নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

রিংটন

রিংটন › বিস্তারিত পোস্টঃ

ডা.জাকির নায়েক এবং বাংলাদেশের কিছু মুর্খ

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০১

ডা.জাকির নায়েক সত্তি তিনি এক বিশ্ময়..... তার বক্তৃতা শুনতে শুনতে এমন অনেক বার হয়েছে যে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি নি। তিনি সত্তি আল্লাহ্‌র রহমত প্রাপ্ত..... তা না সাড়া ওমন বক্তব্য দেয়া আমাদের দেশের সাধারণ মওলানা মৌলভীদের পক্ষে সম্ভব না, আর ডা. জাকির নায়েক এর জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাওয়ায় আমাদের দেশের কতিপয় সার্থন্নাশি মওলানা মৌলভী ডা. জাকির এর মিথ্যা বিরুদ্ধাচার কছে..... যারা বলে ডা. জাকির নায়েক একজন ভন্ড তাদের বলি আপনারা নিজেরাই ভন্ড অথবা মূর্খের এক শেষ এ বেপারে কনো সন্দেহ নেই।আর বাংলাদেশের মওলানা মৌলভীদের বলি আপরারা কি করছেন তা আমার খুব ভাল জানা আছে, ওয়াজ মাওফিলে চিক্কুর পারা আর অন্য কোন ধর্মকে নগ্ন আক্রমণ ছাড়া আপনারা পারেনটা কি? ডা. জাকির অনেক অমুসলিমকে মুসলিম করেছেন, আপনি কয় জনকে করেছেন??? আর কিছু ব্লগার ভাই দের বলি, ভাই না জেনে বুঝে কিছু লিখবেন না, ডা.জাকির নায়েক কে বুঝতে হলে বড় একটা মাথা লাগে, বাংলাদেশ এর মূর্খ মওলানা মৌলভীদের কথা না শুনে ওনার লেকচারগুলো শুনুন তার পর নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার বিশ্লেষণ করুন.....

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৬

যোগী বলেছেন:
'বেদের মেয়ে জোসনা' সিনেমা দেখে অনেকে হাউ মাউ করে কান্না কাটি করেছে। কে কিভাবে কাঁদবে তা বোঝা বড়ই কঠিন।

২| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২০

আলী আকবার লিটন বলেছেন: ধন্যবাদ ভাই এ লেখাটির জন্য

জাকির নায়েক প্রসঙ্গে

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১২

রিংটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩০

আরিফিন ইসলাম বলেছেন: সহমত সহমত . .

৪| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৩

রানার ব্লগ বলেছেন: আজ পর্যন্ত যত ওয়াজ মাহফিল শুনছি তার মধ্যে ৯৮% মিত্থা গল্পের ফুলঝুরি আর মেয়েদের শরীর চর্চা আর অন্য ধর্ম নিয়া হা হা হি হি করা ছারা গঠন মূলক আলচনা বা কুরআন হাদিসের সহি ব্যক্ষার কোন আলচনা বিন্দু মাত্র লেশ নাই। অবশ্য এদের দোষ দিয়া কি লাভ, এদের পড়াশুনার গণ্ডি সেই আমপারা পর্যন্ত, জারা নিজেদের কে পণ্ডিত বলে দাবি করছেন, তারা আদৌ পণ্ডিত। আপনি বাজার ঘুরে দেখেন, ইসলাম নিয়ে ভালো গঠন মূলক বই কি আছে, যা ও বা আছে তার গুনগত মান নিয়ে প্রশ্ন থেকেই জায়। আমার জানার ক্ষমতা যেহেতু সীমিত তাই জানতে বড় ইচ্ছা হয় বাংলাদেশে জারা নিজেদের কে ইস্লামের ধারক বাহোক বলে ভাবতে গর্ব বোধ করেন তারা কয় জন ইসলামের উপরা, এর ইতিহাসের উপোর গবেষণা করেছে বা করছে। আমি জানি না। আমার জানা সীমিত,যারা জানেন দয়া করে জানান। তবে অবশ্যই তা মানসম্পুন হতে হবে।

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১২

রিংটন বলেছেন: সহমত। আমারও জানামতে বাংলাদেশ এ তেমন কেউ নেই

৫| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৮

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: পীর নামক ভন্ডরা, তাবিজ কবজ যারা বিক্রি করে, মানুষকে ধোকা দেয় সেই মোল্লারা এবং কওমি-দেওবন্দ নামের আলেমরা ? জাকির নায়েকের বিরুধিতা করছে। অথচ এরা ডা: জাকিরের একটা পশমের সমান ও নয়।

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১২

রিংটন বলেছেন: সহমত।

৬| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৪

হতভাগা রাজু বলেছেন: ডঃ জাকির নায়িকের ব্যাখ্যা বিশ্লেষণ বৈজ্ঞানিক ।এদিকের আলেমরা মনে করে কোরআনকে বিজ্ঞান দ্বারা বিচার করা যাবে না ।
এখানেই ঝামেলা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.