নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ভুলুর গলার মালা

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১১


আমাদের আশ্রম এর কথা আপনারা অনেকেই জানেন। আশ্রমের লালু-ভুলুর কথাও জানিয়ে ছিলাম আপনাদের। গত শীতের শুরুর দিকে কেউ একজন লালুকে তার ভাই-বোনদের সাথে বস্তায় ভরে এনে আশ্রমের পাশে ফেলে দিয়ে গিয়েছিলো। সেখান থেকে শুধু লালুই বেঁচে গিয়েছিলো কোনো রকমে। পরে লালুর খেলার সাথী হিসেবে আনা হয়েছিলো ভুলুকে। ভুলু লালুর চেয়ে কিছুটা ছোটো ছিলো। দুজনের মাঝে খুবই ভাব ছিল। সারাদিন দুজনে খেলা ধুলায় মত্ত থাকতো আশ্রমে। ওরা কিছুটা বড় হয়ে উঠার পরেই একদিন হঠাত করেই ভুলু হারিয়ে যায়। তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। তার কিছুদিন পরেই লালুও মারা যায়।

আমার ছোট কন্য নুয়াইরা লালু-ভুলুর জন্য গলার কলার বেল্ট কিনে এনে ছিলো। লালুর গলায় আগেই সেই বেল্ট পরানো হয়েছিলো। ভুলু হারিয় যাওয়ার কিছুদিন আগে গিয়ে ভুলুর গলায় বেল্ট বেঁধে দেয়া হয়ে ছিলো। বন্ধু হীরা আর ইস্রাফীলকে বেশ বেগ পেতে হয়েছিলো বেল্ট পরাতে। ভুলুর গলায় বেল্ট বেঁধার সেই অভিযানের চিত্র রইলো আজকে।


লালু-ভুলু ই্স্রাফীলের পিছনে পিছনে মাচায় যাচ্ছে।













ইস্রাফীল একা একা ফেল করায় তার সাথে হাত মিলালো হীরা


















বিশাল ঝামেলার পরে গলায় লাল বেল্ট নিয়ে চলে যাচ্ছে ভুলু।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১৬

রানার ব্লগ বলেছেন: সময় করে র‍্যাবিশের টিকা টা দিয়ে নিয়েন।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ওরা কিছুটা বড় হয়ে উঠার পরেই একদিন হঠাত করেই ভুলু হারিয়ে যায়। তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। তার কিছুদিন পরেই লালুও মারা যায়।

২| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১৭

রানার ব্লগ বলেছেন: ওহ দুঃখীত আমি ভেবেছিলাম এরা বর্তমান। কমেন্ট ডিলেট করে দিন।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ডিলেট করার প্রয়োজন নেই। এর পরে আবার যে লালু-ভুলু আসবে তাদের জলাতঙ্ক টিকা টা দিয়ে দিবো নিশ্চয়ই।

৩| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বেল্টে কি ঘণ্টি বাঁধা ছিল? এত বেগ পেতে হয়েছিল কেন? খুব দুষ্টু এবং ক্ষিপ্র ছিল বুঝি?

লালু ভুলু দুটোর জন্যই মায়া লাগছে। ভুলু যেখানেই থাক, ভালো থাকুক, আবার যেন আশ্রমে ফিরে আসে।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে, বেল্টে ছোট্ট একটা ঘণ্টি বাঁধা ছিল। সেটি ভুলু ৫ মিনিটের মধ্যেই (ছিড়ে) হারিয়ে ফেলেছিলো।
- লালুকে বেল্ট পরাতে কোনো সমস্যাই হয়নি। কিন্তু ভুলু বেল্ট বাঁধা সময় সম্ভবতো সেটিকে কোনো কারণে অপছন্দ করতেছিলো। সম্ভবতো সেটি কি জিনিস তা বুঝে উঠতে না পারার কারণেই এমন মোচরামুচরি করছিলো।

৪| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: যারা এই নিরিহ প্রাণীর উপর অত্যাচার করে তারা কিভাবে সৃষ্টির সেরা হয়?

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি ভুল পথে চিন্তা করছেন। আপনি সবাইকে এক পাল্লায় ফেলে মাপতে চাইছেন। আপনাকে সেরা তৈরি করা হয়েছে। সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার দায়িত্ব আপনার। আমি আমার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারিনি বলে বাকিরাও ধরে রাখতে পারবে না, সেটা ভাবা কি বোকামী হবে না?

