নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : কলাবতী

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

কলাবতী


অন্যান্য ও আঞ্চলিক নাম : সর্বজয়া, বৈজয়ন্তী।
Common Name : Golden canna, saka siri, Indian shot, canna, bandera, chancle, coyol, platanillo.
Scientific Name : Canna indica





ক্যারিবীয় ও আমেরিকার ক্রান্তীয় অঞ্চল থেকে এসে আমাদের দেশে স্থান করে নিয়েছে সর্বত্র। যেমন বাগানে, তেমনি জলা-ঝোপে। বাগানের সৌন্দর্য বর্ধনকারী বহুবর্ষজীবি কন্দজ উদ্ভিদ এই সর্বজয়া। জাত ভেদে ২ থেকে ৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।




বর্ষায় এদের প্রচুর ফুল ফুটলেও সারা বছর ধরেই অল্পবিস্তর ফুল ফুটে। একসাথে না ফুটে বার বার, ধীরে ধীরে ফুল ফোটে বলে অনেকদিন এর সৌন্দর্য দেখার সুযোগ হয়।




ফুলের রং সাদা, হলুদ, লাল, কমলা, হালকা হলুদ, হলদে সবুজ, গোলাপী, গাঢ় লাল, কমলা লাল ইত্যাদি নানান রং এর হয়। ফুলে উল্লেখযোগ্য কোনো সুগন্ধি নেই, তবে কেউ কেউ বলে হালকা সুগন্ধি আছে।
ফুল শেষে গাছে খাওয়ার অযোগ্য ফল ধরে।




কলাবতী গাছের পাতা স্থুল, দীর্ঘ, খশখশে, অনেকটা কলাপাতা কিংবা হলুদ পাতা বা শটি পাতার মতো।


ছবি তোলার স্থান : বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় ছবিগুলি তুলেছি আমি।



=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বেগুনী অলকানন্দা, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২, নাগলিঙ্গম-২,
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, ঝুমকোলতা, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, কচুরি পানার ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
বিভিন্ন দেশের জাতীয় ফুল
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০১, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০২, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৩
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৪, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৫, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৬
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৭, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৮

=================================================================
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০২, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৩
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৪, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৫, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৬
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৭, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৮, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৯
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১০, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১২
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৩, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৪


=================================================================
১০টি ফুলের ছবি
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০
১০টি ফুলের ছবি : পর্ব - ৩১ , - , পর্ব - ৩২ , - , পর্ব - ৩৩ , - , পর্ব - ৩৪ , - , পর্ব - ৩৫

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: কলার সাথে কোনও মিল পেলাম না। নামকরনের সার্থকতা অজানা রইলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: গাছটির পাতা দেখতে কলা পাতার মতো। তাই হয়তো এই নাম করণ। তাই হয়তো এর আরেক নাম "বনকেলী"

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: কলাবতী চমৎকার ----------

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৭

পদ্মপুকুর বলেছেন: এই ফুলের গোড়ায় এক ধরণের মিষ্টি তরল থাকে, আমরা ছোটবেলায় চুঁষে চুঁষে সেটা খেতাম...

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কখনো খাইনি। আসলে আমার বাড়ির আশেপাশে এই ফুল গাছ ছিলোই না।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১১

মিরোরডডল বলেছেন:




এক আর তিন রঙটা বেশী সুন্দর । এই ফুলের নাম বনকেলি জানা ছিলোনা । নামটা সুন্দর ।
পদ্ম যেটার কথা বলছে, ওটা সম্ভবত করবী । যেটা খেতে মিষ্টি মিষ্টি ।
আমার একজ্যাক্ট মনে নেই করবী নাহ কলাবতী, কিন্তু আমিও খেয়েছিলাম ওটা :)




১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: করবী এমন এক গাছ যার সর্বাঙ্গ বিষাক্ত।
কলাবতীর সম্ভবতো মধু হয়।
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩

মিরোরডডল বলেছেন:



তাই ? তাহলে কলাবতীই হবে ।
করবীতে বিষ !!!
আমার যে ওটাও ভালো লাগে ।





তাই ? তাহলে কলাবতীই হবে ।
করবীতে বিষ !!!
আমার যে ওটাও ভালো লাগে ।




১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সেরেছে, আপনার এটা আসলে কলকে ফুল।
তবে কলকে ফুলকে হলদে করবী বা পীতকরবী বলে।

