নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে ভালোবাসো, অন্যকে বাসতে পারবে!

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই

ফারিয়া

যাও! ঝরনা থেকে উৎপত্তি, এখন নদীতে রুপান্তরিত!আগের মত আর উচ্ছলতা নেই, তবে চাঁদের আকর্ষনে জোয়ার-ভাটা আসে পালাক্রমে।সমুদ্র হবার প্রস্তুতি নিচ্ছি, উচ্ছাসে ভাসিয়ে দিতে চাই পৃথিবী! যার জন্য করি চুরি, সেই বলে চোর! বিঃদ্রঃআমার লেখা চুরি করে উপরোক্ত কারন দেখানো চলবে না! Run For Your Life!!! never say never!!!

ফারিয়া › বিস্তারিত পোস্টঃ

মান-নদী

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০২



১.

আমি বড় বেশি স্বার্থপর;

প্রীতির প্রীতে বাধব তোরে,

যেতে না দেব হতে আমারে,

প্রানের অঙ্গনে তুই পায়রারে,

ভরাবো আজ এ-মন, আয়রে।



কথন: প্রিয়, ভালবাসা মোরে করেছে কাঙ্গালিনী তোরে প্রিয়মুখ।



২.

আজ বৃষ্টির এই রুপের দাপটে,

তোমাকে মনে পরে হে সুদর্শন!

কোন কবি তাহার প্রেমিকার শোকে

করেছিল বটে সুকবিতার ছলন;

আজি এই সুসমাবেশে তবে,

তোমায় নাহয় আরতির ছলে

একটিবার দেখে নিলাম হে।

মনে পরে কি না পরে আমাকে?



কথন: নজরুলের মত বলি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সেকি মোর অপরাধ?



৩.

মৃত জোছনা জেগেছে?

আমার প্রিয় জাগে নাই!

ও জোছনা পরো ঘুমিয়ে,

মনে সে তোরেই রাখিবে।

আমি সে-হারা হইব যে?

তবু প্রিয় তোরোই ভালোবাসিবে!



কথন: আমি যদি আধারে সুপ্তি ছড়াই, তবে তুমি আকাশের ক্ষুদ্র তারা হইতে! আমি বাতাসের মৌন-পতন হলেই তুমি হয়ে যেতে পাতায় পাতায় নীরব কলধ্বনি। আমি অবুঝ শিশুর কপোলে রৌদ্র-ছটা তবে তুমি কি সেই কপোলে আদরের চিহ্ন?



৪.

এখন মৃদু সময় দিন,

যখন,

আমরা একে অপরকে খুঁজে হৃদয়ে আঘাত হানি;

প্রেম অজানা হয়েছে,

প্রার্থনাও তাই অবাস্তব,

বিট নকল মনে হয় হৃদয়ের।

মুক্ত হস্তের ছুরিকাঘাত হয়ে তোমার সুরধ্বনি আলোচিত হয়!



তুমি শান্ত, শীতল,

আমাদের হার মেনে নিয়ে বসে,

অনুতাপ তোমার প্রিয় নয়,

তুমি বলেছিলে!

যদিও তোমাকে দেখা যায়,

সবচেয়ে বেশি অনুতপ্ত হয়ে আমার ভালোবাসা স্পর্শ করতে।



মুল লেখা,

In mild days of now time,

when,

we hurt the heart out of each other;

love has been unknown,

prayers are so unreal,

bits to heart is fake.

melody of your song rumors to free handed stabs.



you calm, cold,

still sat to our lose.

regret is not your favorite,

said you!

although, I have seen you,

one to most regretfully be touched to my love.



কথন: সে গিয়েছিল, মোরে না ডাকিয়া। সে এসেছিলো, রয়নি তবু থাকিয়া। সে আমাদের হুমায়ুন, সে আমাদের বিবাগী, তারে খুজি, তারে খুজি!



৬.

থাকতে তুই,

নাইবা রইলো কোনো কষ্টই!

আমারি হয়ে থাকিস,

আনন্দ জড়িয়ে রাখিস,

টুটবে না মন,

অন্দরে হবে কথন,

ভালবাসা সাধতে হয়না,

নিয়ে নিস যখন তখন!



কথন: কি কইবো হে, আমি যাহা ধারন করিতেছি, তুমি তাহাই লয়ে নিয়েছ আপনাতে!



৭.

