নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে ভালবাসি.. কিন্তু স্বপ্নরা কেন যেন বাস্তবে ধরা দেয়না.. কিন্তু আমার বিশ্বাস একদিন তারা ঠিকই আমায় ধরা দেবে.. . . . . . সেই দিনের অপেক্ষায়.....

রাবেয়া রাবু

রাবেয়া রাবু › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিকথা... ১

৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

যখন খুব ছোট ছিলাম তখনকার কথা.. এখনকার মতো তখন
জেনারেটর , আইপিএসের এতো প্রচলন ছিলনা.. গরমের দিন এ
প্রায়ই সন্ধ্যার পর ইলেক্ট্রিসিটি চলে যেতো.. আর একবার
ইলেক্ট্রিসিটি যাওয়া মানেই মিনিমাম ৩ ঘন্টা অন্ধকার এ
থাকা.. আমাদের বিল্ডিং এর সামনে ছিল বিশাল মাঠ..
ইলেক্ট্রিসিটি চলে গেলেই আশেপাশের ফ্লাট এর সবাই
মিলে মাঠে আর না হয় বিল্ডিং এর ছাদে চলে যেতাম.. কারেন্ট
আসা অবধি চলতো আমাদের আড্ডা.. কখনো মায়ের
কোলে শুয়ে আকাশের দিকে চেয়ে থাকতাম..
শুয়ে শুয়ে তারা গুনতাম আকাশের.. তখনকার আকাশে অনেক
তারা থাকতো.. পুরো আকাশ ছেয়ে থাকতো তারায় তারায়,যেন
তারাদের মেলা বসতো সেখানে..
.
এখন সময় পাল্টেছে.. সেই সাথে পাল্টেছে জীবনধারাও.. এখন
আর মায়ের কোলে শুয়ে আকাশের তারা গুনা হয়না.. সময়
হয়না শুধু শুধু আকাশের পানে চেয়ে থাকার.. জীবন এখন অনেক
যান্ত্রিক হয়ে গেছে.. আজ কি মনে করে যেনো অনেক দিন পর
আকাশের পানে চেয়ে অনেক তারা দেখলাম.. আর
মনে পরে গেলো সেই ছোট্ট বেলার কথা.. কত্তো মজার ছিল
সেই দিনগুলো.. আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো.. :( :(

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২০

নীল ভোমরা বলেছেন:
‌‌''সেই ছোট্ট বেলার কথা.. কত্তো মজার ছিল
সেই দিনগুলো....!!''....সত্যিই তাই!

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

মনিরা সুলতানা বলেছেন: আমারা ইলেক্ট্রিসিটি চলে গেলে ভাই বোনেরা মিলে বাসার সব চেয়ার উলটে , লুকচুরি খেলা শুরু করতাম ...


আহা শৈশব :)

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

রাবেয়া রাবু বলেছেন: আসলেই অনেক মজার ছিলো @নীল ভোমরা

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

রাবেয়া রাবু বলেছেন: আসলেই অনেক মজার ছিলো @নীল ভোমরা

৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

রাবেয়া রাবু বলেছেন: কতোই না মজার ছিলো দিনগুলো তখন @মনিরা সুলতানা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.