নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

কথায় কথায় ইসরায়েলি পণ্য বর্জন কতটা যুক্তিযুক্ত?

০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৬

কথায় কথায় ইসরায়েলি পণ্য বর্জন কতটা যুক্তিযুক্ত?

যে বা যারা কথায় কথায় "ইসরায়েলি পণ্য বর্জন" করার ডাক দেন, তারা হয়তো অত্যন্ত আবেগপ্রবণ, না হয় বাস্তবতা ও তথ্য সম্পর্কে অজ্ঞ (জ্ঞানপাপী)। কারণ, তারা নিজেরাই জানেন না ইসরায়েলি পণ্য বলতে আসলে কী বোঝায়, এবং সেই পণ্যগুলো বাস্তবে কতটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে।

ইসরায়েলি প্রযুক্তি আজকের আধুনিক বিশ্বের প্রায় সব খাতে ছড়িয়ে আছে যেমন:

স্মার্টফোন ও ল্যাপটপের চিপ

চিকিৎসা যন্ত্রপাতি ও ওষুধ

সাইবার নিরাপত্তা সিস্টেম

কৃষি ও পানির প্রযুক্তি

এই পণ্য বা প্রযুক্তি সম্পূর্ণভাবে বর্জন করা বাস্তবে প্রায় অসম্ভব কারণ এগুলোর বড় অংশ মাল্টিন্যাশনাল কোম্পানির মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে।

সুতরাং, না বুঝে শুধু আবেগ দিয়ে “বয়কট” বলাটা যতটা না প্রতিবাদ, তার চেয়ে বেশি নিজেকে বিভ্রান্ত করার নামান্তর। তাই প্রয়োজন, সচেতনতা ও জ্ঞান দিয়ে বিচার করা কোন প্রতিষ্ঠান অবিচারকে সরাসরি সমর্থন করছে এবং কোনটা কেবল প্রযুক্তিগত অংশীদার।


"ইসরায়েল জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। তাদের কঠোর পরিশ্রম, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার ফলেই তারা উন্নতির শিখরে পৌঁছেছে। বর্তমানে বিশ্বের বহু উন্নত প্রযুক্তি, সফটওয়্যার, মেডিকেল যন্ত্রপাতি, সামরিক সরঞ্জাম এবং আধুনিক মেশিনারিতে ইসরায়েলি অবদান অপরিহার্য। বলা যায়, অনেক ক্ষেত্রেই ইসরায়েলি প্রযুক্তি ছাড়া আধুনিক পৃথিবীর অনেক কার্যক্রম অচল হয়ে পড়বে।

অথচ, কিছু কিছু মানুষ না বুঝেই ‘বয়কট’ শব্দটি ব্যবহার করে। তারা বোঝে না, যেসব পণ্য ও প্রযুক্তি বর্জন করার কথা বলা হচ্ছে, সেগুলোর অনেকগুলো ইসরায়েলি উদ্ভাবন হলেও বিশ্বের বহু দেশ ও কোম্পানি তা ব্যবহার করছে বা উন্নয়ন করছে যা বাস্তবিকভাবে বর্জন করা প্রায় অসম্ভব। তাই, বয়কটের আগে প্রয়োজন জ্ঞান ও বাস্তবতা বোঝা।"


যুক্তিসম্মত বিশ্লেষণ: ইসরায়েলি পণ্য বয়কট কতটা বাস্তবসম্মত?
ইসরায়েল একটি ছোট দেশ হলেও বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে তাদের ভূমিকা বিশ্বব্যাপী বিস্তৃত। তারা বহু আন্তর্জাতিক কোম্পানি, স্টার্টআপ, এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। নিচে যুক্তিসহ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো:.প্রযুক্তিতে ইসরায়েলের অবদান অপরিহার্য

১।ইসরায়েল চিপ প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, চিকিৎসা ডিভাইস, কৃষি প্রযুক্তি ও সামরিক সরঞ্জামে অনেক দেশকেই ছাপিয়ে গেছে।
যেমন: Intel, Microsoft, Apple, Google এরা সবাই ইসরায়েলে বড় বড় গবেষণা কেন্দ্র পরিচালনা করে। আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন, কিংবা আধুনিক কম্পিউটার তাতে কোনো না কোনোভাবে ইসরায়েলি প্রযুক্তি জড়িত।

২.বয়কটের বাস্তবতা কী?
কেউ যদি বলে "ইসরায়েলি পণ্য বর্জন করো", তাহলে তাকে আগে জানতে হবে কোন পণ্যটি আসলেই ইসরায়েলি?
অনেক কোম্পানি ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করলেও তারা নিজস্ব আন্তর্জাতিক ব্র্যান্ড। যেমন: Intel বা HP এরা ইসরায়েলে উৎপাদন করে, কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি।
তাই আপনি যদি সত্যিকারের বয়কট করতে চান, তাহলে আপনাকে স্মার্টফোন, ল্যাপটপ, আধুনিক চিকিৎসা, এমনকি খাদ্য প্রযুক্তি থেকেও সরে যেতে হবে যা প্রায় অসম্ভব।