পালিয়ে যাই,

আমি পালিয়ে যাই!



সম্মুখে কে ভালবাসা হাতে দাড়ায়,

পথের চারপাশ ফুলে সাজায়,

আমি পালিয়ে যাই।

শুন্যতায় কেদে কেদে বুক ভাসাই,

কেউ তবু সঙ্গী হতে আসলেই,

আমি পালিয়ে যাই।



পালানোটা খুব তৃপ্তির;

আমার মনের সৃষ্টির!

ডায়েরিতে লেখা পাই,

আমি পালাতে চাই!



কথন: আমায় চিনে নিয়ো প্রিয়, আমি সে পালিয়ে যাওয়া কেউ, তোমার লেখার কলমের ধ্বনি, তোমার চোখের খোজ, তোমার মনের কোনে আলোর পরশ। আমি ঝোংকার তোমার মনের সেই বীনার, যাতে তুমি তুলো আমার মনের তুল্য, ঝরাও তোমার ভালবাসা উসুল।



৮.

For sake of your life,

I shall and will free you,

but in fear to my death,

I will not and never abandon you!



কথন: প্রমিস নয়, ওসবতো মিছে কথা। আমি কথা দেই না প্রিয়, আমি কথা নেই না। আমি কথার সুরে ডুবে কথার সাগরে সাতার কাটি। আমি তোমার কথার ভালবাসার বন্ধনে জড়িয়ে তোমায় খুজি, কথা আমার প্রানের বাশী হয়ে রয় আজীবন।



৮.

Mother knows best.

Mother wants best.

Mother loves best.

Mother thinks best.

Mother is best!



কথন: মাতৃ পদতলে যদি রয়েছে বেহেশ্ত, তবে ভেবে দেখো মায়ের দেহখানি কিসের তুল্য?



এবং সর্বশেষ,

আমার মতো করে এত ভালবাসা আমকে কেউ বাসতে পারবেনা। তাই সেই ভালবাসার দোহাই, তুলনা করব না আমাকে আমি আর কারো সাথে, কেননা আমার প্রতি আমার ভালবাসা তুলনাহীন!



ছবি: আমার অ্যালবাম হতে।



ব্লগে উকি মেরেছি,

কি হয় দেখছি,

হায় হায়,

ষাটখানা এডিটিং বাকি!

:-/

ভালো থাকুন! :-পি

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, বেশ বেশ সুন্দর !
ওয়েলকাম ব্যাক ফারিয়া ||

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৩

ফারিয়া বলেছেন: ধন্যবাদ মুন। ভালো লাগলো আজকে, তাই আসলাম।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৪

সায়েদা সোহেলী বলেছেন: For shake of your life
i shall and will free you
but in fear to my death
i will not and never abandon you "- :|

৪ আর ৭ এ ডাবল প্লাস :)

আমি কথা দেইনা প্রিয় , আমি কথা নেই না ।
আমি কথার সাগরে ডুব সাতার কাটি ।
ভালোবাসার বন্ধনে দেহত্যাগ করি! ! :!>

ভালো থাকা হোক সবসময়

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৫

ফারিয়া বলেছেন: হাহাহা, সেক শেক হলো কিভাবে আপু? :-* :D ভাগ্য ভালো ছ্যাক হয়ে যায়নি! B-))
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন কিন্তু! :-B

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১১

সায়েদা সোহেলী বলেছেন: :P. স্মার্টফোন এর স্মার্ট নেস , টাইপো :(

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

ফারিয়া বলেছেন: হাহাহা, আসলেই, সমস্যা নেই আপু! :)

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

সায়েম মুন বলেছেন: পোস্টে অনেক ভাললাগা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

ফারিয়া বলেছেন: ভালোই থাকি আমি, আপনাকে ধন্যবাদ!

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

আরজু পনি বলেছেন:

বাহ অন্যরকম ...
একটু সুরারোপ করলে বেশ গান হয়ে যেতো মনে হচ্ছে :D
অনেক শুভেচ্ছা রইল ।।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

ফারিয়া বলেছেন: হাহাহা, আপু গান লিখার প্রয়াস ছিলো না! তবে পরে এ নিয়ে ভেবে দেখবো আপনি বলেছেন যখন!