৫| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৬

স্মৃতিভুক বলেছেন: ছবিতে আমি 'ভুলু'র প্রতি 'লালু'র মমত্ববোধ বোঝার চেষ্টা করলাম। তৃতীয় ছবিতে কিছুটা বোঝা যায় আর চতুর্থ ছবিতে দেখুন - সকরুণ চাহনি, মনে হচ্ছে যেন বলতে চাইছে ভুলুর কোনো ক্ষতি যেন না করা হয়।

দুইটা অপরিচিত প্রাণী একসাথে কিছুদিন থাকার পর কি অসামান্য বন্ধুত্ব গড়ে উঠে। আর মানুষ? বছরের পর বছর একসাথে থাকলেও কামড়া -কামড়ি (রূপকার্থে) কইরা, হাভে-ভাবে, যেন-তেনো প্রকারে বুঝাইতে কিংবা প্রমান করতেই হবে কেডা কার ঠিক কত বড়ো।

.....হালার টায়ার্ড হইয়া গেলাম দেখতে দেখতে।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এর মধ্যেও কথা আছে। লালু যখন দেখলো ভুলু নানান ভাবে চেষ্টা করার পরেও ছাড়া পাচ্ছে না, বরং ইস্রাফীলের সাথে হীরা এসে ভুলুকে ধরেছে। তখন লালু চামে ভুলুকে ফেলে কেটে পরেছিলো। সেইটা দেখে আমরা বেশ হাসাহাসি করেছিলাম।

- মানুষের বিষয়ে বলার কিছু নাই।

৬| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: ছবি গুলো দেখে একবার মনেও হয়েছিলো যে এই বুঝি সে ফিরে এসেছে । তারপর লেখা পড়ে মনে হল যে না আসে নি । আর অন্যজন তো একেবারেই চলে গেছে । আর ফিরবে না কোন দিন।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আর ফেরার চান্স নেই। নতুন করেই আবার লালু-ভুলুদের আনতে হবে।

৭| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৫২

স্মৃতিভুক বলেছেন: 'চামে' - বহু বহুদিন পর শব্দটা শুনলাম। আগে বন্ধুদের সাথে আড্ডায় প্রায়ই ব্যবহৃত হতো শব্দটা।

মাঝে মাঝে আরেকটা শব্দ যোগ করে বলতাম - 'চামে-চিকনে'।

আহ, সেইসব দিন! এখন মনে করেন জীবনের প্রয়োজনে সুশীল সেজে থাকতে হয়। তথাকথিত সুশীল আর কি।

০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পুরনো দিন গুলি এভাবেই পরর্দার আড়ালে চলে যায়। পুরনো দিনের কিছু স্মৃতির আবেশ ফিরে পাওয়ার জন্যই আমাদের ঐ আশ্রম নির্মাণ। অবশ্য ইদানিং আমি আশ্রমের আরেক নাম দিয়েছি গোস্যা বাড়ি;) কেউ কেউ গোস্যা হলেই চলে যাচ্ছে আশ্রমে!!

৮| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১২

জ্যাক স্মিথ বলেছেন: কুকুর দুটি কিন্তু সত্যিই অনেক কিউট ছিলো।

০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ ভালো মানিয়ে গিয়ে ছিলো। অনেক কিছুই শিখে গিয়েছিলো।

৯| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৪

শায়মা বলেছেন: গলায় বেল্ট বাঁধা কত কঠিন ইনাদেরকে আমি জানি।

কিছুতেই বাঁধতেই চায় না।

আমাদের লিও একদম দাঁত দিয়ে ছিড়ে ফেলেছিলো।

০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমাদের লালু তেমন সমস্যা করে নি। ভুলু কিছুতেই পরতে চাচ্ছিলো না।

১০| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৯

স্মৃতিভুক বলেছেন: "গোস্যা বাড়ি" - ভালো নাম দিয়েছেন।

জাস্ট ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম, বৌ এর উপর রাগ করে কেউ একজন দড়াম করে ঘরের দরজা আটকে, লাফ দিয়ে গাড়িতে উঠে আপনাদের আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

