নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে ভালবাসি.. কিন্তু স্বপ্নরা কেন যেন বাস্তবে ধরা দেয়না.. কিন্তু আমার বিশ্বাস একদিন তারা ঠিকই আমায় ধরা দেবে.. . . . . . সেই দিনের অপেক্ষায়.....

রাবেয়া রাবু

রাবেয়া রাবু › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন...

০২ রা জুন, ২০১৫ সকাল ১০:০৭

সময়ের সাথে সাথে কত্ত কিছুই বদলে যায় আমাদের জীবনের.. বদলে যায় আমাদের চিন্তাধারা.. বদলে যায় আমাদের চাওয়া-পাওয়া.. বদলে যায় আমাদের
ভাললাগা-মন্দলাগা.. বদলে যায় আমাদের জীবনের বেঁচে থাকার অনুপ্রেরণা.. এর নাম ই হয়ত জীবন..
.
একটা সময় এসেছিল জীবনে যখন জীবনটা হঠাত্‍ করেই থেমে গিয়েছিল.. চারপাশে এত রং থাকা
সত্ত্বেও আমার পৃথিবীটা হয়ে গিয়েছিলো ধূসর মরুভূমি.. বেঁচে থাকার ইচ্ছেগুলোও একসময় কেমন যেন হারিয়ে গিয়েছিলো.. ব্যস্ত এই পৃথিবীতে আমি নিজেকে খুব একা ভাবতে শুরু করছিলাম..সবসময় মনে হতো বিশাল এই পৃথিবীতে শুধুমাত্র আমি একটি মাত্র প্রাণী আছি, আশেপাশের জগত্ সম্পর্কে
যাবতীয় সব কিছু বিলুপ্ত হয়েছিলো আমার মাঝে থেকে.. মাঝে মাঝে নিজেকে এতো ক্ষুদ্র মনে হতো যে মরে যেতে ইচ্ছে করতো.. মনে হতো আমার
পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই.. এই সুন্দর পৃথিবীটা আমার জন্য না..
.
জীবনের এমনই এক দৈন্য দশায় তুমি আমার পাশে এসে দাড়িয়েছিলে.. আমাকে শিখিয়েছিলে জীবনের রংগুলো সম্পর্কে.. আমাকে দেখিয়েছিলে ছোট্ট একটা জীবনে কত্তগুলো রং থাকে.. জীবনের একটা রং
ধূসর হবার পরও বাকি রংগুলো কখনো ফিকে হয়ে যায়না.. বরং এই ধূসর রং এর কারণেই বাকি
রংগুলোর উজ্জ্বলতা কতটা তীব্র হয় তা তোমার কারণেই প্রথম উপলব্ধি করতে পেরেছিলাম.. তুমি
আমাকে শিখিয়েছো মরে যাবার একটা কারণকে দূরে সরিয়ে রেখে কিভাবে বেঁচে থাকার হাজারটা কারণ খুঁজে পাওয়া যায়.. প্রয়োজন শুধু একটু ইচ্ছা শক্তির.. একটি কাজে ব্যর্থ হবার পর কিভাবে
পূর্ণ উদ্যোমে নতুন করে কাজটি আবার শুরু করতে হয়, তাও তো তোমার কাছেই শেখা.. একটা সময় মনে হতো আমি হয়ত অনুভূতিশুন্য হয়ে গিয়েছি.. কিন্তু
তুমি আমাকে দেখিয়ে দিলে কেউ কখনো অনুভূতিশূন্য হয়না.. অনুভূতিগুলো শুধু তাদের রূপ পাল্টায়..
.
তোমাকে নিয়ে লিখতে বসলে সারাদিনেও লেখা শেষ হবে না.. মাঝে মাঝে ভেবে খুব অবাক হই, একটা মানুষ কিভাবে এতটা পারে.. সব ব্যাপারেই এতটা
আত্মবিশ্বাস, এতটা কর্মস্পৃহা, এতটা অনুপ্ররণা কিভাবে একটা মানুষ আরেকটা মানুষকে দিতে পারে আমার এই ছোট্ট মাথায় তা আসেনা..
.
জানো, মাঝে মাঝে তোমাকে নিয়ে খুব লিখতে ইচ্ছে করে.. ইচ্ছে করে তোমাকে নিয়ে একটি গল্প লিখে ফেলি.. যে গল্পটি হবে শুধু তোমায় আমায় ঘিরে.. কিন্তু এতোটা দুঃসাহস কোথায় আমার যে তোমাকে নিয়ে লিখবো..
.
কিভাবে কিভাবে যেনো তুমি আমার খুব কাছে চলে এসেছো,বুঝতেও পারিনি.. অথচ একটা সময় এটাকেই খুব ভয় পেতাম.. কিন্তু এখন আর ভয় পাইনা.. এখন মনে হয় বিধাতা হয়ত এটাই চেয়েছিলেন.. আর
তাইতো এখন আমার আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করে.. ইচ্ছে করে নতুন করে সব স্বপ্ন দেখতে.. জানো ,মাত্র এই কদিনেই তোমাতে খুব জড়িয়ে গিয়েছি.. আমার ভাল থাকা, মন্দ থাকা গুলো এখন কেমন যেন তোমায় ঘিরেই আবর্তিত হয়.. মনে হয়
যেন তুমি একটি বিন্দু.. আর সেই বিন্দুকে ঘিরেই যেন সারাদিন ঘুরছি এই আমি..সারাদিন যত ব্যস্তই থাকিনা কেন,জানো, রাতে কিন্তু তোমার কথা ভেবেই ঘুমাতে যাই..
.
একটা কথা কি তুমি জানো ? সৃষ্টির শুরু থেকেই তুমি ছিলে আমার কাছে জলজ্যান্ত এক রহস্যের নাম.. আজও আমার কাছে ঠিক ততটাই রহস্য বিদ্যমান
তোমাকে নিয়ে.. আর এই রহস্য টা সারাজীবন ধরে আস্তে আস্তে ভেদ করতে চাই আমি..
.
সবশেষে একটা কথাই শুধু বলবো, একসাথে পথচলাটা খুব অল্পদিনের হলেও সূচনাটা কিন্তু হয়েছিল অনেক আগেই.. আর তাইতো যতকিছুই হোক,ঘুরেফিরে
আবার সেই একসাথেই পথচলা.. পথচলাটা বন্ধুর হোক আর সমতল হোক, সম্পর্কটা আজীবন বেঁচে থাকুক চিরসবুজ হয়ে..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.