নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ঢাকার ১১টি এলাকার কাল্পনিক চিত্র

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৭



কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) সংক্ষেপে AI ব্যবহার করে অনেক প্রযুক্তিপ্রেমিরা অসাধারণ সুন্দর সুন্দর সব ছবি তৈরি করছেন। তাদেরকে এআই শিল্পী বলা যায় অনায়াসেই।

এর আগে আমরা বাংলা সাহিত্যের কিছু চরিত্র পোস্টে দেখেছি AI এর Midjourney ব্যবহার করে বাংলা সাহিত্যের কিছু কালজয়ী চরিত্রকে ফুটিয়ে তুলা হয়েছে। আমরা দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝলকে হলিউড অভিনেত্রীরা যখন সন্ন্যাসীনি হয়ে উঠেছেন। আরো দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝলকে হলিউড অভিনেতারা যখন সন্ন্যাসী হয়ে যান তার রূপ।

এই সিরিজের প্রথম পোস্টে আমরা দেখেছি কয়েকটি জেলার কাল্পনিক চিত্র, দ্বিতীয় পোস্টে দেখেছি কয়েকটি বিশেষ এলাকার কাল্পনিক চিত্র, তৃতীয় পোস্টে ছিল ঢাকার ১০টি এলাকার কাল্পনিক চিত্র, আর আজকে আমরা দেখতে চলেছি ঢাকার ১১টি এলাকার কাল্পনিক চিত্র
ছবিগুলি এলাকা গুলির নামের সাথে মিল রেখে তৈরি করেছেন কোনো একজন এআই শিল্পী































ছবিগুলি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩১

শায়মা বলেছেন: এই রকম কল্পনায় ভেসে বাস্তব শহরের ছবি আঁকলে ইতিহাস বিকৃত হয়ে যাবে। :(

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এগুলি ইতিহাসের অংশ হিসেবে দেখার মত বোকামী কি কেউ করবে?

২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৯

Rahat islam juwel বলেছেন: এই অখাদ্যগুলো দেখতে আর মন চায়না।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই ক্ষেত্রে এই ধরনের পোস্ট গুলি সহজেই এরিয়ে যাওয়া যায়।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর-- যাকে বলে ২০২৪ সাল বরণ
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

শায়মা বলেছেন: ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪০০

লেখক বলেছেন:
- এগুলি ইতিহাসের অংশ হিসেবে দেখার মত বোকামী কি কেউ করবে?


করবে।

বোকারা


কাজেই বোকাদেরকে ধোকা দেবার মতই কাজ মনে হচ্ছে।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বুদ্ধিমানরা ধোকা খেলে সমস্যা, তারা ধোকা না খেলেই হলো।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯

শায়মা বলেছেন: আরবদেশের পাগড়ী পরে বাংলাদেশের তাঁতী সাজাাইছেন। ইংল্যান্ডের বিল্ডিং দিয়ে স্কার্ট প্য়ান্ট পরে সূত্রাপুরে কর্মরত মানুষজন!
এ আই নিজেই এক সবচেয়ে বড় গাধা।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হা হা হা।
- এআইতো আলুবাজারের ব্যবসায়ীকে শাড়িও পরিয়েছে।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নীল ক্ষেত এর আগেও দেখেছি। সেটার চাইতে এবারেরটা বেটার।

ছবিগুলোর মধ্যে একটা জিনিস লক্ষণীয়। পুরুষ মানুষগুলোর গায়ে রাজকীয় পোশাক, মাথায় পাগড়ি বা হ্যাঁট, নারীদের পোশাকও রাজকীয়ই। ছবির ক্রিয়েটর যেভাবে ভাবেন, ছবিগুলো ওরকমই হয়। কিছু প্যান্টশার্ট, লুঙ্গি, গামছা, শাড়ি, সেলোয়ার-কামিজ, বিকিনি-শর্ট স্কার্টের হলেও মন্দ হতো না।

নয়া বাজার টা মনে হয় জমে নি। নিউ মার্কেট আর নয়া বাজারের কনসেপ্ট একই হওয়ার কথা, কিন্তু নয়াবাজারে কিছু প্রাইভেট কারই দেখতে পাচ্ছি :)

ওভারঅল, যুগান্তকারী কাজ সবগুলোই :)

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- নীলক্ষেতটা আরো ভালো হতে পারতো।
- ছবিগুলি সম্ভবতো ভারতের কেউ তৈরি করতেছে। অনেক ছবিতে্‌ই হিন্দি লেখা চোখে পরে।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২১

কালো যাদুকর বলেছেন: ঐ এ আই শিল্পীকে ধন্যবাদ। একটি ছবি করতে কত সময় লাগে?

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সম্ভবত খুব বেশি সময় লাগে না।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: অসাধারণ সব ছবি

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২২

শেরজা তপন বলেছেন: স্বামীবাগ তো বৌবাগ হয়ে গেছে :)

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই ছবিটা সবচেয়ে বাজে হয়েছে, নামের সাথে কোনো মিল নেই।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

মিরোরডডল বলেছেন:




নিউ মার্কেট ভালো করেছে।
সূত্রাপুর বুঝিনি, বাড়িগুলো সুন্দর কিন্তু বাকিটা কি?

নীলক্ষেত আগেও ভালো ছিলো, এবারেও ভালো হয়েছে।
নয়াবাজার মনে হচ্ছে ঢাকার কোন এক রাস্তা, সেরকম কিছুই হয়নি এটা।

রায়সাহেবকে একটুও পছন্দ হয়নি।
শাখারী বাজার হাস্যকর :)
স্বামীবাগ কিছুই হয়নি।

ওভারল AI এর কাজগুলো সুন্দর, আবার মজার।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সূত্রাপুর থেকে সূত্রা, সেখান থেকে ছুতোর বা ছুতার যার অর্থ কাঠ মিস্ত্রি
- স্বামীবাগ আসলেই কিছুই হয়নি।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

নতুন বলেছেন: এআই বাঙ্গালীদের আকতে পারেনাই। কোন ছবিই দেশের কোন কিছুর সাথে যায় না।

দেশের ছবি ইন্টারনেটে কম অথবা তার উপরে এআইএর দখল কম তাই এমনটা হয়েছে...

আরো সময় লাগবে...

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি আপনার সাথে শতভাগ এক মত।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৭

করুণাধারা বলেছেন: এবারকার ছবিগুলো তেমন ভালো লাগলো না। মনে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বোঝার কিছু ঘাটতি আছে। আমাদের ঘরবাড়ি, পোশাক এসব সম্পর্কে ভালো ধারণা না নিয়েই ছবি আঁকতে বসে গেছে।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি আপনার সাথে শতভাগ এক মত।

১৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

১৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


পঞ্চগড়ের একটি উপজেলার নাম চিত্রায়িত করা সম্ভবত খুব কঠিন হবে।
আফসোস!

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দেখা যাক কি হয় আগামিতে।

১৬| ২২ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২৯

খায়রুল আহসান বলেছেন: স্বামীবাগ টাই বোধকরি দেখতে সবচেয়ে সুন্দর, উজ্জ্বল এবং স্পষ্ট। তবে, বাস্তবতার সাথে একেবারেই সাযুজ্যবিহীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.