নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভালোবাসো, অন্যকে বাসতে পারবে!

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই

ফারিয়া

যাও! ঝরনা থেকে উৎপত্তি, এখন নদীতে রুপান্তরিত!আগের মত আর উচ্ছলতা নেই, তবে চাঁদের আকর্ষনে জোয়ার-ভাটা আসে পালাক্রমে।সমুদ্র হবার প্রস্তুতি নিচ্ছি, উচ্ছাসে ভাসিয়ে দিতে চাই পৃথিবী! যার জন্য করি চুরি, সেই বলে চোর! বিঃদ্রঃআমার লেখা চুরি করে উপরোক্ত কারন দেখানো চলবে না! Run For Your Life!!! never say never!!!

ফারিয়া › বিস্তারিত পোস্টঃ

মেকাপ- নারীর নকল রুপে যখন পুরুষ মোহিত

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

পুর্বকথা:

একটা প্রশ্ন করে নেই, টাইটেল দেখে কি মনে হল? উত্তরটা দিতে পারেন, না দিতে চাইলে নিজের কাছেই রাখুন।হঠাৎ করে এমন একটা বিষয়ে লেখতে গেলাম কেন পরে বলি। আসুন দেখি কি আছে এই লেখায়; প্রথমেই মেকাপ এর সংজ্ঞা কি হতে পারে-

মেকাপ: মেকাপ হল অপ্রকৃতিক বা প্রাকৃতিক বস্তু হতে কোন ব্যক্তিবিশেষকে আকর্ষনীয় করার জন্য কোন পদ্ধতিতে বা উপাদান।



মেকাপ তাই যা আমাদের অন্যদের চোখে আকর্ষনীয়, সুন্দর, অভিজাত, কখন হিংসার প্রতীকও করে তোলে। ইংরেজীতে অভিধানে দেখলে,

(Clothing & Fashion) cosmetics, such as powder, lipstick, etc., applied to the face to improve its appearance

2. (Performing Arts / Theater)

a. the cosmetics, false hair, etc., used by an actor to highlight his features or adapt his appearance

b. the art or result of applying such cosmetics

3. the manner of arrangement of the parts or qualities of someone or something

4. (Communication Arts / Printing, Lithography & Bookbinding) the arrangement of type matter and illustrations on a page or in a book

5. mental or physical constitution.




মেকাপ অনেক রকম হতে পারে। মেকাপের লিস্ট করলে এসে পড়বে ফেসপাউডার, ফাউন্ডেশন, প্রিমার, ব্রোনযার, কনক্লিয়ার, ব্ল্যাশ, আইলেশ, আইশেড, আইলাইনার, ম্যাশকারা, প্যালেটস, লিপলাইনার, লিপজেল, লিপগ্লস, লিপশিমার, লিপস্টেইন, নেইপলিশ, ফলস হেয়ার ইত্যাদি! আরো অনেক মেকাপ, বা বিউটি প্রোডাক্ট খুজলে পাওয়া যাবে। কিন্তু আশা করি এতটুকুই যথেষ্ট আজকে আলোচনার জন্য।



বহুবর্ষপুর্বে মেকাপের প্রচলন শুরু হয়েছিল, বলা হয় ষোল-শতকের দিকেই তা প্রথম শুরু হয়। কিন্তু কিছু কিছু ইতিহাসবিদদের মতে মিসরের রাজ-পরিবারের নারীরা এই বহু-পরিচিত মেকাপ প্রায় সহস্য বছরের আগে থেকেই। সেসময়ের মেকাপ এরসাথে বর্তমানের মেকাপের প্রচুর মিল বা কার্যকারিতা না পেলেও, ব্যবহারের কারনে সংগত মিল ঠিকই মিলা পাওয়া যাবে! আরো জানা যায় উনবিংশ শতাব্দিতে ইউরোপে এর প্রচলন পুরোদমে হয়, তবে সংখ্যালঘুদের কাছে মেকাপ সহজলভ্য ছিল। পৃথিবীর অন্যান্য স্থানে এর প্রচলন কিছু পরে হয়।আমাদের দেশে মেকাপ এর প্রচলন কখন হতে হয়েছে আমি জানি না। কেননা সেটা নির্ভর করবে আপনি কোন অঞ্চলের এবং কার সাথে কথা বলছেন। আমার একজন আত্বীয়া, যার বয়স সত্তরাধিক, তার কাছ থেকে অবহিত হয়েছি কিশোরী বয়সে আলতা ছাড়া তিনি কোন মেকাপ দেখেননি। আবার কাছাকাছি বয়সের অন্য একজন তখন ঠোট রং করার কাগজ ব্যবহার করেছেন তার কিশোরী বয়সে। সুতরাং এ সম্পর্কে সঠিক কোন সময় উল্লেখ করা সম্ভব নয়। তবে ধারনা করা হয় মেকাপ এর পরিচিতি দ্রুত হয়।