সময় আর সুযোগ পেলে কারো উপর 'গোস্যা' না করে হলেও একটা ঝিম ধরা দুপুর যদি মাচানে শুয়ে, পুকুরের দিকে তাকিয়ে কাটিয়ে দিতেপারতাম! ফোন, কম্পিউটার, ইন্টারনেট - কিচ্ছু নেই। আরো নেই প্রবল বুদ্ধিমান কিছু মানুষের সাথে রোবটের মতো, নিখুঁত ভদ্রতার সাথে কথা বলার প্রতিনিয়ত যন্ত্রনা।

০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কখনো সময় সুযোগ হলে চলে আসতে পারেন আশ্রমে, নিমন্ত্রণ রইলো। তবে গরমের দিন গুলেতে খুবই কষ্ট হবে। শীতের দিন গুলি বেষ্ট। অবশ্য বর্ষা আর বৃষ্টির রূপ তখন মিস করবেন। আসলে আশ্রমে প্রায় সবকটি ঋতুই আলাদা আলাদা করে চোখে পরে।

১১| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৪৫

কামাল১৮ বলেছেন: এসবই এখন স্মৃতি।দিন কতো দ্রুত চলে যায়।

০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আসলেই দিন খুব দ্রুত চলে যাচ্ছে।

১২| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ২:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


লালু ভুলু ফ্যান বেড়েছে দেখছি,ব্লগে।

০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সকলেই অবলা প্রাণূদের পছন্দ করে।

১৩| ০৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৭

বিটপি বলেছেন: এরপরে আর কোন প্রাণী আনলে তাদের গলায় জিপিএস ডিভাইস লাগিয়ে দিয়েন। তাহলে হারিয়ে গেলেও তাদেরকে ট্র্যাক করা যাবে।

০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সেই ক্ষেত্রে বেড়ায় ক্ষেত খেয়ে ফেলার মতো হয়ে যেতে পারে। মানে ঐ ট্রেকারের জন্যই হয়তো কেউ সেটিকে নিয়ে যাবে!

১৪| ০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৬

রানার ব্লগ বলেছেন: স্মৃতিভুক বলেছেন: জাস্ট ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম, বৌ এর উপর রাগ করে কেউ একজন দড়াম করে ঘরের দরজা আটকে, লাফ দিয়ে গাড়িতে উঠে আপনাদের আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এই রকম কোন সুজুগ থাকলে জানাবেন !

০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সুযোগ অবশ্যই আছে। তবে নিজ নিজ বিবি সাহেবার সাথে রাগ করার বিষয়টা নিজেদেরকেই নিজ দায়িত্বে করে নিতে হবে। ঐ ক্ষেত্রে আশ্রম কোনো দায় নিতে অপারগ। =p~

১৫| ০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৬

রানার ব্লগ বলেছেন: রাগ বা ঝগড়া করা নিয়ে আপনি মোটেও চিন্তিত হবেন না , উহা নিজ দায়ীত্বে করে নেব । খালি একটু শান্তির নিড় চাই যেখানে তিন বেলা খাদ্য যোগে শান্তির ঘুম ঘুমাতে পারবো ।

০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শান্তি কিআর পরিপূর্ণ পাওয়া যায়!!
- আশ্রমের টিনের মাচা ঘরে দিনের বেলা প্রচন্ড গরম হবে। তবে তাল গাছ তলায় বড় দোলনা বাঁধা আছে। হাওয়া ভালো খেলে। মাটির গভির থেকে তুলে আনা ঠান্ডা জলে স্নান করতে পারবেন। সোলারের কল্যানে দিন রাত ফেন চলবে।
চারপাশে ধান ক্ষেত বলে সন্ধ্যার পরে মশারা পার্টি শুরু করে দিবে। ওদের হাত থেকে বাঁচার উপায় কয়েল অথবা মশারি।
আশ্রমের ভান্ডারে চাল-ডাল-তেল-নুন-আলু-পেঁয়াজ থাকে। মাছ-মাংস খেতে চাইলে সকাল সকাল আপনাকেই চলে যেতে হবে নাগরি বাজারে, মিনিট কুড়ির পথ।
চায়ের ব্যবস্থা আছে। রান্না করে দেয়ার লোকও আছে। তবে কথা বলার লোক খুঁজে পাবেন না।

১৬| ০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১১

রানার ব্লগ বলেছেন: বুঝতে পেরেছি বগলে ম্যাজিক মশারি আর বেশ কিছু উপন্যাস নিলেই চলবে । মাছ মাংস এর জন্য বাজার যেতে রাজি । আমি সবজি পছন্দ করি কিন্তু তা প্রতি বেলায় না । আমি প্রচন্ড স্বল্পভাষী । নতুন কোথাও গেলে লোকজন ভুল বোঝে । সন্ধ্যায় চায়ের সাথে মুড়ি চানাচুর মাখা । ওটার ব্যবস্থাও আমি করে নেব । :)

