![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাফেজ মাওলানা গোলাম সরওয়ার, আমি একজন শিক্ষক আমার বিবেকের ও সমাজের ।
গুই সাপ খাওয়া কি জায়েজ আছে?
بسم الله الرحمن الرحيم
গুই সাপ খাওয়া মাকরূহে তাহরিমী।
عن عائشة رضي الله تعالى عنهما أن النبي صلىالله عليه وسلم أهدى له ضب فلم يأكله فقام عليهم سائل فأرادت عائشةرضي الله تعالى عنها أن تعطيه فقال لها النبي صلى الله عليه وسلمأتعطينه ما لا تأكلين
হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূল সাঃ এর কাছে একটি গুইসাপ হাদিয়া স্বরূপ পাঠানো হল। নবীজী সাঃ সেটি খেলেন না। তখন একটি ভিক্ষুক আসে। হযরত আয়শা রাঃ তখন সেটি ভিক্ষুককে দিয়ে দিতে চাইলেন। রাসূল সাঃ তখন বললেনঃ তুমি কি তাকে এমন জিনিস দিবে যা তুমি নিজে খাও না? {তাহাবী শরীফ, হাদীস নং-২০১
২| ১৭ ই মে, ২০১৬ সকাল ১০:৫৮
মধুমিতা বলেছেন: গুইসাপ শব্দটির ব্যবহার ঠিক না। জন্তুটি ضب (দব)। যা একই গোত্রীয় হলেও আমাদের চেনা গুইসাপের সাথে মিল নেই। দব মরুভূমির প্রানী, অনেকটা গিরগিটি টাইপ।
এই জন্তুটি মোহাম্মদ (সাঃ) নিজে খাননি, কিন্তু অন্যেরা যখন খাচ্ছিল সেটা মানাও করননি।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৬ সকাল ১০:৫৩
আহলান বলেছেন: অন্য একটি হাদিসে আছে রাসুলুল্লাহ (সাঃ) এর সামনে গুই সাপ আনা হলে তিনি হাত গুটিয়ে নেন, কিন্তু পাশে থাকা সাহাবি সেটা খেলেন, রাসুলুল্লাহ (সাঃ) নিষেধ করলেন না।
আপনি আহলে হাদিস অনুসারিদের কাছে জানতে চাইতে পারেন ... ওনারা খাবে কি না?