![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসরায়েলের মুসলিম রাজনীতিবিদ, এম পি, মুসলিম জনগণ ও তাদের রাজনৈতিক ভূমিকা?
------------------------------------------------------------------------- ----------------------
ইসরায়েল, একটি ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও, এখানে উল্লেখযোগ্যসংখ্যক মুসলিম জনগোষ্ঠী বসবাস করে। এ জনগোষ্ঠী শুধু বসবাস করেই নয়, তারা ইসরায়েলের রাজনীতি ও সামাজিক কাঠামোতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে, মুসলিম এমপিদের সংসদীয় অংশগ্রহণ, বিভিন্ন দলের রাজনীতিতে সক্রিয়তা এবং প্যালেস্টাইন ইস্যুতে অবস্থান বিশ্ব রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ইসরায়েলের মুসলিম জনসংখ্যা
বর্তমান (২০২৫) হিসাব অনুযায়ী, ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় ৯.৫২ মিলিয়ন। এর মধ্যে মুসলিম নাগরিকের সংখ্যা প্রায় ১.৮১ মিলিয়ন, যা মোট জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ। মুসলিম জনগোষ্ঠীর বার্ষিক প্রবৃদ্ধি প্রায় ২ শতাংশ হারে হচ্ছে, এবং এই জনগোষ্ঠীর প্রায় এক-তৃতীয়াংশ ১৪ বছরের নিচে, যা ভবিষ্যতে একটি তরুণ ও সক্রিয় নাগরিক গোষ্ঠী গড়ে তুলবে।
এরা প্রধানত উত্তর ইসরায়েল, জেরুজালেম, হায়ফা ও কেন্দ্রীয় অঞ্চলে বসবাস করেন। ধর্ম, সংস্কৃতি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে এরা দীর্ঘদিন ধরে কিছু সামাজিক ও প্রশাসনিক বৈষম্যের শিকার হলেও, ধীরে ধীরে এদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ বাড়ছে।
মুসলিম এমপি ও রাজনৈতিক দলসমূহ
বর্তমানে ইসরায়েলের সংসদ কনেসেটে (২৫তম) মুসলিম এমপি রয়েছেন প্রায় ১১ থেকে ১২ জন। তারা প্রধানত দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন Ra’am (United Arab List) এবং Hadash-Ta’al।
Ra’am একটি ইসলামিক মূল্যবোধভিত্তিক রাজনৈতিক দল, যার নেতৃত্বে রয়েছেন ড. মানসুর আব্বাস। তিনি ইসরায়েলি ইতিহাসে প্রথম মুসলিম নেতা যিনি একটি সরকার-গঠনের অংশ হয়েছিলেন। তাঁর নেতৃত্বে দলটি সমাজকল্যাণ, আরব-ইহুদি সহাবস্থান, শান্তি ও অভ্যন্তরীণ উন্নয়নের পক্ষে কাজ করছে।
অন্যদিকে, Hadash-Ta’al একটি বামপন্থী, ধর্মনিরপেক্ষ আরব-ইহুদি রাজনৈতিক প্ল্যাটফর্ম। এর শীর্ষ নেতা আয়মান ওদেহ এবং আহমাদ তিবি আরবদের অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং প্যালেস্টাইনিদের প্রতি সহানুভূতিশীল নীতির পক্ষে জোরালোভাবে সংসদে কথা বলেন।
মুসলিমদের মন্ত্রী পদে অবস্থা
বর্তমানে ইসরায়েলি মন্ত্রিসভায় কোনো মুসলিম মন্ত্রী নেই। তবে অতীতে Ra’am দল সরকারের একটি জোট অংশীদার ছিল, যা মুসলিম রাজনৈতিক অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়। এ থেকে বোঝা যায়, আরব মুসলিম দলগুলোর রাজনীতিতে ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
