নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভালোবাসো, অন্যকে বাসতে পারবে!

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই

ফারিয়া

যাও! ঝরনা থেকে উৎপত্তি, এখন নদীতে রুপান্তরিত!আগের মত আর উচ্ছলতা নেই, তবে চাঁদের আকর্ষনে জোয়ার-ভাটা আসে পালাক্রমে।সমুদ্র হবার প্রস্তুতি নিচ্ছি, উচ্ছাসে ভাসিয়ে দিতে চাই পৃথিবী! যার জন্য করি চুরি, সেই বলে চোর! বিঃদ্রঃআমার লেখা চুরি করে উপরোক্ত কারন দেখানো চলবে না! Run For Your Life!!! never say never!!!

ফারিয়া › বিস্তারিত পোস্টঃ

ডায়মন্ড দিবা কিনা বলো X( X(( :#> :!>

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৬

-আরে ছেলেটা কি ভাবসে শুনো না, অতি আগ্রহে মিতু মিনাসকে শোনাচ্ছিল গটকাল তার সাথে ঘটে যাওয়া ঘটনা। তারা বসে আছে একটা রেস্তোরায়, সামনাসামনি বসে।

_কি করে হল এসব, আর কি করেছে সে?

-আম্মুকে ও একবার না একটা সুন্দর ফুলের ডালি এনে দিয়েছিল, ওহ, আম্মু আব্বুর বিবাহ-বার্ষিকীতে, তো আম্মু খুশি হয়ে বলেছিল এমন একটা ছেলে আমাদের ঘরে প্রয়োজন।

_তো সেটা তো ভালো কথা? 8-|

-সে ভেবে বসলো আম্মু বলতে চেয়েছে তাকে আম্মু আমাদের ফ্যামিলিতে অংশগ্রহন করতে বলছে।

_সমস্যা কি, তোমাদের আরেকটা ভাই হলো তাহলে, ভালো খবর!

-আরেহ, এটা তো তোমারো মাথায় এসেছে, কিন্তু ঐ ছেলেতো, বলেই হাসতে লাগলো মিতু। :D

_কি ভেবেছে?

-ও ভেবেছে আম্মু ওকে আমার ফিউচার হাসবেন্ড হবার জন্য সেদিন ওকথা বলেছিল! হাসতে লাগলো মিতু।

_কি? :-/

-হুম, তাই! খুব বোকা না ছেলেটা!

_হুম, নাম কি ওর?

-কেনো?

_আহা বলো না। :|

-নাহ, তোমার কি মনে এসেছে আগে বল।

_ছেলেটার সাথে মিট করতাম, দেখতাম কত সাহস।

-কেনো?

_পরে বলবো। আগে বল ওর নাম, আর থাকে কোথায়? X((

-তাহলে পরে আমিও বলবো।

_মিতু, বলো না!

-আহা, শুনো, কি হয়েছিলো। ছেলেটা আমাকে প্রপোস করতে একটা গিফ্ট পাঠিয়েছিল। B-)

_কি পাঠালো? উত্তেজিত হয়ে বললো মিনাস। :-*

-আমাদের বাসায় একটা ডায়মন্ড রিং পাঠালো।

_সত্যি নাকি ফাজলামো করছো!

-সত্যি! তারপর একটা চিঠি ছিল।

_চিঠিটা কোথায়, কি লেখা ছিল ওতে? /:)

-বলছি তো, এতো অধৈর্য হও কেনো? ও লিখেছে আমাকে বিয়ে করতে চায়। তারপর আমি সেটা আপুকে দেখালাম।

_আপু কি বললো।

-কি বলবে, বললো, নিবি নাকি একটা চান্স!

_ওহ! তো তোমার কি ইচ্ছা ছিল? :|

-আমাকে বলে, এই ছেলেটার সাথে তোর মানাবে ভালো। ছেলেটা কি সুন্দর, বুদ্ধিমান, আবার বললো আমার দুলাভাইয়ের মত না, ছেলেটা নাকি অনেক রোমান্টিক।

_আপু তা জানলো কিভাবে?

-একটা ছেলে এত অল্পতেই আমাকে প্রোপোস করলো, তাও এভাবে, তাই বললো আপু! ও নাকি নির্ভিক। কেননা সে বাসায় পাঠিয়েছে রিংটা, জানে আব্বুকে চাইলেই বলিয়ে আমি ওর নামে নালিশ করতে পারি ফ্লারটিং করার দায়ে, তবুও!

