নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

গরম নিয়ে ২৮ টি প্রবাদ-প্রবচন

১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩১


বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে। মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই বেশ আনন্দ ও আগ্রহ নিয়ে এগুলি পড়ি। ছাত্র অবস্থাতেও পড়তাম, কোনো নম্বর পাওয়ার আশা না করেই পড়তাম। বিগত কয়েক মাসে আমি সামুতে বিষয় ভিত্তিক প্রবাদ-প্রবচন-বাগধারা নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছি। তারই ধারাবাহিকতায় এবারে গরম নিয়ে ২৮ টি প্রবাদ-প্রবচন-বাগধারা খুঁজে বের করেছি। এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।

কয়েকদিন আগে পোস্ট করা সামুর পরিবেশ ঠান্ড কিন্তু বাইরের আবহাওয়া বেশ গরম পোস্টি আগে পড়ে নিতে পারে।

বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।

প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।

তাহলে এবার দেখে নেই গরম নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।


০১ । গরম ভাতে বিলাই ব্যাজার।
০২ । গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় বন্ধু / মাওই বেজার।
০৩ । অল্প আগুনে গা গরম হয়; বেশি আগুনে ঘর পোড়ে।
০৪ । অল্প আগুনে শীত হরে, বেশি আগুন পুড়িয়ে মারে।
০৫ । কথার নেই মাথা, গরমে গায়ে কাঁথা।
০৬ । একা কাঁদি, একা হাসি; গরম রেঁধে খাই বাসি।
০৭ । পশম ঠেঙ্গালে সেই হইবে গরম। নারী ঠেঙ্গাইলে পরে হয়ত নরম।
০৮ । কাঙালী মেরে কাছারি গরম।
০৯ । গরম অম্বল, ঠাণ্ডা দুধ, যে খায় সে নির্বোধ।
১০ । গরম জলে ছ্যাঁকা খাওয়া কুকুর জল দেখলে ভয় পায়।
১১ । গরম দুধে যার মুখ পুড়েছে সে ফুঁ দিয়ে ঘোল খায়।
১২ । গরম দুধ অমেয় মিঠা।
১৩ । পান্তাভাতে নুন জোটে না, গরমভাতে ঘি।
১৪ । লোহা গরম থাকতেই ঘা মারতে হয়।
১৫ । রক্ত গরম হলে বুদ্ধি গলতে শুরু করে।
১৬ । নিজের রুটি নিজে গরম করো।
১৭ । দিনের বেলায় শরম রাত্রে বগল গরম।
১৮ । যত গরম তত নরম।
১৯ । নরমের বাঘ গরমের শিয়াল।
২০ । নরক-ফেরত লোক গরম ছাইকে ভয় করে না।
২১ । রান্নাঘরে হাঁড়ি গরম তো বন্ধুত্বও গরম।
২২ । সূর্যের চেয়ে বালি গরম - খনার বচন।
২৩ । সূর্যের তাপে বালি তপ্ত।
২৪ । চুলো তার মুখ থেকেই গরম হয় !
২৫ । খাবারই মানুষকে গরম রাখে, পশম নয়।
২৬ । গরম জলে ঘর পোড়ে না।
২৭ । ভাদ্র মাসের গরম।
২৮ । তাল পাঁকা গরম।



সূত্র : বই সমূহ
০১। বাংলা বচনাভিধান - শ্রী অমরেন্দ্রনাথ রায়
০২। বাংলা প্রবাদ (ছড়া ও চলতি কথা) - শ্রী সুশীলকুমার দে
০৩। বাংলাদের প্রবাদ - (পত্র ভারতী থেকে প্রকাশিত)
০৪। ভারতের নানান ভাষার প্রবাদ - অঞ্জনাভ দত্ত
০৫। চাণক্য শতক - রায় বাহাদুর পণ্ডিত ও গোবিনলাল বন্দ্যোপাধ্যায়
০৬। কিংবদন্তির খনা ও খনার বচন - পূরবী বসু
০৭। মীরার পদাবলী কবিরের দোঁহা চাণক্য শ্লোক খনার বচন ৭০০ প্রবাদ - প্রীতি পাল চৌধূরী
০৮। প্রবাদ বচন - শ্রীগোপালদাস চৌধুরী ও অপ্রিয়রঞ্জন সেন
০৯। নূতন বাংলা অভিধান প্রবচন সংগ্রহ -
১০। প্রবাদ মালা (২য় খণ্ড) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১১। প্রবাদমালা (এতদ্দেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১২। প্রবাদমালা (বঙ্গদেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
এবং অন্তর্জাল



