নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহ ! বর্ষা .......

ওরাকল

দেশে কম্পিউটার ইন্জিনিয়ারিং -এ স্নাতক ও বিলেতে স্নাতকোত্তর ডিগ্রীর পাঠ চুকিয়ে বর্তমানে একটি সনামধন্য মাল্টিনেশনাল আইটি ফার্মে কাজ করছি। পাশ্চাত্য শিক্ষার্জিত ধ্যান-ধারনা, ধর্মীয় ও দেশী মূল্যবোধ সবমিলিয়ে বেশ ইতিবাচক কিন্তু জটিল মননশীলতা আমাকে প্রায়ই বিপদে ফেলে। অবশ্য নিজেকে ব্যাতিক্রমধর্মী ভাবতে আমার বেশ ভালই লাগে, সাধারনের মাঝে অসাধারন হয়ে থাকার ভাল-মন্দ দুটোই ভোগ করতে হয় অনবরত .....

ওরাকল › বিস্তারিত পোস্টঃ

শেয়ার ব্যবসা - ৩: নিজেই তৈরী করুন নিজের পোর্টফলিও

১৮ ই মার্চ, ২০১০ রাত ৯:৫৬

আজ আমি আলোচনা করব পোর্টফলিও ডিজাইন সম্পর্কে। তার আগে বলে রাখি 'পোর্টফলিও ডিজাইন' শেয়ার ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ন ব্যাপার এবং তা ব্যাক্তি, বাজারের অবস্থা ও পুজির পরিমান ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রফেসনালরা এই রকম ব্যাক্তিগত পোর্টফলিও ডিজাইন করার জন্য ৫,০০০-২০,০০০ টাকা পর্যন্ত চার্জ নিয়ে থাকে (অথচ আপনার একদম ফ্রি পেয়ে যাচ্ছেন :(( :(( )





তার আগে আসুন পোর্টফলিও ডিজাইনের প্রভাবকগুল নিয়ে বাতচিত করি :)। পুথিগত জ্ঞান আর ডিএসই -এর বাস্তব অভিগ্যতা মিশিয়ে ককটেল বানিয়ে পরিবেশন করলাম....আশা কেরি টেষ্ট খারাপ হবে না B-)



বিনিয়োগকারীর প্রাকার ভেদ - আমাদের শেয়ার বাজারে মোটাদাগে ৩ টাইপের বিনিয়োগকারীর আনাগোনা চোখে পড়ে



১। হুজুগে - এরা ভাই কঠিন চিজ :) হার্ডকোর রিস্ক টেকার। হয় ছক্কা নয় মক্কা অবস্থা। গুজবের পেছনেই ছুটেন তারা।



২। ধীরস্থির- এরা হল কপিবুক ক্রিকেটের টাইপ বিনিয়োগকারি। প্রচুর এনালাইসিস, তথ্য-উপাত্ত বিচার বিশ্লেষন করে বিনিয়োগ করেন। এরা গুজবের ধার ধারেন না, অনেকটা একলা চলরে টাইপ আর কি :)



৩। তৃতিয় টাইপ হল উপরের ২ টার মিশেল। এরা দুই জনের ক্রিয়াকর্ম দেখে বিনিয়োগ করেন। সার্ভাইবাল টাইপের মানুষ আর কি। আমি এদের বলি এডজাস্টিভ বা বাংলায় নমনিয় বিনিয়োগকারী :) :)



শেয়ারের ধরন - সাধারনত ৩ কেটাগরির শেয়ার আছে ডিএসই তে



১। স্টেবল - এগুলোর দাম খুব ধির গতিতে উঠা নামা করে। ধীর্ঘস্থায়ী বিনিয়োগের জন্য উতকৃষ্ট। লাভ সুনিশ্চিত ।ধীরস্থির টাইপের পাবলিকের বিশেষ পছন্দের শেয়ার (আমার ও :) )। ব্যাংক শেয়ারগুল এই কেটাগরিতে পরে।



২। মুভিং - এগুলোর দাম উঠা নামার গতি বাজারের গতির সমান্তরাল মানে বাজারের সাথেই উঠা নামা করে। ঠিরস্থির ও নমনিয় বিনিয়োগকারীদের বিশেষ প্রিয়। মাঝারি মানের লাভ দেয়। ধির্ঘ ও মধ্যমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত। যেমন- এসিআই, স্কয়ার, ...।



৩। ভোলাটাইল - দাম এই সপ্তাহে মগডালে ত আগামী সপ্তাহে মাটিতে :D হুজুগে পাবলিকের শেয়ার আরকি। হয় লাভ নয় লস মাঝামাঝি কিছু নাই আর যেটাই হবে ব্যপক আকারে হবে :) । ষেমন - জেড কেটাগরির শেয়ার।