_অনেক সাহস দেখছি ওর।

-ভালো তো, ভালো না?

_কিভাবে? অতিরিক্ত কিছুই ভালো না। X(

-যুদ্ধ আর ভালবাসায় সবই ঠিক!

_তো রিং কবে ফিরিয়ে দিচ্ছো ওকে? কিছুটা চিন্তিত গলায় বললো মিনাস।

-কেনো, গিফ্ট করেছে, ফিরাবো কেনো? মুচকি হাসলো মিতু। :!>

_মানে ওকে তুমি..

-কনসিডার করতে দোষ কি?

_হোয়াট ডু ইউ মিন? B:-)

-ধুর, আমিতো ভাবলাম ঐ ছেলে বোকা, এখন তো দেখি তুমিও!

_এভাবে বললে, আমার বুকে ঝড় বইয়ে দিলি তো!

-এত অল্পতেই এত ভয়, বীরপুরুষের কি হলো?

_এরপর কি হলো বলো এবার?

-ওদের বাসায় ওটা ফিরিয়ে দিলাম।

_কাকে পাঠিয়েছিলে?

-আমি নিজেই গেছি। #:-S

_ওহ, এবং এরপর কি বললে ওকে?

-বললাম তুমি এতো ভীতু, নাহয় খেতে আমার দুটো হাতে চারটে চড়, তাই বলে রিং পাঠালে নিজে আসলে না।

_হুম, কি জবাব দিলো ও?

-হাসলো অনেক, তারপর আমি ওকে বললাম, আমার বয়ফ্রেন্ড আছে।

_সে কি বললো?

-বলে তাতে কি, ডাম্প করে দাও!

_ছেলেটার নাম বলো না সুইটহার্ট! X(

-এখন না!

_আর ওকে কি বললে তুমি? নামটা... :(

-নাহ, তাতো হবেনা, নাম পরে বলবো! আরে শুনোনা কি হলো, বললাম আমি ওকে তখন, আমি তাকে ভালবাসি!

_মেনেছে তো?

-নাহ, ছেলে মানেই না, বলে এসব ফাল্তু, ছেড়ে দাও। আরো বলে, পারবে তোমার সেই পটকা প্রেমিক ডায়মন্ড রিং এনে দিতে দুদিনে? দেখলে, তোমাকে পটকা প্রেমিক বলে! হাসি চাপালো মিতু! :-0

_নাম বলো ওর, দেখাবো ওকে আমি কেমন প্রেমিক!

-আহ, রাগ হও কেনো, ঐ পাজি ছেলের কথায় কান দিওনা, একটা পাগল।

_পাগল বললে কেনো ওকে?

-তো কি হয়েছে?

_আমাকে পাগল বলো না তুমি? /:)

-হ্যা, তো?

_তাহলে ওকে পাগল বললে কেনো?

-তো কি হয়েছে?

_আমার কোন বিষেশন ওকে দেয়া চলবে না!

-ওকে, ওকে, ও একটা মেন্টাল রোগি, হলো?

_হুম, এরপর?

-আমি ওর হাতে রিংএর বাক্সসুদ্ধ রিং দিয়ে চল এসেছি বাসায়।

_আর কিছুই বলনি? অবাক গলায় বললো মিনাস।

-বলেছি, কিন্তু ওরমধ্যে কিছু বিষেশন তোমারো! বলেই হাসিতে ফেটে পড়ল মিতু! :P :#)

_মজা নাও, না?

-নাহ, সত্যি, কেনো, তুমি আর আমি তো একিজন!

_তা ঠিক, ছেলেটার পরিচয় বললেনা!

-তুমি কি ওর প্রেমে পড়েছ নাকি ওর সাথে প্রেম করবে যে বারবার ওর নাম নিয়ে বসে আছো?

_নাহ, দেখিয়ে দিতাম...

-থাকনা, ওকে বকে দিবে আব্বু, আমি বলে দিয়েছি তো!

_কিন্তু উল্টো হলে?

