![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাও! ঝরনা থেকে উৎপত্তি, এখন নদীতে রুপান্তরিত!আগের মত আর উচ্ছলতা নেই, তবে চাঁদের আকর্ষনে জোয়ার-ভাটা আসে পালাক্রমে।সমুদ্র হবার প্রস্তুতি নিচ্ছি, উচ্ছাসে ভাসিয়ে দিতে চাই পৃথিবী! যার জন্য করি চুরি, সেই বলে চোর! বিঃদ্রঃআমার লেখা চুরি করে উপরোক্ত কারন দেখানো চলবে না! Run For Your Life!!! never say never!!!
হ্যা, ছেলে রাখো শুনে,
তোমাকেই যে বলছিলাম;
উত্তপ্ত হয়ো না, হয়ো না চঞ্চল মৃগ।
সুস্থিরতা সুধীজনে সমাদৃত হয় জেনো।
হয়রান হয়ো না, অন্তর না করো বিমর্ষ!
ছেলে, পৃথিবী কিন্তু তোমার কথায় চলে না।
হয়ো নাকো বিপন্ন আজ প্রভাতের মৃদু আলোতে।
পৃথিবীকে করো আপন, জানো সে তোমাকেই ঘিরে।
পৃথিবী তোমাকেই খুজে,
পৃথিবী তোমাকেই চায়।
পৃথিবী তোমাকেই বুঝে;
পৃথিবী তোমাতেই যায়।
"ভালোবাসা চাই" জিদ করেই বলো তুমি,
জানো? বিশ্বাস হাজার বার করে প্রমানে হয় না,
না হয় আখির আলিঙ্গনে, কিংবা স্পর্শের রেখায়;
সে তো মুহুর্তেই বিশ্বস্ত ছোয়া পাবার মত সল্পায়ু নয়।
বলেছিলে, "আজ তোমাকে ভালবাসি বলতেই হবে পৃথিবী!"
ওহে, বলি কি হল তোমার সেই সতন্ত্র অভ্যাসবশত লজ্জার ছটার?
নাকি পৃথিবীকেই লজ্জাহীনা ভাবছো ভালোবাসার ঘাটে তরী ভিড়তেই?
নাকি অসম্পুর্ন অঙ্কুরতার ভয়ে মন তোমার বিষাক্ততায় আছে আজ ছেয়ে?
তুমি বহুবার একাকী পরাজিত হয়েছ,
তুমি বহুবার আপন করতে হারিয়েছ,
তুমি তোমাকে হারিয়ে সমার্পন করেছ,
তুমি আবারো একি ভুল করতে বসেছ।
ছেলে তুমি পৃথিবীর উচ্চমর্গীয় মিত্র দেখেছ,
তা দেখে উদাসীপনা করে তোমার দিন হয়েছে বিষন্ন;
তুমি হয়েছ পাষন্ড, উন্মাদনা তোমাকে ছেয়েছে অশুভক্ষনে।
পৃথিবীকে তুমি ভুলতে চেয়েছ, করেছ আপন মনকে ভৎসনা।
পৃথিবীকে আপন করার বদলে বহুবার করেছ তুমি অবহেলা,
অথচ তোমার একটাই মনক্ষুন্নতা, পৃথিবী তোমাকেই করে হেলা?
ছেলে, কখন কি আপনা হৃদয়কে গোলাপ-জল তুল্য ভাবা বন্ধ হবে না?
তুমি বলে এসেছ, পৃথিবী তোমাকেই হেয় করে,
তবে কেন পৃথিবী ভালোবাসতেই তোমাকে, ছেড়ে
আপন সুষম কক্ষপথ, বিচ্যুত হয়ে আধাঁরে পড়ে থাকে?
তুমি হৃদয়ঙ্গম করোনি পৃথিবীর ভালোবাসা, করেছ ছেদ্রান্বেষন।
ছেলে তুমি হৃদয়হীন নও, তুমি বড়ই অবুঝ, তোমাকে ডোবানো যায়;
কিন্তু তোমার উত্তরনে যে সর্বস্ব বিসর্জন দেয় তাকে তুমি চিনতে চাওনা!
তুমি বলেছ, পৃথিবী সে বড়ই প্রতুল,
তবেই তো তোমাকে সে বড় এড়িয়ে যায়।
কেনো সে তোমাকে এড়াবে, যদি তুমি তার হও?