বিনিয়োগের ধরন:



ধীর্ঘমেয়াদি - ১২ থেকে ১৮ বা ২৪ মাস মেয়াদি বিনিয়োগ। লস হবার কোন চান্সই নাই।



মধ্যমেয়াদি - ৬ থেকে ১২ মাস মেয়াদি বিনিয়োগ। লস হবার চান্স অত্যন্ত কম।



সল্পমেয়াদি - ২ সপ্তাহ থেকে ৩ মাস মেয়াদি বিনিয়োগ। লাভ-লস হবার চান্স ৫০-৫০।



এই বার নিজেকেই নিজে জাজ করুন আর নিগের স্টাইলটা ঠিক করুন। আমি এখানে জেনারেল একটা পোর্টফলিও ডিজাই করতে যাচ্ছি যা বছর শেষে ২০-৪০% পর্যন্ত লাভ দিতে সক্ষম-



বিবেচ্য বিষয়:



১। নূন্যতম ২ থেকে ৫ টা সেক্টরের শেয়ার কিনতে হবে। কারন বাজারে একেক সময় একেক সেক্টরের শেয়ারের ক্রেজ থাকে।

২। প্রতি সেক্টরেই ২-৪ টা কম্পানির শেয়ার কিনতে হবে।

৩। মোট শেয়ারের ৩০ % ধীর্ঘমেয়াদি, ৪০-৬০% ভাগ মধ্যমেয়াদি ও বাকিটা সল্পমেয়াদি বিনিয়োগ হতে হবে।

৪। মোট শেয়ারের ২৫ % স্টেবল, ৫৫-৭০% ভাগ মুভিং ও বাকিটা ভোলাটাইল শেয়ারে বিনিয়োগ করতে হবে।



ডিজাইন:



ধরুন আপনাট মোট মূলধন ১,০০,০০০ টাকা। প্রথমেই এর ২০% আলাদা করে রাখুন। এই ২০,০০০ টাকা হল আপনার সিকিউরিটি মানি যা বিরাটাকারের লস মোকাবেলায় ব্যবহার করবেন এবং এটা সব সময়ই আপনার কাছে নগদ আকারে থাকবে।



এবার ঠিক করুন কয়টি সেক্টরে বিনিয়োগ করবেন (আমি হলে ৩ টা ঠিক করতাম, ধরুন - ব্যাংক, জ্বালানী ও টেক্সটাইল )। অর্থাৎ ১,০০,০০০ -২০,০০০ = ৮০,০০০/৩ = ২৬,৬৬৬ টাকা।



অর্থাত ব্যাংক সেক্টরের জন্য বরাদ্দ ২৬,৬৬৬ টাকা

এরার এর ৪০% (১০,০০০ টাকা ) - স্টেবল শেয়ার ক

এর ৪০% (১০,০০০ টাকা ) - মুভিং শেয়ার খ

এবং বাকিটা -> শেয়ার গ এর জন্য রাখুন



একই ভাবে জ্বালানী ও টেক্সটাইল খাতের শেয়ার মোট ৪ টা শেয়ার কিনুন (জ্বালানী -ক,খ ; টেক্সটাইল-ক,খ)



এখন আপনার হাতে শেয়ার গ এর জন্য ৬*৩ = ১৮,০০০ টাকা আছে যা মূল ধনের ২২% [(১৮,০০০/৮০,০০০)*১০০] কিন্তু আপনি ১০% টাকা ভোলাটাইল শেয়ার মানে ঝোপ বুঝে পোক মারার জন্য ব্যায় করবেন তাহলে গুজবের পেছনে ব্যয় করুন ৮,০০০ আর বাকিটা যে কোন একটা সেন্টরের স্টেবল বা মুভিং শেয়ারের পেছনে ব্যয় করুন (আমি হলে স্টেবল টাইপের কোন একটা কিনতাম)।



আশা করি স্ট্রেটেজিটা বুঝতে পেরেছেন। উপরে বর্নিত % গুল হল একটা গাইড লাইন কোন রুলস নয় এটা আপনি আপনার মত করে ঠিক করবেন। তবে এটা বড়যোড় ১০-১৫ ভাগ এদিক সেদিক করতে পারবেন ।



আজ আমি আলোচনা করব পোর্টফলিও ডিজাইন সম্পর্কে। তার আগে বলে রাখি 'পোর্টফলিও ডিজাইন' শেয়ার ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ন ব্যাপার এবং তা ব্যাক্তি, বাজারের অবস্থা ও পুজির পরিমান ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রফেসনালরা এই রকম ব্যাক্তিগত পোর্টফলিও ডিজাইন করার জন্য ৫,০০০-২০,০০০ টাকা পর্যন্ত চার্জ নিয়ে থাকে (অথচ আপনার একদম ফ্রি পেয়ে যাচ্ছেন :(( :(( )





