নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি তোলার স্থান : মেরিনড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : পহেলা অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ।
বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার। যখনই সমূদ্রের ধারে বেড়াতে গেছি তখনই সৈকতের ছবি তুলেছি। সেই সমস্ত সমূদ্র-সৈকতের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সমূদ্র-সৈকতের সেই সব ছবি থেকে ৫টি রইলো এখানে।
== ২ ==
বিচিত্র সমূদ্র
ছবি তোলার স্থান : টেকনাফ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : পহেলা অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ।
== ৩ ==
টেকনাফ সৈকতে
ছবি তোলার স্থান : টেকনাফ সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : পহেলা অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ।
== ৪ ==
নীল আকাশ, সাদা মেঘ আর সৈকত!!
ছবি তোলার স্থান : মেরিনড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : পহেলা অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ।
== ৫ ==
নীল আকাশ, সাদা মেঘ আর সৈকত!!
ছবি তোলার স্থান : মেরিনড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০শে সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ।
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১, সমূদ্র-সৈকতে - ০২, সমূদ্র-সৈকতে - ০৩, সমূদ্র-সৈকতে - ০৪, সমূদ্র-সৈকতে - ০৫
সমূদ্র-সৈকতে - ০৬, সমূদ্র-সৈকতে - ০৭, সমূদ্র-সৈকতে - ০৮, সমূদ্র-সৈকতে - ০৯, সমূদ্র-সৈকতে - ১০
সমূদ্র-সৈকতে - ১১, সমূদ্র-সৈকতে - ১২, সমূদ্র-সৈকতে - ১৩, সমূদ্র-সৈকতে - ১৪, সমূদ্র-সৈকতে - ১৫
=================================================================
১৫ ই জুন, ২০২৪ রাত ৯:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২| ১৫ ই জুন, ২০২৪ রাত ৮:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার ছবি দেখে মনে সাগর দেখার সাধ জাগছে!
১৫ ই জুন, ২০২৪ রাত ৯:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও দীর্ঘদিন সাগর পাড়ে যাই না। মন টানছে আমারও।
৩| ১৬ ই জুন, ২০২৪ রাত ১১:৩৭
জনারণ্যে একজন বলেছেন: ছবিগুলি বেশ সুন্দর, জলদস্যু। এর আগেও মনেহয় এই টপিকে পোস্ট দেখেছিলাম, সাথে ছিল আরো বেশ কয়েকটা ছবি।
দেশ থাকতে কয়েকবার গেছি কক্সবাজারে। কিন্তু পানিতে নামা হয়নি কখনোই। ফ্লোরিডাতে বেশ কয়েকটা বিখ্যাত সি বিচ আছে, কিন্তু ওখানেও যে খুব বেশি নেমেছি, বলা যাবে না।
ওখানে যেতাম মাছ ধরতে। এই ব্যাপারে আমাকে মোটামুটি প্রো বলতে পারেন। হা হা। কতবার যে ডিপ সি ফিশিংয়ে গেছি বোট চার্টার করে, তার ইয়ত্তা নেই। মালিবু ভালো লেগেছে বেশ। খুব সিনিক ড্রাইভ। আরো সুন্দর ড্রাইভ হলো মিয়ামি টু কি ওয়েস্ট।
১৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:০১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সিরিজে আগে আরো ১৫টি পর্বে ৭৫টি ছবি শেয়ার করেছি।
- সগর দেখতে গেলে আমি জলে নামি। তবে সাঁতার জানি না বলে সব সময় অল্প পানিতেই থাকি।
- বর্শি দিয়ে মাছ ধরার চেষ্টাটা আমার কাছে খুব একটা উপভগ্য মনে হয় না। তবে মাছ ধরা পরলে দেখতে বেশ লাগে।
৪| ১৭ ই জুন, ২০২৪ রাত ১২:০১
মিরোরডডল বলেছেন:
