নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চিড়িয়াখানায় একদিন

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭

১। বানর

খাঁচায় বন্দি এর।

২০১১ সালের আগষ্টের ১১ তারিখ। আমার মেয়ে সাইয়ারাকে নিয়ে গিয়ে ছিলাম ঢাকার মিরপুর চিড়িয়াখানায়। ঘুরে ঘুরে অনেকটা পথ হেঁটেছে। তখন কিছু পশু-পাখির ছবি তুলেছিলাম। তার থেকে কয়েকটা ছবি।

২। বানর

মন খারাপ করে বসে আছে বেচারা বানর।



৩। কানি বক

বক কিন্তু দুখের মত সাদা নয়, কারণ এটা কানি বক।



৪। সজারু

কিযে গন্ধ এর খাঁচার সামনে।



৫। কুমির

কুমিরের খাঁচাটা এমন ভাবে বানানো যে কুমির দেখাই কষ্ট।



৬। গন্ডার

আমাদের চামড়া ইদানিং এর মত মোটা হয়ে যাচ্ছে।



৭। ওয়াইল্ড বিস্ট

নামটা কেমন, স্বভাব তো শান্তই মনে হলো।



৮। ওয়াইল্ড বিস্ট

বাচ্চাটা কিন্তু বেশ দুরন্ত



৯। ওয়াইল্ড বিস্ট




১০। এইটার নাম জানি না।




১১। টাট্টু ঘোড়া

চড়বেন নাকি ঘোড়ায়?



১২। গাধা

কে বলে বাংলাদেশে গাধা নাই!!



১৩। গাধার বাচ্চা

এইটা কোন গালি না কিন্তু।



১৪। জেব্রা

সাদা কালো টিভির আমলের প্রাণী, এখনো রঙ্গিন হইতে পারে নাই।



১৫। দোয়েল

এটা কিন্তু মুক্ত



১৬। ময়ূরী

এরা ময়ূরী তাই তাদের পেখম নেই।



১৭। সাদা ময়ূর

ওর নাচার মুড নেই।



১৮। ইমু


মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৫

রিকি বলেছেন: ১৩। গাধার বাচ্চা এটাকে কিন্তু ভাই বাইরে ছেড়ে দিয়ে এর থেকে অনেক ভালো মোটাসোটা, ডিজাইন করা চেয়ারে বসা নমুনাকে চিড়িয়াখানায় রাখা যেতে পারে !!!! ;) ;) প্রত্যেকটা ছবিই অনেক অনেক সুন্দর---অনেক অনেক ভালো লেগেছে !!!! পোস্টে প্রথম ভালো লাগা। :)

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের প্রথম অংশের সাথে কঠিন ভাবে একমত।

২| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১

ছাসা ডোনার বলেছেন: প্রানীগুলো সুন্দর কিন্তু মনে হচ্ছে খুব অব্যবস্থাপনা। জীব জন্তুগুলির কস্ট দেখে খুব করুনা হচ্ছে। কে এই চিড়িয়াখানার ব্যবস্থাপনার দায়িত্বে? উনি কি কোনদিন খোঁজখবর নেন? আমার তো মনে হয় না। কোথায় আমাদের দেশের আইন শৃন্খলা বাহিনী? একটু হলেও খেয়াল করুন।এখানে তো আপনার আমার সন্তানরাই ঘুরতে আসে, উপভোগ করে। দেশের কোটি কোটি মানুষ চিড়িয়াখানা দেখতে আসে এবং আপনাদের চৌদ্দগুস্ঠি উদ্ধার করে। আপনাদের কি গন্ডারের চামড়া?

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: গন্ডারের কাছ থেকেই উনার শিক্ষা নেন। বাঘের বাচ্চা এক সাথে ৩/৪টা মারা গেলেও তাদের গায়ে আচড়টাও লাগে না। দুনিয়ার অন্য কোথাও হলে জবাবদিহি করতে করতে জান শেষ হয়ে যেত।

