![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধের শেষে শুধু কবর বাড়ে
"যখন যুদ্ধ শুরু হয়, তখন রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, আর গরিবেরা তাদের সন্তান দেয়।
যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাতে হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, আর গরিবেরা তাদের সন্তানের কবর খুঁজে বেড়ায়।"
এই কথাগুলোর মাঝে লুকিয়ে আছে যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতা, এক নির্মম সত্য যা সভ্যতার গালভরা বুলি ছাপিয়ে কেবল রক্ত, কান্না আর কবর দেখায়।
আজকের পৃথিবী যেন এক অনিরন্তর যুদ্ধক্ষেত্র। কোথাও কামানের গর্জন, কোথাও ড্রোন হামলা, কোথাও জাতিগত নিধন আর সব যুদ্ধের মূল শিকার সেই সাধারণ মানুষ, যার ভাগ্যে নেই কূটনৈতিক আলোচনার টেবিল, নেই শান্তি চুক্তির স্বাক্ষর। তার ভাগ্যে আছে শুধু সন্তান হারানোর বেদনা আর স্বজনহীন জীবনের ভার।
গাজার বুকজুড়ে মৃত্যু
ফিলিস্তিনের গাজা উপত্যকা আজ মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে। শিশুদের খেলাঘর এখন কবরস্থান, হাসপাতালগুলো টার্গেট, বিদ্যুৎ ও পানির অভাবে পুরো জনপদ মৃত্যুপ্রায়।
হাজার হাজার নিরপরাধ নারী-শিশু নিহত হচ্ছে কেবল জাতিসংঘের নীরবতা আর তথাকথিত “আত্মরক্ষার” অজুহাতের পেছনে। এই যুদ্ধ কার?
গাজার কোনো শিশুর হাতে অস্ত্র ছিল না, কোনো মায়ের কোলে বোমা ছিল না। তবুও তারা মারা যাচ্ছে। এবং বিশ্ব সভ্যতা, মানবতা, ধর্ম ও নীতির মুখোশ পরে তাকিয়ে আছে নির্বিকারভাবে।
যুদ্ধ কার প্রয়োজন?
যুদ্ধ কখনো গরিবের প্রয়োজন হয় না। গরিব চায় কাজ, শান্তি, শিক্ষা ও চিকিৎসা। কিন্তু যুদ্ধের নামে তাকে দেওয়া হয় একটি কফিন।
যুদ্ধ চায় রাজনীতিবিদ, যারা নিজের ব্যর্থতা ঢাকতে 'জাতীয় সংকট' তৈরি করে। যুদ্ধ চায় অস্ত্র ব্যবসায়ী, যারা একেকটি বোমা বিক্রি করে কোটি ডলার কামায়। যুদ্ধ চায় করপোরেট শক্তি, যারা যুদ্ধপরবর্তী পুনর্গঠনের নামে লুণ্ঠনের বাজার বসায়।
আর যুদ্ধ পায় সাধারণ মানুষ যারা মরেন, যারা কাঁদেন, আর যারা ভাঙা ঘর আর শূন্য কোল নিয়ে বেঁচে থাকেন।
ইতিহাস বলে যুদ্ধ কাউকে ক্ষমা করে না
ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইউক্রেন, ইয়েমেন এই নামগুলো একেকটি যুদ্ধপ্রবণ অধ্যায়। সেখানে যুদ্ধ শুরু হয়েছিল 'গণতন্ত্র প্রতিষ্ঠা', 'সন্ত্রাসবিরোধী অভিযান' কিংবা 'আত্মরক্ষা'র নামে। কিন্তু দিন শেষে ইতিহাস শুধু শিখিয়েছে, যুদ্ধ যে পক্ষই শুরু করুক, শেষ পর্যন্ত পরাজিত হয় মানবতা।
যুদ্ধ নয়, প্রয়োজন মানবতা
আমরা কি এমন এক পৃথিবী চাই, যেখানে শিশু জন্ম নেয় গোলার আওয়াজে, আর খেলতে শেখে ধ্বংসস্তূপের মাঝে? আমরা কি চাই, একজন মা কেবল এটুকুই জানুক তার সন্তান আর ফিরবে না?
মানবতার এই সংকটে, শান্তির জন্য দরকার বিচার, ন্যায় ও সহানুভূতি। যুদ্ধ নয়, প্রয়োজন মানবিকতা। কূটনীতি নয়, দরকার ন্যায়বিচার।
যে পৃথিবীতে একপক্ষের বেঁচে থাকা আরেক পক্ষের মৃত্যুর উপর নির্ভর করে, সে পৃথিবী টিকতে পারে না।
উপসংহার
যুদ্ধ শেষ হয় রাজনৈতিক চুক্তিতে, সংবাদমাধ্যমের নতুন শিরোনামে, ধনীদের মুনাফার হিসাব নিকাশে।
কিন্তু গরিবের কাছে যুদ্ধের শেষ হয় না তার কাছে যুদ্ধ হলো কবর খোঁজার আর্তি, শেষ অবলম্বন হারানোর ব্যথা।
যুদ্ধ দিয়ে কখনো শান্তি আসে না। যুদ্ধ দিয়ে শুধু নতুন কবর খোঁজা শুরু হয়।
২| ০৯ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৫৪
সাইফুলসাইফসাই বলেছেন: দীর্ঘশ্বাস...ব্যথীত হৃদয়
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০২৫ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: আমার ভাবতে অবাক লাগে, এই আধুনিক যুগে এসেও মানুষ যুদ্ধ করে। ধ্বংস করে সব কিছু। গাজা একদম শেষ করে দিয়েছে।