নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলের নাম : বরুণ, বালাই, লামক, অবিয়ুচ, বর্না, বিদাসি।
বোজ্ঞানিক নাম : Crateva Religiosa
ইংরেজী নাম : Sacred Garlic Pear, Temple Plant
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ।
তারিখ : ২৪/২/২০১৭ ইং
ক্যামেরা : Nikon D80
বরুণ একটি ফুল গাছের নাম, যদিও বরুণকে কেউ যত্ন করে লাগায় না।
বরুণ জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং কতিপয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের স্থানীয় গাছ। আফ্রিকা মহাদেশের বিভিন্ন অংশে বরুণকে ফলের জন্য চাষ করা হয়। আমি যতদূর জানি এর ফল বিষাক্ত।
বাংলাদেশের গ্রামাঞ্চলে বরুণ গাছ আগে হরহামেশাই দেখ মিললেও এখন অনেকটাই কমে গেছে। ৩৫ থেকে ৫০ ফুট উঁচু হতে দেখা যায় পত্রমোচী এই বরণ গাছকে। ৩টি পাতার যৌগিকপত্র উপরে চকচকে, নিচে ফ্যাঁকাসে। অতীতে বাংলাদেশে ফল পাকাতে বরুণ গাছের পাতা ব্যবহার করা হত। বর্তমাণে বরুণ পাতার যায়গা নিয়েছে ক্ষতিকারক ক্যামিকেল।
বরুণ গাছে বসন্তে নতুন পাতার পরে গ্রীষ্মের শুরুতে বড় বড় থোকা থোকা সাদা ফুল ফোটে। বোঁটা ৩ থেকে ৫ সেমি লম্বা। বরুণের ৫টি মুক্ত পাপড়ি থাকে। পরে অনেকটা কতবেলের মত দেখতে গোলাকার ফল হয়। ফল শক্ত ও শাঁসাল হয।
১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: কদিন আগে আমার একটা কলাগাছে কিছু কলা হয়েছিল জয়দেবপুরে। ফেরার সময় ছোট্ট সেই ছড়িটা কেটে দিয়ে দিয়েছিলো আমাকে। বাড়িতে এনে সপ্তাহ খানেক পরেও না পাকতে দেখে আমার শ্বশুর মশাই প্রতুটা কলাতে হালকা করে চুনের ছোয়া লাগিয়ে দিতেই পরদিন থেকে পাকা শুরু হয়ে যায়।
কঠাল পাকাতেও চুনে ব্যবহার দেখেছি, তুতের ব্যবহারও করতে দেখেছি কাঠাল পাকাতে।এগুলির ব্যবহার মনেহয় এখন উঠেই গেছে।
২| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১:২৫
ডঃ এম এ আলী বলেছেন: অনেক দিন পর বরুন ফুল দেখলাম । ভাল লাগল ।
এই গাছকে খাল বিল ও ছোট নদীর কুলে বেশী
দেখতে পাওয়া যায় । এর ফল পাখীর ভাল
এতটি খাদ্য । এছাড়াও এর রয়েছে
অআরো ব্যাবহার যথ্
শুকনা ফলের রয়েছে ঔষধি গুণ
ফলের খাল সিমেন্ট তৈরীর জন্য করা যায় উপাদান
এর ফুল ও ফলের খাল দিয়ে ভেজিটেবল ডাই ও তৈরী করা হয়
এটা নিয়া ভারত ও চীনে চলছে বিস্তর গবেষনা ।
।নেক ধন্যবাদ সুন্দর পোষ্টির জন্য ।
একটি বরুন ফলের ছবি দেয়া হর নীচে।
১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে তথ্যবহুল মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৪
সুমন কর বলেছেন: অতীতে বাংলাদেশে ফল পাকাতে বরুণ গাছের পাতা ব্যবহার করা হত। বর্তমাণে বরুণ পাতার যায়গা নিয়েছে ক্ষতিকারক ক্যামিকেল। -- শেয়ার করার জন্য ধন্যবাদ।