নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

জল জোছনা – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১৮

বইয়ের নাম : জল জোছনা
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : জুন ১৯৯৩
প্রকাশক : পার্ল পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা : ৭৮ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
মনজুর আর তার স্ত্রী রেবেকার সম্পর্ক কিছুটা ছাড়া ছাড়া। তাদের মেয়ে নিতু বড় হয়েছে। মনজুরের বন্ধু জহির মাঝে মাঝেই মনজুরের বাসায় আসে, রেবেকা আর নিতুকে নিয়ে বেড়াতে যায়। জহির তার সব বন্ধুর বাসাতেই এভাবে যায় বেড়াতে। জহিরের স্ত্রী জোছনা মারা গেছে অনেক দিন আগে। এক সময় মনজুরের সাথে জোছনার খুব ভালো সম্পর্কে ছিল।

৫০ বছর বয়সে এখন মনজুরের সংসারের বাধন কেমন আগলা হয়ে যাচ্ছে। মানুষ হিসেবে সে খুবই ভাল। সম্পদেরও কোন কমতি নেই। তার সবটা সময় চলে যায় কাজের পিছনেই। তাই স্ত্রীর সাথে দূরত্ব আরো বেড়েছে। তার স্ত্রী ঠিক করেছে তাকে ছেড়ে আলাদা হয়ে যাবে। ১৮ বছরের মেয়েও চলে যাবে মার সাথে।

এই সময় জহির রেবেকা ও নিতুকে নিয়ে দিনাজপুর বেড়াতে যাওয়ার প্রগ্রাম করে। নিতুর কারণে সমস্ত কাজ ফেলে মনজুরও তাদের সাথে যেতে রাজি হয়। আরিচা রোডে যাওয়ার সময় তারা একটি রোড ব্লকে পরে। খোঁজ নিয়ে জানা যায় একটি পাজেরো গাড়ী দুটি বাচ্চাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। গ্রামবাসী তাই বাচ্চা দুটির লাশ রাস্তায় ফেলে রেখে রাস্তা বন্ধ করে দিয়েছে।

থানার ওসি এসে পরিস্থিতি যখন অনেকটা নিজের আয়েত্বে নিয়ে এসেছে তখনই সামান্য কারণে জনতা বিগড়ে যায়। এরমধ্যেই ধান্ধাবাজ কিছু লোক হাজির হয়ে যায়। তারা জনতাকে খেপিয়ে তুলে রাস্তার দুই দিকে গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেয়। তারপর জনতাকে খেপিয়ে গাড়ি ভাংচুর শুরু করে। এই ভিষণ অনিশ্চিত সময়ে মনজুর আর তার স্ত্রী রেবেকা দুজনের দূরুত্ব মিটিয়ে কাছাকাছি আসার সুযোগ হয়। তারা তাদের ভুল বুঝাবুঝি দূর করে আবার আপন হয়ে উঠে।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



বইটি কি পাঠক পেয়েছিলো?

০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: পাঠক বই পাবে না কেনো?

২| ০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২০

হাবিব বলেছেন: কাহিনী সংক্ষেপটি ভালো লাগেনি। :(

০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: সরি।

৩| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৯

কামাল১৮ বলেছেন: আপনার কারনে হুমায়ূন পড়া হয়ে গেলো কিন্তু কমেন্ট করা হয় না।

০৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
এই লেখা পড়ে বই পড়ার প্রতি কিছুটা আগ্রহ যদি কারো হয় সেটাই সবচেয়ে বড় পাওয়া।
মন্তব্য পেলে পোস্ট করার উৎসাহ বাড়ে।
আমি হুমায়ূন আহমেদের সকল বইয়ের কাহিনী সংক্ষেপ সামুতে দিবো।

৪| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৭

শায়মা বলেছেন: জীবনের এই ভুল বুঝাবুঝি কাছে আসা দূরে যাওয়া বড়ই রহস্যময়!

এই রহস্যের নাগাল পাওয়া যায়না ! :(

০৫ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন।
নিজের জীবনের দিকে তাকালেই অনেকটা উপলব্ধি করা যায়।

৫| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চমৎকার কাহিনীর
সুন্দর বর্ণনা !!

০৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য দাদাভাই।

৬| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: পড়েছি।

০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৭| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৪

গফুর ভাই বলেছেন: অনেক আগেই পড়েছি কিন্তু বই পড়ুয়া এখন খুব একটা দেখা যায় নাহ।

০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এখনকার ছেলে মেয়েরা বই পড়ার সময় পায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.