নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বছর ২০২৪ সালটা হবে অধিবর্ষ বা Leap year এটা আমরা সবাই জানি।
সাধারণ সৌর বছরগুলি ৩৬৫ দিনে হয়ে থাকে কিন্তু অধিবর্ষ বা Leap year হয় ৩৬৬ দিনে। এই অতিরিক্ত ১ দিন ফেব্রুয়ারি মাসে যোগ করে ২৯দিনে ফেব্রুয়ারি মাস গণনা করা হয়। বর্তমানে আমরা যেই ক্যালেন্ডার ব্যবহার করি সেটি হচ্ছে গ্রেগরীয় ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অনুযায়ী ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসের ২৮ দিনের সাথে অতিরিক্ত আরো একটি দিন যোগ করে ২৯ দিনে ফেব্রুয়ারি মাস গণনা করাকেই বলা হয় অধিবর্ষ বা Leap year।
কিন্তু কেন এই অধিবর্ষ বা Leap year?
আমরা হিসাব করি ৩৬৫ দিনে এক বছর অর্থাৎ পৃথিবী সূর্যের চার দিকে একবার ঘুরে আসে ৩৬৫ দিনে। কিন্তু বছরের প্রকৃত দৈর্ঘ্য হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। অর্থাৎ সূর্যকে একবার ঘুরে আসতে পৃথিবীর এই সময়টুকু লাগে। তাহলে দেখা যাচ্ছে প্রতি বছর আমরা ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় পিছিয়ে যাচ্ছি হিসেবে না ধরার দরুন। ফলে চার বছর পরে এই বাদ যাওয়া সময়টুকু প্রায় ২৪ ঘণ্টায় পরিণত হয় আর সেই ২৪ ঘণ্টাকে সমন্বয় করার জন্যই লিপইয়ারের আবিষ্কার।
অধিবর্ষ বা Leap year এর প্রচলন
জুলিয়াস সিজার
আগেই বলেছি বছরের প্রকৃত দৈর্ঘ্য হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। কিন্তু খ্রিষ্টপূর্ব ৪৬ সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার এবং তার সহকারী জ্যোতির্বিদ সোসিজেনিস ৩৬৫ দিনে এক বছর হবে বলে নতুন গণনা পদ্ধতি শুরু করেন। ৩৬৫ দিনে বছর গণনা করার ফলে বাদ যাওয়া ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময়কে হিসেবে ধরার জন্য ৪ বছর পর পর ৩৬৬ দিনে একটি বছর গণনা করা হবে বলে ঠিক করলেন, সেটাই আজকের এই অধিবর্ষ Leap year।
বেচারা ফেব্রুয়ারি !!
তখনকার নিয়মানুযায়ী বছরের ৭টি মাস হত ৩০ দিনে আর বাকি ৫টি মাস হতো ৩১ দিনে। জুলিয়াস সিজার তৎকালীন পঞ্চম মাস কুইন্টালিসকে নিজের নামানুসারে জুলিয়াস নাম দেন, সেইটাই আজকের সপ্তম মাস জুলাই। অর্থাৎ জুলিয়াস সিজার তখনকার প্রচলিত মাসের ক্রম পরিবর্তন করে তৎকালীন একাদশ মাস জানুয়ারিয়াস থেকে বছর গণনা শুরু করেন।
পরবর্তী রোমান সম্রাট অগাস্টাস পূর্ববর্তী ষষ্ঠ মাস সেক্সটিলিস এর নাম পাল্টে রাখেন অগাস্ট।
দুই রোমান সম্রাটই নিজেদের নামের মাস দুটিকে ৩১ দিন করে বরাদ্দ দেন । দুঃখজনক ভাবে এই দুটি দিনই দুই সম্রাট কেটে নেন বেচারা ফেব্রুয়ারির কোঠা থেকে, ফলে ফেব্রুয়ারির ৩০ দিনের দৌড় গিয়ে থেমে যায় ২৮ দিনে। এই জন্যই বেচারা ফেব্রুয়ারির প্রতি দয়া দেখিয়ে লিপইয়ারের অতিরিক্ত ১টি দিন গিয়ে তার ভাগ্যে জোটে।
আরো কিছু সমস্যা !!