তার আগে আসুন পোর্টফলিও ডিজাইনের প্রভাবকগুল নিয়ে বাতচিত করি :)। পুথিগত জ্ঞান আর ডিএসই -এর বাস্তব অভিগ্যতা মিশিয়ে ককটেল বানিয়ে পরিবেশন করলাম....আশা কেরি টেষ্ট খারাপ হবে না B-)



বিনিয়োগকারীর প্রাকার ভেদ - আমাদের শেয়ার বাজারে মোটাদাগে ৩ টাইপের বিনিয়োগকারীর আনাগোনা চোখে পড়ে



১। হুজুগে - এরা ভাই কঠিন চিজ :) হার্ডকোর রিস্ক টেকার। হয় ছক্কা নয় মক্কা অবস্থা। গুজবের পেছনেই ছুটেন তারা।



২। ধীরস্থির- এরা হল কপিবুক ক্রিকেটের টাইপ বিনিয়োগকারি। প্রচুর এনালাইসিস, তথ্য-উপাত্ত বিচার বিশ্লেষন করে বিনিয়োগ করেন। এরা গুজবের ধার ধারেন না, অনেকটা একলা চলরে টাইপ আর কি :)



৩। তৃতিয় টাইপ হল উপরের ২ টার মিশেল। এরা দুই জনের ক্রিয়াকর্ম দেখে বিনিয়োগ করেন। সার্ভাইবাল টাইপের মানুষ আর কি। আমি এদের বলি এডজাস্টিভ বা বাংলায় নমনিয় বিনিয়োগকারী :) :)



শেয়ারের ধরন - সাধারনত ৩ কেটাগরির শেয়ার আছে ডিএসই তে



১। স্টেবল - এগুলোর দাম খুব ধির গতিতে উঠা নামা করে। ধীর্ঘস্থায়ী বিনিয়োগের জন্য উতকৃষ্ট। লাভ সুনিশ্চিত ।ধীরস্থির টাইপের পাবলিকের বিশেষ পছন্দের শেয়ার (আমার ও :) )। ব্যাংক শেয়ারগুল এই কেটাগরিতে পরে।



২। মুভিং - এগুলোর দাম উঠা নামার গতি বাজারের গতির সমান্তরাল মানে বাজারের সাথেই উঠা নামা করে। ঠিরস্থির ও নমনিয় বিনিয়োগকারীদের বিশেষ প্রিয়। মাঝারি মানের লাভ দেয়। ধির্ঘ ও মধ্যমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত। যেমন- এসিআই, স্কয়ার, ...।



৩। ভোলাটাইল - দাম এই সপ্তাহে মগডালে ত আগামী সপ্তাহে মাটিতে :D হুজুগে পাবলিকের শেয়ার আরকি। হয় লাভ নয় লস মাঝামাঝি কিছু নাই আর যেটাই হবে ব্যপক আকারে হবে :) । ষেমন - জেড কেটাগরির শেয়ার।





বিনিয়োগের ধরন:



ধীর্ঘমেয়াদি - ১২ থেকে ১৮ বা ২৪ মাস মেয়াদি বিনিয়োগ। লস হবার কোন চান্সই নাই।



মধ্যমেয়াদি - ৬ থেকে ১২ মাস মেয়াদি বিনিয়োগ। লস হবার চান্স অত্যন্ত কম।



সল্পমেয়াদি - ২ সপ্তাহ থেকে ৩ মাস মেয়াদি বিনিয়োগ। লাভ-লস হবার চান্স ৫০-৫০।



এই বার নিজেকেই নিজে জাজ করুন আর নিগের স্টাইলটা ঠিক করুন। আমি এখানে জেনারেল একটা পোর্টফলিও ডিজাই করতে যাচ্ছি যা বছর শেষে ২০-৪০% পর্যন্ত লাভ দিতে সক্ষম-



বিবেচ্য বিষয়:



১। নূন্যতম ২ থেকে ৫ টা সেক্টরের শেয়ার কিনতে হবে। কারন বাজারে একেক সময় একেক সেক্টরের শেয়ারের ক্রেজ থাকে।

২। প্রতি সেক্টরেই ২-৪ টা কম্পানির শেয়ার কিনতে হবে।

৩। মোট শেয়ারের ৩০ % ধীর্ঘমেয়াদি, ৪০-৬০% ভাগ মধ্যমেয়াদি ও বাকিটা সল্পমেয়াদি বিনিয়োগ হতে হবে।

