নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

লালন সাঁইজির আধ্যাতিকতা,পরিচয় ও মানবতাবাদ

০১ লা এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪০

লালন সাঁই ছিলেন একজন বাউল সাধক, দার্শনিক ও মানবতাবাদী। তাঁর আধ্যাত্মিকতা মূলত গুরু-শিষ্য পরম্পরা, সাধনা ও অন্তর্জ্ঞানভিত্তিক। তিনি ধর্ম, জাতি, বর্ণভেদ মানতেন না এবং বিশ্বাস করতেন, "মানুষের ওপরে কিছু নাই।" তাঁর গান ও দর্শন মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা ও আত্মঅনুসন্ধানের শিক্ষা দেয়। লালন শাস্ত্রীয় বিধিনিষেধের বাইরে গিয়ে সহজিয়া পথের অনুসারী ছিলেন। তিনি ঈশ্বরের সন্ধান করেছেন মানুষের মধ্যেই, বাহ্যিক আচারকে অগ্রাহ্য করে। তাঁর দর্শন মূলত সুফিবাদ, বৈষ্ণব ও তান্ত্রিক চিন্তার সংমিশ্রণে গঠিত। সমাজের কুসংস্কার ও ভণ্ডামির বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। তাঁর গান জীবনের গভীরতম প্রশ্ন ও মানবতার সন্ধান করে। মৃত্যুর পরও লালনের চিন্তাধারা বাংলার সংস্কৃতি ও সমাজচিন্তায় গভীর প্রভাব রেখেছে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৩

সুলাইমান হোসেন বলেছেন: আপনার পোষ্ট থেকে বুঝা যায় লালন শাই ছিলেন মুর্খ।তিনি ধর্ম মানতেন না।তিনি বাউল সাধক ছিলেন।যে যা নিয়ে সাধনা করে সে তা পায়।আমার প্রশ্ন হল তিনি ধর্ম না মেনে আল্লাহর দরবারে পৌছলেন কিভাবে।অথচ ধর্ম হল একটি গোপন সুরঙ্গ পথ।যেপথ ৫০ হাজার বছর পরে গিযে আল্রাহকে ধরেছে।সুতরাং বুঝা যায় লালন ছিলেন একজন ভন্ড প্রতারক।

২| ০১ লা এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৭

সুলাইমান হোসেন বলেছেন: আল্লাহ পর্যন্ত পৌছতে পঞ্চাশ হাজার বছর লাগে এটা এটা নিয়ম।কিন্তু যাকে তিনি ভালোবাসেন তাকে মুহুর্তেই সেইখানে পৌছে দেন।

০১ লা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪

রাবব১৯৭১ বলেছেন: লালন সাই ধর্ম জাতি বর্নভেদ মানতেন না মানে তিনি মুর্খ?

৩| ০১ লা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭

সুলাইমান হোসেন বলেছেন: যারা ইসলামের পথে চলে,আল্লাহকে পেতেচায় তাদের ৫০ হাজার বছর লাগে।আর যারা ইসলামের বাইরে রয়েছে, অর্থাৎ আল্লাহ কে পাওয়ার রাস্তায় বা সুরঙ্গ পথে প্রবেশ করেনাই তাদেরকে আপনি কি মনে করেন?

৪| ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ৮:০৩

কামাল১৮ বলেছেন: লালন মানবতাবাদী ছিলো বলেই মোল্লারা তার আখড়া ধ্বংস করছে।তারা চায় না কেউ মানবতার কথা প্রচার করুক।

৫| ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ৮:৩১

সুলাইমান হোসেন বলেছেন: লালন মানবজাতির কোনো উপকার করেনি,ক্ষতি ছাড়া,সে ছিল একজন অকর্মা।
ক্ষতি করেছে এভাবে যে,সে নিজে কোনো দলিলের প্রমানের উপর ছিলনা।শয়তানের সঙ্গী ছিল এবং নিজস্ব ভ্রান্ত মতবাদ প্রচার করে বেড়াইতো।লালনের ভক্তদের সাথে আমার কোনো সম্পর্ক নেই,আমি তাদেরকে তাদের পথে ছেড়ে দেই।

০২ রা এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪০

রাবব১৯৭১ বলেছেন: আপনি যদি লালন সমন্ধে ১/২ লাইন পড়ে থাকেন তো লালনের একটা মতবাদ দেন কোন টা আপনার কাছে ভাল লাগেনি বা কেনন লাগেনি?

৬| ০২ রা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

সুলাইমান হোসেন বলেছেন: আমার মতে লালনের কোনো কথা ইসলামের সাথে সাঙ্ঘর্ষিক ছিলনা,বরং তার কথাগুলো ইসলামের পক্ষে ই ছিল।কিন্তু লালন ভক্তরা তার কথাগুলো কে ভুল ব্যাখা করেছে।যেমন লালনের গানের একটি চরন-
সব লোকে কয় লালন কি জাত সংসারে
লালন বলে জাতের কি রূপ দেখলামনা এ নজরে।।
লালনের চরনগুলোতে গভীর দৃষ্টি বুলালে বুঝা যায়,সৃষ্টি কর্তার একত্বকে তিনি ফুটিয়ে তুলেছেন.

৭| ০২ রা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

সুলাইমান হোসেন বলেছেন: মোটকথা লালনের সবলাইনই আমার ভালো লাগে,যদি তার সঠিক ব্যাখা করা হয়

০৪ ঠা এপ্রিল, ২০২৫ ভোর ৫:৫১

রাবব১৯৭১ বলেছেন: লালনের গান শোনেন?

৮| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: লালন গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.