সম্রাট জুলিয়াস সিজার এর তৈরি এই লিপইয়ারও কিন্তু দিনক্ষণের সমস্যা পুরোপুরি দূর করতে পারেনি, কারণ সেখানে ৩৬৫ দিন ৬ ঘণ্টায় এক সাধারণ সৌর বছর ধরেছিলেন আর প্রতি চার বছর পরপর ৬×৪ = ২৪ ঘন্টা বাড়িয়ে ৩৬৬ দিনে লিপইয়ার ধরেছিলেন। ফলে প্রতি বছরেই অতিরিক্ত কয়েক মিনিট যোগ হতে থাকে।
পোপ ত্রয়োদশ গ্রেগরী
পোপ ত্রয়োদশ গ্রেগরী দেখেন যে ৩৬৫ দিনে বছর ধরলে চার বছরে ২৩ ঘণ্টা ১৫ মিনিট ৪ সেকেন্ড সময় অতিরিক্ত থেকে যায়, আবার ১ দিন বাড়ালেও কিছুটা অতিরিক্ত বাড়ানো হয়। তিনি হিসাব করে দেখলেন যে ৪০০ বছরে মোট ৯৬ দিন ২১ ঘণ্টা ৫ মিনিট ৪০ সেকেন্ড বাড়ানো দরকার, কিন্তু ৪ দিয়ে বিভাজ্য সাল গুলিকে লিপইয়ার ধরলে দিনের সংখ্যা হয় ১০০টি। দেখা যাচ্ছে ৪০০ বছরে ১০০টি লিপইয়ার না হয়ে ৯৭টি লিপইয়ার হলেই সমস্যা অনেকটাই কাটিয়ে উঠা যায়। তাই তিনি ঠিক করলেন যেসমস্ত সাল গুলি ১০০ দিয়ে বিভাজ্য হবে সেগুলিকে লিপইয়ার হতে হলে অবশ্যই ৪০০ দিয়েও বিভাজ্য হতে হবে। এই হিসাব অনুযায়ী ২১০০, ২২০০, ২৩০০ সাল লিপইয়ার হবে না তবে ২৪০০ সাল লিপইয়ার হবে ।
১৫৮২ খ্রিষ্টাব্দে পোপ ত্রয়োদশ গ্রেগরী হিসাব করে দেখলেন যে, সম্রাট জুলিয়াস সিজার এর ক্যালেন্ডারে চলতে চলতে সূর্যের সাথে সঠিক সময় না মানায় আমরা প্রায় ১০ দিন এগিয়ে আছি। তাই তিনি সূর্যের সাথে প্রকৃত সামঞ্জস্য আনার জন্য ক্যালেন্ডার থেকে ১০ দিন বাদ দেওয়ার প্রস্তাব করেন । কিন্তু তার সেই প্রস্তাব তখন আমলে আনা হয় না, পরবর্তীতে ১৭৫২ সালে যখন ইংল্যান্ডে ক্যালেন্ডার সংশোধন করা হয় ততদিনে ১০ দিনের জায়গায় ১১ দিন বাদ দেওয়ার প্রয়োজন পড়ে। ফলে ১৭৫২ খ্রিষ্টাব্দে ২রা সেপ্টেম্বরের পরে ১১ দিন বাদ দিয়ে সরাসরি ১৪ সেপ্টেম্বরে চলে যেতে হয়। আর রাশিয়াতে এই সংস্কার করা হয় গত শতকে ১৩ দিন বাদ দিয়ে ।
কিন্তু এখানেই হিসাবের শেষ নয়। উপরের হিসাবে ৪০০ বছরে মোট ৯৬ দিন ২১ ঘণ্টা ৫ মিনিট ৪০ সেকেন্ড এর বদলে আমরা বাড়িয়েছি ৯৭ দিন। তাহলে ৪০০ বছরে ২ ঘণ্টা ৫৪ মিনিট ২০ সেকেন্ড ঘাটতি রয়ে যায় । এই হিসাবে প্রতি ৩৩০৫ বছরে ১ দিন কম পরে। গ্রেগরীর সংস্কার ১৬০০ সাল থেকে কার্যকর ধরে ৪৯০৫ সালে ১ দিন পুরো হয়ে যাবে। এই ১দিনকে সমন্বয় করতে ৪৯০৪ অথবা ৪৯০৮ সালকে নন-লিপইয়ার ধরতে হবে । যদি ৪৯০৪ সালের লিপইয়ার বাদ দেওয়া হয় তবে ৪৮৯৬ সালের পর লিপইয়ার হবে ১২ বছর পর ৪৯০৮ সালে।
তাহলে দেখা যাচ্ছে লিপইয়ারের ২টি সূত্র রয়েছে।
১। যে সালগুলি ৪ দ্বারা বিভাজ্য হবে সেগুলি লিপইয়ার।
২। যে সমস্ত সাল গুলি ১০০ দিয়ে বিভাজ্য হবে সেগুলিকে লিপইয়ার হতে হলে অবশ্যই ৪০০ দিয়েও বিভাজ্য হতে হবে।
ছবি ও তথ্য সূত্র :
উইকিপিডিয়া, অন্তর্জাল
http://en.wikipedia.org/wiki/Leap_year
https://www.infoplease.com/calendars/months-seasons/leap-year-explained
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরে বাহ!! আপনি মন্তব্য করতে পারছেন!! আনন্দিত হলাম।
- ৩ তলা পর্যন্ত ভাড়ে দিয়েছি। আগামি মার্চ মাসে ৫ম তলা ভাড়া হবে, আর ৬ষ্ঠ তলা হতে তার পরের মাসে ইনশাল্লাহ। ৭ম ও ৮ম হতে আরো একটু সময় লাগবে।
- ভালো কথা, অপ্রাসঙ্গিক মন্তব্য করার স্বভাবও আপনার এখনো বজায় আছে।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৬
কামাল১৮ বলেছেন: বিজ্ঞানের অনেক বিষয়কেই এখন যথাযথ করার প্রচেষ্টা হচ্ছে।তারই অংশ এই লিপইয়ার।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বিজ্ঞান সব সময়ই অধিক সঠিকটিকে গ্রহণ করে নেয়।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৭
সোনাগাজী বলেছেন:
আপনি বলেছেন, "- ভালো কথা, অপ্রাসঙ্গিক মন্তব্য করার স্বভাবও আপনার এখনো বজায় আছে। "
-মেয়েরাসহ পরিবারের সবাই ভালো? ফার্মের কি অবস্হা?
