নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনামিকা আমার প্রথম ভালোবাসা।

রাতদুপুর

সিম্‌পল

রাতদুপুর › বিস্তারিত পোস্টঃ

জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)” শীর্ষক প্রকল্পের ২৬৬ জন জনবলের মানবেতর জীবন-যাপন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৮

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত “জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)” শীর্ষক প্রকল্পটি সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এবং ৬৪ জেলায় এর কার্যক্রম প্রকল্পের উদ্দেশ্য অনুযায়ী সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার মহতী উদ্যোগের আওতায় বহুবিধ পদক্ষেপের ধারাবাহিকতায় শিক্ষিত বেকার মহিলাদের অগ্রাধিকার প্রদানসহ আগ্রহী ছাত্রীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর করে উদোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য। প্রকল্পের আরডিপিপি ৩য় বার সংশোধনের লক্ষ্যে বিগত ২৮/০৭/২০২১ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী
“নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ করতে হবে এবং পরবর্তীতে সংস্থার পরিচালন বাজেটের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।” মর্মে নির্দেশনা প্রদান করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর উক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য ২০২৩-২৪ অর্থবছরে অর্থমন্ত্রণালয় থেকে জনবলের বেতনভাতা ব্যতিত পরিচালন ব্যয় বাবদ মোট ২০৬.০০ লক্ষ্ (দুই কোট ছয় লক্ষ) টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। আলোচ্য প্রকল্পের প্রশিক্ষণার্থীদের নিকট থেকে ভর্তি ফি বাবদ আদায়কৃত অর্থ লভ্যাংশসহ মোট ৯,৫৬,৩৫,৫৩৪/- (নয় কোটি ছাপ্পান্ন লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশত চৌত্রিশ) বিভিন্ন ব্যাংকে এফডিআর এবং সঞ্চয়ী হিসেবে জমা আছে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বরাদ্দের অতিরিক্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে উক্ত অর্থ ব্যয়ের অনুমতি প্রদান করা হয়েছে। এ বিষয়ে জুলাই ২০২৩ তারিখে ৩২.০০.০০০০.০৫৬.১৮.০০৮.২২.১৬৭ নং স্মারকে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হয়েছে:
১) মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম জাতীয় মহিলা সংস্থার নিয়মিত পরিচালন বাজেট হতে নির্বাহ করা যেতে পারে;
২) ট্রেডভিত্তিক প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে প্রশিক্ষকগণকে অর্থ বিভাগের নির্ধারিত হারে সম্মানী প্রদান করা যেতে পারে;
৩) প্রকল্পের স্থাপননা রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কার্যাদি সম্পাদনের জন্য জাতীয় মহিলা সংস্থা আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ করতে পারে। আউটসোর্সিং জনবল নিয়োগের ক্ষেত্রে অর্থ বিভাগের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠকে নিম্নরূপ সুপারিশ করা হয়:
ক) জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা) প্রকল্পের কার্যক্রম জেলা শহরে সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে সম্প্রসারণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়;
খ) “জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা)” শীর্ষক প্রকল্পটি জুন, ২০২৩ তারিখের পরে প্রকল্পে কর্মরত দক্ষ জনবল দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহতভাবে চালু রাখার সুপারিশ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠকের সুপারিশ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা ও অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দ এবং প্রশিক্ষণার্থীদের নিকট থেকে আদায়কৃত ভর্তি ফি ব্যয়ের অনুমতি প্রদান করা সত্ত্বেও জুলাই-ডিসেম্বর ২০২৩ সেশনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়নি। প্রশিক্ষণ কার্যক্রম শুরু না করার কারণে সমাপ্ত প্রকল্পের জনবল জুলাই, ২০২৩ থেকে বেতনভাতা/সম্মানী পাচ্ছেনা। এর ফলে ২৬৬ জন জনবল খুবই মানবেতর জীবন-যাপন করছেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২

সোনাগাজী বলেছেন:




আপনি এই প্রকল্পের সাথে যুক্ত আছেন?

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



আপনি পোষ্ট দিয়ে চলে যান, এরপর কোন খোঁজ রাখেন না; আপনি এই প্রজেক্টের সাথে যুক্ত থাকলে, প্রজেক্টের অবস্হা তো ভয়ংকর হওয়ার কথা।

১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৫

রাতদুপুর বলেছেন: আমি এই প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম। ৩০ জুন ২০২৩ এর পর এর কার্যক্রম বন্ধ আছে।
দ্বিতীয়ত আমি ব্লগে নিয়মিত না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.