![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধ নয়, শান্তি চাই
একটি বাস্তবভিত্তিক মননের আহ্বান
যুদ্ধ আর শান্তি এই দুইয়ের ব্যবধান আসলে হাজারো জীবন, কোটি কোটি ডলার আর মানবিকতা ধ্বংসের নামান্তর। পাকিস্তান-ভারতের মধ্যে বিদ্যমান উত্তেজনা বারবার সীমান্ত সংঘর্ষে রূপ নেয়, যেখানে রাজনীতি কথা বলে, কিন্তু রক্ত ঝরে সাধারণ মানুষের।
প্রতিটি যুদ্ধের মাশুল গুনতে হয় জনগণকে। ১৯৬৫, ১৯৭১, এবং কারগিল যুদ্ধের পরিসংখ্যান বলছে এই তিনটি সংঘাতে মিলিয়ে ২৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, এবং উভয় দেশের প্রায় ১০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ নষ্ট হয়েছে। কারগিল যুদ্ধেই (১৯৯৯) ভারতের আনুমানিক ব্যয় ছিল ৫০০০ কোটি রুপি, আর পাকিস্তানেরও প্রায় ততটাই। অথচ, ২০২৩ সালে ভারতের প্রায় ১৯ কোটি মানুষ দরিদ্রসীমার নিচে বাস করেছে (NITI Aayog), এবং পাকিস্তানে ৪০% মানুষ নিরাপদ খাবার পায় না (World Bank, 2022)।
এই বিপুল অর্থ যুদ্ধে ব্যয় না করে যদি শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক নিরাপত্তায় ব্যয় করা হতো দুই দেশের ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য বদলে যেত। একেকটি যুদ্ধবিমানের মূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার, যা দিয়ে কয়েকটি হাসপাতাল, শতাধিক স্কুল, হাজারো কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব।
আরও উদ্বেগের বিষয় হলো, উভয় দেশই পরমাণু শক্তিধর। নিউক্লিয়ার ওয়ার হবার সম্ভাবনা অল্প হলেও ভয়াবহ। নিউক্লিয়ার থিংক ট্যাংক SIPRI (2024) অনুসারে, ভারত ও পাকিস্তানের হাতে মিলে আছে প্রায় ৩০০ পরমাণু অস্ত্র। এর একটি মাত্র ব্যবহারে ধ্বংস হতে পারে পুরো অঞ্চল পরিবেশগত বিপর্যয়, খাদ্য সংকট এবং বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে কয়েক দশকের জন্য।
সামরিক শক্তি দিয়ে হয়তো সাময়িক প্রতাপ দেখানো যায়, কিন্তু স্থায়ী শান্তি অর্জন করা যায় না। শান্তি আসে পারস্পরিক বোঝাপড়া, আস্থা এবং কূটনৈতিক সমাধানের মাধ্যমে। ইতিহাস বলে, যুদ্ধে কেউই প্রকৃত বিজয়ী হয় না হারে কেবল মানুষ।
ভারত ও পাকিস্তান দুই দেশেই রয়েছে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত মিল। এই মিলকে ভিত্তি করে যদি সম্পর্ক গড়ে ওঠে, তাহলে এই অঞ্চল হতে পারে বিশ্বে উন্নয়নের রোল মডেল। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে দুটি দেশের বিবেকবান সিদ্ধান্তের উপর আমরা ঘৃণার রাজনীতি চাই না, চাই না রক্তের নদী। আমরা চাই আলোচনার পথ, চাই আস্থার সেতু।
আসুন, যুদ্ধবাজ রাজনীতির বিরুদ্ধে কণ্ঠ তুলি। যাদের হাতে আছে সিদ্ধান্তের ক্ষমতা, তাদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে।
আমরা যুদ্ধের বিপক্ষে, আমরা মানবতার পক্ষে। আমরা বলি যুদ্ধ নয়, শান্তি চাই।
২| ৩০ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: প্রতিটা মানবিক মানুষ যুদ্ধের বিপক্ষে।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫৩
কাঁউটাল বলেছেন: আপনাদের পভুপাদ মুদি সাহেবের এই বিষয়ে কি মত?