মেকাপ বিশেষ ভাবে বর্তমানে বহু প্রাকৃতিক বস্তু দিয়ে তৈরি হয়, কিন্তু আসলেই কি তা প্রাকৃতিক এর আসন নিতে পারে? উত্তরটা পরে দিব। এবার মেকাপের আদি-কথা শুনি চলুন।



মেকাপ নিয়ে কিছু বলার আগে দুটি বানী স্মরন করতে চাই। "কোন কিছু অতিরিক্তই ভালো নয়," ও "নকল সোনা এর চেয়ে আসল পিতল বেশ ভালো।"



তারপরও, আমরা প্রায়ই ভুলে যাই, মেকাপ এর দ্বারা আর যাই হোক, কখন চিরজীবন সুন্দর থাকা যায়না। এবং মেকাপ এর পর আমরা আয়নায় যে নিজেকে দেখি, তা আমরা নই। আমাদের নকল রুপ। কেন? কেননা মেকাপ প্রাকৃতিক বস্তু হতে তৈরি হলেও, তা প্রাকৃতিক হয় না। সেটা নকল পরতের মত আপনার ত্বকে বা নখে লেগে থাকে। একটা বিষয় বলে নেয়া উচিত, আমি মেকাপ নিয়ে ইনফরমেটিভ লেখা লিখতে চাইছিলাম না, কিন্তু একটু ইনফরমেশন না দিলেই নয়। যাইহোক!



তা মেকাপ কেন করা হয়? কেননা তা মানুষকে বিশেষতভাবে সুন্দর ও আকর্ষনীয় করে তোলার জন্য। এখানে একটা সমস্যা পাচ্ছি, সেটা হল, মেকাপ আমাদের বাহ্যিক রুপবর্ধন করতে পারে, আত্মীক নয়। এবং এটাই আমার অপছন্দ মেকাপের সম্পর্কে। বাইরের রূপ চিরদিন টেকে না এটা আমি আপনি সবাই জানেন, বরঞ্চ যে ভেতরের রুপ চিরকাল সাথে থাকবে, তাকে অবহেলা করে কেন মেকাপ করি আমরা বারবার? আসলেই কি জীবনে সুন্দর বা সুন্দরী হতে না পারলে বৃথা হয়ে যায়? কেন মানুষ হিসেবে না ভেবে কারো সৌন্দর্যকে নিয়ে আমরা তার বিচার করি। উধাহরন, বিয়ে পাত্রি দেখতে গেলে, হতে পারে কোন অচেনা কে দেখে, কেন এমন করি আমরা? মানুষ ভাবতে পারি না একে অন্যকে, মনের দিকটা দেখতে উৎফুল্ল হতে পারি না? উত্তরটা আপনরা দিবেন কিন্তু!



তাছাড়া মেকাপ অপব্যবহার নিয়ে কি কখন কেউ ভেবেছেন, ভেবেছেন এর পার্শপ্রতিক্রিয়া এর ব্যাপারে? মেকাপ বেশি ব্যবহার করলে সে অসম্পুর্ন হয়ে যায়, যা আপনাকে মটেই আকর্ষনীয় নয়, বরঞ্চ ঠাট্টা করে বললে ভুতের মত দেখাবে। সৌন্দর্যেরও একটা সীমা আছে, বেশি হলে সেটাকে হ-য-ব-র-ল মনে হতে থাকে। আর যতটুকু কথা সৌন্দর্যের, মনের পরিচর্যা করেন তো রোজ?