৪। মোট শেয়ারের ২৫ % স্টেবল, ৫৫-৭০% ভাগ মুভিং ও বাকিটা ভোলাটাইল শেয়ারে বিনিয়োগ করতে হবে।



ডিজাইন:



ধরুন আপনাট মোট মূলধন ১,০০,০০০ টাকা। প্রথমেই এর ২০% আলাদা করে রাখুন। এই ২০,০০০ টাকা হল আপনার সিকিউরিটি মানি যা বিরাটাকারের লস মোকাবেলায় ব্যবহার করবেন এবং এটা সব সময়ই আপনার কাছে নগদ আকারে থাকবে।



এবার ঠিক করুন কয়টি সেক্টরে বিনিয়োগ করবেন (আমি হলে ৩ টা ঠিক করতাম, ধরুন - ব্যাংক, জ্বালানী ও টেক্সটাইল )। অর্থাৎ ১,০০,০০০ -২০,০০০ = ৮০,০০০/৩ = ২৬,৬৬৬ টাকা।



অর্থাত ব্যাংক সেক্টরের জন্য বরাদ্দ ২৬,৬৬৬ টাকা

এরার এর ৪০% (১০,০০০ টাকা ) - স্টেবল শেয়ার ক

এর ৪০% (১০,০০০ টাকা ) - মুভিং শেয়ার খ

এবং বাকিটা -> শেয়ার গ এর জন্য রাখুন



একই ভাবে জ্বালানী ও টেক্সটাইল খাতের শেয়ার মোট ৪ টা শেয়ার কিনুন (জ্বালানী -ক,খ ; টেক্সটাইল-ক,খ)



এখন আপনার হাতে শেয়ার গ এর জন্য ৬*৩ = ১৮,০০০ টাকা আছে যা মূল ধনের ২২% [(১৮,০০০/৮০,০০০)*১০০] কিন্তু আপনি ১০% টাকা ভোলাটাইল শেয়ার মানে ঝোপ বুঝে পোক মারার জন্য ব্যায় করবেন তাহলে গুজবের পেছনে ব্যয় করুন ৮,০০০ আর বাকিটা যে কোন একটা সেন্টরের স্টেবল বা মুভিং শেয়ারের পেছনে ব্যয় করুন (আমি হলে স্টেবল টাইপের কোন একটা কিনতাম)।



আশা করি স্ট্রেটেজিটা বুঝতে পেরেছেন। উপরে বর্নিত % গুল হল একটা গাইড লাইন কোন রুলস নয় এটা আপনি আপনার মত করে ঠিক করবেন। তবে এটা বড়যোড় ১০-১৫ ভাগ এদিক সেদিক করতে পারবেন ।



শেয়ার-বাজার বিষয়ক সব পোস্ট একত্রে পেতে ক্লিক করুন

মন্তব্য ৫২ টি রেটিং +৩৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১০:০৫

এরশাদ বাদশা বলেছেন: +++
অ.ট -আপনি স্বাক্ষর করেছেন। প্রথম পাতায় কিছুক্ষনের মধ্যেই পোস্ট আসছে। সাথে থাকেন।

১৮ ই মার্চ, ২০১০ রাত ১০:২৫

ওরাকল বলেছেন: আছি।

কিন্তু কোথায় সাইন করলাম 'পুরনদের স্বসম্মনে প্রত্যাবর্তন চাই' -এই দাবিটার কথাই কি বলছেন?

২| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১০:২৩

ওরাকল বলেছেন: পাঠকদের মন্তব্য আশা করছি। এভাবে চুপ-চাপ চলে গেলে ত সিরিজটা কন্টিনিউ করার উৎসাহে নিশচিত ভাটা পড়বে। কারন তখন নিজেকে আতেল বা গাধা শ্রেনীর নিছু একটা মনে হয় :)। হয় আমার কথা কেউ বুঝে নাই নয়ত এগুল সবাই জানে।

৩| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১০:২৭

দ্রোহ বলেছেন: আচ্ছা ভাই, শেয়ার ব্যবসা কেমন টাইম কনজিউমিং ?

আপনার প্রত্যেক টা পর্ব ব্রাউজারে বুকমার্কড করে রাখলাম।টাইম নিয়ে পড়ব।

ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৫৫

ওরাকল বলেছেন: এখন ত অনলাইনেই ট্টেডিং করা যায়। দিনে ২০-৩০ মিনিট আর ছুটির দিনে ১-২ ঘন্টা (চিনতা ভাবনার জন্য) ব্যায় করলেই চলে।

৪| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৪

টানজিমা বলেছেন: শুধু ফরেই যাই। মনেতে এক্টাক্ষিন আশা আছে.....
.....যদি কুনুদিন বুছতে ফারি, জিনিসটা আসলে কি??

