নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

মহাবট

২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

২০১৫ সালের মে মাসের ২৩ তারিখ বসে আছি কলকাতাতে, বেড়াতে যাব কাশ্মীর। কলকাতাতে বসে আছি ট্রেনের টিকেট পাইনি বলে। TOD-র ১০ জন সদস্য তখন আমরা ভ্রমণ সঙ্গী। দুপুরের পরে সবাই মিলে গিয়েছিলাম কলকাতার বটানিক্যাল গার্ডেন দেখতে। বটানিক্যাল গার্ডেনটির নাম "আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক্যাল গার্ডেন"

বটানিক্যাল গার্ডেনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রষ্টব্য বস্তু হল মহাবটবৃক্ষ বা The Great Banyan নামে একটি ২৫০ বছরের প্রাচীন বটগাছ। এটা খুব বেশী সম্ভব এশিয়ার সবচেয়ে বটবৃক্ষ। গাছটি কিছু ছবি আমি তুলেছিলাম Canon EOS 1100D ক্যামেরা দিয়ে।

১।

পথের শেষেই মহাবট


২।

কাছ থেকে দেখলে এমনই শত শত ঝুড়ি নেমে গেছে গাছ থেকে মাটি পর্যন্ত।


৩।




৪।

এই ভাবেই লোহার গ্রীল দিয়ে বটের কেন্দ্র ঘিরে রাখা হয়েছে।


৫।

রেলিং এর পাশ দিয়েই পায়ে চলা এই পথ পুরো বৃক্ষকে চক্কার দিয়ে এসেছে।


৬।



৭।

এই পথের বাইরে আরো একটি নতুন বেরিকেট তৈরি করা হচ্ছে।


৮।



৯।



১০।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

সারাফাত রাজ বলেছেন: পুরাই অস্থির।

২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই!!

২| ২২ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

সুমন কর বলেছেন: বটবৃক্ষটি সুন্দর। তবে ছবিগুলো প্রায় একই হয়ে গেছে। যদিও এছাড়া কিছু করার ছিল না।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

আরজু পনি বলেছেন:

এমন একটি বটগাছ গাজীপুরের কোন এলাকাতে দেখেছিলাম । ডাল নুয়ে মাটিতে মিশে সেখান থেকে আবার গাছ এমন অবস্থা অনেকটা জায়গা জুড়ে ছিল ।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি একটি দেখেছি খাগড়াছড়ি।
কুষ্টিয়ার মল্লিকপুরে এমন একটি আছে, দেখার সুযোগ হয় নি।

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২০

বাক স্বাধীনতা বলেছেন: হবে না।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কে

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০

ফেরদৌসা রুহী বলেছেন: অসাধারণ। ছবি দেখে মুগ্ধ।

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৫

অগ্নি সারথি বলেছেন: ভাল। কিন্তু কেন্দ্রের ছবি কই?

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কেন্দ্র বলে কি অবশিষ্ট নাই। তাছাড়া বেরিকেটের ভিতরে ঢুকা যায় না।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

সুলতানা রহমান বলেছেন: চিন্তা ও করতে পারছিনা।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কি চিন্তা করতে পারছেন না?

৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অস্থির অবস্থাতো !!!

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: তাই নাকি?

৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার মহা বটের চিত্র দেখে
আশ্চর্য্য হলাম!!

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যভাদ প্রিয় নূর ভাই।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মহাবটের মহাছবি!

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.