বিশেষত আমি আপুদের নিম্নোক্ত প্রশ্নটি করব(কেননা আপনারাই বেশি মেকাপ ব্যবহার করেন), কখন ভেবেছেন আপনার মেকাপ আপনাদেরই নকল রুপ? এটা মনে হয়নি কখন? আমার হয়েছে, এবং বিষয়টাতে লজ্জারও কিছু নেই, বরঞ্চ মনে হয় বেশ ভালো হত যদি আমাদের মেকাপ করার প্রয়োজন হত না। ভেবে দেখুন, আপনার প্রিয় মানুষরা মুখ দেখে একটা সুন্দর মন্তব্য করল, এবং তাৎক্ষনিক ভাবে আপনার মনে পড়ল, এসব মেকাপের জাদু, তখন কেমন লাগবে?



আর ভাইয়াদের একটা প্রশ্ন, আপনারা কি কখন ভেবেছেন আপনারা কারো নকল রুপ দেখে মোহিত হন, এবং তা একবার নয়, বহুবার, বছরের পর বছর? কেন এমন নকল সাজতে উদ্বুদ্ধ করেন প্রিয় মানুষদের? এতে তাদের মনে কতটা কষ্ট পৌছায় তা কি কখন লক্ষ্য করেছেন? আপনারা যদি সত্য মানুষকে স্বীকার করেন তাহলেই কিন্তু অনেক সমস্যার দুর হয়ে যায়। এবং আবারো, মনের রুপচর্যা করতে বলেন তো তাদের?



এটুকুই বলার ছিল। কারো মনে দুঃখ দেবার জন্য নয়, কাউকে চিন্তা করানোর জন্যই এ লেখা। আশা করি পরিবর্তন আসবে, দ্রুত!

ভালো থাকুন!

শুভ নববর্ষ



কিছু ইনফরমেশন এখান থেকে নেয়া- http://www.youbeauty.com/face/makeup-science

মন্তব্য ৬৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬

সোহাগ সকাল বলেছেন: সবাইই চায়, একটু পরিপাটি হয়ে থাকতে। মানুষ সৌন্দর্যের পুজারী।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

ফারিয়া বলেছেন: সহমত, কিন্তু মনের সৌন্দর্যকে কেন তাহলে অগ্রাহ্য করা হয়?

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মেকাপ যতক্ষন পর্যন্ত বুঝা না যায়, ততক্ষণ সুন্দর।
মেকাপ বুঝা গেলে ভৌতিক।
আজকাল ভুত ই বেশি দেখা যায় :)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

ফারিয়া বলেছেন: না বুঝা গেলে দিবে কেন ভাইয়া? কেমন উল্টা শোনালো না কথাটা?
ভৌতিক ব্যাপারটা নিয়ে কিছু করার নেই, আনাড়ির হাতে মেকাপ পড়লে এমনি হয়।
যাইহোক, আত্মীক রুপের জয় হোক!

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

স্বঘোষিত মিসির আলী বলেছেন: মানব সমাজের অধিকাংশ মহিলা বিধ্বস্ত ! নইলে কি আর মেকাপ মাইরা মুখ লুকান লাগে?

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

ফারিয়া বলেছেন: আজকালকার ম্যানরাও মেকাপ মারে, তারাও কি বিধ্বস্ত হবার পথে? B:-/
মোটেই সহমত নই আপনার সাথে!

৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

পথ-হারা এক পথিক বলেছেন: বৈশাখী টিপস মনে হইলো। ভালো হইসে :p

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২

ফারিয়া বলেছেন: টিপস দিলাম বলে মনে হয়না, যাইহোক, ভেবে যখন নিয়েছেন, সেটাই!

৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬

পথ-হারা এক পথিক বলেছেন: আপু ,ফানি কমেন্ট না বুঝলে তো কিছু করার নাই। নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকুন।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

ফারিয়া বলেছেন: না বোঝার জন্য দুঃখিত, তবে শুভ নববর্ষ অবশ্যই!

৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

আহসান২২ বলেছেন: apni onek valo likhen.

