নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ম্যাক্রো ফটোগ্রাফি - ০১

০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০০

==১ ==

ম্যাক্রো ফটোগ্রাফি (Macro photography) হল চরম ক্লোজ-আপ (extreme close-up) ফটোগ্রাফি।
সহজ ভাবে বলা যায়, খুব ছোট কোনো বিষয় বস্তুর অথবা পোকামাকড়ের মতো জীবন্ত ছোট ছোট প্রাণীর খুবই কাছ থেকে নির্দিষ্ট একটি অতিক্ষুদ্র অংশের বড় আকারের ছবি তোলার নামই হলো ম্যাক্রো ফটোগ্রাফি।
DSLR ক্যামরায় ম্যাক্রো ফটোগ্রাফি করতে বেশ দামি ম্যাক্রো লেন্স ব্যবহার করতে হয়। খরচ কমাতে চাইলে থার্ডপার্টি ম্যাক্রো লেন্স টিউব ব্যবহার কারা যায় অবশ্য। সবচেয়ে সস্তা আর সহজ হচ্ছে হাতা থাকা মুঠো ফোনের ক্যামেরার সাথে কম দামে মোবাইল ম্যাক্রো লেন্স লাগিয়ে নেয়া। এই বিষয়টাই ট্রাই করার জন্য আমি (সম্ভবতো) ১৫০ টাকা একটি এবং ৫৫০ টাকায় একটি মোবাইল ম্যাক্রো লেন্স কিনে কিছুদিন ক্লিকবাজি করেছিলাম। ফলাফল দেখে বুঝতে পেরেছি ম্যাক্রো ফটোগ্রাফি করতে চাইলে আরো দামি কোনো লেন্স কিনতে হবে।

== ২ ==




== ৩ ==




== ৪ ==




== ৫ ==


উপরের সবগুলি ছবিই ২০১৯ সালে তোলা। এবং সবগুলিই ফুলের ছবি।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২ এবং ৩ কি ফুলের পরাগ?

০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ২ নং ছবিতে বড়নোখা ফুলের পরাগে গোড়ালি।
- ৩ নং ছবিতে বড়নোখা ফুলের পাপড়ির কারুকাজ।

২| ০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্যরি, ২/৩ না, ৪ এবং ৫ কি ফুলের পরাগ? ৩ নাম্বারে বোধহয় ফুলের পাঁপড়ির গায়ে পিঙ্কের উপর হলুদ ছাপ।

০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- জ্বী, সঠিক ধরেছেন আপনি প্রিয় সোনাবীজ ভাই। ৪ এবং ৫ বড়নোখা ফুলের পরাগ দেখা যাচ্ছে।

৩| ০৬ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

কামাল১৮ বলেছেন: চর্বিতে নয় যেনো দুর্বোদ্ধ কবিতা।

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এ্যা... আসলেই দুর্বোদ্ধ!!

৪| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:৩৬

কামাল১৮ বলেছেন: ছবিতো হবে।জানি বুঝতে পেরেছেন

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ বুঝে নিয়েছি।

৫| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:৩৯

কামাল১৮ বলেছেন: লেখা এতো ছোট যে ৩.৫ পাওয়ারের চশমা দিয়েও ভালো দেখতে পারি না।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- লেখাতো চাইলেই বড় করে নেয়া যায়!!
- ইদানিং আমার কাছের লেখা পড়তে সমস্যা হচ্ছে। চশমা খুলে পড়তে হচ্ছে।

৬| ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ

৭| ০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: আমার কনো ম্যাক্রো লেন্স নেই।

০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমারও নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.