-তুমি আছোনা।

_আমাকে আমার হবু শ্বশুড়ের সামনে দাড়িয়ে কি বলতে হবে? :>

-আমি বলে দিচ্ছি, কিন্তু তুমি তার আগে একটা ডায়মন্ড রিং কিনবে তখন।

_কেনো? :-*

-আহ, সেরকম কিছু হলে ডায়মন্ড রিং কিনে আমাদের বাসায় চলে আসবে, আব্বুকে বলবে, আপনার মেয়ের হস্ত গ্রহনে ইচ্ছুক, আমি কি পেতে পারি ঐ দুখানি হস্ত। :-B

_তোমার নাম বলতে হবে না?

-মানে? :-&

_না, শ্বশুড়আব্বা যদি ভেবে বসে তোমার বড় বোনের হস্তযুগল পার্থী! =p~

-কি বললে?

_হাহাহা, তা হতেও পারে, কি বলো?

-যাও! X((

_কই যাবো?

-যেতে হবেনা, বসে থাকো এখানে।

_আচ্ছা, বলবো আপনাকে দেখে বাবার মতই লাগে, আমি সারাজীবন বাবা বলে ডাকতে চাই আপনাকে! আপনি যদি সামাজিকভাবে ব্যবস্থা করতেন, আর আপনার কন্যা মিতুর হাতে আমার এই রুবি প্লাস স্বর্ণের আংটি পরাবার সৌভাগ্য দিতেন। B-))

-নাহ, রুবি কেনো, আর গোল্ডই বা কেনো? আমার ডায়মন্ড আর সিলভার পছন্দ, তাই আনবে।

_রুবি তোমাকে মানাবে তো!

-ডায়মন্ড দিবা কিনা বলো! X(

_আচ্ছা, কি রং এর ডায়মন্ড পছন্দ তোমার? :|

-কাছে আসো। ;)

_কেনো? #:-S

-কানে কানে বলি!

মিনাসের কানে বলতে লাগলো মিতু, তাদের সুখি জীবনের ভবিষ্যত গল্প, আর কিছু রং এর বর্ননা! B-))

______________________________(সমাপ্ত)

মন্তব্য ৩৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০২

স্বঘোষিত মিসির আলী বলেছেন: আয়রন দিমু :#)

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৫

ফারিয়া বলেছেন: নিবে না, নিবে না, আয়রনে আজকাল কাজ হবে না! :D

২| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :) :) :) :) :)


বিয়া হইলে দাওয়াতটা দিয়েন আপু মনে কইরা

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

ফারিয়া বলেছেন: আমাকেও দাওয়াত দেবার অনুরোধ রইলো! :) হেহেহে!!! B-))

৩| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৮

মাহবু১৫৪ বলেছেন: ভাল লাগলো :)

২য় ভাল লাগা

++++

কেমন আছেন? মাঝে অনিয়মিত ছিলেন মনে হয়। দেখি নি বেশ কিছুদিন।

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩০

ফারিয়া বলেছেন: হুম, দীর্ঘদিন বলতে পারেন। তবে এবার এসে পরেছি! :D কেমন আছেন? 8-|

৪| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯

মাহবু১৫৪ বলেছেন: ভাল। আপনি কেমন?

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪২

ফারিয়া বলেছেন: আমিও ভালো আছি! :)

৫| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

গ্রাম্যবালিকা বলেছেন: ডায়ালগ ভাল্লাগসে... খুব বেশি বাস্তব

ভালোত, ভালনা?
মজা নাও, না?
আমার বিশেষণ কাউকে দিবানা!
...... :P :P :P

০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:২৬

ফারিয়া বলেছেন: হাহাহা, বাস্তব বটে, পটকা প্রেমিকের গল্প কিনা! :D
এনিওয়ে, ধন্যবাদ নিন! :P

৬| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

অপু তানভীর বলেছেন: ;) ;) ;)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:২৬

ফারিয়া বলেছেন: কি হইসে? ;)

৭| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

মামুন রশিদ বলেছেন: প্রেমিক বশীকরণ গল্প ;)



তা কি কালারের ডায়মন্ড নিবেন বলে ঠিক করলেন ??

০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:২৮

ফারিয়া বলেছেন: হাটে হাড়ি ভাঙ্গার জন্য আপনাকে মাইনাচ! /:)
আর পাঠের জন্য ধন্যবাদ রইলো! :)
ডায়মন্ড নিতে এখনো অনেক দেরি মিঃ মামুন!

৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৬

সায়েম মুন বলেছেন: ডায়মন্ড দেয়া নেয়ার গল্প চলছে তাহলে। #:-S

০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩০

ফারিয়া বলেছেন: আমি শুধুই লেখিকা, আর বাদবাকিটা হাওয়া থেকে এসেছে, এখানে অন্যকিছু ভাবার অবকাশ নেই! :!>
ধন্যবাদ মুন!

৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০০

নীল-দর্পণ বলেছেন: বাহ! বাহ! ভালইত :-B

০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩১

ফারিয়া বলেছেন: আপু, তুমি কোন রঙের ডায়মন্ড নিচ্ছো? ;) নিবে তো? ;)

১০| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ডায়মন্ড রিং খুব পছন্দ তাই না । যা ইহোক গল্প ভাল জমেছিল। ডায়মন্ড রিং এর দাম কত হবে? পোস্টে +++

০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৯

ফারিয়া বলেছেন: ডায়মন্ড অপছন্দ না, এটা তো অনেকরই প্রিয়! দাম ভাইয়া এখানে কিনলে মনে করেন $২০০০ মত হলেই বেশ ভালো রিং হয়, তবে সেটাকে আমাদের দেশি টাকায় কনভার্ট করলে হয় ১৫৫৯৯৪ টাকার মত! :|

১১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
:) :) :)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৯

ফারিয়া বলেছেন: ভাইয়া পাঠের জন্য ধন্যবাদ রইলো! B-))

১২| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৭

নীল-দর্পণ বলেছেন: হা হা.....আমার ডায়মন্ড লাগবে না। পার্ল অনেক পছন্দ আমার :)

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১১

ফারিয়া বলেছেন: হুম, হতেই পারে! :)

১৩| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

আচ্ছা তাইলে এই অবস্থা চলতেছে :P

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১২

ফারিয়া বলেছেন: এতো গল্পের তাদের জীবনাবলি, চলতেই পারে, কি বলেন? :)

১৪| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮

মাহমুদা সোনিয়া বলেছেন: হা হা হা!! বেশ ভালো লাগলো! :)

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৩

ফারিয়া বলেছেন: ধন্যবাদ আপু, ভালো লেগেছে জেনে খুশি হলাম!

১৫| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে তো নাগালের মধ্যে বলা চলে। :)

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫

ফারিয়া বলেছেন: হুম, তাই মনে হয়। আসলে ডায়মন্ড দিয়ে কিচ্ছু হয়না, আসলটা হল কাউকে নিজের আপন করে দেখা, সেটা পারলেই এসব তুচ্ছ বাহানা থাকেনা আর! :)

১৬| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

~মাইনাচ~ বলেছেন: আাপনার মতন ডিমান্ড ডায়মন্ড হইলেতো আমার বুয়া পাওনের খায়েশ মাটিতেই মরা :((

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩০

ফারিয়া বলেছেন: বুয়া কেনো? :-*
আর ডিমান্ড না, এতো শুধুই গল্প, বাস্তবে এমন হয় নাকি!

১৭| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

হাসান মাহবুব বলেছেন: তো আম্মু খুশি হয়ে বলেছিল এমন একটা ছেলে আমাদের ঘরে প্রয়োজন।

এরকম বললে তো বিভ্রান্ত হওয়াই স্বাভাবিক!

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

ফারিয়া বলেছেন: হেহেহে, কি অর্থে বলেছে সেটাও বুঝে বুঝতে হবে, আবার বেশি বুঝলে তো সমস্যা হবেই!
ধন্যবাদ, আপনার কমেন্ট পড়ে হাসিটা থামছেনা, এই পয়েন্টটা কেউ আর তুলেনি! :)

১৮| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

আমি তুমি আমরা বলেছেন: আমি প্রথমে ভাবছিলাম দুই বান্দুবী গল্প করতেছে, পরে দেখি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। পুরাই গাধা হয়ে গেলাম।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫০

ফারিয়া বলেছেন: হুম, ডিয়ারিং পিপলের গল্পতো! আর রুপকথায় এমন বয়ফ্রেন্ড হয়!
ভালোথাকুন সবসময়। B-))

১৯| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩০

প্রত্যাবর্তন@ বলেছেন: লেখা ভাল্লাগছে । শিরোনাম দেখে মজা পেয়েছিলাম

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪২

ফারিয়া বলেছেন: ধন্যবাদ, আপনাদের ভালো লাগলেই আমি খুশি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.