নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নানান সময়ে অল্প কিছু মাছেদের ছবি আমি তুলেছি। তাদের কিছু অ্যাকুরিয়াম ফিস, কিছু সামূদ্রিক মাছ সাগর থেকে ধরে আনা হয়েছে বিক্রির জন্য, কিছু মিঠাপানির মাছ পুকুর সেচে ধরা হয়েছে। মুক্ত মাছের ছবি খুব একটা তোলার সুযোগ হয়নি আমার।
১। সাগর থেকে সদ্য ধরে আনা ইলিশ মাছ
ছবি তোলার স্থান : মেরিনড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১০ই জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ।
২। সাগর থেকে সদ্য ধরে আনা সামূদ্রিক কোরাল ও ইলিশ মাছ
ছবি তোলার স্থান : মেরিনড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১০ই জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ।
৩। সাগর থেকে সদ্য ধরে আনা সামূদ্রিক কাইকা মাছ
ছবি তোলার স্থান : মেরিনড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১০ই জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ।
৪। সাগর থেকে সদ্য ধরে আনা সামূদ্রিক কাইকা মাছ
ছবি তোলার স্থান : মেরিনড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১০ই জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ।
৫। সাগর থেকে সদ্য ধরে আনা সামূদ্রিক মাছ
ছবি তোলার স্থান : মেরিনড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১০ই জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ।
=================================================================
মাছেদের ছবি - ০১
=================================================================
২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সরাসরি জীবিত ইলিশ দেখার ভাগ্য আমার হয়নি। আর ইলিশ শিকারি জেলেদের ট্রলারে থাকার মতো সাহস কোনোদিন আমি করতে পারবো বলে মনেও হয়না। তবে হে, জীবিত ইলিশ দেখার চান্স হতো অন্যভাবে নেয়া যায়!
২| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:৪৯
কামাল১৮ বলেছেন: পদ্মা থেকে ইলিশমাছ আমি নিজেই ধরেছি।ধরার পর বেশিক্ষণ জিবিত থাকে না।
২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পদ্মা থেকে মাছ ধরে আনতে দেখেছি। তবে জীবিত ইলিশ দেখার সুযোগ হয়নি।
৩| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৩
শাওন আহমাদ বলেছেন: আপনার ছবি তোলার্য বেশ নেশা আছে বলা যায়, এই নেশা থাকুক।
২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
ছবি তোলাটা ভালো লাগার নেশা বলা যেতে পারে। আমি ছবি তুলি স্মৃতি ধরে রাখতে। থাকুক এইটা।
৪| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩২
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
ঋণাত্মক শূণ্য বলেছেন: জীবিত ইলিশ মাছ দেখেছেন কখনও?
তার মতো আমিও দেখেছি তবে ইলিশ ধরতে গিয়ে নয়। ছাত্রাবস্থার কোন এক সময় " গাজী" রকেট ষ্টীমারটিতে করে যাচ্ছিলুম বরিশাল থেকে ঢাকাতে। ছাত্র বলেই থার্ড ক্লাশের টিকিটে যাত্রা। এক জায়গাতে বসে থাকার বয়েস নয় তখন। চাঁদপুরের কাছাকাছি নীচের ডেকে একদম সামনে যেখানে গাজী রকেটের ঢাউস সার্চ লাইটটি আর বিশাল নোঙরটি লটকানো ছিলো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর ঢেউ দেখছিলুম। দেখছিলুম রকেট ষ্টীমারটির গলুই এর ধাক্কায় ছিটকে ওঠা মেঘনার জলকে। হঠাৎ হঠাৎ তা ছিটকে এসে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছিল দুষ্টুমী করে। সেই সময়ই একটি ইলিশ মাছ ঢেউয়ের ভেতর থেকে ঝাপাৎ করে লাফ দিয়ে আমার প্যান্টে আঘাত করে ডেকে আছাড় খেয়ে পড়লো। সাথে সাথে সেখানে যারা আমার মতো দাঁড়িয়ে ছিলো তাদের কয়েকজন হুমড়ি খেয়ে পড়লো মাছটিকে কব্জা করতে। আমি ততক্ষনে হতবাক ......
২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সরাসরি জীবিত ইলিশ দেখার ভাগ্য আমার হয়নি। আপনি যেভাবে দেখেছেন সেইভাবে দেখতে পাওয়ার সুযোগ খুব কম লোকেরই হয়!! এমন স্মৃতি সারাজীবনের সঞ্চয়।
৫| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৪
নতুন বলেছেন: মাছ আর তাজা শাক সবজী দেখতে ভালোই লাগে....