পৃথিবী তোমাকে বুঝবে না, সে তোমার মানসিকতাকে ঠেলে দেয়,
তুমি তবে কেন পৃথিবীকে বুঝতে প্রচেষ্ট নও? কেন হওনি একটুও ত্রস্ত?
কেন তুমি করেছ পৃথিবীকে আড়াল, আপন হইতে বিতাড়িত বা অন্যত্র?
ছেলে তুমি বোঝ, তবে মানো না।
ভালোবাসা এমন এক নদী, হেথা সবাই ডুবে;
পৃথিবী, তুমি, সব ডুবিয়ে ভালোবাসা অসীম হয়।
তুমি পৃথিবীকে মহামানবী ভাবলেও, সেতো অতি সাধারন,
পথে প্রান্তে দেখা আর-দশটি কিশোরীর সমতুল্য, তাতে কি আশ্চর্য?
তাকে ভাবতে হয়, তাকে মরতে হয়, তাকে ক্ষান্ত দিয়ে কাদতে হয়,
তাকে ক্লান্তি না ছুলে প্রশান্তের মহিমা দিতে উঠে পড়ে ভক্ত সমাজ, হায়
পৃথিবী, তোমার অশ্রু ছেলেটি দেখবেনা, সে বিরক্ত, সে অনুশোচনা চিনেনা।
ছেলে, সাধ করে ভালোবাসার মানুষটিকে,
পৃথিবী ডেকেছিলে সেদিন, পুর্বাহ্নের ঠিক আগে!
তবে তুমি ভুলে গেছ, পৃথিবীকে সাজাতে হয়, গড়তে হয়,
তার আলো বাতাসের প্রয়োজন, যা তুমি দিতে ব্যর্থ নও, তবুও;
তুমি অনেক বেশি অনিয়মানুবর্তি, অনেক বেশি উচ্ছল, অনেক আবেগী
তুমি পৃথিবীর নামকরনের পরেই ভুলে যাও, পৃথিবী, সে তোমারে অবদান,
তবে তোমারি অবহেলায় হতে পারে অন্যের হস্তাগত, যা তোমাকে ডোবাবে!
ছেলে, আজ উঠো জেগে,
পৃথিবীকে নাও কাছে টেনে।
করো দুজনে এক অঙ্গিকার,
দুজনে মিলে জ্বালাবে অন্ধকার!
* * * * * * * * * * * * * * * * * * * * *
সমুদ্র ছুয়ে যাক পৃথিবী,
সে হোক তার।
আজ বিদায়,
কথা ভালো থাকার।
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৫
ফারিয়া বলেছেন: প্রথম ধন্যবাদ হাসান!
২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯
কামরুল হাসান শািহ বলেছেন: ইয়ে বুড়ি হাছা কথা কইলে পড়তে কেন জানি কষ্ট হইছে
তয় শেষ ৪ লাইন সোজা হইছে
ভাল লাগা দিলাম
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬
ফারিয়া বলেছেন: সারমর্ম হল, ছেলেটা অভিযোগকারী প্রেমিক আর প্রেমিকা পৃথিবীরুপে উত্তর দিতেসে(ছেলেটার দেয়া উপমা থেকে)।
ধন্যবাদ!
৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১২
নীল-দর্পণ বলেছেন: ওরেএএ বাবা....... :-<
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৭
ফারিয়া বলেছেন: খাইসে!
৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫১
বাংলার হাসান বলেছেন: প্রথম টা সব সময় ভেজাল মুক্ত হয়, ধন্যবাদ নিয়ে নিলাম পকেটে।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৬
ফারিয়া বলেছেন: অবশ্যই, নিবেন না কেনো!
৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১২
লেখোয়াড় বলেছেন:
তাই?
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৮
ফারিয়া বলেছেন: আমার তো তাই মনে হয়!
৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৭
শাহজাহান মুনির বলেছেন: ছেলে, সাধ করে ভালোবাসার মানুষটিকে,
পৃথিবী ডেকেছিলে সেদিন, পুর্বাহ্নের ঠিক আগে!
তবে তুমি ভুলে গেছ, পৃথিবীকে সাজাতে হয়, গড়তে হয়,
তার আলো বাতাসের প্রয়োজন, যা তুমি দিতে ব্যর্থ নও, তবুও;
তুমি অনেক বেশি অনিয়মানুবর্তি, অনেক বেশি উচ্ছল, অনেক আবেগী
তুমি পৃথিবীর নামকরনের পরেই ভুলে যাও, পৃথিবী, সে তোমারে অবদান,
তবে তোমারি অবহেলায় হতে পারে অন্যের হস্তাগত, যা তোমাকে ডোবাবে!
