নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্র পূর্ণিমা

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:০১

দিন কয়েক আগে আমি একটা লেখা লিখেছিলাম পূর্ণিমা নিয়ে - "পুষ্প পূর্ণিমা"।

পুষ্প পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা কিন্তু একই, আবার এই পূর্ণিমাকে বৈশাখী পূর্ণিমাও বলে।



আরো চার-পাঁচ বছর আগে আমি হঠাৎ করে লক্ষ্য করি পত্রিকাতে যে দিন বুদ্ধ পূর্ণিমার কথা লিখে সেদিন আসলে চাঁদের পূর্ণিমা থাকে না। অর্থাৎ বাংলাদেশে যেদিন বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় সেদিন আসলে আকাশে পূর্ণিমার চাঁদ থাকে না। সত্যিকারের পূর্ণিমা হয় তারও এক-দু দিন পরে।



যেমন এই বছর বুদ্ধ পূর্ণিমা পালন করা হলো ১৩ই মে। কিন্তু মে মাসের সত্যিকারের পূর্ণিমা হবে আগামী কাল ১৫ই মে।



চাঁদের সাথে বুদ্ধ পূর্ণিমার এই তফাতটা কেনো হয় কার কি জানা আছে?দিন কয়েক আগে আমি একটা লেখা লিখেছিলাম পূর্ণিমা নিয়ে - "পুষ্প পূর্ণিমা"।

পুষ্প পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা কিন্তু একই, আবার এই পূর্ণিমাকে বৈশাখী পূর্ণিমাও বলে।



আরো চার-পাঁচ বছর আগে আমি হঠাৎ করে লক্ষ্য করি পত্রিকাতে যে দিন বুদ্ধ পূর্ণিমার কথা লিখে সেদিন আসলে চাঁদের পূর্ণিমা থাকে না। অর্থাৎ বাংলাদেশে যেদিন বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় সেদিন আসলে আকাশে পূর্ণিমার চাঁদ থাকে না। সত্যিকারের পূর্ণিমা হয় তারও এক-দু দিন পরে।



যেমন এই বছর বুদ্ধ পূর্ণিমা পালন করা হলো ১৩ই মে। কিন্তু মে মাসের সত্যিকারের পূর্ণিমা হবে আগামী কাল ১৫ই মে।



চাঁদের সাথে বুদ্ধ পূর্ণিমার এই তফাতটা কেনো হয় কার কি জানা আছে?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ দুপুর ২:১৩

বনসাই বলেছেন: আমি তো এবারই প্রথম লক্ষ্য করলাম, ভেবেছিলাম ১৫ তারিখ ছুটি স্থানান্তর হলে শুক্র-শনি মিলিয়ে বেরিয়ে পড়বো এক দিকে। বিধিবাম! ছুটি ১৩ তেই বসে থাকলো আর পূর্ণিমা ১৫তেই হচ্ছে।

কী কারণে এমনটা ঘটে জানতে মন চায় আমারও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.