![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাও! ঝরনা থেকে উৎপত্তি, এখন নদীতে রুপান্তরিত!আগের মত আর উচ্ছলতা নেই, তবে চাঁদের আকর্ষনে জোয়ার-ভাটা আসে পালাক্রমে।সমুদ্র হবার প্রস্তুতি নিচ্ছি, উচ্ছাসে ভাসিয়ে দিতে চাই পৃথিবী! যার জন্য করি চুরি, সেই বলে চোর! বিঃদ্রঃআমার লেখা চুরি করে উপরোক্ত কারন দেখানো চলবে না! Run For Your Life!!! never say never!!!
হ্যা, আমিও প্রেমপত্র পুড়াই! রোজ রোজ পুড়ানোর মত বিশিষ্ট কেউ আমি নই কিন্তু, তবে প্রতিবছর এই দিনটায় পুড়ানোর মত অবশিষ্ট একটা হলেও জমিয়ে রাখি! কেউ জোক করেই বলেছিল যে কাউকে জীবনে কয়জন প্রেমের প্রস্তাব দিয়েছে প্রশ্ন করলে ভাব ধরে যেনো সেই মুহুর্তে তারা গণনা ভুলে যায়, কিংবা অগনিত, টু দ্যা পাওয়ার ওফ ইনফিনিটিতে অবস্থান তাদের পাওয়া প্রেম প্রস্তাবের সংখ্যা!! আবার তারা কয়জনকে দিয়েছে প্রস্তাব জানতে চাইলে এমন চাহনি নিপাত করেন, যেনো তারা "আমি তোমার প্রেমে পড়েছি বা আমি তোমাকে ভালোবাসি," কিভাবে লেখতে হয় তা জানেনই না! হা হা হা! এটা কিন্তু নারী-পুরুষ, উভয় এবং অধিকাংশের জন্যই প্রযোজ্য! কি, আপনার লাগেনি তো? যেচে বাড়িয়ে বলছি না, অন্তত বর্তমান সময়ের কিশোর-কিশোরী/যুবক যুবতীদের দেখলেই বুঝবেন, ইঙ্গিতটা কার দিকে পড়ছে! তাই বলে আবার বলে বসবেন না যানো, আমি বৃদ্ধ, আমার কি আর বয়স আছে? এটা কিন্তু পার পেয়ে যাবার মত যুক্তি হল না, আর ভালবাসাবিদরা বলেন ভালোবাসা বয়স মেনে চলে না! তাই অহেতুক রাগ নয়, আমার আবার কারো রাগ দেখতে ভালো লাগেনা, তবে আপনি পাল্টা প্রশ্ন করলে উত্তর দেব নিজের রাগটা দেখাতে ততটা মন্দ লাগে না!
ওহ, যা বলছিলাম। প্রেম নিয়ে জটিল তত্ব কিংবা ইকোয়েশন ফাদতে পারব না! তাই সহজ করেই বলি, প্রেমে পড়লে যে পত্র আদান- প্রদান করা হয়, তা পুড়ানোর সুখ জীবনে কখনো ভোগ করেছেন? উত্তর হ্যা হলে হাই ফাইভ নিয়ে নিন হাওয়া থেকে, আর না হলে বলব, কি করছেন কি? এতবড় শান্তির কাজ আপনি না করেই বসে আছেন? একটা কাহিনি শুনুন, তারপর আমার কথার মর্মদ্ধার করা সহজ হবে। ইউএস হিস্টোরিতে সিভিল ওয়ার নিয়ে পড়ার সময় জেনেছিলাম সিভিল ওয়ারের সময় এত পেপার মানি ছিল তখন, অর্থাত কাগজের ডলার প্রিন্ট করেছিল যে ডলারের মুল্য কমে গিয়েছিল। অতিরিক্ত ডলার প্রিন্ট এর ফলে সরকার ঠিক করল, কাগজের ডলার পুড়ানো হবে, তাতে শীতের থেকে বাচাও যাবে, আবার অতিরিক্ত ডলারের জন্য মুল্যহ্রাস ও কমবে। আমার একজন শিক্ষিকার মা তখন কাগজের ডলার পুড়ানোর চাকরি করেছিলেন বলে আমাদের শিক্ষিকা অভিহিত করেন। তা ভেবেই দেখুন, যে ডলার আয় করার জন্য সবাই পাগল হয়ে থাকত, তাকেই পুড়ানো হচ্ছিল প্রয়জনের সময বলতে গেলে অতিরিক্ত হয়ে গেছে সেই যুক্তিতে! আর প্রেমপত্র কি ছাড়?