দারূণ লিখেছেন। কবিতায়....+++++++++++
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৯
ফারিয়া বলেছেন: আপনাদের ভালো লেগেছে বলে খুশি লাগছে!
৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: পিরামিড কুবতে
ভাললাগা +
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৯
ফারিয়া বলেছেন: হুম, ভালোই অবজারবেশন করেছেন!
ধন্যবাদ!
৮| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৪
অশান্ত কাব্য বলেছেন: ভাল লাগসে... আসলেই জোস...
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫০
ফারিয়া বলেছেন: আপনাকে ধন্যবাদ কাব্য!
৯| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৫
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: সমুদ্র ছুয়ে যাক পৃথিবী,
সে হোক তার।
আজ বিদায়,
কথা ভালো থাকার।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,
অসাধারণ
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২১
ফারিয়া বলেছেন: ধইন্যপাতা দিলেও, রান্না তো করতে পারবেনা!
১০| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৮
শান্তা273 বলেছেন: ভালো লাগলো।
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২২
ফারিয়া বলেছেন: অনেক ধন্যবাদ!
১১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ দীর্ঘ কবিতা।
দীর্ঘ কবিতায় খেয় ধরে রাখাটা কঠিন।
চমৎকার সব শব্দ মিশেলে আপনি তাই করেছেন।
ভালো লাগা।।
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৭
ফারিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!
দীর্ঘ হয়ে গেল কিভাবে যেন!
১২| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩
অপরাজিতা নীল বলেছেন: আসলেই অসাধারন হয়েছে .........
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৭
ফারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে অপরাজিতা নীল!
১৩| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭
হাসি .. বলেছেন: সুন্দর হয়েছে
+
দর্পন আপুকে এক গ্লাস শরবত দেন
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৯
ফারিয়া বলেছেন: দর্পন আপু ঠিক আছে, ঘুম আসছিলো মনে হয়! আপনাকে ধন্যবাদ হাসি!
১৪| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১০
ভুল উচ্ছাস বলেছেন: হুম বুচ্ছি।
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৯
ফারিয়া বলেছেন: ওহ, বাহ। ভালো, কেউ বুঝল! :!>
১৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯
একজন আরমান বলেছেন:
দুর্দান্ত হয়েছে কবি। প্রিয়তে নিয়ে রাখলাম।
আমি জানি আমার কথায় পৃথিবী চলে না,
তুমি কি কখনো আমাকে বুঝতে চেয়েছো?
চাও নি !
তুমি যদি আমাকে বুঝতেই তবে হয়তো,
এমনটা বলতে না !
হা হা।
আপনার কবিতার জবাবে কিঞ্চিত লিখার চেষ্টা করলাম আর কি।
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩
ফারিয়া বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ। শুনে খুশি হলাম ভালো লেগেছে! হেহেহে, আপনার উত্তর কিন্তু ভালো, তবে এখানেই শেষ নয়!
১৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০
হাবিব কবি বলেছেন: যদি কবিতা হয়-
আর্ট, নীতিমূলক, নতুনত্ব, গতিময়......
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৫
ফারিয়া বলেছেন: ধন্যবাদ কবি, ভালো থকুন!
১৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১
স্বপনবাজ বলেছেন: দুজনে মিলে জ্বালাবে অন্ধকার!
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৫
ফারিয়া বলেছেন: হুম, প্রতিজ্ঞা রইল!
১৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭
সায়েম মুন বলেছেন: সুন্দর। এত বড় কবিতা লিখেছেন। অথচ সামান্যতম তাল কাটেনি। একদম নিখাদ কবি যাকে বলে। অনেক ভাললাগা রইলো কবিতায়।
প্রিয়তে রাখলাম। দেখি মেয়েকে নিয়ে দীর্ঘ কোন কবিতা লেখা যায় কিনা।
কয়েকটা টাইপো আছে। সময় করে ঠিক করে নিয়েন।
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৭
ফারিয়া বলেছেন: হেহেহে, আমি বুঝলাম না, রেগে কবিতা লিখলে ভালো হয় নাকি আমার? তাহলে এবার থেকে রেগে কবিতা লেখার চর্চা করব। কবিতা না হলেও বেটার হবে অন্যসময়ের চেয়ে!
আবার রিভিউ দিয়ে ঠিক করে নিব টাইপো!
১৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০
হাসান মাহবুব বলেছেন: বেশ লাগলো।
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৮
ফারিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া!
২০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৬
কামরুল হাসান শািহ বলেছেন: হুমমমমমমমমমম
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৮
ফারিয়া বলেছেন: হুম
২১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৪
রিফাত হোসেন বলেছেন: ...
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৬
ফারিয়া বলেছেন:
২২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৫
মাক্স বলেছেন: লেখাটি ভালো লাগলো!
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৬
ফারিয়া বলেছেন: অনেক ধন্যবাদ প্রাপ্য!
২৩| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৫
ফকির সাইঁ বলেছেন: আমিও এই জাতির কথায় চলি না ..........
লেখাটা দারুন হয়েছে,ভালো লাগলো ।
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৭
ফারিয়া বলেছেন: জাতি কে?
ভালো লাগলে ভালো!
২৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
বটবৃক্ষ~ বলেছেন: লেখক বলেছেন: সারমর্ম হল, ছেলেটা অভিযোগকারী প্রেমিক আর প্রেমিকা পৃথিবীরুপে উত্তর দিতেসে(ছেলেটার দেয়া উপমা থেকে)।
ধন্যবাদ!! এবার একটু সহজ হয়েছে!! ++++
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪১
ফারিয়া বলেছেন: নিশ্চয়ই!
আপনাকেও ধন্যবাদ!
২৫| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৮
শ্রাবণ জল বলেছেন: পৃথিবীরূপে প্রেমিকা.. সুন্দর লিখেছেন।
দীর্ঘ কবিতা অথচ একই সুর ধরে রেখেছেন দক্ষতায়।
ভাল লাগা জানবেন।
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ফারিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের ভালো লাগলেই আমি হ্যাপি!
২৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
আবিদ ফয়সাল বলেছেন: অসাধারণ ! এক নিঃশ্বাসে পড়ে ফেলেছি ।
তুমি হৃদয়ঙ্গম করোনি পৃথিবীর ভালোবাসা, করেছ ছেদ্রান্বেষন।
এই একটিমাত্র লাইন অনেক কিছুই বুঝিয়ে দেয় !
আপনার পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
ফারিয়া বলেছেন: ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার জন্য!
২৭| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪০
একজন আরমান বলেছেন:
হ্যাঁ।
শেষ বলে কিছু নেই,
শুরুকে বলে তুমি কই?
১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
ফারিয়া বলেছেন: সে গেছে শুরু কে ডাকতে,
শেষ কে যে তার পরে হবে থাকতে!
২৮| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৯
শাহেদ খান বলেছেন: প্রথম পাঠে ভাল লাগা।
তবে এই কবিতা সময় নিয়ে আবার পড়তে আসতে হবে। তখন হয়তো আবার জানাবো।
শুভকামনা।
২১ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৩
ফারিয়া বলেছেন: নিশ্চয়ই ভাইয়া। পাঠের জন্য অশেষ ধন্যবাদ! ভালো থাকবেন!
২৯| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০
ইনকগনিটো বলেছেন: হোয়াট আ ডিজাইন! হ্যাভ ইউ নোটিশড ইট?
খুব ভাল্লাগসে। ইম্প্রেসিভ!
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ফারিয়া বলেছেন: আ'ম গ্ল্যাড দ্যাট ইউ আর ইমপ্রেসড!
হুম, আমারিতো বানানো, নোটিশ করারই কথা!
ভালো থাকুন, ধন্যবাদ!
৩০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: যাই হোক রাগিয়েন না এতে বুদ্ধি নাশ হয় এত বড় কবিতা তারপর ও ভাললেগেছে এক কথায় অসাধারণ....শুভকামনা পোস্টে ++
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩০
ফারিয়া বলেছেন: কি জন্য রাগ করব ঠিক বুঝলাম না!
যাইহোক, একটা বড় ধন্যবাদ পাওনা আছে! নিবেন কিন্তু।
৩১| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৮
শায়মা বলেছেন: মুগ্ধ!
প্রিয়তে নিয়ে গেলাম আপুনি!
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫
ফারিয়া বলেছেন: অনেক অনেক ভালো থেকো কিন্তু! সবসময়!
৩২| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ নিব কি দিয়ে ট্রাক আনি নাইতো আফটার অল বড় ধন্যবাদ.
...আমার ব্লগে গিয়ে দিয়ে আসলে খুশি হব
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৮
ফারিয়া বলেছেন: হেহেহে, আসলে বিজি হয়ে থাকি, ব্লগটা ঘুরে দেখার টাইম কম হয় আজকাল! নিশ্চয়ই দেখব আপনার ব্লগ, হয়ত আজই নয়, কিন্তু দেখব!