(তয় এক্টা ফস্ন জিগাই আমনেরে, এগুলি কেডা কিনে আর কেডা বেছে??
আমাগু দুহানে আইজ ফর্যন্ত সেয়ার কিনতে কুনু কাষ্টমার আইল না)... :( :(

১৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৫৮

ওরাকল বলেছেন: ফাগল না হি পাবলিকে নিকব শেয়ার তা ও আবার বুশের দুহানে গিয়া :) আম ছালা ২ ডাই ত গন হইব।

পাবলিক কিছু বুঝুক আর না বুঝুক ঐ ডা ঠকই বুঝছে ......

৫| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৪০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রিয়তে রাখলাম। পরে পড়বো। চালিয়ে যান বস।

১৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৫৯

ওরাকল বলেছেন: ভাই টপিক সংকটে ভুগছি :) ২-৪ টা ধরায়াদেন যা নিয়ে পরবর্তি পর্বগুল লিখতে পারি

৬| ১৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৬

বিগ ব্রাদার বলেছেন: শেয়ার রিলেটেড পোষ্ট প্রিয়তে না রেখে উপায় আছে।

আমার শো কেস শেয়ার রিলেটেড লেখা নিয়ে।

১৮ ই মার্চ, ২০১০ রাত ১১:০০

ওরাকল বলেছেন: ধন্যবাদ। তাইলে ত আপনার শোকেসে চুপি দিতে হয় :)

৭| ১৯ শে মার্চ, ২০১০ রাত ২:০৮

টানজিমা বলেছেন: :(( :(( তাইলে কি আমার দুহানে সেয়ার কিন্তে কেও আইবনা??
আমিও আর বঢ়লোক হইবার ফারুম না??) :(( :(( :(( :((

পুনস্চৎ:-
টপিক= অনলাইনে কিভাবে করা যায় বিস্তারিত ঝানথে ছাই।
আমি কয়েকটা সাইট দেখেছি যেখানে কেনা-বেচা করার সিস্টাম আছে...কিন্তুক সত্যতা বা নিরাপত্তা কতটুকু জানিনা।

১৯ শে মার্চ, ২০১০ ভোর ৪:০৩

ওরাকল বলেছেন: আমি http://www.ksecuritiesbd.com/index.php

এই হাউজের এক জন ক্লায়েন্ট। প্রায় ১ বছর যাবত ব্যবহার করছি। নিরাপত্তা জনিত কোন সমস্যা নাই তবে ২ টা প্রবলেম আছে-

১। অর্ডার দেয়ার পর তা উইথড্র করা যায় না আর দিন শেষে জানা যায় অর্ডার এস্কিকিউট হয়েছে কি না।

তবে http://www.stockbangladesh.com/login_page.php এখানের ৩ টা হাউজের এই সমস্যা নাই। পরিচিত কেউ না থাকায় বিকিউরিটি সম্পর্কে আইডিয়া নাই।

৮| ১৯ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২৪

নীল বাউল বলেছেন: থ্যাংকু।

১৯ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২৬

ওরাকল বলেছেন: Thanks

৯| ২০ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৪৩

ভাইটামিন বদি বলেছেন: রাখলাম.....দেখি কাজে লাগানো যায় কিনা...!!! থেংকস...

১০| ২০ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৬

ভাইটামিন বদি বলেছেন: ভাই বাইরে থেকে কি সেকেন্ডারী মার্কেটের শেয়ার লেনদেন করা যাবে (অনলাইনে)আপনার "(http://www.ksecuritiesbd.com )" ব্যবহার করা কম্পানীর মাধ্যমে...???

আরো স্পেসিফিকালি :

- আমি লন্ডনে থাকি;
- কিভাবে সেকেন্ডারী মার্কেটে শেয়ার কেনা বেচা করতে পারি;
- আপনার দেয়া কম্পানীটির মাধ্যমে করা যাবে কিনা;
- করতে হলে কিভাবে শুরু করা যায়....
- ইত্যাদি...

সরি অনেক প্রশ্ন করে ফেললাম।।।।।

২০ শে মার্চ, ২০১০ রাত ১০:৪১

ওরাকল বলেছেন: ঐ লিংকের সিকিউরিটি হাউজে আপনার একটা বিও একাউন্ট খুলতে হবে (আর আপনি যেহেতু বাইরে আছেন সেহেতু জয়েন্ট একাউন্ট হলেই ভাল হয়। তা হলে ২য় জন যিনি বাংলাদেশে আছেন তনি টাকা জমা- উত্তলন ইত্যাদি করতে পারবেন)