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

ফারিয়া বলেছেন: আপনাদের মনে হলেই ভালো! :)

৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকলেই চায় নিজেকে সুন্দর পরিপাটি ভাবে উপস্থাপন করতে । এটা দোষনীয় নয় । আর মনের সৌন্দর্যকে বুঝতে হলেও আগে বাহ্যিক সৌন্দর্য প্রাধান্য পাবে ।
একটা কথা আছে , আগে দর্শনদারী , পরে গুন বিচারী ।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২

ফারিয়া বলেছেন: সেখানেই সমস্যা, কিন্তু আপনার যুক্তিটা হয়ত অনেকাংশতেই ঠিক!
শুভ নববর্ষ!

৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

প্রভাষ প্রদৌত বলেছেন: একেবারে ঠিক কথা বলেছেন । মানুষ কে নৈতিকতা , ব্যক্তত্ব আর মনন দিয়ে মুল্যায়ন করতে হয় ।

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৭

ফারিয়া বলেছেন: সেটাই, বাইরে কেমনে দেখে তো কাউকে বিচার করলে সুফল পাওয়া যায় না!

৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

রাতুল_শাহ বলেছেন: শুভ নববর্ষ..........

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৯

ফারিয়া বলেছেন: আপনাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা!

১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আসলে মেকাপের মানুষ চেনা দায়।পোস্টে ভাল লাগা দিলাম।শুবনববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৬

ফারিয়া বলেছেন: একমত, আশা করি নববর্ষের প্রথম দিন শুভ হবে!

১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

মাহমুদুল হাসান অনিক বলেছেন: আমরা সবাই এখন বাস্তবতা রেখে কৃত্রিমতাকে নিয়ে বেশি মনোযোগ দিচ্ছি এজন্যই এ অবস্হা। চোখের সামনেই দেখেন না বাস্তব বন্ধু থেকে facebook এ বেশি সময় দেয় মানুষ। আদিমতা আর আধুনিকতার পার্থক্য এসব কৃত্রিমতাই আমার কাছে যেখানে সত্যিকারের আবেগ কম থাকে

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩২

ফারিয়া বলেছেন: হুম অনেকটা তাই, আশা করি অবস্থানের পরিবর্তন হবে!

১২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

টুনটুনি সুখি বলেছেন: শুভ নববর্ষ ............

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩১

ফারিয়া বলেছেন: আপনাকেও! :)

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

মামুন হতভাগা বলেছেন: শুভ নববর্ষ :)
আপু,মেকআপ করা আপুরা আবার আপনার বিরুদ্ধে হরতাল-অবরোধের ডাক না দেয় B-) B-)

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩১

ফারিয়া বলেছেন: নাহ, দিবেনা ইনশাল্লাহ, দিলেও, আমাকে নাগালে পাচ্ছে না! B-))

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

শিপন মোল্লা বলেছেন: শুভ নববর্ষ

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩১

ফারিয়া বলেছেন: আপনাকেও শুভ নববর্ষ!

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

আশিক মাসুম বলেছেন: নারীর নকল রুপে যখন পুরুষ মোহি!!



কি শুনাইলা আপু :)

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩২

ফারিয়া বলেছেন: কেন ভাইয়া, মিছে তো নয়! :| :!>

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
মেকাপ করা আর মুখোশ পরা এক কথা। এত সময় নষ্ট না করে বাজার থেকে একটা মুখোশ কিনলেই ভালো। রথও দেখা হল কলাও বেচা হল। :p

আমার কমেন্টে কেউ বেশি মাইন্ড লইয়েন না। মুখ ফস্কে বলে ফেলেছি। ;)


শুভ নববর্ষ!!!

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

ফারিয়া বলেছেন: আজকালকার ভাইয়ারাও মুখোশধারী, সামলে!
মেকাপ করার মধ্যে আর মুখোশ পড়াতে পার্থক্য আছে, তবে তার আগে বুঝতে হবে মানুষের একনকার সময়ে মেকাপের মূল কারন কি?
শুভ নববর্ষ আপনাকেও।

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২

মাহমুদা সোনিয়া বলেছেন: এই মেকআপ টাই করা শিখলাম না। :(

শুভ নববর্ষ

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

ফারিয়া বলেছেন: হেহেহেহে, সেম টু ইউ আপু, আমিও ঠিক শিখে উঠতে পারিনি, তাই করিও না বেশি। :|
শুভ নববর্ষ শুভ হোক! 8-|

