![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এভাবেই চলতে থাকে দিন।দুজনেই পাশাপাশি অথচ
কোথায় যেন
অনেক বড় একটা দূরত্ব।
মেয়েটি উপলব্ধি করে যে তারা একসাথে আছে ঠিক
ই কিন্তু তাদের
ভালবাসার সুর টা কোথায় যেন কেটে গেছে।
ওটা এখন আর আগের মত নেই।
.
দীর্ঘদিনের অবহেলা, কাছে না পাওয়ার বেদনা,
মনের
মাঝে জমে থাকা চাপা কষ্টগুলো ধীরে ধীরে মেয়েটিকে অনুভূতি শূন্য
করে তোলে।হাজার চাইলেও সে আর পারেনা আগের
মত
ছেলেটিকে ভালবাসতে, ভালবেসে গভীর
আলিঙ্গনে জড়িয়ে রাখতে।
.
মেয়েটির পরিবার কখনোই তাদের এই
সম্পর্কটিকে মেনে নেয়নি।উপরন্তু
তাকে জানিয়ে দেওয়া হয় যে ,তাকে যে কোন একদিক
বেছে নিতে হবে।হয় ভালবাসার মানুষ, না হয়
ফ্যামিলি।
.
.
অনেক ভেবে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের
পথে পা বাড়ায়
সে।এভাবে ভালবাসাহীন কোন সম্পর্ক
টিকিয়ে রাখার কোন
মানে খুঁজে পায়না সে।মেয়েটি ভাবে, বিধাতা হয়ত
মুচকি হেসেছিলেন তাদের দেখে।এত সুখ হয়ত তার
কপালে ছিল না। অথবা সে এত সুখ পাবার যোগ্য
না। তাই সে হারিয়ে ফেলেছে তার সুখের ঠিকানা।
যতটুকু তার প্রাপ্য ছিল সে হয়ত তার
সবটা পেয়ে গেছে অথবা প্রাপ্যের থেকে অনেক
বেশিই পেয়েছে ।
.
অবশেষে কোন এক গভীর
রাতে মেয়েটি ভেঙ্গে দিলো তাদের ৮
বছরের প্রেমের সম্পর্ক। সেদিন ও কষ্ট
হয়েছিলো প্রচুর।কান্নাও করেছিলো অনেক।কিন্তু
সেদিনের কান্নাটিও কেউ দেখতে পায়নি।আড়ালেই
থেকে গেছে।
.
ছেলেটি জানতে চায় তাদের রিলেশন ভাঙ্গার কারণ।
সব
খুলে বলে মেয়েটি। ছেলেটি তার সব ভুল
গুলো বুঝতে পারে।
ক্ষমা চায় মেয়েটির কাছে।
মেয়েটি তাকে ক্ষমা করে কিন্তু
ফিরতে পারেনা আর তাদের আগের জীবনে।
মেয়েটি কথার
ছলে প্রায়ই ছেলেটিকে বলত , "আমাকে এত
অবহেলা করনা ,
যেদিন চলে যাব চিরতরে তোমার জীবন
থেকে সেদিন হাজার চাইলেও
আমাকে আর ফিরে পাবেনা "।কিন্তু ছেলেটির
ধারণা ছিল যে,
মেয়েটি তাকে ছাড়া কখনো চলতে পারবেনা।তাদের
মাঝে যত কিছুই হোক না কেন,মেয়েটিকে সে যত
অবহেলাই করুক
না কেন,মেয়েটি তাকে ছেড়ে কখনো চলে যাবেনা।
কিন্তু মেয়েটিযে এতটা দূর্বল
নয়,তা ছেলেটি কখনো বুঝতেও পারেনি।অবশেষে সব
বুঝতে পেরে ছেলেটি অনেক কান্নাকাটি করে।
কিন্তু মেয়েটি এতটাই অনুভুতিশুন্য
হয়ে গিয়েছিলো যে ,ছেলেটির
কান্না মেয়েটির মনে এখন আর কোন দাগ
সৃষ্টি করেনা।
মেয়েটি পারতো আবার ছেলেটির
জীবনে ফিরতে কিন্তু সে ফেরেনি।
কারণ সে চায়নি কখনো ছেলেটিকে ঠকাতে।
মেয়েটি কখনোই আর
পারতোনা ছেলেটিকে আগের মত ভালবাসতে।হয়
ভালবাসার অভিনয়
করতে হতো আর না হয় করুণা।
.
এভাবেই হারিয়ে যায় একটি ভালবাসা।
সমাপ্তি ঘটে ভালবাসাময়
একটি মধুর সম্পর্কের...।
.
সবাই ভুল বোঝে মেয়েটিকে।সবার ধারণা হয়ত
মেয়েটির নতুন কোন রিলেশন হয়েছে তাই
সে এতদিনের সম্পর্কটি ভেঙ্গে দেয়।মেয়েটি তার
পরিচিত জনদের কাছে ছেলেটির ইমেজ এতটাই ভাল
রেখেছিল যে, রিলেশন ভাঙ্গার পর কেউ বিশ্বাসই
করে না যে ছেলেটি কখনো মেয়েটিকে কষ্ট
দিতে পারে।কেউ বুঝেনা মেয়েটির কষ্টগুলো। সব
সময়ের মত এবার ও আড়ালেই থেকে যায় চাপা এই
কষ্ট গুলো। কেউ বুঝেনা যে কিছু হারিয়ে ফেলার
থেকে বিসর্জন জিনিষটা বেশি কষ্টের।
পরিশিষ্ট : ভালবাসা অনেক পবিত্র একটা জিনিষ।
সবার ই উচিত
একে যথাযথ মর্যাদা দেওয়া।অবহেলা করা উচিত
নয়।ছোট ছোট অবহেলা গুলোই একসময় খুব বড়
রূপ ধারণ করতে পারে।ব্যস্ততা সবার ই থাকে।
হাজার ব্যস্ততার মাঝেও যে তার প্রিয় মানুষটির
মুখের হাসির জন্য একটু সময় বের
করতে পারে ,একমাত্র সেই পারে প্রকৃত
অর্থে কাউকে ভালবাসতে।ভালবাসার অধিকার
একমাত্র তার ই।
.
এখনো অনেক মেয়ে আছে আমাদের সমাজ এ,যাদের
ভালবাসা পাবার জন্য
পকেটে কাড়ি কাড়ি টাকা থাকার প্রয়োজন
হয়না।প্রিয় মানুষের একটু সান্নিধ্য আর সামান্য
একটু ভালবাসা পেলেই যারা সারাটি জীবন
কাটিয়ে দিতে পারে।
.
.
অনেকেই হয়ত ভাবছেন এটি নিছক কোন
একটি গল্প। না,
এটি কোন গল্প নয়। এটি জীবনের খুব কাছ
থেকে দেখে যাওয়া সত্যিকারের একটি ঘটনা ।
©somewhere in net ltd.