নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (প্রবেশদার)

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৪

১৯শে অক্টোবর ২০১৪ইং তারিখে সিলেটের একটা ফ্যামেলি ভ্রমণের আয়োজন করেছিলাম। যাওয়ার সময় সরাসরি সিলেট না গিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক হয়ে গিয়ে ছিলাম। ভোর ৫টা ৫৫ মিনিটে ঢাকার বাড্ডা থেকে রওনা হয়ে লাউয়াছড়া ন্যাশনাল পার্কে পৌছাই সকাল ১০টা ৪৫ মিনিট। মাঝখানে অবশ্য সকালের নাস্তার ব্রেক ছিলো, গাড়ীতে গ্যাস নেয়ার জন্যও থামতে হয়ে ছিলো। ভ্রমণের সময় Nikon D80 ও সনি ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি আমি আর ইস্রাফীল। বাকিরাও দু একটা ছবি তুলেছে, সেই সব ছবি থেকে লাউয়াছড়া ন্যাশনাল পার্কের প্রবেশদারের এই কয়েকটা দেখুন। রক্তন নামের এই বিশাল বিশাল গাছগুলি আসলেই দেখার মত জিনিস।

১। সাইয়ারা ও বুশরা




২। রক্তন গাছের মাঝে প্রবেশদার




৩। আলো ছায়ার খেলা




৪। সবাই মিলে প্রবেশ




৫। ফটগ্রাফারের ফটো




৬। মাকড়শার ছবি তুলার চেষ্টা করছে ইস্রাফী।




৭। প্রবেশ




৮। প্রবেশদারের শেষে


প্রবেশদার শেষে একটু সামনেই আছে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (রেল লাইন)

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: কিছু দিন পর আমদেরও একটা পারিবারিক পিকনিক করার কথা। মনে স্পষ্ট হিসেবে এটা একটা অপশন হতে পারে।

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো

২| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৮

আবু শাকিল বলেছেন: বর্ণনা আরও বেশি হলে ভাল হত।

ছবি সুন্দর =p~

২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এটা শুধু ছবির জন্য, বর্ণনা পরে আসবে।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
গিয়েছিলাম। ভালো জায়গা।

২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই ভালো যায়গা।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১০

জুন বলেছেন: সবকিছু সাজানো গোছানো মনে হলো পাগলা জগাই। তবে ছবিগুলো সুন্দর।

২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: এই পথটুকু সাজানোই, বাকি সবটাই বন্য।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: আগেরটার চেয়ে এই পোস্ট ভালো হয়েছে ভ্রাতা । শুভেচ্ছা :)

২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য

৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর জায়গা । আগেরটার থেকে ভাল হয়েছে । :)

২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: আচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.