নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইউটিউবে দেখতে পাই পূজার সময় কলকাতাতে খুবই সস্তায় নানান ধরনের আতশ বাজি কিনতে পাওয়া যায়।
অথচো বাংলাদেশে সেগুলির দাম আকাশ ছোঁয়া।
কলকাতা থেকে কিনে বাংলাদেশে আতশ বাজি আনার কোনো পন্থা কারো জানা আছে?
নিবেদন : আতশ বাজির ব্যবহার বা বিশেষ কোনো দিবস উদযাপন সম্পর্কে যাদের দ্বিমত রয়েছে তারা দয়া করে এই পোস্টটি এরিয়ে যাবেন।
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ব্লগ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা কে নিষেধ করেছে?
২| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০৩
প্রামানিক বলেছেন: বাংলাদেশে আতসবাজি তৈরী করা যতটুকা জানি নিষিদ্ধ, সরকারের অনুষ্ঠান ছাড়া আতসবাজির ব্যবহার দেখি না।
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বিয়ে, জন্মদিন, বড়দিন, শেষ দিনের পার্টিতে অহরহ আতশ বাজির ব্যবহার হয়।
৩| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩০
শায়মা বলেছেন: আতশবাঁজীর থেকেও ভয়ংকর ফানুশ।
কখন যে কোন বাড়িতে পড়ে আগুন লাগায় দেয় এই ভয় লাগে আমার ঢাকা শহরে।
খোলা জায়গা ছাড়া ফানুশ উড়ানোই উচিৎ না।
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ফানুশ বিপদজনক জিনিস। যে উড়ায় তার তেমন কোনো সমস্যা না হলেও যেখেনে পড়ে সেখানে ক্ষতি হওয়ার চান্স থাকে। বিশেষ করে যদি বাতাস থাকে। খোলা জায়গা ফানুশ উড়ালেও সেটি কোথায় পরবে তা বলা যায় না।
- অন্যদিকে আতশ বাজি শব্দ দুষণ করে।
৪| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৭
জনারণ্যে একজন বলেছেন: জলদস্যু, মিস করবো আপনার বারবিকিউ পার্টি সাথে আতশবাজি।
ভেবেছিলাম, পেট মোটা এক বোতল নিয়ে হাজির হবো আপনার ওখানে। কিন্তু দেশে যাওয়ার পরিকল্পনা স্থগিত করেছি সেই সময়কার পরিস্থিতির কথা ভেবে।
যাই হোক, ভালো থাকবেন। আর আতশবাজির উৎসবে একটু সতর্ক থাকবেন।
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দেখে পেট মোটা এক বোতল এখন জোগাড় করা খুব কঠিন। মিস হয়ে গেলো।
- আমি যে ধরনের বাজি ফুটাবো তাতে শব্দ দুষণ ছাড়া তেমন কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। তারপরেও সব সময়ই সতর্ক থাকি।
৫| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে ইন্ডিয়ার ৯৯% মানুষের কাছে আতশবাজির চাহিদা। বাংলাদেশে ৫% এরও কম। ফলে দেশে প্রস্তুত হয়না। ভারত থেকে আমদানি করতে হয়।
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কি ভাবে আমদানি করা যায় সেইটাই জানতে চাচ্ছিলাম।
৬| ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:৫৪
খায়রুল আহসান বলেছেন: "নিবেদন" টি পড়ে এড়িয়ে গেলাম!
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২
রাজীব নুর বলেছেন: ফেসবুক মার্কা পোষ্ট ব্লগে কেন?