৩| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৬

রানা আমান বলেছেন: আমি দুবছর আগে আমার মেয়ে রোদসীকে নিয়ে গিয়েছিলুম চিড়িয়াখানা দেখাতে , চরম অব্যবস্থাপনা আর নোংরা আবর্জনায় পরিপূর্ণ পরিবেশ দেখে আমার ছেলেবেলায় দেখা চিড়িয়াখানার স্মৃতির সাথে মেলাতে পারলুম না । খুব হতাশ হয়েছিলুম সেদিন । আমার মেয়ের ও চিড়িয়াখানা ভালো লাগেনি । এখন আমার ছেলে আয়ান একটু বড় হয়েছে তাই আবারো ভাবছি আসছে শীতে আবারো যাব চিড়িয়াখানায়, হয়ত এবার ওদের ভালো লাগতেওপারে ।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগার মত মেতন কিছু হয়নি। শুধু সামান্য সদিচ্ছা থাকলেই চমৎকার ভাবে সাজানো সম্ভব বলে মনে করি আমি।

৪| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: রোজার ঈদের পরের দিন ..গিয়েছিলাম পরিবার নিয়ে....অনেক খাঁচাই খালি দেখলাম....যা সত্যি অবাক করার মত !

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পাখি আর সাপের খাঁচার অবস্থা এমনই।

৫| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪১

টয়ম্যান বলেছেন: মাস খানেক আগে ছোট ভাই বোন নিয়া গেছিলাম, গন্ধে কোন খাচার সামনে খাড়ান যায়না :( পাখিগুলা সুন্দর। +++++++্

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সবচেয়ে গন্ধ বাঘের খাঁচায়। দেখলাম বাঘটা মৃতপ্রায়।

৬| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪২

এস কাজী বলেছেন: ছবি দেইখা চিড়িয়াখানায় যাইতে মুঞ্ছায় :(

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: পরিবেশ কিন্তু খুব একটা ভালো না।

৭| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক দিন আগে গিয়েছিলাম।সুন্দর পোষ্ট ।ধন্যবাদ

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।

৮| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

মায়াবী রূপকথা বলেছেন: ডিএসএলআর এ তোলা মনে হচ্ছে তাই এতো চকচকে। অনেক আগে গিয়েছিলাম। কি যে নোংরা ছিল আর গন্ধ। আপনার ছবিগুলোয় অনেক সজীব লাগছে। মনে হচ্ছে বিদেশে কোথাও

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বি ডিএসএলআর এ তোলা ছবি, নাইকন ডি ৮০ মডেল। তোলার পরে ব্রাইটনেস আর কালারে সামান্য এডজাস্ট করেছি।

৯| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৯

সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর এসেছে।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার ছবিব্লগ, শুভেচ্ছা জানিয়ে গেলাম

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১১| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৭

লেখোয়াড়. বলেছেন:
৮ নম্বরটা দারুন হয়েছে!!

অনেক দিন চিড়িয়াখানায় যাওয়া হয় না।
আপনার পোস্ট দেখে আবার যেতে ইচ্ছে করছে।
যাবোই এবার ৩০শে সেপ্টেম্বর, ২০১৫ তে।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো।

১২| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১০

ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: দারুন লাগলো

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১৩| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৯

জুন বলেছেন: ছেলেমেয়েরা যখন ছোট ছোট ছিল তখন নিয়মিত যাওয়া হতো । এখন এই বয়সে আর যাওয়া হয়ে উঠে না পাগলা জগাই ।
তারপর জেব্রা আর মুক্ত পাখিটি ভালোলাগলো ।
+

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের পার্ট এখনো শেষ হয় নাই আরো কয়েকবার যেতে হতে পারে আগামীতে।

১৪| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

নৈশ শিকারী বলেছেন: ভালো লেগেছে, ধন্যবাদ।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।

১৫| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪১

হাসান রাজু বলেছেন: সুন্দর পোস্ট ।
প্রাণীগুলোর ও আমাদের মত অবস্থা । পোড়া কপাল, আমাদের এ দেশে জন্ম, এই প্রাণীদের অনেকের তো আরও খারাপ । পৃথিবীর কতশত দেশ থাকতে এমন দায়িত্বহীন দেশে । একেতো বন্দি এর উপর বাংলাদেশের সরকারী ব্যাবস্থাপনায় ! হায়রে কপাল!

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এর পরেও যুক্ত হয় দর্শকদের অত্যাচার।

১৬| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার সব ছবি। কিভাবে তুললেন এত সুন্দর ছবি? ;)

১৭| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: হুমমমমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.