নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভালোবাসো, অন্যকে বাসতে পারবে!

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই

ফারিয়া

যাও! ঝরনা থেকে উৎপত্তি, এখন নদীতে রুপান্তরিত!আগের মত আর উচ্ছলতা নেই, তবে চাঁদের আকর্ষনে জোয়ার-ভাটা আসে পালাক্রমে।সমুদ্র হবার প্রস্তুতি নিচ্ছি, উচ্ছাসে ভাসিয়ে দিতে চাই পৃথিবী! যার জন্য করি চুরি, সেই বলে চোর! বিঃদ্রঃআমার লেখা চুরি করে উপরোক্ত কারন দেখানো চলবে না! Run For Your Life!!! never say never!!!

ফারিয়া › বিস্তারিত পোস্টঃ

তবু নীরবতা?

২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:১৫



পরম



ঠিক কতবার মরন হলে,

বলো,

এ ভালবাসা হবে অমর?



ঠিক কতটা ক্ষন পাশে রইলে,

বলো,

এ ভালবাসা হবে সফল?



ঠিক কতো দুঃখের অশ্রু গড়ালে,

বলো,

রবে এই ভালোবাসা বিশ্বাসী?



ঠিক কতোটা অন্ধত্ব থাকলে,

বলো,

হবে এই ভালোবাসা আমাদেরি?





আমি আর নারী রইবো না



আমি যবে হাসি,

তাহারা কয় ছলনাময়ী,

আমি যবে কাদি,

আমি তবুও ছলনাময়ী!

আমি আর নারী রইবো না,

তবু আমি ছলনাময়ী হইবো না।





দাবী



তবুও আমি বলবো,

আমায় তুমি ভালোবেসো না,

তবুও এক নদীতে,

দুই প্রেমের স্রোত বইয়ো না।



তবুও আমি বলবো,

আমায় তুমি মনে রেখো না,

তবুও এক হৃদয়ে,

দুটি পুষ্প ফুটতে দিয়ো না।



তবুও আমি বলবো,

আমাকে আশ্বাস দিয়ো না,

তবুও আপন হাতে,

কারো আশা হত্যা করো না!



তবুও আমি বলবো,

ভালবাসি, ভুলতে পারি না,

তবুও এই খেলায়,

আমাকে তুমি বেধে রেখো না।





কেনো?




বল দেখি,

রক্ষিতা রাখতে কেন পুরুষই পারে কেবলি?

আমিও নারী,

আপনে মুখ ফিরাইলে, মন বলে, চল দেই পাড়ি,

তুমিও বৈকি?

জানো সেই সফল পুরুষবিহীন জীবনে আছে কি?

সপ্ত দুত্যিতে,

সে মনে এসে হানাদেয়, চড়ে তার রথেতে।

তবে কেনো,

আমি কেনো, অবলা, অপয়া, অনাথা, এসব যেনো,

শুনতে বাধে;

তবু তারা অসতী কইয়া রব করে, মাথা নুয়ে আসে কাধে!

জীবন বুঝি

তাদেরই চরণে বিতাইব বলে আমি তবু খুজি?

রথ প্রান্তে,

সে অবোধ ইন্দ্র, সে চলতি শ্বাসের অরুন শ্রান্তে।

তবুও বলে

তারা, তুমি নাহয় রয় অসুখী, না হও অসতী ছলে;

বেচে থাকবার,

অধিকারটুকু বুঝি রবে তবে পুরুষেরই প্রতিবার?



ছবি: গুগল।

ভালো থাকুন।

মন্তব্য ৫৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:১৯

বোকামন বলেছেন:
সু-বোধিত কবিতা ....।
শব্দের চাকচিক্য নেই আছে উপলব্ধির স্বচ্ছতা।
চমৎকার !

ভালো লাগা রইলো।। :-)

২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:২৩

ফারিয়া বলেছেন: আপনার কথায় খুশি হলাম, কিছুটা আশ্বস্তও বটে!
আড়ম্বর দিয়ে কি হবে যদি অর্থের প্রাচুর্যতা না থাকে শব্দে?
ধন্যবাদ!

২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৩০

বোকামন বলেছেন:
আড়ম্বর দিয়ে কি হবে যদি অর্থের প্রাচুর্যতা না থাকে শব্দে
কথাটি-তে ভালোলাগা জানাতে মন্তব্য করলাম আবারো :-)

আমরা সাধারণ পাঠক, সহজিয়া ভাষার কবিতায় অধিক ভালোলাগা খুঁজে পাই। আপনার কবিতাটি তেমনই। ভালো থাকবেন।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৬

ফারিয়া বলেছেন: আবারো কৃতজ্ঞতা আপনার জন্য। আমিও কঠিন শব্দের চেয়ে সহজ বোধগম্য শব্দের ব্যবহার পছন্দ করি, তবুও মাঝে মাঝে তা হয়ে উঠেনা স্বীকার করছি!
আপনিও ভালো থাকবেন। ভবিষ্যত হোক আশাময়!

৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৩১

একজন আরমান বলেছেন:
তবুও আমি বলবো,
ভালবাসি, ভুলতে পারি না,
তবুও এই খেলায়,
আমাকে তুমি বেধে রেখো না।


দাবী কবিতাটা বেশি ভালো লেগেছে।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৮

ফারিয়া বলেছেন: শুনে খুশি হলাম কারো মনে ধরেছে কবিতাটা। ওদের পাঠের জন্য ধন্যবাদ নিন! :)

৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৬

অপু তানভীর বলেছেন: কবিতা কম বুঝি !! :-& :-&

২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৫

ফারিয়া বলেছেন: ভাইয়া এরচেয়ে সহজ করে লেখাটা মনেহয় আমার হবে না! :(

৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি যবে হাসি,
তাহারা কয় ছলনাময়ী,
আমি যবে কাদি,
আমি তবুও ছলনাময়ী!
আমি আর নারী রইবো না,
তবু আমি ছলনাময়ী হইবো না।


শুভকামনা নিরন্তর

২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৫২

ফারিয়া বলেছেন: ধন্যবাদ রইলো আপনার জন্য।

সময়ের আবর্তনে তবু,
হোক পরিবর্তন কভু!

৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৪

রাইসুল নয়ন বলেছেন:



সবগুলোই স্বচ্ছ!!

তবে দাবী টা আমার বেশী ভাললেগেছে!

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৪

ফারিয়া বলেছেন: ধন্যবাদ রাইসুল নয়ন! হুম, তাই দেখছি, সবাই দাবী কবিতাকেই বেশি পছন্দ করেছে। ভালো সংবাদ!
ভালো থাকুন সবসময়!

৭| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর !!

+++

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:১০

ফারিয়া বলেছেন: ধন্যবাদ জানবেন স্নিগ্ধ শোভন! :)

৮| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৭

সাকিব শাহরিয়ার বলেছেন: সুন্দর!!!

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৩

ফারিয়া বলেছেন: ধন্যবাদ রইলো সাকিব! B-)

৯| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৬

মাহবু১৫৪ বলেছেন: খুব সুন্দর

৮ম ভাল লাগা

++++++

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৭

ফারিয়া বলেছেন: ধন্যবাদ মাহবু ভাইয়া! :)

১০| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৪৪

আমি সাজিদ বলেছেন: নবম ভালো লাগা :)

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩১

ফারিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া! ভালো থাকুন।

১১| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ভাল লাগলো । শু্ভ সকাল। বেশ কয়েকটা কবিতা। দাবী কবিতাটি বেশি ভাল লাগছে।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

ফারিয়া বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া। খুব ভালো লাগলো আপনার ভালো লেগেছে শুনে!

১২| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এক, তিন সহজ সুন্দর।
চার খানিক ভাবনার।

সব মিলিয়ে দারুন পোস্ট।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

ফারিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া। হুম, চার আসলেই ভাববার জন্য লেখা। এই বিষয়গুলো মাথায় কাজ করেছে। কেন এমনটা হয় জানতে চাইলাম তাই। ভালোবাসার সাথে সমপৃক্ত বলে একি সাথে পোস্টে দিলাম!

১৩| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯

আরজু পনি বলেছেন:

দারুণ ফারিয়া !

++++++++++++

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪২

ফারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে আরজুপনি। :)
ভালো থাকুন!

১৪| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো পড়তে। +

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

ফারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

১৫| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২

সায়েম মুন বলেছেন: চারটা চার সুন্দর!!!!

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

ফারিয়া বলেছেন: ইয়াহু, সবগুলো কারো ভালো লেগেছে! :)

১৬| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ভাবনার ফসল
সত্যই সুন্দর
নিতে হয় জয় করে গুপ্ত এ ফল

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫১

ফারিয়া বলেছেন: হাহাহা, ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য!

১৭| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লাগলো !

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

ফারিয়া বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি! :)

১৮| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫০

রাজু মাষ্টার বলেছেন: অক্করে অছাম :-0

মচৎকার,ক্যারি অন বস (থেক্কু স্যরি বসের ফিমেল ভার্শন টা জানি কি হবে :#) )

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

ফারিয়া বলেছেন: ধন্যবাদ। :)

১৯| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

রক্ষিতা রাখতে কেন পুরুষই পারে কেবলি? কঠিন প্রশ্ন যার উত্তর কারো জানা আছে বলে মনে হয় না।

কবিতা ভালো লাগলো।

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ফারিয়া বলেছেন: আমি জানিনা, সেজন্যই প্রশ্নরুপে কবিতা। কেউ জানে না মনে হয়, কেউই উত্তর দিলনা।
ধন্যবাদ কবিতা পাঠের জন্য।

২০| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:১৯

মামুন রশিদ বলেছেন: সবগুলো কবিতাই সুন্দর ।



ভালোলাগা :)

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ফারিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য সময় করে কবিতাগুলো! :)

২১| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৬

পাগলমন২০১১ বলেছেন: দাবী ভালো লেগেছে। কেনো -র উত্তর তোমাকেই খুঁজে বের করতে হবে।

সবশেষে শুভকামনা থাকলো।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৮

ফারিয়া বলেছেন: হুম, তাই বুঝি?

২২| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৮

ফারিয়া বলেছেন: :#)

২৩| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:০২

তুষার কাব্য বলেছেন: সহজ,সরল,সুন্দর অভিব্যক্তি

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৮

ফারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে তুষার কাব্য!

২৪| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩

শহুরে আগন্তুক বলেছেন: আপনিও ভালো থাকুন !

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৯

ফারিয়া বলেছেন: ধন্যবাদ, চেষ্টা করবো!

২৫| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঈদ মুবারাক।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

ফারিয়া বলেছেন: ধন্যবাদ! :)

২৬| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেশ ভালো লেগেছে ফারিয়া! :)








++++++++++++++++++++++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

ফারিয়া বলেছেন: ধন্যবাদ পথিক!

২৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৩

অপ্রচলিত বলেছেন: দারুণ লিখেছেন।
সবগুলো কবিতাই অনেক ভালো লাগলো। ++++++++++

ভালো থাকুন নিরন্তর।

২৫ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৩

ফারিয়া বলেছেন: ধন্যবাদ সময় করে পড়বার জন্য!

২৮| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৭

অতঃপর জাহিদ বলেছেন: পুরুষের মত নারীরাও রক্ষিতা রাখতে কেন যে পারে না, তাইলে আর তাদের শুনতে হতো না নারীরা ছলনাময়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.