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

মেকআপ মানেই আটা আর ময়দা মাখা।

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ফারিয়া বলেছেন: নো, বড় ভুল কথা বললেন, তারচেয়েও, আমি মেকাপ করাকে ডিসর‌্যারেজ না, ভুল মেকাপ করাকে ডিসক্যারেজ করেছি।

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮

রাইসুল সাগর বলেছেন: প্লাস্টার না করলে তেনাগো ভাত হজম না হয়।


মজাক পাইলাম। শুভকামনা সময়।

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

ফারিয়া বলেছেন: আমাদের যুব-সমাজ কেন প্লাস্টার দেখতে উৎসাহী তা জানতে ইচ্ছা হয়! :P
আপনার জন্যও শুভকামনা।

২০| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি মনে করি সৌন্দর্য মেকআপে নয় সেটা ফুটে উঠে স্নিগ্ধ সজীবতায়। :!> :#>

১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

ফারিয়া বলেছেন: আপনার মনে করায় ভুল নেই, আসলেই তখন একটা বাক্য বললাম না, নকল সোনা এর চেয়ে আসল পিতল বেশ ভালো, অনেকটা তেমন আরকি। যা প্রাকৃতিক, তার তুলনা হয়না। :D

২১| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ফারজানা শিরিন বলেছেন: একদিন পত্রিকায় এক নায়িকার ছবি দেখে মনে হলো মেকআপ ছাড়াই মেয়েরা সুন্দর । সেই থেকে কাজল ছাড়া আর কিছু দেয়া হয়না । : )

অনেক সুন্দর পোস্ট । প্লাস

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ফারিয়া বলেছেন: অনেক ভালো লাগলো শুনে, আসলেই মেকাপ ছাড়াই মুখ সুন্দর!

২২| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মদন বলেছেন: আপনার লেখার মুলে মেসেজটি একটু ভাসা ভাসা মনে হয়েছে।

মেকাপকে অনেকে বলে আপনার গোপন সোন্দয্যের প্রস্ফুটন, কিন্ত আমার কাছে মনে হয় আপনার প্রকৃত সোন্দর্য চাপা দিয়ে নকল সোন্দর্যই হলো মেকাপ।

সৌন্দর্য বর্ধনে আপনি ত্বকের যত্ন নিতে পারেন কিন্ত মেকাপের নামে কালো রংকে সাদা করতে পারে না। এ যেন এক প্রকার প্রতারনা।


অনেক আগের কথা। এক বান্ধবীর বিয়ে খেতে গেছি। খাওয়া দাওয়া শেষ। এবার বান্ধবীর সাথে দেখা করে বিদায় নিবো। কনের রুমে ঢুকে লজ্জিত হলাম ভুল করে অন্যরুমে ঢুকেছি ভেবে। সাথের বন্ধু কয় বের হইলা কেন? কইলাম বান্ধবী কই? বন্ধু কয় যে কনে ওইডাইতো আমাগো বান্ধবী। আমি কই কস্কি মমিন???????????

আমাদের বান্ধবী ছিলো একটু চাপা রংয়ের। কনের সাজে তাকে দেখে মনে হলো কোনো ইরানী মেয়ে। একদম গোলাপী। :(

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

ফারিয়া বলেছেন: আমার লেখার মুল মেসেজটা হল, মেকাপের চেয়ে প্রাকৃতিক চেহারাই ভালো। তবে মেকাপ অনেক সময় প্রয়োজন পড়ে, যেমন আপনি অনেক লাইটিং যদি কারো ভিডিও করেন, তবে মেকাপ না করলেই ভুত মনে হবে। তাছাড়া মেকাপ করাটা অপছন্দের কিছু নয়, যদি তা পরিমাপে সঠিক হয়। একগাদা মেকাপ করলে ভালো লাগে না দেখতে।
আপনার উধাহরনটা পড়ে হাসি পেল, আপনি বলছেন গোলাপি, আমি তো জানতাম লাল করে ফেলে সাজিয়ে বিয়েতে! :D

২৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৫

বহুব্রীহি বলেছেন: লেখাটার মূল বক্তব্যটা ঠিক বুঝতে পারি নাই। অমনোযোগী পাঠক তবে আমি।

