![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বাবা..যাকে আমি অনেক ভালবাসি..হয়ত
নিজের থেকেও বেশি..কখনো এই
কথাটা তোমাকে বলিনা বাবা..আর আমি এটাও
জানি যে সারাজীবনেও তোমাকে এটা আর কখন
বলা হবেনা অথবা আমি বলতে পারবনা..
.
.
আমি আমার বাবা কে অনেক ভালোবাসলেও,বাবা
র সাথে আমার অনেক বাপারে অনেক অমত
আছে..এক কথায় বলা যায়,বাবার সাথে আমার
সম্পর্ক অনেকটা 'Tom & Jerry' র
মতো..সবসময় আমাদের দুজনের
বাধা বাধি চলতেই
থাকে..বাবা ডানে যেতে বললে আমি যাই
বামে..বাবা সোজা চলতে বললে আমি চলি বাঁকা..আমার
বাবা অনেক রাগি..আর আমি বাবার রাগ
টা কে সব সময় আরো বাড়িয়ে দেই..কেন যেন
খুব ভালও লাগে বাবাকে রাগিয়ে দিতে..
.
.
.
আমার বাবা অনেক কনজারভেটিভ
স্বভাবের..আমি অন্য সবার বাবার মতও কখন
আমার বাবা কে প্রাণ
খুলে হাসতে দেখিনি..কখন বাবার হাত
ধরে আমি কোথাও ঘুরতে যাই নি..কখন বাবার
পাশে বসে আমার সেভাবে গল্পও করা হয়
নি..কখন প্রান খুলে নিজের মনের সব
কথা আমি বাবা কে বলতে পারিনি..ছোট
বেলা থেকেই বাবার সাথে কেন যেন এসব
ক্ষেত্রে দূরত্ব একটু
বেশি ছিল..তারপরো আমি আমার বাবা কে অনেক
ভালবাসি আর আমার বাবার সাথে আমার অনেক
মজার মজার কিছু মুহূর্ত আছে...
.
.
.
আমার বাবা অংক খুব পছন্দ করেন..এই সাবজেক্ট
টা বাবার খুব পছন্দের..আমার অংক শিখার
হাতেখড়ি আমার বাবার কাছেই..শিশুকাল
থেকে শুরু করে HSC পর্যন্ত বাবাই ছিল আমার
অংকের শিক্ষক .. আমি আর বাবা কখনো কোন
বিষয়ে একমত হতে পারিনা ..বাবার কাছে অংক
শিখতে বসলে এটার প্রতিফলন
ঘটে সবথেকে বেশি ..বাবা এক নিয়মে অংক
শিখায় তো আমি করি আমার নিজের নিয়মে ..
আর এই নিয়ে বাবার কি রাগ আমার
উপর .. ......
.
.
.
মাঝে মাঝে আম্মু খুব বিরক্ত হয় বাবা আর
মেয়ের এসব কার্যকলাপে... বাবার কাছে অংক
করতে বসলে বাবার কোনো সময়ের হিসাব
থাকে না... অংক করাতে থাকে তো করাতেই
থাকে...
.
.
.
বাবা তোমাকে অনেক ভালবাসি...মা র থেকেও
হয়ত তোমাকেই
বেশি ভালবাসি...তুমি সারাজীবন আমার
মাথার উপর ছায়ার
মতো থেকো বাবা...কখনো আমাকে একা করে চলে যেওনা বাবা...তোমাকে ছাড়া যে আমি বড্ড
অসহায়.... Love u baba... Love u so much...
২| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪
রাবেয়া রাবু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১২
অপূর্ণ রায়হান বলেছেন: বাবা কাব্য ভালো লাগলো +
ভালো থাকবেন ভ্রাতা