বিও একাউন্ট হয়ে গেলে ঐ হাউজে টাকা জমা দিন ও মেনুয়ালি প্রথম শেয়ার ক্রয় করুন ( জয়েন্ট হোলডারদের যে কেউ ঐ টা করতে পারে) আর অনলাইন ট্রানজেকশন একটিভেট করার জন্য আবেদন করুন। আকটিভেট হলে ই আপনি আপনার বিও একাউন্টে জমাকৃত টাকা ও প্রথম বার কেনা শেয়ার সংখ্যা দেখতে পাবেন, যা দিয়ে কেনা বেচা শুরু করতে পারেন।

বিও একাউন্ট খুলতে ২-৩ সপ্তাহ আর অনলাইন ট্রানজেকশন একটিভেট করতে ১ সপ্তাহ সময় লাগবে।




** সম্ভবত আপনার পেপেল একাউন্টেই আমি আজমেরীর জন্য টাকা পাঠিয়েছিলাম। ধন্যবাদ সময় মত পৌছে দেয়ার জন্য।

১১| ২০ শে মার্চ, ২০১০ রাত ১০:৪৮

সাইফুর বলেছেন: চলুক..অনেক কাজের পোষ্ট

১২| ২০ শে মার্চ, ২০১০ রাত ১০:৪৯

বিডি আইডল বলেছেন: বাইরে থেকে করা যায় অনলাইনে? তাহলে একটা ট্রাই দিতাম

২১ শে মার্চ, ২০১০ ভোর ৫:৩৩

ওরাকল বলেছেন: হুম কারা যায় :) আমি গত ৪-৫ ধরে ইংলেন্ড থেকেই আমার একাউন্ট পরিচালনা করছি।

১৩| ২১ শে মার্চ, ২০১০ ভোর ৪:০২

ভাইটামিন বদি বলেছেন: ধন্যবাদ ওরাকল....

এক্ষেত্রে কি আমাকে দেশে গিয়েই সব করতে হবে??? আইমিন বিও একাউন্ট খোলা এবং অনলাইন একটিভেশান করার ব্যাপারটা করার জন্য??

আরো একটি ব্যাপার; এটা কি জয়েন্টলিই করতে হবে??? যদি আমি নিজেই আমার একাউন্ট অপারেট করতে চাই তাহলে কি করা যাবে না??

**জ্বী; আমার পেপ‌্যার একাউন্টেই আপনি টাকা দিয়েছিলেন আজমেরীর জন্য....অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবার সহযোগীতার জন্য।।

২১ শে মার্চ, ২০১০ ভোর ৫:৪৩

ওরাকল বলেছেন: বিও এটাউন্টের কাগজ পত্র সিগনেচার করে দেশে পাঠিয়ে দিলে আপনার পরিচিত কেউ হাউজে যোগাযোগ করে একাউন্ট ওপেন করতে পারবেন।

তবে একাউন্ট থেকে টাকা তোলার জন্য বা শেয়ার কেনার জন্য আপনাকে অথবা আপনার প্রতিনিধিকে হাউজে উপস্থিত হতে হবে।

আমি বাইরে আসার আগে সব রেডি করে এসেছিলাম। আর জয়েন্ট একাউন্ট না করও আমনি আপনার একাউন্টের জন্য বাংলাদেশে কাউকে অথরাইজেশন দিতে পারবেন যিনি আপনার হয়ে স্থনিয় কাজগুল করতে পারবে।


বিও এটাউন্টের জন্য ভেলিড একটা ব্যাংক একাউন্ট লাগবে ( সিংগেল হলে আপনার নিজ নামে আর জয়েন্ট হলে যে কারো ১ জনের নামে হলেই চলবে। )



আরো বিস্তারিত জানতে ফোন করতে পারেন (+৪৪) ৭৭৬০৭০০০৯২

১৪| ২১ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১৮

ভাইটামিন বদি বলেছেন: ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমার প্রশ্নগুলোর উত্ত্র দেয়ার জন্য।

এটা কি আপনার নাম্বার?? নাকি আপনার পরিচিত ব্রোকারেজ হাউজের??

আবারো ধন্যবাদ।।।।

২১ শে মার্চ, ২০১০ রাত ৮:০৮

ওরাকল বলেছেন: আমার নম্বর।

১৫| ২১ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫১

টানজিমা বলেছেন: বিও এটাউন্টার ব্যপারে ইট্টু খুইল্লা কওন যায় না নি????? X( X( X(

২১ শে মার্চ, ২০১০ রাত ৮:২৬

ওরাকল বলেছেন: :) সিকিউরিটি হাউজ ভেদে ৫০০-২৫০০ টাকা লাগে ১ টা বিও একাউন্ট খুলতে। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট/ চেয়ারম্যান বা কমিশনার সর্টিফিকেট/ নেশনাল আইডি কার্ড ও ব্যাংক সারটিফিকেট (এটার জন্য আবার ১০০-৫০০ টাকা লাগে, ওখানে বলতে হবে বিও একাউন্ট জন্য )। ফর্ম পুরন করে জমা দিলে আপনাকে একটা টেনটেটিভ ডেট দেবে বিও একাউন্ট ইনফরমেশন কালেক্ট করার জন্য। এটা অনেকটা ব্যাংক একাউন্টের মত তবে পার্থক্য হল এটা মেনেজ করে সিএসই ও ঐ সিকিউরিটি হাউজ।