তাই সুপারমাকেটে গেলে মাছ, সবজী সেকসনে একটা ঢু মারি সব সময়ে...
দুবাইতে একটা ৫ তারা মাছ বাজার আছে.... মাসে একবার ঐ খানেও যাবার চেস্টা করি তাজা মাছ কিনতে....
২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি মাছের বাজার এড়িয়ে চলি সব সময়। মাসে একবার বাজারে যাই, সারা মাসের বাজার করি। দুই-এক বছর আগেও আমি কখনো মাছের বাজারে যেতাম না। শ্বশুর মশাই মাছ কিনে পাঠাতেন। এখন মাসে একবার যাই। আর সবজী ক্ষেত দেখার সুযোগ পেলে থুবই তৃপ্তি নিয়ে দেখি।
৬| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাছের ছবি ভালো লাগলো। ভালো লাগলো আহমেদ জী এস ভাইয়ের তাজা ইলিশ মাছ দর্শন ও তা থেকে হতবাক হওয়ার দৃশ্যও
২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আহমেদ জী এস ভাইয়ের ইলিশ দেখার অভিজ্ঞতা অন্যদের চেয়ে ভিন্ন রকম তাতে কোনো সন্দেহ নেই।
৭| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৪
অপু তানভীর বলেছেন: কাইকা মাছের আগে কোন দেখি নাই । খাইও নাই । আসলে মাছ বলতে কেবল ইলিশ । এর উপরে আর কোন মাছ আছে নাকি দুনিয়াতে !
২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- নাই, ইলিশের উপরে আর কোনো মাছ নাই। একটা ইলিশ ভেজে দিলে আমি একাই সাবার করে দিতে পারি, যদিও সেই সুযোগ আমাকে কখনো দেয়া না, দুই-চার টুকরাতেই তুষ্ট থাকতে হয়।
- মিঠা পানির কাইকা মাছকে আমরা ছোট বেলায় বলতাম কুমির মাছ।
৮| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৫
অপু তানভীর বলেছেন: আপনার এই পোস্ট দেখেই মনে হল আজকে দুপুরে ইলিশ দিয়ে ভাত খেতে হবে ।
২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- গতসপ্তাহে মাঝারি ৩টি ইলিশ দিয়ে গেছে বাসায়, বেচারার টাকা দেয়া হয়নাই মনে পরে গেলো!! কত দাম তাও জানি না!! এখনই ইলিশ ভাজতে বলছি, দুপুরে ইলিশ হয়ে যাবে।
৯| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: রমজানের শুরুর দিকে মেয়েকে নিয়ে যাত্রাবাড়ির কাছে এক মাছের আড়তে গিয়েছিলাম।
আড়তে গিয়ে দেখি অনেক ও অনেক রকমের মাছ। ৭০ টা ছবি তুলেছি। ভেবেছি মাছ নিয়ে একটা ছবি ব্লগ দিবো। কিন্তু আলসেমিতে পেয়ে বসেছে। তাছাড়া আছি ফ্রন্ট পেজ ব্যানে। ভেবেছিলাম ঈদের আগে আমি ও ওস্তাদ মুক্ত হবো। কিন্তু না। মডারেটর সাহেব আমাদের উপর অন্যায় করেছেন।
২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার ও গুরুজ্বীর জন্য শুভকামনা রইলো। আপনি তো মন্তব্য করতে পারছেন, গুরুজ্বীর সম্ভবতো শুধু লাইক বাটন টিপার ক্ষমতাটুকু রয়েছে। আপনারা গুরু-শিষ্য বেকার পাঁকা ধানে মই দিয়ে গেরাকলে আটকে যান। তারপর হাপিত্তেস করেন। আপনাদের জন্য শুধু শুভকামনা করা যায়। প্রথম পাতায় ফিরে এসে মাছের ছবি দিয়েন।
১০| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩০
শায়মা বলেছেন: এত মাছ!!!
তুমি কত মাছ কিনেছো ভাইয়া?
২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি ঢাকায় থেকেই মাছ কিনি না, আর সেই কক্সবাজারে গিয়ে কিনবো মাছ!! একটাও কিনি নাই।
১১| ২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: একটা ছবি দেখতে পাইলাম
উপরেরটা খালি
২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দ্বিতীয় বার রিফ্রেশ দিয়ে ট্রাই করেন, সব দেখতে পাবেন।
১২| ২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসে না
২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাকিরা তো ছবি দেখতে পাচ্ছেন। নাকি তারা ছবি না দেখেই মন্তব্য করে যাচ্ছে!!
