![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেদের ধর্মীয় পরিচয় দিতে এখন অনেকই লজ্জা বোধ করেন।
মানুষের মহত্ত্ব ধর্মীয় পরিচয়ে সীমাবদ্ধ নয়। আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে ধর্মের নামে সহিংসতা, যুদ্ধ, বিদ্বেষ এসব এতটাই প্রকট যে অনেকেই নিজেদের ধর্মীয় পরিচয় দিতে লজ্জা বোধ করেন। অথচ, ধর্মের মৌলিক শিক্ষা ছিল শান্তি, সহানুভূতি ও সহনশীলতা।
কিন্তু বাস্তবতায় দেখা যায় ধর্ম মানুষকে যত না ঐক্যবদ্ধ করেছে, তার চেয়ে বেশি বিভক্ত করেছে। ইতিহাসে ক্রুসেড, ধর্মযুদ্ধ, দাঙ্গা এসবই ধর্মীয় পরিচয়ের বলি। তবু আমরা অন্ধ বিশ্বাসে পড়ে থেকে মানবিক গুণাবলিকে ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলি।
ভাল মানুষ হতে হলে ধার্মিক হতে হবে এমন কোন সার্বজনীন সত্য নেই। বরং, যারা মানবিক, যুক্তিবাদী, ও ন্যায়ের পথে অটল তারাই প্রকৃত মানুষ। ধর্মগ্রন্থ পাঠে যদি সভ্যতা গড়ে উঠতো, তবে ধর্মপান্ডিতরা অন্তত একটি সেফটিপিন কিংবা ব্লেড তৈরি করতে পারতেন।
বিজ্ঞানীরা, দর্শনচিন্তকরা যারা প্রাতিষ্ঠানিক ধর্মের অনুশীলন থেকে দূরে থেকেছেন তাঁরাই আজকের বিশ্বকে আলোকিত করেছেন। গ্যালিলিও, আইনস্টাইন, টেসলা কিংবা রবীন্দ্রনাথ তাঁদের অবদান ধর্ম নয়, বরং মানবচেতনা ও যুক্তিবোধ দ্বারা অনুপ্রাণিত।
ধর্ম ব্যক্তি মাত্রের বিশ্বাস হতে পারে, কিন্তু সামষ্টিক উন্নয়নের উপাদান নয়। মানবজাতির অগ্রগতি এসেছে সাহসী চিন্তা, গবেষণা ও বৌদ্ধিক মুক্তির মাধ্যমে। তাই আজকের দুনিয়ায় প্রয়োজন ধর্ম নয়, প্রয়োজন বিবেকবান মানুষের।
২| ১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:০৭
সৈয়দ কুতুব বলেছেন: আপার লোক বাদে সবাই নিজ নিজ পরিচয়ে জীবন যাপন করছে।
৩| ১৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ন কিছু না।
মানুষের আসল পরিচয় তার কর্মে। যার কর্ম ভালো/সুন্দর তার সব সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৮
এ পথের পথিক বলেছেন:
আপাতত দেখে রাখলাম পরে একসময় পড়ে কমেন্ট করে যাব ।