এক জন ব্যাক্তি সর্বোচ্চ ২ টা বিও একাউন্ট খুলতে পারেন:-

১। সিংগেল একাউন্ট ( নিজ নামের ব্যাংক একাউন্টের বিপরীতে)
২। জয়েন্ট একাউন্ট ( ২ জনের যে কোন ১ জনের ব্যাংক একাউন্টের বিপরীতে অথবা যৌথ একাউন্টের বিপরীতে)

http://www.ksecuritiesbd.com/form_pdf.php এখানে ফর্ম পাবেন।

১৬| ২১ শে মার্চ, ২০১০ রাত ৮:১২

টানজিমা বলেছেন:
Customer Account Opening Form.pdf
CDBL Forms
BO Account Nomination_Form23.pdf
BO Account Opening Form_Form02.pdf
Agreement.pdf
Dematerialization Request Form (DRF)_Form8.pdf
PayIN Transfer_Form21.pdf
PayOut Transfer Form21.pdf
Power of Attorney (POA) Form_20 .pdf



ইট্টু ইট্টু বুঝি কুনডা কি কাজের.....কিন্তুক ভাল করে তো জানি না.......
কেমনে কি করুম??? :( :( :( :( :(( :(( :(( :(( :(( :((


১৭| ৩০ শে মার্চ, ২০১০ সকাল ৯:০৯

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: ভাই আমার অনেক কাজে লাগবে আপনার পোস্টটি। আশা করছি ভবিষ্যতে আরো সহযোগীতা পাবো।

৩০ শে মার্চ, ২০১০ বিকাল ৫:১৬

ওরাকল বলেছেন: আপনারা চাইলে আমি অবশ্যই লিখব।

১৮| ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৭

কিপটে বলেছেন: mela kisu janchi

০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৩৫

ওরাকল বলেছেন: নিজে জানুন। আমাকেও নতুন কিছু জানান।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:০৪

শারিফ বলেছেন: ভাই আমি আপনার প্রতিটা পোষ্ট খুব মনদিয়ে পড়ি তবে সময় ও অলসতার জন্য মন্তব্য করতে পারিনা। অন্য দিনের মত এ বারও প্লাস রইল।

ভাল থাকেন অনেক ভাল

২০| ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫৭

বাংলাকে ভালবাসি বলেছেন: আমার মনে হয় শেয়ার ব্যবসায়ের জন্য 2/3 months সবার study ও market analysis করা উচিত।

লেখক ভাইকে অনেক শুভেচ্ছা।

২১| ০৮ ই জুন, ২০১০ রাত ১২:৩৭

কে জানে বলেছেন: ভালো পোসট।

২২| ০৮ ই জুন, ২০১০ রাত ১:০২

কুঁড়ের বাদশা বলেছেন:
বিও একাউন্ট নিয়ে আমারও একটা প্রশ্ন ছিল:

আপনি বলেছেন :এক জন ব্যাক্তি সর্বোচ্চ ২ টা বিও একাউন্ট খুলতে পারেন

এখানে কি একজন ব্যক্তি হবে নাকি একটা ব্যাংক একাউন্ট হবে ?
আমার যদি ৩টা ব্যাংকে একাউন্ট থাকে তাহলে আমি কয়টা বিও একাউন্ট খুলতে পারব ?

দয়া করে জানাবেন ?

০৮ ই জুন, ২০১০ ভোর ৪:০৩

ওরাকল বলেছেন: এক জন ব্যক্তি । আপনার একাধিক ব্যাংক একাউন্ট থাকলেও আপনি (লিগালি) ২ টার বেশি বিও একাউন্ট করতে পারবেন না ।

তবে অনেকেই তা মানেন না।

২৩| ২৫ শে জুলাই, ২০১০ রাত ১১:১৬

ফজলুল করিম বলেছেন: আমি রীতিমতো আপনার পোষ্টগুলো প্রিন্ট নিয়েছি, এবং বাসায় এসে পড়ছি। খুবই ভাল ও সহজ করে লেখা। ধন্যবাদ
আগের পোষ্ট:
শেয়ার ব্যবসা - ১: যে ভাবে শুরু করতে পারেন
শেয়ার ব্যবসা - ২: কোন শেয়ার কিনবেন? কিভাবে? কতটা?
শেয়ার ব্যবসা - ৪:
শেয়ার ব্যবসা - ৫:

শেয়ার ব্যবসা - ৩: খুবই ভালো ও সহজ উপস্থাপন।
কারেন্ট গেল......................................................