০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মশারি আশ্রমে আছে, তবে তাতে ছোটখাটো ফুঁটাও আছে। ;)
- শুধু মুড়ি চানাচুর নয়। দোকান থেকে কিনতে হবে এমন যেকোন কিছুর জন্য আশ্রম থেকে ১২-১৫ মিনিট হঁটে বাজারে যতে হবে। অর্থাৎ কোনো কিইছু আনাতে হলে অন্ততো ৩০ মিনিট সসময় লাগবে আপনি গেলে। আশ্রমের কেয়ারটেকার সম্রাট শাহজাহান সাহেবকে পাঠালে লাগবে ৪৫ মিনিট। আর সর্বকাজের কাজী দিপঙ্কর ওরফে পঁচাকে পাঠালে লাগবে ৭৫ মিনিট মাত্র। রাতের আটটার পরে কোনো কিছু পাওয়ার চান্স প্রায় শূণ্য। তাই যা যা লাগতে পারে তা আমরা একসাথে কিনে নিয়ে আশ্রমে যাওয়ার চেষ্টা করি। এবং ব্যবহার করার সময় বার বার দেখা যায় আমটা এটা সেটা ঐটা নিয়ে যাই নাই। তখন জোড়া তালি দিয়ে চালাতে হয়। B:-)

১৭| ০৮ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৯

রানার ব্লগ বলেছেন: একটা ছোট্ট পুকুর খনন করতে পারেন । এই ধরনে আমার মতো যারা গরম সহ্য করতে পারে না তারা জেন মহিষের মতো পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে থাকতে পারে। :D গাছের সংখ্যা বাড়িয়ে দিন । বিভিন্ন ছায়া প্রদান কারি গাছ যেমন আম কাঠাল লিচু বট পাকুড় কৃষ্ণচূড়া, রাধাচূড়া শিশু গাছ নারেকেল ইত্যাদি। ভুলেও সিরিজ বা রেন ট্রি গাছ লাগাবেন না সিরিজ বা রেন ট্রি গাছের পাতায় লবন থাকে যা গাছের নিচের মাটিকে অনুর্বর করে দেয়।

০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আশ্রমে দুটি পুকুর আছে। একটি বেশ গভীর, তবে জল টলটলে পরিষ্কার নয়, কিছুটা ঘোলাটে। বর্ষায় যখন পাড় তলিয়ে যায় তখন বেশ টলটলে জল হয়। আরে ছোট পুকুরটি শীতে শুকিয়ে যায়। বর্ষায় ওটিতে গলা ডুবিয়ে বসে থাকতে পারবেন। ;)

- গাছ এখনো তেমন লাগানো হয়নি। যা আছে তা এখনো বড় হনি। এই বর্ষায় আরো কিছু লাগাবো। কিছু কলা গাছ আছে। ভাগ্য ভালো থাকলে হয়তো পাঁকা কলা পেয়ে যেতে পারেন। স্বাদ মুখে লেগে থাকবে। ৩টি পেঁপে গাছে পেঁপে হচ্ছে। একটি গাছের পেঁপে পাকলে অসাধারন টেস্ট হয়। কাঠাল গাছে মুচি বেরিয়েছে। আগামীতে কাঠাল হবে। জাম আর আম গাছে এখনো মুকুল হয়নি।
- পরামর্শের জন্য অশেষ ধন্যবাদ।

১৮| ০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: প্রতিটা মানুষের উচিৎ কোনো না কোনো পশু পাখি লানপালন করা।

০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি কি কি পালন করছেন? আপনার একটি হাতির বাচ্চা কেনার কথা ছিলো।

অ.ট. : আপনার পোস্ট প্রথম পাতায় দেখা যাচ্ছে না? আবার জেনারেল?

১৯| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৫

কিরকুট বলেছেন: বাহ কুকুর গুলা কিউট। এমন রঙের আমার একটা ছিলো নাম দিয়েছিলাম জিমি। কুকুরের নাম সবাই দেয় খ্রিস্টান নাম ভাবছি এর পর যে কুকুর পালবো তার নাম দেব মির জাফর।

০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- লালু ভুলু খ্রিস্টান নাম নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.