প্যালেস্টাইন প্রসঙ্গে মুসলিম এমপিদের অবস্থান
ইসরায়েলের মুসলিম এমপিরা সাধারণভাবে প্যালেস্টাইন সংকটের শান্তিপূর্ণ, কূটনৈতিক এবং মানবিক সমাধানের পক্ষে অবস্থান নেন। মানসুর আব্বাস, যিনি মধ্যপন্থী ও বাস্তববাদী রাজনীতিতে বিশ্বাসী, স্পষ্টভাবে হামাসের সহিংসতা ও অস্ত্র ব্যবহারের বিরোধিতা করে বলেন, “প্যালেস্টাইনের জনগণের প্রকৃত কল্যাণ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সম্ভব।”
অন্যদিকে আয়মান ওদেহ ও আহমাদ তিবির মত নেতারা পশ্চিম তীরে বসতি স্থাপন, সেনা অভিযান ও নাগরিক অধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে সংসদে বারবার সোচ্চার হয়েছেন। তাঁরা দুই রাষ্ট্রভিত্তিক সমাধান যেখানে ফিলিস্তিন স্বাধীনভাবে আত্মনিয়ন্ত্রণ করবে তার পক্ষে আন্তর্জাতিকভাবে জোরালো ভূমিকা পালন করছেন।
তবে তাঁরা কেউই চরমপন্থী বা সহিংস পন্থার পক্ষে নন। এদের অবস্থান একটি যুক্তিসংগত, মানবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে।
ইসরায়েলের মুসলিম জনগোষ্ঠী কেবল সংখ্যায় নয়, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও ক্রমশ প্রভাবশালী হয়ে উঠছে। যদিও এখনো তারা পূর্ণ মন্ত্রীত্বে অংশ নিতে পারেনি, তবুও সংসদে সক্রিয় অংশগ্রহণ, প্যালেস্টাইন সংকটে শান্তির পক্ষ অবলম্বন এবং আরব ইসরায়েলিদের অধিকার রক্ষায় তাদের অবস্থান স্পষ্ট ও সুদৃঢ়।
ভবিষ্যতে যদি মুসলিম প্রতিনিধিত্ব আরও বাড়ে এবং তারা শাসনব্যবস্থায় দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে পারে, তবে তা ইসরায়েলি–প্যালেস্টাইন সম্পর্কের নতুন দ্বার উন্মোচন করতে পারে।
নিচে বর্তমানে ইসরায়েলের কয়েকজন এমপির নামের তালিকা দেওয়া হলো।
১.ইমান খাতিব-ইয়াসিন (Iman Khatib‑Yassin)
(প্রথম হিজাব পরা নারী এমপি)
২.মন্সুর আব্বাস (Mansour Abbas)
৩,ইসাওই ফ্রেজ (Issawi Frej)
৪.আইমান ওদেহ (Ayman Odeh)
৫.সামী আবু শাহাদেহ (Sami Abu Shehadeh)
৬.ওসমা সাদ্দি (Osama Saadi)
৭.অলি সালালহা (Ali Salalha)
৮.আহমদ তিবি (Ahmed Tibi)
৯.ওসামা সাদি এবং অন্যদের মধ্যে
১০.এডা তৌমা‑স্লিমান,
১১.সান্ডাস সালিহ,
১২.হিবা ইয়াজবেক) ।
---- সালাউদ্দিন রাব্বী
সভাপতি
সংখ্যালঘু বাচাও আন্দোলন
মুন্সীগঞ্জ, বাংলাদেশ
২| ১৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশে কী সংখ্যালঘুরা মারা যাচ্ছে?
৩| ১৬ ই জুন, ২০২৫ দুপুর ২:৩০
য়র্ঢধঠভীঠ৫ বলেছেন: I am really impressed by your article. wealthdt5apk.com
৪| ১৬ ই জুন, ২০২৫ দুপুর ২:৩১
য়র্ঢধঠভীঠ৫ বলেছেন: I am really impressed by your article.https://wealthdt5apk.com/
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০২৫ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: মানুষকে 'মানুষ' হিসেবে দেখতে হবে। ধর্ম দিয়ে 'মানুষ'কে ভাগ করতে গেলেই সমস্যা।