=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
চাঁদ নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
আম নিয়ে ৬৮ টি প্রবাদ-প্রবচন
তাল নিয়ে আরো ৪৩টি প্রবাদ-প্রবচন
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
অন্ধ বা কানা নিয়ে আরো ১৫৫টি প্রবাদ-প্রবচন
অন্ধকার নিয়ে ৪৮টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
কুকুর নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বানর নিয়ে ৬৭টি প্রবাদ-প্রবচন
বাঘ নিয়ে ১৩২টি প্রবাদ-প্রবচন
সাপ নিয়ে ১১০টি প্রবাদ-প্রবচন
হাতি নিয়ে ১৫২টি প্রবাদ-প্রবচন
ভাল্লুক নিয়ে ২৪টি প্রবাদ-প্রবচন
বৃষ্টি নিয়ে ৪৪টি প্রবাদ-প্রবচন
শীত নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন


ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!, সামুর পরিবেশ ঠান্ড কিন্তু বাইরের আবহাওয়া বেশ গরম, দেখা-দেখি, হট্টবিলাসিনী (১৮+), শুক্তিবাক্য

ব্যাসবাক্য সহ কতিপয় সমাস, আধুনিক বাক্য সংকোচন, নতুন শব্দার্থ, নতুন বিপরীত শব্দার্থ, অ তে অজগর, A for Apple
ক কাব্যের কচকচানি, প পদ্য....., এ-পলাশ সে-পলাশ নহে, বিবাহ বিভ্রাট - ১, বিবাহ বিভ্রাট - ২
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১, পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
=================================================================

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩৯

শাওন আহমাদ বলেছেন: পশম ঠেঙ্গালে সেই হইবে গরম। নারী ঠেঙ্গাইলে পরে হয়ত নরম।

পশম কেমনে ঠেঙ্গায়? :|

১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- তুলা ধুনা করা শব্দটার সাথে পরিচয় আছে আপনার নিশ্চয়ই। একটি বিশেষ যন্ত্র এবং একটি বেত বা পাজন ব্যবহার করে তুলাকে পিটিয়ে ব্যবহারউপযোগী করা হতো। এখানে হয়তো সেই অর্থেই ব্যবহার করা হয়েছে। আমার সঠিক জানা নেই।


ছবি : ফেসবুক

২| ১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪৮

আরইউ বলেছেন:



জলদস্যু,
বেশিরভাগের মানেই মোটামুটি বুঝতে পারছি তবে "কাঙালী মেরে কাছারি গরম" মানে কী?
"গরম ভাতে বিলাই ব্যাজার/ বেজার" এই ব্লগেই দেখেছি -- যুক্তি তর্কে না পেরে বিলাই কেমন্ট ব্যান করে দিয়েছে। হা হা হা!
ভালো থাকুন। শুভেচ্ছা!

১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কাঙালী মেরে কাছারি গরম। বলতে পারেন- আসর জমানোর জন্য দূর্বলের উপর অত্যাচার।

৩| ১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১৭

আরইউ বলেছেন:



ধন্যবাদ, জলদস্যু, এখন বুঝতে পেরেছি। "কাছারি বাড়ি " বা "কাচারি বাড়ি" এর সাথে আগেই পরিচিত ছিলাম।

১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও কাচারি নামেই ডাকি। বর্তমানে আমরা যেটাকে ড্রইংরুম বলি সেটা এক সময় আমার বাবা কাচারি ঘর বলতেন। সেই ঘরেই তাঁর লোকজন বসতেন, বিচার-আচার হতো। কিন্তু বইয়ের ভাষায় এটি কাছারি

৪| ১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০৩

ফেনা বলেছেন: সুন্দর।

১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ

৫| ১৩ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২০

করুণাধারা বলেছেন: বিভিন্ন ধরনের পোস্ট দিতে পারেন যে সব ব্লগার আপনি তাদের মধ্যে নাম্বার ওয়ান!