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০

সুমন কর বলেছেন: নতুন ধরনের উপস্থাপন ভাল লাগল।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

ফারিয়া বলেছেন: ধন্যবাদ সুমন কর, :)

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

ইখতামিন বলেছেন:
৪ নম্বরেরটা অনেক সুন্দর হয়েছে। সবগুলোই সুন্দর।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

ফারিয়া বলেছেন: ইংরেজি থেকে বাংলা করেছিলাম বলে ভাবলাম একটু অদ্ভুত শোনাবে হয়ত, কিন্তু সবাই দেখি পছন্দ করেছে। বাহ!

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

সকাল রয় বলেছেন:
মনে হচ্ছে যেন গান শুনছিলাম।অনেক অনেক সুন্দর

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

ফারিয়া বলেছেন: ধন্যবাদ রয়, ভালো থাকবেন!

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২

সবুজ ভা ই বলেছেন: আমার মেয়েদের কাছে গেলে অ্যালার্জি প্রকোপ আকার ধারন করতো।

তাই পরিচিত হলে মেয়েদের দেখলে উল্টো দিকে হাঁটতাম আর অপরিচিত হলে আমাকে দেখে উল্টো দিখে হাঁটতো।
জীবনের সাথে মিলে গেলো তাই ৭ নম্বরে প্লাস।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

ফারিয়া বলেছেন: এখানে ঠিক তা বলি নি, বললাম দ্বিধা মানুষকে কত ভাবে বঞ্চিত করে!

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০

মোঃ শিলন রেজা বলেছেন: ওয়াও!! অনেক সুন্দর কবিতার সংকলন। এইগুলা কি আপনার সরচিত কবিতা?

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

ফারিয়া বলেছেন: জী, এ সবই আমার নিজে কর্ম। খুশি হলাম শুনে আপনার ভালো লেগেছে।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪

ফারিয়া বলেছেন: আপনি বললে তাই'ই!

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

সোজা কথা বলেছেন: ৭ নাম্বারটা খুব ভালো লেগেছে।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

ফারিয়া বলেছেন: শুনে ভালো লাগলো, বড়ই বিচিত্র মানুষের জীবন, যা চায় পায়না, পেলে চায়না!

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত।
দীর্ঘদিন পর আপনার পোস্ট।
কবিতার ধরণ ই বদলে গেছে। দারুন শক্তিশালী।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০১

ফারিয়া বলেছেন: আপনার কাছথেকে দুর্দান্ত শুনতে পেলে বড় ভালো লাগে ভাইয়া। আপনাদের দোয়াতেই ভালো হবে লেখা ইনশাল্লাহ!

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬

ভিয়েনাস বলেছেন: অনেক দিন আপনার লেখা পড়লাম।যদিও আমিও অনিয়মিত /:)

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২২

ফারিয়া বলেছেন: আমরা সাবই অনিয়মিত, কেন যে এমন হয়ে যায়!

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৩

পাঠক০০৭ বলেছেন: দারুন হইছে++

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

ফারিয়া বলেছেন: ওকে!

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৭

উদাস কিশোর বলেছেন: Mother knows best.
Mother wants best.
Mother loves best.
Mother thinks best.
Mother is best!
কথন: মাতৃ পদতলে যদি রয়েছে বেহেশ্ত, তবে ভেবে দেখো মায়ের দেহখানি কিসের তুল্য?
এবং সর্বশেষ,
আমার মতো করে এত ভালবাসা আমকে কেউ বাসতে পারবেনা। তাই সেই ভালবাসার দোহাই, তুলনা করব না আমাকে আমি আর কারো সাথে, কেননা আমার প্রতি আমার ভালবাসা তুলনাহীন!

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

ফারিয়া বলেছেন: বাহ, আপনি তো এক তৃতীয়াংশ পোস্টের কমেন্টে দিয়ে দিয়েছেন!

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: খুব ভালো লাগলো

সব গুলোই বেশ +++

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪১

ফারিয়া বলেছেন: খুশি হলাম শুনে! :)

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


পোস্টের ভিন্নতা মুগ্ধ করার মত।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৩

ফারিয়া বলেছেন: তাই নাকি, ধন্যবাদ কান্ডারি!

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

মামুন রশিদ বলেছেন: কবিতার পাশাপাশি কথন গুলোও ভালো লেগেছে ।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

ফারিয়া বলেছেন: আপনাদের ভালো লাগলে আমারো লেখার ইচ্ছা বাড়ে। ধন্যবাদ।

২০| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর কথামালা।

২৫ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪২

ফারিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.