আমার ধারনা ছিল নারীরা নিজেরাই সাজতে পছন্দ করেন। আর বাইরে সাদা মেয়েদের চামড়ার দাগ ঢাকতে প্রচুর পরিমানে মেকাপ নেয় বলে শুনেছি। এটা হয়ত ধনতান্ত্রিক সমাজের মার্কেটিং পলেসির কারনে।

সবারই সচেতন হওয়ার প্রয়োজন। নারী-পুরুষ দু দলেরই।

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ফারিয়া বলেছেন: আমার লেখার মুল মেসেজটা হল, মেকাপের চেয়ে প্রাকৃতিক চেহারাই ভালো। তবে মেকাপ অনেক সময় প্রয়োজন পড়ে, যেমন আপনি অনেক লাইটিং যদি কারো ভিডিও করেন, তবে মেকাপ না করলেই ভুত মনে হবে। তাছাড়া মেকাপ করাটা অপছন্দের কিছু নয়, যদি তা পরিমাপে সঠিক হয়। একগাদা মেকাপ করলে ভালো লাগে না দেখতে।এটা ঠিক বলেছেন, সবারই সচেতন হওয়া উচিত! নারী-পুরুষ দু দলেরই।
আর হালকা মেকাপে মানুষকে হয়ত সময়পযোগী করে তুলে। তাতে তো মানা নেই!

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: পরিমিত মেকাপ পছন্দ করি। তবে সেটা জরূরী কিছু না।

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ফারিয়া বলেছেন: সেটা জানাটাই বিষয়! ধন্যবাদ ভাইয়া!

২৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: মেকাপ দূষণীয়, মেকাপ ভৌতিক।

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ফারিয়া বলেছেন: হতে পারে! :|

২৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১

সাইফুলহাসানসিপাত বলেছেন: মেকাপের চেয়ে প্রাকৃতিক চেহারাই ভালো, এইটা যদি মেয়েরা বুঝত তাইলে জীবনের বিরাট এক অংশ মেকাপ কইরা কাটায়া দিত না । :)

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

ফারিয়া বলেছেন: ভাইয়া এখন ছেলেরাও করে মেকাপ! :P ;)
তাদেরও একটা ক্ষুদ্র অংশ বেচে যেত জীবনের!
ভালো থাকো! B-))

২৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর পোষ্ট। অনেক ভালো লাগল। খুব বেশি মেকআপ ভালো লাগে না। আমি মেকআপ বলতে কাজলই বুঝি। :) কাজল দিলে একটা মেয়ের চেহারা পরিবর্তন হয়ে যায়। :)

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

ফারিয়া বলেছেন: আপনি খুব সিম্পল মেকাপ বুঝেন! ঠিক, চেহারা পরিবর্তন হয়ে যায়! :)

২৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

সায়েম মুন বলেছেন: মেকআপ ভাল জিনিস যতক্ষণ পর্যন্ত না বাস্তবতা হারায়।

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ফারিয়া বলেছেন: হাহাহা, ঠিক ঠিক, যথা কথা! B-) :D

২৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৬

মিষ্টি মেয়ে বলেছেন: ভালো লাগছে আপু। :)

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ফারিয়া বলেছেন: অনেক ধন্যবাদ নিবেন! B:-/

৩০| ০১ লা মে, ২০১৩ বিকাল ৪:১৪

রহস্যময়ী কন্যা বলেছেন: মেকাপ নেয়াটা আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে আপুনি।যার দরকারই নেই সেও দেখি মেকাপ আর পার্লারে দৌড়ায়। মেকাপ নিলে তো সাময়িকভাবে হয়তো সুন্দর হওয়া যায় কিন্তু একটানা মেকাপ ব্যবহার করার ফলে যে ন্যাচারাল সৌন্দর্যটা ছিলো সেটাও বিলীন হয়ে যায়।
নারীরা সুন্দর থাকুক তাদের প্রাকৃতিক সৌন্দর্যে আর স্নিগ্ধতায়.... :)

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ফারিয়া বলেছেন: প্রাকৃতিক কে কিছুই হারাতে পারে না! :|

৩১| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মেকাপের সবচেয়ে বিভৎস ব্যবহার হয় আমার মনে হয়ে বিয়ের সময় ! বহুবার আমার মনে হয়েছে, মেকাপ ছাড়াই বধূকে অনেক সুন্দর লাগত ! মেকাপ দিয়ে একটা পরিচিত মানুষকে পুরোই অপরিচিত করে ফেলা হয় !

