নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এ-পলাশ সে-পলাশ নহে

২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৯



পহেলা পৌষ প্রভাতে পলাশ প্রথমেই পেছনের পিচ্ছিল পাহাড়িয়া পথে পলাশডাঙ্গার পারুল পিসির প্রাসাদে পৌছিল। পানির পিপাসায় পলাশের প্রাণ প্রায় পরাহত। পারুল পিসি পলাশডাঙ্গার প্রাত্যাহিক পত্রিকা পড়িতেছিল। পলাশ পানি পানপূর্বক পরিষ্কার পাহাড়ি প্রাসাদে পৌছিল। পারুল পিসিও প্রাসাদে প্রবেশের পর পলাশের পরিবারের প্রকৃত পরিস্থিতির পরসমাচার পাইলেন। পলাশের পিতা পরিমল পাটেল পলাশের পড়ার প্রতি পুরোপুরি পৃথকভাব প্রকাশপূর্বক পলাশের প্রিন্সিপালের প্রতি পত্র পাঠিয়েছেন। পরীক্ষার পূর্বেই পলাশের পড়া পুরোপুরি পানিতে পড়িল। পলাশের পারুল পিসি পলাশকে প্রকৃষ্ট প্রক্রিয়া প্রদর্শনের পর পলাশের প্রাণ-প্রদীপ প্রজ্জ্বলিত পূর্বক পূর্নতা পাইল। প্রচুর পরিশ্রমের পর পলাশ পরীক্ষায় প্রথম পুরষ্কার পাইল। পড়াশুনার পর পলাশ পশ্চিমের 'প্রকৃষ্ট পাহাড়ি প্রশিক্ষন' প্রকল্পে প্রধান পদ পাইল। পরে পলাশ প্রায়ই পিতার প্রতি পয়সা পাঠাইত। পলাশের পিতা পলাশের প্রতি প্রচন্ড প্রসন্ন।

এ-পলাশ সে-পলাশ নহে
সংগৃহীত

আপডেট :
সাড়ে চুয়াত্তর বলেছেন:
প্রচণ্ড পরিশ্রমী পলাশ পিতা পরিমল পাটেলের প্রেরনায়, পলাশডাঙ্গার পারুল পিসির পরামর্শে প্রতিষ্ঠা পাইল। পিতার প্রসন্নতা পলাশের প্রকৃষ্ট প্রেরনা। পশ্চিমের ‘প্রকৃষ্ট পাহাড়ি প্রশিক্ষণ’ প্রকল্প প্রধানের পদ পাওয়া পরিশ্রমলব্ধ পুরষ্কার। পলাশের পরবর্তী পরীক্ষা পরিবারের প্রকৃত প্রয়োজনে পয়সা পাঠিয়ে প্রেরনা প্রদান। পিচ্ছিল পাহারিয়া পথের পলাশডাঙ্গার পারুল পিসি পরিশ্রমী, পরিশীলিত, পরীক্ষায় প্রথম পুরষ্কারপ্রাপ্ত পলাশের পরিণয়ের প্রচেষ্টায় পাবনার প্রভাবশালী, প্রতিষ্ঠিত, পরোপকারী, পড়াশোনায় পাণ্ডিত্যপূর্ণ পাত্রী পক্ষকে পৃথকভাবে পহেলা পৌষ প্রভাতে প্রসন্নচিত্তে পত্র পাঠিয়েছেন।

আমি বলেছি :
পত্রপাঠ পাত্রীপক্ষ পলাশের পরিচিয পাইয়া, পাত্রী পাপিয়া পৌমালীর পিতা পঞ্চানন্দ পোদ্দার পাকা-কথা পত্রলিখিয়া পলাশের পিসি ও পিতাকে পাঠাইলেন। পরদিন পাত্রীর পিতার পত্র পাইয়া পলাশের পিসি ও পিতা পরমানন্দে পরিবার-পরিজনদের পাত্রীর পরিচয় দিলেন।

সাড়ে চুয়াত্তর বলেছেন:
পলাশের পরিনয় প্রস্তুতি প্রশংসনীয়। পাত্রী পাপিয়া পৌমালীর পরিচয় পাইয়া পলাশ প্রফুল্ল।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪০

শায়মা বলেছেন: পাগলাভাইয়ার পলাশ প্রীতি প্রকাশিত পড়িলো( হইলো হইবেক) :P

২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: পাগলাভাইয়ার পলাশ প্রীতি প্রকাশ পাইলো (লিখলেই হইবেক)।

২| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫১

ইসিয়াক বলেছেন: ওয়াও! এতো দেখি প দিয়ে শব্দের ব্যপক সমাহার।

২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: প-এর পারাপারি

৩| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪০

শায়মা বলেছেন: ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২০

লেখক বলেছেন: পাগলাভাইয়ার পলাশ প্রীতি প্রকাশ পাইলো (লিখলেই হইবেক)।


আরে তাই তো!!!!!!!!!!!