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হা হা হা
- পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ।
- ফার্মতো নয়!! আশ্রম। ভালো-মন্দ মিলিয়েই চলছে।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অনেকদিন পরে এলেন অনেক কঠিন একটা বিষয় নিয়ে। গবেষণা সুন্দর। এ বিষয়ে আমি একটা পোস্ট বেশ কয়েকবার শেয়ার করেছিলাম ব্লগে। জটিল বিষয়, বিশেষ করে অংকে যাদের ভালো ইন্টারেস্ট আছে, তাদের জন্য আমার সেই পোস্ট বাকিরা খামোখা ওখানে যাইয়া মাথা হ্যাং না করলে ভালো ঘুম হবে
সাবধান, মাথায় চক্বর দিতে পারে ১০০ দ্বারা বিভাজ্য ইংরেজি সালগুলো লিপ-ইয়ার না, কিন্তু ৪০০ দ্বারা বিভাজ্য সালগুলো লিপ-ইয়ার কেন?
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি ইচ্ছে করে কঠিন ভাবে উপস্থাপন করেছেন।
- হে অনেক দিন পরে এলাম।
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর এলেন।
যাক বাড়ির খবর জানা গেলো।
আমাকে নিশ্চয়ই ভুলে যান নাই?
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হে অনেক দিন পরে এলাম।
- লোনের ইন্টারেস্ট রেট নিয়ে মহা বিপাকে আছি।
- আপনাকে ভুলিনি, কাউকেই ভুলিনি।
৬| ০১ লা মার্চ, ২০২৪ সকাল ৭:৩১
নাহল তরকারি বলেছেন: মনে হচ্ছে যেন আপনাকে ১০ বছর পর দেখলাম।
০১ লা মার্চ, ২০২৪ সকাল ১০:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হা হা হা, না না না। ১০ বছর না, মাত্র দেড় মাস পরে পোস্ট করেছি।
৭| ১৬ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: দস্যু ভাই কেমন আছেন? অনেক দিন আপনার পোস্ট পাইনা। মিস করি তো। বাড়ির কাজ শেষ? সব ঠিকঠাক তো?
১৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো?
- হে, অনেক দিন ধরেই তেমন ভাবে পোস্ট করা হয় না।
- বাড়ির কাজ শেষ হয়নি। পঞ্চম তলার ফিনিসিং কাজ চলছে। আশাকরছি মে মাসে ভাড়াটিয়া উঠবে, জুনে ভাড়াটিয়া উঠবে ৬ষ্ঠ তলায়। ৪র্থ তলার ২টি ফ্ল্যাট বিক্রি করার পরে ৭ম ও ৮ম তলার কাজ ধরবো।
৮| ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার, আকর্ষণীয় তথ্যসমৃদ্ধ পোস্ট।
বিজ্ঞানীদের কতকিছুর হিসেব রাখতে হয়!
এ লাইনেও আপনার যথেষ্ট আগ্রহ রয়েছে দেখে মুগ্ধ হলাম!
পোস্টে তৃতীয় প্লাস।
১৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে পোস্টে মন্তব্য ও প্লাসের জন্য।
- জ্যোতির্বিজ্ঞান আর গণিতে আমার আগ্রহ বেশ পুরনো।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫০
সোনাগাজী বলেছেন:
আপনার বাড়ীঘর তৈরির কতটুকু হলো?