প্রকৃতি করবী হচ্ছে এইটা - Nerium oleander বা Nerium indicum


কলকে আর করবী, দুইটাই বিষাক্ত, বিষে টইটুম্বুর।
ছবি - নেট

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫২

মিরোরডডল বলেছেন:



বিষে টইটুম্বুর বলেই মনে হয় এতো সুন্দর !
ইশ, এই পিংক করবী এটাতো আরও বেশী সুন্দর ।
খুবই সুইট একটা লুক । থ্যাংকস পগলা শেয়ার করার জন্য ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: করবীর নানান রং আছে। বেশ সুন্দর দেখতে। সহযেই চাষকরা যায়। তবে সমস্যা হচ্ছে মিলিবাগে আক্রমণ করে।
করবী নিয়েও লেখার ইচ্ছে আছে আগামীতে।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন:

কলাবতি থেকে রেইন লিলি সুন্দর বেশি।
আমার বাসায় এই ফুল হয়েছে। অথচ অযত্নে অবহেলায় পড়ে ছিলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রতিটি ফুলই নিজ নিজ সৌন্দর্যে অনন্য।
রেইন লিলির ফুল শেষ হয়ে গেলে পাতা গুলি মুঠ করে ধরে কেটে দিবেন।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫২

নেওয়াজ আলি বলেছেন: আমার ভীষণ ভালো লেগেছে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগা জানানোর জন্য অশেষ ধন্যবাদ স্যার।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৮

ওমেরা বলেছেন: এই ফুলটার মনে হয় একটা শাড়ি ফুল নাকি কি যেন শুনে ছিলাম মনে নাই ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শাগি ফুল নামটা আমি কখনো শুনি নাই।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমাদের বাসার সামনে পিছনে সুন্দর সুন্দর ফুল আছে(আমি ছবি দিতে জানি না)কিন্তু দুঃখের বিষয় বেশি দিন থাকে না।যেই তাপমাত্রা মাইনাসে চলে যাবে ফুল তো দুরের কথা গাছ ই বাচবে না।তার পরও সারা বছর ফুল দেখা যায় গ্রীন হাউজ গার্ডেনে গেলে।
কলাবতী ফুলটি বিয়ের পর থেকেই বাসায় দেখছি।অবহেলায়ও বেঁচে থাকে গাছটি।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
একটু চেষ্টা করলেই ছবি দেয়ে শিখে যাবেন। শিখতে চাইলে বলবেন বলে দিবো।
এই কলাবতী গাছটি ছায়া পছন্দ করে না, রোদে ভালো জন্মে। ঠান্ডা পছন্দ কিনা জানা নাই।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৫

মা.হাসান বলেছেন: আমাদের বাসায় কল পাড়ে ছিলো। মোটেই যত্ন নিতে হয় না, এমনিই বাড়ে। সব গুলো রঙই দেখেছি।

কলকে ফুল বিষাক্ত হোক আর যাই হোক, এর ফুল তুলে ফুলের গোড়ার টিউবের মতো অংশ চুষে মধু আমিও খেয়েছি, অনেক অনেক বার।

খুব সুন্দর সব ছবি।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, মোটেও যত্নের তোয়াক্কা করে না। তবে জল জমে এমন যায়গাতে বেশী জন্মে। জলের ধারে জন্মালেও এরা কিন্তু রওওদ পছন্দ করে।

কলকে ফুল গাছের সর্বাঙ্গই বিষাক্ত সত্যি, তবে ফুলের মধু কিন্তু বিষাক্ত না। সম্ভবতো পরিমানে খুব বেশী পান করে ফেললে বিষকৃয়া হতে পারে। সেই সাথে দৃষ্টি ঝাপসা হতে পরে।

স্যার ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৪

আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই ,




ওয়াও..............কলা বৌয়ের মতোই নম্র,স্নিগ্ধ আপনার ছবি তোলার কারিশমায়।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আহমেদ জী এস সুন্দর মন্তব্যের জন্য।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রতিটি ফুলই নিজ নিজ সৌন্দর্যে অনন্য।
রেইন লিলির ফুল শেষ হয়ে গেলে পাতা গুলি মুঠ করে ধরে কেটে দিবেন।

ইদানিং আমি গাছের যত্ন নেই না। নিজেরও যত্ন নেই না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: মাঝে মাঝে অযত্নে থাকা খারাপ না। তবে খুব বেশী সময়ের জন্য না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.