৩৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮
চতুষ্কোণ বলেছেন: এই কবিতায় ব্যবহার করা কিছু শব্দ এখনকার কবিতায় ব্যবহার হয় না।
++
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯
ফারিয়া বলেছেন: হেহেহে, আমি তো বেশ ব্যবহার করে ফেললাম! হয়ত বিশালকায় ও ইংরেজী শব্দের দখলের কারনে হয় না।
তবে ঐ শব্গুলো বেশ ভালো লাগে! ধন্যবাদ পাঠের জন্য!
৩৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫
ভিয়েনাস বলেছেন: এটা একটা অন্যরকম লেখা
ভালো লাগলো
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫০
ফারিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভিয়েনাস! বেশ ভালো থাকুন আগামীতে!
৩৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৬
শিপন মোল্লা বলেছেন: এক কথায় চমৎকার।
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
ফারিয়া বলেছেন: ধন্যবাদ নিবেন!
৩৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৪
সোহাগ সকাল বলেছেন: সবাই তো বলে দিছে!
১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
ফারিয়া বলেছেন: আহারে!
ভালো থাকুন!
৩৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৯
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমি পৃথিবীকে ভালোবাসি । আমি আমার ভালোবাসাকে আমার মনের মতো করেই সাজাতে চাই ।
১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
ফারিয়া বলেছেন: নিশ্চয়ই পারবেন! ভালো থাকুন সবসময়!
৩৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভালো লেগেছে. ব্লগে আমন্ত্রন থাকলো
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২
ফারিয়া বলেছেন: ধন্যবাদ, সময় হলে অবশ্যই আসবো!
৩৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১১
chokhayrpani বলেছেন: চমৎকার......
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮
ফারিয়া বলেছেন: ধন্যবাদ রইল!
৪০| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২২
বৈকুন্ঠ বলেছেন: একটা হাচা কতা কই?? আমার মনে হয় সবাই চাপা মারসে। আপ্নের নাম দেইখা না পৈড়াই লেখসে ভালো হৈসে, জুশ হৈসে আরো কত কি!!! সব হৈল নামের গুন। আমগো পুলাপাইনগুলা এমুন তেলমারা শিখলো কৈ?
আমি পড়তে নিসিলাম। জবর ভারি ঠেকলো। তবে নিরুৎসাহিত হৈবেন্না আমার চাঁচাছোলা মন্তব্যে। লেখতে ভালো লাগলে লেখেন। আমি কোন ...আব্দুল্লা?
২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৪
ফারিয়া বলেছেন: হেহেহে, আপনার মন্তব্য অসম্ভব রকম মজার মনে হল! তবে একটা সত্যি কথা বলি, আমি সেলিব্রেটি ব্লগার না যে সবাই নাম দেখেই পাম মারবে! প্রমান আমার অন্যান্য লেখাতেই পাবেন!
তবে হু, এইটা কবিতা নাকি সন্দেহ, আর খুব ক্লিয়ার কিছু আমি লেখিনি সেটা আমিও জানি! তার চেয়ে বড় কথা, লেখাটা কখন নিজের জন্যও হয়, এটাও ছিল। মাইন্ড করার মত কিছু আপনি বলেন না, আজকাল এমন অনেক হয়! আর আপনিও ভালো থাকবেন।
৪১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২
শাহরিয়ার নীল বলেছেন: পুরাই উড়াধুরা........... খুব বেশি ভারি ভারি কথা, না কবিতা না তবে মনে হয় গল্পের কবিতা , এর বেশি কিছু বলার খুজে পাচ্ছি না
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০
ফারিয়া বলেছেন: মস্তিস্কে যখন কথার সম্ভার থাকে তখন আর গুছিয়ে সরল করে লেখা যায় না, নয়তো লেখা বুদ্ধিই তাড়াতে হয়! দুঃখিত!
৪২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯
ছন্নছাড়া ছেলেটি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে ..। শব্দগুলো এতোটাই গোছানো যে ছন্দপতন হয়নি কোথাও ।
একটুখানি কোমল অনুভূতি রেখে গেলাম ।
শুভ প্রত্যাশায় .....
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১
ফারিয়া বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমিও আপ্লুত হলাম!
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪১
বাংলার হাসান বলেছেন: ভাল হইছে।