এবং একটি রাশিয়ান পরী"

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

হুমায়ূন আহমেদের বইগুলির সবচেয়ে আকর্ষণীয় দিক যেটা আমার কাছে মনে হয় তা হচ্ছে "এপিগ্রাম"। আজ পড়ে শেষ করলাম উনার লিখা "হিমু এবং একটি রাশিয়ান পরী"। এই বইয়ের কিছু এপিগ্রাম যা আমার চোখে পড়েছে.....







হিমু এবং একটি রাশিয়ান পরী




১। ভালো কাজ চিন্তা ভাবনা করে করতে হয় না। মন্দ কাজ অনেক চিন্তা ভাবনা করে করতে হয়।



২। সব এসিড ভয়ংকর না। ভিনিগার এসিড হলেও সুখাদ্য।



৩। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে যে কিছুই জানে না, যেমন চর বছরের নিচের বয়সের শিশু।



৪। মানুষ মীথ তৈরি করতে ভালোবাসে।



৫। পায়ের আলতা খুব সুন্দর জিনিস কিন্তু আলতাকে সব সময় পায়ে পরে থাকতে হয় এর উপরে সে উঠতে পারে না।



৬। বুদ্ধিহীনরাই তর্কবাজ হয়। বুদ্ধির অভাব তর্ক দিয়ে ঢাকতে চায়।



৭। “বাটারফ্লাই এফেক্ট” নামে একটা বিষয় আছে। পৃথিবীর এক প্রান্তে প্রজাপতির পাখার কাঁপনে অন্য প্রান্তে প্রচণ্ড ঘূর্ণিঝড় হতে পারে এই হলো বাটারফ্লাই এফেক্ট।



৮। হারিয়ে যাওয়া সব সময়ই আনন্দের।



৯। বাঙ্গালী মেয়েরা দামি জিনিস তা সে যতই ক্ষতিকর হোক, ফেলে না। ডেট এক্সপায়ার হওয়া অষুধও জমা করে রাখে।



১০। সাঁতার জেনে মরার চেয়ে সঁতার না জেনে মরে যাওয়া ভালো। অল্প পরিশ্রমে মৃত্যু। বাঁচার জন্যে হাত পা ছুড়ে ক্লান্ত হতে হয় না।



১১। এই পৃথিবীতে সবই সম্ভব আবার সবই অসম্ভব।



১২। বিচিত্র কারণে অন্যের দুর্দশায় আমরা আনন্দ পাই।



১৩। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। সে চায় অন্যরা তাকে খুঁজে বের করুক।



১৪। তুচ্ছ ঘটনার বড় পরিবর্তন হয়।



১৫। সুখী সেই জন যার কেউ নাই।



১৬। মানব জাতির সমস্যা হচ্ছে তাকে কোনো না কোনো সন্ধানে জীবন কাটাতে হয়। অর্থের সন্ধান, বিত্তের সন্ধান, সুখের সন্ধান, ভালবাসার সন্ধান, ঈশ্বরের সন্ধান।



মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

নাহিদ রুদ্রনীল বলেছেন: ৭ নম্বরটা কি আসলেই সত্য? :-O

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বি, সত্য। কোনো কিছুই ফেলনা না।

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

রাখালছেলে বলেছেন: ১৬ নম্বর টা মারাত্মক । আর বাকিগুলা চিরন্তন ।

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ১৬ নাম্বারটা আসলেই মারাত্মক

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০

শায়মা বলেছেন: সুন্দর!!!!


বুদ্ধিহীনরাই তর্কবাজ হয়। বুদ্ধির অভাব তর্ক দিয়ে ঢাকতে চায়।


হারিয়ে যাওয়া সব সময়ই আনন্দের।



সাঁতার জেনে মরার চেয়ে সঁতার না জেনে মরে যাওয়া ভালো। অল্প পরিশ্রমে মৃত্যু। বাঁচার জন্যে হাত পা ছুড়ে ক্লান্ত হতে হয় না।



সুখী সেই জন যার কেউ নাই।



এই গুলা বেশি সুন্দর আর দরকারী।


০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কোনো কিছুই দরকারি না, আবার কোনো কিছুই ফেলনা না।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

সাইফুল আজীম বলেছেন: ৭ নং লাইনটি একটি রূপক অর্থ বহন করে যা মূলত রিউমার ছড়ানোর ভয়াবহতা বুঝাতে ব্যবহার করা হয়।

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আচ্ছা!!

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

অপু তানভীর বলেছেন: আমার তার লেখা ভাললাগার অন্যতম একটা কারন হল এই এপিগ্রাম ! যখন প্রথম প্রথম তার লেখা পড়া শুরু করি তখন আমার একটা ছোট্ট নোট বুক ছিল ! সেখানে আমি তার এই এপিগ্রাম গুলো লিখে রাখতাম !
নোট বুকটা যেন কোথায় হারিয়ে গেছে ! :(

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেকেই এই কাজ করেছেন আজ বুঝতে পারছি, আমিও তাদের একজন।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

সুমন কর বলেছেন: ভাল লাগল।

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভেচ্ছা রইলো

৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

এম মশিউর বলেছেন: সাঁতার জেনে মরার চেয়ে সঁতার না জেনে মরে যাওয়া ভালো। অল্প পরিশ্রমে মৃত্যু। বাঁচার জন্যে হাত পা ছুড়ে ক্লান্ত হতে হয় না।

কিন্তু আমি তো সাতার জানি! :P

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: তাহলে আর পানিতে নেমেন না B-)

৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

শুঁটকি মাছ বলেছেন: আমার খুব খুব প্রিয় একজন বন্ধু আমাকে এই বইটা উপহার দিয়েছিল।

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: এই এপিগ্রামগুলি আমি আপনাকে উপহার দিলাম। ;)

৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: লেখা বক্স বক্স আসছে ! :(

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বাকিরা সকলে পড়তে পারলেন :(

১০| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

মিজভী বাপ্পা বলেছেন: ১৬ নং টায় রিয়েলিটি ভাব আছে!!! যাক জগা উরফে দস্যু দা ভাল লাগল :)

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ বাপ্পা ভাই।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: ভালো লাগলো

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫০

ডট কম ০০৯ বলেছেন: সকল লেখা খালি বক্স দেখতেছি কেন?

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: বাকি সকলে দেখতে পাচ্ছে।
ফায়ারফক্স ব্যবহার করুন।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

বোকামানুষ বলেছেন: মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। সে চায় অন্যরা তাকে খুঁজে বের করুক


বিচিত্র কারণে অন্যের দুর্দশায় আমরা আনন্দ পাই


ভাল লাগলো উনার সব বইয়েই মজার এবং সুন্দর কিছু কথা আছে যেগুলো অনেক ভাল লাগে

আমার নিজেরও অভ্যাস আছে যেকোনো বই পড়লে সেখান থেকে যেসব কথা ভাল লাগে তা লিখে রাখার এই নিয়ে ব্লগে আমার একটা সিরিজও আছে

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এই অভ্যাসটি আমার ও আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.