নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপ্লবী নেতারা তাঁদের আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য যে পথ বেছে নেন, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারা, এবং শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্বরা যদি তাঁদের বিপ্লবে সফল না হতেন, তাহলে তাঁদের হয়তো মৃত্যু দণ্ড বা কঠোর শাস্তির সম্মুখীন হতে হতো।
বিপ্লব এবং সামাজিক পরিবর্তন আনতে যাঁরা নেতৃত্ব দেন, যদি সফল না হোন তবে তাঁদের অধিকাংশ সময় বিদ্রোহী বা রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়। যদি তাঁরা সফল হন, তাহলে তাঁরা মহান নেতা হিসেবে ইতিহাসে জায়গা করে নেন। আর যদি ব্যর্থ হন, তাহলে তাঁদের জীবন শেষ হতে পারে কারাগারে, নির্বাসনে, বা মৃত্যুদণ্ডে।
তবে ইতিহাস প্রমাণ করে যে, বিপ্লবী চেতনা কখনো পুরোপুরি দমন করা সম্ভব নয়। বিপ্লবীদের লক্ষ্য এবং তাঁদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করে, যা নতুন পরিবর্তনের সূচনা করতে পারে।
আজ বাংলাদেশে ঢাক ঢোল পিটিয়ে যাদের বিপ্লবী বলা হচ্ছে বা বিপ্লবী বানানো হচ্ছে।কোন সংজ্ঞায় তারা বিপ্লবী? যারা বঙ্গবভনের হাঁস চুরি, ছাগল চুরি,মাছ চুরি, জায়নামাজ থেকে শুরু করে জমির সবজি চুরি করেছে তারা কিভাবে বিপ্লবী হয়।ভবিষ্যৎ প্রজন্মকে এ চোরদের দ্বারা কিভাবে প্রভাবিত হবে? কি শিখবে?
২| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১৪
নান্দাইলের ইউনুছ বলেছেন:
না প্রেমিক
না বিপ্লবী।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০০
শূন্য সারমর্ম বলেছেন:
বিপ্লব বলে ভবিষৎে কিছু থাকবে না, ডেফিনিশন পরিবর্তিত হয়ে যাচ্ছে।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৮
কামাল১৮ বলেছেন: বিপ্লব হলো এক শ্রেনীর হাত থেকে আরেক শ্রেনীর ক্ষমতা দখল।সমাজ ব্যবস্থার আমুল পরিবর্তন।সামন্ত শ্রেনীর হাত থেকে পুঁজিপতি শ্রেনীর ক্ষমতা দখল।পুজিপতি শ্রেনীর হাত থেকে শ্রমিক শ্রেনীর ক্ষমতা দখল যেটা রাশিয়া,চীন ও ভিয়েতনামে ও কিউবায় হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এসব পুরনো গান এখন অচল।