নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে ভালবাসি.. কিন্তু স্বপ্নরা কেন যেন বাস্তবে ধরা দেয়না.. কিন্তু আমার বিশ্বাস একদিন তারা ঠিকই আমায় ধরা দেবে.. . . . . . সেই দিনের অপেক্ষায়.....

রাবেয়া রাবু

রাবেয়া রাবু › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিকথা ~ ২

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

২৩:৫২
৪ঠা ডিসেম্বর
২০১৩ সাল
.
ঠিক একটি বছর.. কথার বলে, 'যেখান থেকে শেষ, ঠিক সেখান থেকেই নতুন কিছু শুরু '.. হয়ত কথাটা অনেকটাই ঠিক.. আর তাইতো এই একটি বছরে আমি আমার জীবন থেকে প্রায় হারিয়ে
যাওয়া অনেক কিছু ফিরে পেয়েছি..
.
সেদিনের ওই সময়টি জীবনে না এলে হয়ত জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলতাম.. হারিয়ে ফেলতাম অনেক মূল্যবান কোন সম্পদ.. কিন্তু না, আমাকে কিছু হারাতে হয়নি.. বরং আমি ফিরে পেয়েছি, আমার মায়ের স্নেহ; আমি ফিরে পেয়েছি, আমার বাবার বিশ্বাস; আমি ফিরে পেয়েছি, আমার ভাই বোনের ভালবাসা..
.
আর এসব নিয়েই আমি এখন অনেক ভাল আছি.. একটু দেরিতে হলেও আমি বুঝেছি আসলে আম্মু আব্বুই ঠিক..তাদের চাওয়া পাওয়া , ভাললাগা মন্দলাগা টাই সবার আগে.. আমি জীবন টাকে নতুন করে সাজাতে চেয়েছিলাম আমি বলব আমি পেরেছি.. আমি পেরেছি আমার জীবনটাকে আমার মত করে গুছিয়ে নিতে...
.
আমি জীবনে এমন কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি, যারা সত্যিই অসাধারণ.. সারাজীবন তোদের কথা মনে থাকবে- যারা সবসময়, সব পরিস্থিতিতে, আমার পাশে ছিলি.. আমি সত্যিই তোদের কখনো ভুলবোনা.. তোরা না থাকলে হয়ত অনেক খারাপ কিছু ঘটতে পারতো আমার সাথে কিন্তু তোরা তা হতে দিসনি..
.
জীবন তো একটাই.. এখানে ভালভাবে বেঁচে থাকাটাই হল আসল.. আর ভালভাবে বেঁচে থাকার জন্য নিজের ভালটাই সবার আগে দেখা উচিত.. কে কি বলল না বলল; কার কি হলো না হলো; এতোকিছু দেখার সময় কোথায় এখানে.. !!!
.
আর জীবনে ভালথাকার জন্য কিছু বেশী কিছুর কি দরকার আছে.. ??? না, নেই.. খারাপ সময়গুলোকে যত দ্রুত মুছে ফেলা যায় জীবন থেকে ততই ভাল.. মা-বাবার ভালবাসা; ভাই-বোনের দুষ্ট-মিষ্টি শাসন, চোখ রাঙানী; সব সময় জ্বালাতন করার মত, মনের সব কথা অনায়াসে খুলে বলতে পারার মত, দুই-তিন জন ভাল বন্ধু ছাড়া আর বিশেষ কিছুর দরকার হয়না জীবনে ভাল থাকার জন্য... আর এইসব নিয়ে আমি বেশ ভাল আছি...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

ভিটামিন সি বলেছেন: জিনিসটা কি ওইডাই তো কইলাইন না।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

রাবেয়া রাবু বলেছেন: একটি রিলেলন এর সমাপ্তি.. যে রিলেশন এ পরিবারের কারো মত ছিল না.. এবং এই রিলেশন এর কারণে মেয়েটি তার পরিবার থেকে অনেক দূরে সরে গিয়েছিলো.. হারাতে বসেছিলো তার প্রিয় মানুষদের(মা_বাবা_ভাই_বোনদের) .. অবশেষে নিজে হাজার কষ্ট সহ্য করে , পরিবারের কথা চিন্তা করে সম্পর্কটি ভেঙ্গে দেয়.. আর তারপরই সে বুঝতে পারে যে , আসলে পরিবারের মানুষদের ভালবাসার মাঝেই সত্যিকারের ভালবাসা নিহিত..

ধন্যবাদ আপনাকে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.