- অন্য কেউ একটু আওয়াজ দেন, ছবি দেখা যাচ্ছে?
১৩| ২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৫
প্রামানিক বলেছেন: অনেক মাছ খাওয়ার ইচ্ছা জাগলেও বাজারে পাওয়া যায় না।
২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঠিক বলেছেন। অনেকদিন ধরে আমার গুতুম মাছ খেতে ইচ্ছে করছে। এলাকার বাজারে গুতুম পাওয়া যায় না।
১৪| ২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৫
গেঁয়ো ভূত বলেছেন: ইলিশ আর সবার মতো আমারও প্রিয় মাছ, তবে বেশি প্রিয় দেশি ছোট ছোট টাটকা মাছ।
২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছোট মাছ রান্নাটা সবার হাতে টেস্ট আসে না। কারো কারো হাতের ছোট মাছ রান্নার স্বাদ মুখে লেগে থাকে।
১৫| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
শূন্য সারমর্ম বলেছেন:
সিলভার মাছসমূহ।
২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- রূপার মাছ!
১৬| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: দস্যু ভাই আমার মুবাইল থেকে একদম উপরের ১ম ছবিটা দেখা যাচ্ছে। অন্য গুলো দেখা যাচ্ছে না। কি সমস্যা বুঝতেসিনা।
২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবি আপুও আপনার মতোই শুধু উপরের ছবিটাই দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন। সমস্যাটা আমিও বুঝে উঠতে পারছিনা ভাইজান। সরি।
১৭| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: একদম জীবন্ত ছবিগুলো। আমি আমাদের এখানে গঙ্গায় একবার জেলেদের জালে পড়া ইলিশ মাছ জ্যান্ত দেখেছিলাম। বেশিক্ষণ বাঁচে না। ধরা পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই মারা যায়।
আপনার বাড়ির কাজ কতোটা এগিয়েছে?
২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার এখনো জ্যান্ত ইলিশ দেখার সুযোগ হয়নি। তবে আশা আছে কখনো সুযোগ হয়ে যাবে নিশ্চয়ই।
- বাড়ির কাজ চলছে। ঈদের ছুটি শেষে গতকাল থেকে কয়েকজন এসে কাজে লেগেছে। আশা করছি আগামী ১০ তারিখের আগেই দ্বিতীয়তলার ছাদ ঢালাই দিতে পারবো।
১৮| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: এখন আবার দেখা যাচ্ছে। মনে হয় নেটের গতির সমস্যা। ধধন্যবাদ দস্যু ভাই। জিপি নেট দিয়ে সামু ইউজ করা টাফ।
২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে নেটের কারণে ছবি লোড হতে সমস্যা হতে পারে। আমি অবশ্য প্রায় কখনোই মোবাইল দিয়ে সামুতে ঢুকিনা বললেই চলে।
১৯| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৪১
ডঃ এম এ আলী বলেছেন:
সদ্য তোলা মাছের ছবি তোলা ও দেখা বেশ
বিরল একটি বিষয় ।
সদ্য ধরা ইলিশের রঙ দেখা যায বেশ চকচকে রুপালি।
পিঠের কালো অংশটিউ সুরমা রঙের।
চোখ থাকে কালো ,সেটাও ঠিক আছে
মাছের ফুলকা লাল থাকার কথা , বাহির
থেকে লাল আভাস অবশ্য দেখা যাচ্ছে ।
তাজা ইলিশ শক্ত হবে। হাতে নিলে একটু বাঁকা হয়ে থাকে।
এমন ইলিশ দেখলেই বোঝা যাবে, এটি সদ্য তোলা ।
এই পোষ্টে প্রদর্শিত সাগর হতে সদ্য তোলা ইলিশ গুলিতে
এই সকল বৈশিষ্ট পরিলক্ষিত হচ্ছে ।
অন্য মাছগুলির ছবি ওসুন্দর ।
শুভেচ্ছা রইল
২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- তাজা ইলিশ চেনার এই বিষয়গুলি আমার জানা ছিলো না। এখন থেকে মনে রইলো, ইলিশ কিনতে গেলে কাজে লাগবে। অশেষ ধন্যবাদ আপনাকে প্রিয় ডঃ এম এ আলী।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০২৩ ভোর ৪:৩৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: জীবিত ইলিশ মাছ দেখেছেন কখনও? আমি দেখেছি। একরাত একদিন জেলেদের ট্রলারে ছিলাম এটা দেখার জন্য।