৩.বয়কট নয়, বরং সচেতন প্রয়োগ প্রয়োজন
বাস্তবতাকে অস্বীকার করে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে ক্ষতি হয় নিজেরই।
বরং আমাদের উচিত:
কোন কোম্পানি অবিচারকে সরাসরি অর্থায়ন করছে কি না, তা যাচাই করা।
অন্ধভাবে নয়, তথ্যভিত্তিকভাবে সিদ্ধান্ত নেওয়া।

৪.জ্ঞান অর্জনই মুসলিমদের প্রকৃত শক্তি
ইতিহাসে মুসলিমরাও এক সময় বিজ্ঞানে নেতৃত্ব দিয়েছিল আলজেবরা, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, দার্শনিক চিন্তা।
আজ আমাদের পিছিয়ে পড়ার মূল কারণ জ্ঞানচর্চা থেকে সরে আসা। তাই অন্যকে ঘৃণা না করে, নিজেদের মেধা ও প্রযুক্তিতে এগিয়ে নেওয়াই উচিত।
উপসংহার:
ইসরায়েলি পণ্য বর্জন করা এক জটিল বিষয়। না জেনে, না বুঝে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে সেটা আমাদের নিজেদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বরং আমাদের উচিত জ্ঞানচর্চা, উদ্ভাবন, নৈতিকতা ও তথ্যভিত্তিক সচেতনতা দিয়ে এগিয়ে যাওয়া।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৫ ভোর ৫:২৩

কামাল১৮ বলেছেন: কোন দেশের পন্য বর্জন যুক্তিযুক্ত নয়।

২| ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: ফিলিস্তিনকে তাদের ধর্ম বাচাতে পারে নাই। ইহাই সত্য। ইহাই বাস্তব।
মূলত বিজ্ঞানের কাছে ধর্ম হেরে গেছে। পুরো মুসলিম বিশ্ব হেরে গেছে।

৩| ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৫

কথামৃত বলেছেন: হাহাহাহা। এইগুলা ইসরায়েলের পণ্য নয়। কোম্পানি গুলার ইসরায়েলে অফিস আছে। তার কারণ আমেরিকাতে ইসরায়েলের শক্তিশালী লবি আছে। আপনার একটু পড়াশুনা করার প্রয়োজন।

৪| ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৭

নতুন বলেছেন: দেশে কোকাকোলা বর্জনের ক্যাম্পেনর পেছনে লোকাল কমল পানিয়ার হাত আছে। তাই এটার প্রতি জনগনের নজর বেশি।

ফেসবুকও ইসরাইলের অনেক বড় বন্ধু, এমন কি ইসরাইল কোকাকোলার থেকেও বেশি সুবিধা নেয় ফেসবুক থেকে।

কিন্তু জনগন ফেসবুক বয়কটের ডাক দেয় না।

Comparison: Meta vs Coca-Cola in Israel
Factor Meta (Facebook) Coca-Cola
Public Usage in Israel ✅ Extremely High ✅ Very High
Economic Investment ✅ Offices, tech investment ✅ Bottling, local operations
Alleged Support for Israel ✅ Yes (content moderation) ✅ Yes (economic presence)
Used by Israeli Government ✅ For propaganda, security ❌ Not directly
Accused of Bias ✅ Yes (against Palestinians) ✅ Yes (economic complicity)

৫| ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:০৪

রানার ব্লগ বলেছেন: সবার আগে ফেইসবুক বর্জন করতে বলুন। তা কিন্তু করবে না। ওখানে ব্যবসা হয় নিজের। ফেইসবুক বন্ধ হলে এই সব বয়কট ব্যবসায়ীরা না খেয়ে মারা যাবে।

৬| ০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৯

রাসেল বলেছেন: মুসলিমদের ভুল পথে পরিচালিত করার আরো একটি মাধ্যম " অমুকদের পন্য বর্জন কর"। নিজেকে ন্যায়নিষ্ঠ, যোগ্য করার কোনো মাথা ব্যাথা নাই।

৭| ০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:২৬

নিমো বলেছেন: @রানার ব্লগ, ফাইবার বয়কট করতে বলুন। দেশের অর্ধেক ফ্রিল্যান্সারের বাসায় হাঁড়ি চড়বে না।

৮| ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১০

দিগন্তের আভা বলেছেন: ইজরায়েল ও এর স্বার্থ সংশ্লিষ্ট সকল পণ্য বয়কট করা সম্ভব হবে সত্য। কিন্তু যা যা করা সম্ভব সেগুলা বয়কট করতে হবে। ক্ষত সৃষ্টি করতে না পারি আচড় তো দেয়াই যায় নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.