২৬ শে জুলাই, ২০১০ রাত ১:৩৮

ওরাকল বলেছেন: বলেন কি :) আপনি উপকৃত হলেই আমার কষ্ট স্বার্থক।

২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৯

কবীর'স ব্লগ বলেছেন: ভাল পোষ্ট।

২৫| ০৭ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:০১

কাপালিক বলেছেন: কাল একজন বলল তার ভাই ২ লাখ টাকা বিনিয়োগ করে মাসে নাকি ৭০ হাজার টাকা রোজগার করে। এটা কিভাবে সম্ভব হতে পারে??

০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৫

ওরাকল বলেছেন: মাসে ৭০ হাজার ! তাও মাত্র ২ লাখ টাকা :) একটু মনে হয় বেশিই বলেফেলেছে (আমি ২০-৩০ এর বেশি পারব না মান্থলী)। অবশ্য খুব এক্সপিরিয়েন্সড হলে হয়ত ৫০ ছৌয়া সম্ভব।

২৬| ১১ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:০১

সাগর ঢাকা বলেছেন: প্রিয়তে রাখলাম :-B

২৭| ২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:১৬

শোভন বলেছেন: আই পি ও নিয়া কিসু লেখেন B:-/

২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩০

মোঃ হাফিজুর রহমান বলেছেন: ভাল

২৯| ১৪ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৬

আর্কভিল বলেছেন: +

৩০| ১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১২

মু. নূরনবী বলেছেন: এরিও আন্নের লেখায় তো সারা বছরই হিট হৈইরছে.... :( :( :( :(

আন্নেরে ধন্যবাদ...আঁই এই পিষ্ঠা গা বার কইত্তাম হারি্যেয়র না...আন্নে খুলি দিছেন... :D :D :D :D :D .

বস..নাম্বারটা সেভ করে রাখলাম...কল দিমুনে ..প্রয়োজনে..বেব্রত বুধ কইরবেন নাতো... ;) ;) ;) ;)

আর আন্নে পিরি থাকেন কোন সুমে?.... /:) /:) /:) /:) /:)

১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৪

ওরাকল বলেছেন: রবি-বৃহস্পতি রাত ৯ টার পর আর শুক্র-শনি সকাল ১০টার পর

৩১| ১২ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৬

মু. নূরনবী বলেছেন: সত্যিই মন থেকে আপনাকে ভালো লেগে গেল..... =p~ =p~ =p~ =p~

আপনার জন্য দোয়া আর শুভ কামনা..... :) :)

সময় করে কল দেব...একদিন...ইনশাআল্লাহ... :D

আমার এক বড় ভাই..সৌদি থাকে। তিনি ও আপনার মত বিদেশ থেকে কিছু টাকা ইনভেস্ট করতে টাইছে।...ইতমধ্যে কিছু টাকা ইনভেস্ট করেছেও। কিন্তু তাকে কেনা-বেচার জন্য দু' জায়ড়ায় টাকা দিতে হয়...তাই লাভ বেশী থাকে না। আমি তাকে আপনার ব্লগ এড্রেস আর মোবাইল নং দিয়ে দিসি...যোগাযোগ করতে পারেন।

...অফ দ্যা রেকর্ড: মিয়া ভাই বিয়া কইচ্ছেন্নি?...না মানে, করলে আপনাকে ভায়রা বানানোর চেষ্টা কইত্তাম আর কি.... :-B :-B :-B :-B =p~ =p~ =p~ =p~ =p~

১৭ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৪০

ওরাকল বলেছেন: :) ২০শে সেপ্টেম্বর'১০ এর দেশে চলে এসেছি; বলতে পারেন এক প্রকার পার্মানেন্টলিই চলে এসেছি। খুব বড় কোন সমস্যা না হলে আর ফিরছি না বিদেশ বিভূইয়ে।


:) দিলেন ত সমস্যা আরো বাড়িয়ে, গেল ২ বছরে নিজের বউ-ই খুঁজে হয়রান; এখন শালিকা সহ বউ কই পাই .........:-B :-B :-B :-B =p~ =p~

৩২| ২১ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:৪৩

মোঃ সিরাজুল হক বলেছেন: +++++++

Click This Link

৩৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০০

ইনো বলেছেন: আপনার ককটেল অতি উপাদেয় ।
পরিবেশনের জন্য আন্তরিক ধন্যবাদ । :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.