এখন আসি আমার আলোচ্য বিষয়-বস্তুর সম্পর্কে বলতে! প্রেম পত্র পুড়ানোর আনন্দটা অযাচিত কিংবা মোটেও অবহেলিত নয়। একটু চিন্তা করুন আমার ডলার পুড়ানোর আনন্দের উধাহরনটা। হ্যা, হতে পারে ডলারের মুল্য একসময় অতিব ছিল, কিন্তু তখন প্রায় মুল্যহীন হয়ে পড়ছিল ডলার। আর ঐ ডলার গুলো বাচতে পারলে অদুর ভবিষ্যতে ডলারদের দাম কমে যেত আরো! তখন বেকায়দায় পড়ত সরকার। তাই অনেকে চাকরি পেল ডলার পুড়ানোর। এবং শুধু ডলার না, শুনেছি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির কারেন্সির রেট ও কমে যায়। তাই তারাও সরকার থেকে নয়, নিজ নিজ দায়িত্বে নিজেদের টাকা পুড়িয়েছিল শীতকালে শীতের প্রকোপ থেকে বাচতে সবাই সেখানে। এবার ভেবে দেখুন, যে টাকা কাজে দেয়না, বেচে থাকলে সমস্যা সৃষ্টি হয়, তাকে পুড়িয়ে ফেলার আনন্দ কি এতই হেলাফেলার বিষয়?
প্রেমপত্রের কথা বললে এখনকার সময়ে সবাই ততটা প্রেমপত্র আদান-প্রদান করে না। টেকনোলোজির কারবারে পুরো কনসেপ্টটা হারিয়ে যাচ্ছে! অথচ আমাদের সময়ে কেউ প্রেপে পড়লে দিস্ত দিস্তা পেজ ভরে লেখতে প্রেমপত্র! আহারে, সেসব দিন! তবে এখনকার কিছু নবীনরাও প্রেম প্রেম খেলতে গিয়ে পত্র লেখে, ভেরিয়েশন পেতে আরকি, তবে সেই মনোভাব তাদের নেই! তা যাই হোক, এই প্রেমপত্র কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে পরে। কিভাবে, তা আর নাই বললাম। এখন এত সহজে প্রেম হয়ে যায়, আর এত সহজে ভাঙ্গে, বলার বাইরে! "ইন লাভ" আর "ব্রেকআপ" খুব চাঞ্চল্যকর এবং বহুব্যবহৃত শব্দ/বাক্যদয়! তাই আগের প্রেমকে মুছে ফেলতে পত্র পুড়িয়ে ফেলাটাই সমীচিন। আমিও তাই করছি। তবে এবারের প্রেমপত্রটা একটু অন্যরকম। অনেকদিন জমিয়ে রেখেছিলাম এটা, কেউ বুঝতে পারত না এটা তাই। ল্যাটিন এ লিখেছিল যে সে, তাই, হাতের লেখা খারাপ বলে নয়! এদিকে কেউ ল্যাটিন শেখা নেই তেমন, আমি ছাড়া। তার বুদ্ধিতে আমি অভিভুত, কিন্তু প্রত্যাখান করেছিলাম। প্রেম-ভালোবাসায় বিশ্বাস করলে এতদিনে কোথায় ভেসে যেতাম! তবে এই প্রেমপত্রটি বিশেষভাবে লেখা, আর কেউ পড়ে কিছু বুঝত না বলে রেখে দিয়েছিলাম অনেক গুলো বছর। আজ, চৌদ্দ'ই ফেব্রুয়ারী দু'হাজার তেরোতে পুড়াব বলে বের করলাম অনেক বছর পর, আহ, এখন তার হাতের গন্ধটা পাই। যা আনন্দ লাগছে আগুনে ধরা পত্রটা দেখে। একটু কষ্টের ঢেউ উঠছে, এতদিন সজতনে রেখেছিলাম কিনা! কিন্তু রীতি তো রীতিই! আমি মেনে চলিও বটে! নেই কোন ক্ষমা আজকে উক্ত প্রেমপত্রের প্রতি! একটা পাশবিক আনন্দ হেলে দুলে উঠছে মনের কোনায়, অনেক রক্তাক্ত মনটা আজ স্থির হল হয়ত!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২
ফারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে!
