নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

এক বছরের শাসন: কোথায় সেই প্রতিশ্রুত পরিবর্তন?

০৬ ই জুলাই, ২০২৫ ভোর ৪:৩২

এক বছরের শাসন: কোথায় সেই প্রতিশ্রুত পরিবর্তন?
প্রায় এক বছর অতিক্রান্ত হলো ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের। একটি "পরিবর্তনের সরকার" গঠনের যে প্রতিশ্রুতি ও প্রত্যাশা নিয়ে তারা ক্ষমতায় এসেছিল, আজ তা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ বলেই মনে হচ্ছে। সাধারণ মানুষের জীবনে বাস্তব কোনো পরিবর্তনের ছোঁয়া লাগেনি বরং নৈরাজ্য, নিরাপত্তাহীনতা ও শাসনব্যবস্থার চূড়ান্ত দুর্বলতা আজ সর্বত্র দৃশ্যমান।
এই এক বছরে এমন একটি দিনও কি গেছে, যেদিন গণমাধ্যমে হত্যা, ধর্ষণ বা সহিংসতার সংবাদ প্রকাশ হয়নি? রাস্তায় রাস্তায় খুন, গুম, ছিনতাই আর নারী-শিশু নির্যাতনের ঘটনা যেন এক নির্মম স্বাভাবিকতা হয়ে দাঁড়িয়েছে। মোব জাস্টিস বা জনরোষের নামে পিটিয়ে হত্যা করার ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। আইনের শাসন যেন নিছক কল্পকাহিনি। একদিকে দুর্বল আইন প্রয়োগকারী সংস্থা, অন্যদিকে বিচারহীনতার সংস্কৃতি এই দুই মিলে দেশে এক ভীতিকর পরিস্থিতির জন্ম দিয়েছে।
ড. ইউনূস সরকার কথায় কথায় ‘গণতন্ত্র’ আর ‘মানবিক রাষ্ট্র’ গড়ার কথা বলেছে। কিন্তু বাস্তবতা হলো, এই সরকার একটি কার্যকর প্রশাসন গড়তে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের সঙ্গে সরকারের দূরত্ব বাড়ছে প্রতিদিন। শিক্ষাঙ্গনে সেশনজট, বেকারত্বে হতাশ তরুণ সমাজ, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, কৃষকের ন্যায্য দামের অভাব এই সবই বলছে যে জনজীবনের মৌলিক সমস্যাগুলোতে সরকারের মনোযোগ নেই।
উন্নয়নের নামে কিছু মেগা প্রজেক্টের কথা বলা হলেও সেগুলো কোথাও অপারগতা, কোথাও দুর্নীতি আর কোথাও অনিয়মের বলি হয়েছে। ড. ইউনূসের নামে বিদেশে যতই প্রশংসা থাকুক না কেন, দেশের মাটিতে তার সরকার আজ প্রশ্নবিদ্ধ এবং আস্থাহীন। মানুষের মুখে মুখে ঘুরছে একটিই প্রশ্ন: এই পরিবর্তনের স্বপ্ন আমরা কী ভুল দেখেছিলাম?
একটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় শক্তি হলো জনসমর্থন। আর সেই সমর্থন টিকে থাকে কাজের মাধ্যমে, প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এখনই যদি সরকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে জনগণ তাদের যেভাবে ক্ষমতায় এনেছে, সেভাবেই ছুঁড়ে ফেলতেও দ্বিধা করবে না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২৫ সকাল ৮:৩০

কামাল১৮ বলেছেন: মানুষের আকাংক্ষা ছিল নির্বাচিত সরকার।এই সরকার সেদিকে মোটে হাঁটছেন না।

২| ০৬ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: অন্তর্বর্তী সরকার (Interim Govt) হলো অস্থায়ী সরকার। এটা নিয়ে বেশি আশা করে লাভ নেই।

৩| ০৬ ই জুলাই, ২০২৫ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেব অযোগ্য অদক্ষ।

৪| ০৬ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৩৩

আমি নই বলেছেন: আম্লিগ যেই ভাবে হুংকার দিচ্ছে তাতেতো আমি ভাবছিলাম গৃহযুদ্ধ হবে। যেহেতু এখনো হয় নাই তাই বলা যায় একটা বিশাল সমস্যা ঠেকাতে পারছে এই সরকার।

প্রশাসনে সরকার ব্যার্থই বলা যায়, লাস্ট ১৫ বছরে আম্লিগ নেতার প্রত্যায়ন ছারা মনে হয় না কারো চাকরি হয়েছে, তারা যে সরকারকে ভালো ভাবে কাজ করতে দেবেনা এটাই স্বাভাবিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.