মেকাপ যদি করতেই হয়, সেটা হালকা হওয়াই ভাল, যাতে সেটা মূল চেহারাকে বদলে না ফেলে বা উৎকট না করে ফেলে। আজকাল মেয়েদের যে ধরণের মেকাপ দেখা যায়, বিশেষ করে ডিজুস প্রজন্মের, সেটাকে অনেকটা সৌন্দর্য প্রতিবন্ধিতা মনে হয়... :| :|

আর আমার মত অনেক ভাইয়ারাই মেকাপের উচ্চ ব্যবহার পছন্দ করে না। কিন্তু, আপুদের মানসিকতায় ধীরে ধীরে যে পরিবর্তন এসেছে, চিন্তা চেতনায় যে নির্বুদ্ধিতা এসেছে, সেটার ফলেই তারা নকল উপকরণে নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে চায়...

২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

ফারিয়া বলেছেন: আপনার সাথে একমত, বিয়ের সময় পুরোপুরি রাক্ষসী বানিয়ে দেয়, যা অস্বস্তিকর, আর সাথে সাথে আছে তাপমাত্রার সমস্যা।হ্যা, এখন চেঞ্জ হয়েছে ডিজাইন, আর সমস্যা হল, এখন সবাই স্মোকি মেকাপ দিতে গিয়ে ভুত বনে আসে। এটা বুঝেনা এত্ত মেকাপ হাস্যকর লাগে, তারচেয়ে স্বাভাবিক কিছু করলেই ভালো। তবে এটা একার মেয়েদের দোষ না, অনেক ছেলেরাই ভাবে তাদের সঙ্গিনী রাজকুমারি হবে। ওয়েল, আমরা ডেমোক্রেসিতে আছি, আর রাজকন্য সবাই হয়না, এটা বুঝলেই হয়তো কিছুটা সমস্যার সমাধান হয়। তার সাথে আপুদেরও নিজেকে এক্সেপ্ট করা শিখতে হবে। আশা করি চেঞ্জ আসবে!

৩২| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৫৪

অদ্বিতীয়া আমি বলেছেন: যে মেকাপে স্বাভাবিক সুন্দরের চেয়ে অস্বাভাবিক মেকাপটাই চোখে পড়ে সেটা কখনই ভালো লাগে না । সৌন্দর্য এবং স্মার্ট নেস মেকাপের উপর পুরোপুরি নির্ভর করে না । আমি মনে করি সেটা অনেকটা বিহেভিয়্যেরের উপর ও নির্ভর করে ।

সময় , যায়গা , পরিস্থিতি উপর নির্ভর করে পরিমিত মেকাপ করা উচিত । আমার পরিচিত অনেকেই আছেন যারা মেকাপ ছাড়া বাইরে বেড়ানোর কথা ভাবতেই পারেন না । সেটা যেখানেই যাওয়া হোক না কেন ।
মেকাপ কে এত গুরুত্ব দেয়ার কিছু বলে মনে করি না ।

লেখাটা ভাল লাগল ।

২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩৭

ফারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রথমেই, আসলেই অনেকে মেকাপ ছাড়া বাইরে যান না। এটা একটা অভ্যাসে পরিবর্তিত হচ্ছে, এবং যা মোটেই স্বাস্থ্যকর নয়। আশা করি সবাই নিজের স্থান হতে পরিবর্তন করবেন নিজের!

৩৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:১১

রুপ।ই বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম--এর সাথে একমত । নিজেকে ছাপিয়ে যেন মেকাপ না হয়। হালকা প্রসাধন সময় , যায়গা , পরিস্থিতি উপর নির্ভর করে পোশাক নির্বাচন সবাইকেই আকৃস্ট করে সেটা ছেলে মেয়ে বলে কিছু নেই ।

২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩৯

ফারিয়া বলেছেন: জ্বী, সহমত আমিও! :) ধন্যবাদ রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.