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
প্রেমবিদ্বেষী বলেছেন: nice writing that takes me back 2 d past.i wanna burn those old love letters of my own stored in d trunk tomorrow..
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫
ফারিয়া বলেছেন: হুম, অনেক কষ্টের সহজ সমাধান হয়ত এটা!
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
সায়েম মুন বলেছেন: লাভ লেটার জিনিসটা সম্পর্কে তেমন একটা ধারণা ছিলনা। আপনার পোড়াপুড়ির লেখা পড়তে গিয়া কিছুটা জানা হলো। কিন্তু একবার ভেবে দেখবেন কিছু আবেগকে ও অনুভূতিকে পুড়িয়ে ফেলছেন। পুড়িয়ে মারার চেয়ে উড়িয়ে মারলে ভাল হতো বোধয়। এই যেমন কোন পাহাড়ের চূঁড়ায় দাঁড়িয়ে উড়িয়ে দিলেন সপ্তাকাশে। অনুভূতিগুলো যেরুপ উড়ে এসে জুড়ে বসতে চেয়েছিল। সেরুপ উড়ে উড়ে আকাশের ঠিকানায় হারিয়ে গেল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯
ফারিয়া বলেছেন: হাহাহা! আপনার কমেন্ট পড়ে হাসি ও চিন্তা হচ্ছে। একদিক থেকে দেখুন, আমার উধাহরন থেকে চিন্তা করলে টাকা ও কিন্তু মুল্যবান! অতিরিক্ত হয়ে গেলে বিনাশ করতে হয় আরকি। তা প্রেমপত্র পুড়িয়ে ফেললে কষ্ট হয় বটে, কিন্তু সেই মানুষটার কাছ থেকে পাওয়া কষ্টের উত্তরটাও দেয়া হয়ে যায়। আর আকাশের ঠিকানায় হারানোর কথা উঠলে ধোয়াও তো উপরেই উঠে, কি বলেন?
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
কালা মনের ধলা মানুষ বলেছেন: ডলার আর প্রেমপত্র? একসময় যা অতীব দামী, সময়ে তাই মূল্যহীণ? আমি অবশ্য সব কিছুই জমিয়ে রাখতে ভালোবাসি। এভাবেই স্মৃতির জঞ্জাল জমে গেছে অনেক বেশি।
পোড়াতে হবে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
ফারিয়া বলেছেন: হুম, অতি দামী ধন ও সমস্যার কারন হয়। আমি জঞ্জাল পছন্দ করি না!
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
ফারিয়া বলেছেন: জয় হবেই!
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২
কামরুল হাসান শািহ বলেছেন: আরে বুড়ি দেখি আবার নিয়মিত লিখতাছে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
ফারিয়া বলেছেন: হুম, আর তখনি আমার নেট ফাজলামি কিরতে শুরু করল!
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
শায়মা বলেছেন:
লেখায় +++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
ফারিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ + ধইন্যাপাতা সিস!
৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চরম ভাল লাগা ,,,,
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
ফারিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু!
৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৪
মাক্স বলেছেন: জমে থাকা ক্ষোভপত্রগুলোও যদি পুড়িয়ে ফেলতে পারতাম প্রেমপত্রের মত!
লেখার বর্ণনা বরাবরের মতই অসাধারণ।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
ফারিয়া বলেছেন: ধন্যবাদ রইল। সেটা করতে পারলে তো কষ্টই থাকত না জমে!
১০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ইন্টারেস্টিং!
ডলারের মূল্য হ্রাস সম্ভাবনার মতই লাভ লেটার পুড়িয়ে ফেলা।
আমার কাছে এসব লেটার থাকলে অবশ্য পুড়ানোয় যেতাম না।
যতদিন রেখে দেয়া যায়
০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১
ফারিয়া বলেছেন: হু, হ্রাস পেয়েছে দাম, দিয়েছি পুড়িয়ে। অতীত এমনি বস্তু, ভালো হলেও খারাপ, খারাপ হলেও খারাপ!
১১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:১১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো !!!!!!!!!!!!!!!
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৩
ফারিয়া বলেছেন: ধন্যবাদ রইলো!
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
ইখতামিন বলেছেন: দ্বিতীয় ভালো লাগা.
++++++++++