আপনার প্রবাদ প্রবচন নিয়ে দেয়া পোস্টগুলো সবসময়ই ভালো লাগে। এটাও ভালো লাগলো।

আরেকটা কথা, বাড়ি বানাতে গিয়ে অনেকদিন ব্লগে একেবারেই আসতেন না। এখন কি বাড়ি বানানো শেষ হয়েছে?

১৩ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্য এবং পোস্টে প্লাস দেয়া জন্য।

- না, বাড়ি তৈরির কাজ শেষ হয়নি। আপাততো ৫ তলা পর্যন্ত কম্পিলিট হয়েছে। আর্থিক সংকটের কারণে ৬ তলার কাজ বন্ধ আছে। আশা করছি মাসদিই-একের মধ্যে ৬ তালার কাজ শেষ হবে। ৭ম ও ৮ম তলার কাজ করবো ৪র্থ তলার দুটি ফ্ল্যাট বিক্রি কার পরে। আপাততো সমস্ত কাজ বন্ধ আছে।

৬| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ, চমৎকার পোস্ট। ভালোলাগা রইলো। +++

১৩ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে পোস্টে প্লাস ও মন্তব্যের জন্য।

৭| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: অনেকগুলোই নতুন পড়লাম.......শুভ রাত্রি

১৩ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৮| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ৯:০১

কামাল১৮ বলেছেন: যাই লিখেন, মনে হয় গভেষণা করে লিখেন।

১৩ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- না তো!! ফুল-গাছ-পুরনো স্থাপনা বিষয়ে পোস্ট করার আগে তথ্য জোগাড় করে নিজের মতো করে সাজিয়ে লিখতে হয়। আর এই বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি নানান সূত্র থেকে সংগ্রহ করা মাত্র। গবেষণার কিছু নাই।

৯| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ১০:০৩

জনারণ্যে একজন বলেছেন: @ জলদস্যু, আপনার আগ্রহের বিষয়গুলি বেশ ইন্টারেস্টিং, গতানুগতিক নয়।

যাইহোক, গরম-বিষয়ক এই 'গরমাগরম' পোস্ট ভালো লেগেছে। এটি পড়ে বহুদিন আগের জানা এবং পরবর্তীতে ভুলে যাওয়া অনেক প্রবচন আবার মনে পড়ে গেলো।

১৩ ই জুলাই, ২০২৪ রাত ১০:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:

- জনারণ্যে একজন ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। আমি আসলে সাদাসিদা সরল মানুষ। তবে একথা সত্য আমার আগ্রহের বিষয়গুলি খাপছাড়া

১০| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাঝে মাঝে মাঠ গরম করবেন, পানিও ঘোলা করবেন, বেশ ফায়দা পাবেন। এরপর গোসল সেরে গরম গরম খেয়ে নেবেন।

গরম নিয়ে বলতে গেলে খুব কমই জানতাম। ছোটোবেলায় 'নরম থেকে গরম' ছবি দেখেছিলাম। মাঝে মাঝে গরম খবর চাওর হইত, পরে যেখা যাইত ওগুলো গুজবুল্লাহ :)

ভালো পোস্ট।

১৩ ই জুলাই, ২০২৪ রাত ১০:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হা হা হা। মজার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জনাব।

১১| ১৪ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৪৫

ধুলো মেঘ বলেছেন: বৈচিত্র্যময় পোস্টের জন্য আপনাকে গরম গরম শুভেচ্ছা। আশা করি তাওয়া গরম থাকতেই আমরা এই বিষয়ক পরবর্তী পোস্ট পেয়ে যাব। আজকাল সামুতে আসা হয়না কিছু কিছু পোস্ট দেখে তাল্লু গরম হয় এজন্য। তবে আপনার পোস্ট দেখলে অবশ্য গরম গরম ভাব কিছুটা কমে।

১৪ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সব গরম ঠান্ডা পোস্ট পড়ে মাথা গরম করা চলবে না আমার। ঠান্ডা মাথা গরম পোস্ট আর গরম মাথায় ঠান্ডা পোস্ট পড়ে ব্যালেন্স করে চলতে হবে। B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.