নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গনিমতের মালের যে বন্টন ও ব্যবহার পদ্ধতি তা একজন মানুষ হিসাবে অমানবিক, বর্বর, পাশবিক, অনুভূতিশূন্য, হৃদয়হীন মনে হয়েছে। যুদ্ধে যারা হেরে যায়, স্বামী সন্তান আত্বীয় স্বজন হারায়। ভিটা মাটি ও গবাদি পশু ছাড়া হয়, তাদের মানসিক অবস্থা কেমন হয়। যাদের ভিতর বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ বিদ্যমান আছে তারা অনুমান করতে পারেন। এ সর্বহারা মানুষ গুলোকে জোর করে ধরে এনে নিজেদের মাঝে ভাগ করে নিয়ে বিনা বিয়েতে স্ত্রীর মতো ব্যবহার করে । এটা কোন ধরনের সভ্যতা ? এটা কোন ধরনের মানবিকতা ? আরো আছে ক্রিতদাসীদের সাথে অবাদ যৌনতার পারমিশান। সহায় সম্বলহীন একজন মানুষ তার শ্রম বিক্রি করতে গেলে তার শ্রমের সাথে দেহও দিতে হয় তাও বিবাহ বিহীন। এটাকে আবার মানবিক বলতে হবে, অমানবিক বলা যাবেনা। এ ব্যাপারে কোন প্রশ্ন করা যাবেনা। এটার নাম ধর্ম। আজ যারা লিভ-টুগেদার করেন, তাদের মাঝে একটা তীর্ব ভালোবাসার বা পছন্দের ব্যপার থাকে। হৃদয়ে ভালোবাসা থাকে বলেই লিভ - টুগেদার এর মধ্যে দ্বায়ীত্ব নেওয়ার প্রশ্নে মহিলা পুরুষদের একটা কমিটমেন্ট থাকে বা ভবিষ্যতে রেজিষ্ট্রেশন করে বিয়ে করবে একটা স্বপ্ন থাকে। তীব্র ভালোবাসার থাকে বলেই এক সাথে থাকার প্রবনতা লক্ষ করা যায়। সে তুলনায় গনিমত ও ক্রিতদাসীদের সাথে যে ব্যবহার করা হয়,লিভ - টুগেদার তা থেকে শত শত গুন অমানবিক।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যে বিষয় নিয়ে কথা বলতে আসছেন, সেই বিষয়ে আলোচনার করার মত যে জ্ঞান আপনার আছে, তার কিছু নমুনা দেন, আমরা দেখি। এটা ব্লগ, ফেসবুক নয়। এই ধরনের দুই লাইনের বক্তব্যে জ্ঞান ফলাতে আসলে পরিনতি খুবই করুন হবার সম্ভবনা।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখনকার সমাজ, প্রেক্ষাপট বিবেচনায় না এনে এসব বিষয় নিয়ে ২০১৯ সালে এসে মন্তব্য করা ঠিক হবে না...
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দেশ ডিজিটাল হইলো আর হেতিরা প্রস্তরযুগেই পড়িয়া রহিলো...
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৩
আরোগ্য বলেছেন: পশু পাখিরাও লিভ টুগেদার করে। যেসব মানুষ লিভ টুগেদার করতে চায় বিলম্ব না করে তাড়াতাড়ি জঙ্গলে চলে যাক।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: মানুষ মানবিক হোক।ভদ্র হোক।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলেছেন আগে ভাল করে জানুন গনিমত কি এর নিয়ম নীতি কি ?
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৪
কানিজ রিনা বলেছেন: আপনি ভালভাবে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন
করুন তারপর ব্লগে তর্কে আসুন।
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৬
হাসান কালবৈশাখী বলেছেন:
গনিমত কি, ও এর নিয়ম নীতি জেনে বর্তমানে কোন লাভ নেই।
ধর্মপুস্তকে বহাল থাকলেও গনিমত ও দাস কৃতদাস প্রথা শতবছর আগেই বিলুপ্ত হয়েছে।
বিশ্বের জাতিসঙ্ঘের মেম্বার প্রতিটি দেশ গনিমত প্রথা অগ্রাহ্য/বাতিল করে যুদ্ধবন্দি আইন জেনেভা কনভেনশন সাক্ষর করেছে।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৫
রাবব১৯৭১ বলেছেন: মোঃ মাইদুল সরকার সাহেব আপনিই লিখুন গনিমত কি এবং কিভাবে ব্যাবহার করতে হয়।
১১| ২১ শে মার্চ, ২০২১ রাত ৯:৪৮
সোনালি কাবিন বলেছেন:
১২| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:৫০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমার মনে হয় সামুর ব্লগের লেখার প্রক্রিয়া বা স্টেপ সম্পর্কে আপনার ধারণা অস্পষ্ট, তাই হুটহাট করে কি লিখে ফেলছেন আর তোপের মুখে পড়ছেন। ব্লগিং কোনো রকেট সাইন্স নয়, যে কেউ কিছু স্টেপ অনুসরণ করে ব্লগিং করতে পারে। আপনি যদি কিছুদিন সামুর ব্লগিং অনুসরণ করেন তবে সহজেই বুঝতে পারবেন পোস্টগুলোতে কিভাবে কোন বিষয়ের অবতারণা করা হচ্ছে, ব্লগের বিষয়বস্তু কি, কিভাবে আলোচনা করা হচ্ছে এবং মন্তব্যের উত্তরই বা কিভাবে দেয়া হচ্ছে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০২
নীল আকাশ বলেছেন: আপনি কি লিভ টুগেদার করেন? আগে নিজেরটা বলুন।