জনারণ্যে একজন বলেছেন: কতবার যে ডিপ সি ফিশিংয়ে গেছি বোট চার্টার করে, তার ইয়ত্তা নেই। মালিবু ভালো লেগেছে বেশ। খুব সিনিক ড্রাইভ। আরো সুন্দর ড্রাইভ হলো মিয়ামি টু কি ওয়েস্ট।
পোষ্ট না দিলেও কিছু ছবিতো শেয়ার করতে পারে।
ফিশিং করে মানে বোঝা যাচ্ছে অরণ্যের অনেক ধৈর্য।
১৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবির সাথে দুই একটা কথা জুড়ে দিয়ে পোস্ট করলে আমারতো মনে হয় দেখতে সবারই ভালো লাগতো।
৫| ১৭ ই জুন, ২০২৪ রাত ১২:১১
মিরোরডডল বলেছেন:
দস্যু, ছবি ব্লগ ভালো লাগলো।
প্রথম ছবিটা খুব সুন্দর।
অনেক বছর আগে গিয়েছিলাম।
কক্সবাজারের চেয়ে ইনানী বিচ বেশি ভালো লাগে।
১৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনার মন্তব্য ও মূল্যায়নের জন্য।
- কক্সবাজাএর চেয়ে ইনানী ভালো আবার এই দুটির চেয়েও টেকনাফ ভালো। পর্যটকের হইহুল্লা নেই বললেই চলে।
৬| ১৭ ই জুন, ২০২৪ রাত ৮:৫৭
জনারণ্যে একজন বলেছেন: @ মিররডডল, ডিপ-সি ফিশিংয়ের সময়কাল বেশ পুরোনো, ২০১৫ এর দিকের, যখন ফ্লোরিডা ছিলাম। মালিবু লাস্ট গেছি ২০২২'এ, ছবি শেয়ার করতে পারি, তবে ওই ছবি দেখলে আমাকে ১০ বার কান ধরে উঠবস করতে বলার সম্ভাবনা প্রবল।
আমার ধৈর্য্য খুব বেশি নয়। বোঝা গেলো আপনি কখনো ডিপ-সি ফিশিংয়ে যান নি। ওখানে ছবি তোলার কিংবা রিলাক্স করার সময় থাকেই না (কেউ কেউ এর মধ্যেই আবার সময় বের করে নেয় যদিও) বলতে গেলে। এর তুলনায় ফ্রেশ ওয়াটার ফিশিং বেশ আরামদায়ক। কিন্তু...ওটা আমার জন্য নয়। ছিপ ফেলে হাতে বিয়ার নিয়ে ঘন্টার পর পর ঘন্টা মাছরূপী রজকিনীর জন্য ওয়েইট করবো - মাফ চাই!
ফিশিং রড গুলি সেটআপ করার একটু পরেই দেখবেন একটা ধনুকের মতো বাঁকা হয়ে যাচ্ছে, দৌড় দিলেন ঐদিকে, সাথে সাথেই দেখলেন পাশেই আরেকটা বাঁকা হয়ে যাচ্ছে। বড়ো একটা মাছ টেনে তুলতেও সময় লাগে। এর মধ্যে বোটের দুলুনি তো আছেই। আমার সাথের এক ছোকরা একবার একটা বিয়ার খেয়ে বোটের ওই দুলুনি সহ্য না করতে পেরে বমি-টমি করে কেবিনে যেয়ে ঘুমিয়ে ছিল।
যদি সত্তর/আশি পাউন্ড ওজনের একটা সার্ক তুলতে হয়, এখানের অনেকেরই জিভ অর্ধেক বের করে দাঁত কপাটি লেগে, কোমর ভেঙে বোটের ডেকে চিৎপটাং হয়ে পড়ে থাকবে।
তেনারা এর চেয়ে ভার্চুয়াল লাইফে চায়ের কাপে ঝড় তুলে, দেশ-জাতি উদ্ধারপূর্বক রাজা-উজির মেরে একাকার করে ফেলুক।
যাকে যেটা মানায় আর কি।
১৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুনে তো বেশ আকর্ষণীয় মনে হচ্ছে!! পারলে কিছু ছবিটবি দিয়ে পোস্ট করেন, আমরা দেখি।
৭| ২২ শে জুন, ২০২৪ রাত ১০:১০
মিরোরডডল বলেছেন:
জনারণ্যে একজন বলেছেন: ছবি শেয়ার করতে পারি, তবে ওই ছবি দেখলে আমাকে ১০ বার কান ধরে উঠবস করতে বলার সম্ভাবনা প্রবল।
কিন্তু কেনো?
সেইরকম সম্ভাবনা এতটুকুও নেই, ছবি শেয়ার করা হোক।
বোঝা গেলো আপনি কখনো ডিপ-সি ফিশিংয়ে যান নি।
ইউ আর সো রাইট, আমি কখনও যাইনি কিন্তু ডকুমেন্টরিতে প্রায়ই দেখি।
ফ্রেশ ওয়াটার ফিশিং আমার কিছু ফ্রেন্ডস করে কিন্তু ওটা আমার জন্যও না।
চরম ধৈর্যের দরকার, যেটা আমার নেই।
এক ছোকরা একবার একটা বিয়ার খেয়ে বোটের ওই দুলুনি সহ্য না করতে
এটুকু পড়ে ভেবেছিলাম নির্ঘাত পানিতে পড়ে গেছে
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২৪ রাত ৮:০৭
কামাল১৮ বলেছেন: ছবিগুলি খুবই সুন্দর।আকাশ মেধ আর সৈকত মিলে একাকার।