২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: হে তাই

৪| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: পলাশ ফুলের ইংরেজী নাম কি?

২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: পলাশ
অন্যান্য ও আঞ্চলিক নাম : কিংশুক, কির্স্মী, যাজ্ঞিক, ব্রহ্মপাদপ, ক্ষারশ্রেষ্ঠ, রক্তপুষ্প, ত্রিবৃত ও সমিদুত্তম। ধারা, কেসু, ঢাক, লস (ভারত)।
Common Name : Flame of the Forest, Parrot tree, Bastard Teak, battle of Plassey tree, Bengal kino, palas tree.
Scientific Name : Butea monosperma

৫| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:১৭

শেরজা তপন বলেছেন: আমি ধ্যানে জ্ঞানে স্বপনে শুধু 'প' বর্ণ টা দেখছি- পৃথিবীময় শুধু 'প' য়ের ছড়াছড়ি :) :)

২৬ শে জুন, ২০২০ রাত ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: প-এর পৃথিবী প-এ প-ময়।

৬| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৪৩

নেওয়াজ আলি বলেছেন: অনন্য

২৬ শে জুন, ২০২০ রাত ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৭| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২৬ শে জুন, ২০২০ রাত ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার জন্যেও শুভকামনা।

৮| ২৬ শে জুন, ২০২০ রাত ১০:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: পড়িয়া প্রচুর পরিমান প্রেরনা পাইলাম। পারলে পদ্মের পরিচয় প্রকাশ পূর্বক পোস্ট পাঠাইয়েন।

২৬ শে জুন, ২০২০ রাত ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: পদ্মের পরিচয় প্রকাশের প্রয়াশের প্রলুব্ধি পাইয়া প্রাণ পিপাসীত। পদ্মের পরিচয় প্রকাশের প্রয়াশ পূর্বেই পাঠাইছি।

৯| ২৬ শে জুন, ২০২০ রাত ১১:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: পদ্মের পরিচয় পূর্বেই পড়িতে পারিলে প্রান প্রেরনা পাইত। পিছনের পোস্ট পড়িতে প্রচুর প্রচেষ্টার প্রয়োজন। পোস্টটি পড়িয়া প্রীত।

২৬ শে জুন, ২০২০ রাত ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: পদ্মের পরিচয় পাইতে পড়িতে পারেন ১০টি ফুলের ছবি (পার্ট ইলেভেন) পরে পদ্ম পুষ্পের পরিষ্ফুটিত পরিচিতি পাইবেন পদ্মবিল অভিযানে

১০| ২৬ শে জুন, ২০২০ রাত ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: পোস্ট পড়িতে পড়িতে 'প' এর আধিক্যে প্রাণটার পটল তোলার উপক্রম হইলো! :)
তবে পোস্টের পিকচারটি মনকে প্রফুল্ল করিয়া দিল! :) :)

২৬ শে জুন, ২০২০ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: "প"-এর প্রলাপ পরের পিক-পকেটে প্রাপ্তি হলেও পিকচারি এই পাগলেরই।

১১| ২৭ শে জুন, ২০২০ রাত ১২:৪৯

মা.হাসান বলেছেন: পরিপাটি পরিপক্ক প্রকাশ। পাঠান্তে পরমানন্দিত।

২৭ শে জুন, ২০২০ রাত ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধুন আর প দিয়া মিলাইতে পারবো না। ধন্যবাদ।

১২| ২৭ শে জুন, ২০২০ রাত ২:২৯

কল্পদ্রুম বলেছেন: পলাশের পোস্টে 'পছন্দ'(লাইক) :)

২৭ শে জুন, ২০২০ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।

১৩| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩২

তারেক ফাহিম বলেছেন: প-ময় ব্লগ। :)

০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, আরো আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.