নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দরজার ওপাশে – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৪

বইয়ের নাম : দরজার ওপাশে
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : হিমু বিষয়ক উপন্যাস
প্রথম প্রকাশ : মে ১৯৯২
প্রকাশক : জ্ঞানকোষ প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ১২০ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
হিমুর কলেজ লাইফের বন্ধু রফিককে চাকরি থেকে সাসপেন্ড করেছে। তাই সে হিমুর কাছে এসে জানালো মন্ত্রীকে দিয়ে ফোন করালে তবেই তার চাকরি টিকবে। হিমু বললো মন্ত্রীকে দিয়ে ফোন করিয়ে দিবে। হিমুর কথা শুনে রফিক নিশ্চিন্ত মনে চলে গেলো। হিমুর আরেক বন্ধু জহিরের বাবা মন্ত্রী। তাই হিমু চেষ্টা চালালো সেখানে যেয়ে কাজ করাতে।

হিমু জহিরকে নিয়ে নারায়ণগঞ্জ যায় পূর্ণিমা দেখতে। সেখানে তারা বালিতে গলা পর্যন্ত গর্তে ঢুকে পূর্ণিমা দেখার আয়োজন করে। তখন পুলিশ তাদের ধরে নিয়ে যায়। জহিরের মন্ত্রী বাবা সাথে সাথে ছুটে এসে জহিরকে ছুটিয়ে নিয়ে চলে যায়। আর থানায় বলে দিয়ে যায় হিমুকে যেনো ধোলাই দেয়া হয়। অবশ্য বাড়িতে গিয়েই জহিরের জেদের কারণে মন্ত্রী সাহেব থানায় ফোন করে হিমুকে ছেড়ে দিতে বলেন।

এরপরেই জহির বাড়ি থেকে পালিয়ে যায়। তার ধারণা তার বাবা একজন অসৎ মানুষ আর তা মাও তার বাবাকে সাপোর্ট করে বলে জহির আর তাদের সাথে থাকবে না। জাহিদকে আর খুঁজে পাওয়া যায় না। এদিকে সরকারী কারণে হঠাৎ করেই জহিরের বাবার অবস্থার পরিবর্তণ হয়। তার মন্ত্রীত্ব চলে যায়। সেই সময় হিমু জহিরের বাবার সাথে দেখা করে তার বন্ধু রফিকের চাকরির কথাটি জানায়। হিমুর কথায় প্রভাবিত হয়ে তিনি রফিকের অফিসে ফোন করে ঝামেলা মিটিয়ে রফিকের চাকরির ব্যবস্থা করে দেন।

এরপরেই জহিরের বাবার পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। জহিরের মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তী করা হয়। জহিরের বাবাকে মিথ্যে খুনের মামলায় জড়িয়ে জেল হাজতে পাঠানো হয়। জহিরদের বাড়িটিও ছেড়ে দিতে হয়। এরমধ্য নানা ঝামেলা করে হিমু জহিরের বাবার সাথে দেখা করে। কিছুদিন পরে জহিরের বাবার ফাঁসির হুকুম হয়ে গেছে।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১২

জ্যাক স্মিথ বলেছেন: দরজার ওপাশে কি আছে, বইটি পড়ে একদিন তা আবিষ্কার করতে হবে।

১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আবিষ্কার করতে পারলে আমাদের জানিয়েন।

২| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৬

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ,
বইয়ের প্লটটা সম্পর্কে কিছুটা ধারণা পেলাম।

১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হিমু বা মিসির আলির বইয়ের প্লট সম্পর্কে ধারনা নিয়ে কোনো লাভ নাই। উহা পড়তে হয়। তবে আপনি আবার উহা পড়ে সময় নষ্ট করিয়েন না।

৩| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৭

সোনাগাজী বলেছেন:



হুমায়ুন আহমদের ভাবনাচিন্তা, লেখার বিষয়, উনা রজনপ্রিয়তার কারণ, এসব নিয়ে আপনার ভাবনা তুলে ধরুন।

১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- যার সম্পর্কে তেমন কিছু জানি না তার সম্পর্কে লেখতে যাওয়াটা কি ঠিক হবে?

৪| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


হুমায়ন পড়ুয়া করেছিলো মানুষকে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঠিক বলেছেন

৫| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


হুমায়ন পড়ুয়া করেছিলো মানুষকে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বিশেষ করে তরুনদের।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:৩৩

কামাল১৮ বলেছেন: পড়া হয় নাই।কাহিনীটা সংক্ষেপে জানলাম।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সময় সুযোগ হলে পড়ে নিতে পারেন।

৭| ১৫ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৪:০১

নেওয়াজ আলি বলেছেন: হুমায়ুন আহম্মদ অদ্বিতীয় ।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সেটা বলা যেতেই পারে।

৮| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ

৯| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬

অপু তানভীর বলেছেন: বালিতে গর্ত করার ব্যাপারটা আমার মনে আছে অথচ এই বইয়ের বাকি কাহিনী আমি কাল রাত থেকে চেষ্টা করেও মনে করতে পারছি না । বইটা আরেকবার পড়তে হবে ।

১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও অনেক কাহিনী ভুলে গেছি! :(

১০| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: পড়েছি। বেশ কয়েকবার পড়েছি।
এটা নিশ্চয়ই হিমুকে নিয়ে লেখা হুমায়ূন আহমেদে দ্বিতীয় বই।

১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি সঠিক ধরেছেন। এটি হিমুকে নিয়ে লেখা হুমায়ূন আহমেদে দ্বিতীয় উপন্যাসই বটে।

১১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৪

নীল আকাশ বলেছেন: এত ছোট করে লিখেছেন! শুরু করতেই শেষ!

১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি অলস মানুষ, তাই লেখা ছোট হয় বেশী।

১২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১১

কাঁউটাল বলেছেন: চাঁদগাজী হুমায়ুন আহমেদের বই পড়ে কিছু বুঝবে না। উহার মাথা ভর্তি গোবর।

১৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গাজী সাহেবের মাথায় কি আছে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে উনি হুমায়ূন কেনো, কিনো উপন্যাসই পড়েন না।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কিশোর বয়সে পড়া আমার বেশ ভালো লাগার একটি বই !

১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হুমায়ূন আহমেদের প্রায় সকল বই একাধীকবার পড়েছি আমি।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- আপনি সঠিক ধরেছেন। এটি হিমুকে নিয়ে লেখা হুমায়ূন আহমেদে দ্বিতীয় উপন্যাসই বটে।

আমি চাই আপনি আপনার আশ্রমে একটা লাইব্রেরী করুণ।

১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশ্রমে আমরা কেউ বই পড়ার জন্য যাই না। আমরা আশ্রমে যাই প্রকৃতির সাথে সময় কাটাতে। আশ্রমকে উপভোগ করতে।
- তবে আপনি চাইলে আশ্রমে বই দিতে পারেন। আশ্রম সেই বই গ্রহন করবে এবং একটি বই কর্নার তৈরি করে সর্বদা সকলকে জানাবে সেই বইগুলি আপনি দিয়েছেন।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়েছি মনে হয়। এক টানে পড়ার মতো উপন্যাস।

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্বী, হুমায়ূন আহমেদের প্রায় সকল উন্যাসই একটানে পড়ে ফেলা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.