নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sohel sodeshi

রযাবিডি

আমি সোহেল খন্দকার, মুক্ত চিন্তার অধিকারী। নিজে স্বাধীনতা পছন্দ করি, অন্যের জন্যও স্বাধীনতা আদায়ে সচেষ্ট।

রযাবিডি › বিস্তারিত পোস্টঃ

ইসলামী ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২



ইসলামী ব্যাংকে লেনদেন করা হারাম- ফতোয়া দিলেন মাওলানা মাসউদ এবং উনার নিজের ই একাউন্ট আছে ব্যাংকে সেই সাথে উনার প্রকাশিত ম্যাগাজিনে ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন দিয়ে প্রচাওে সহযোগীতা করছেন যাতে মানুষ সহজেই ওই ব্যাংকের সাথে লেনদেন করেন। হারাম কাজ যাতে দেশে ছড়িয়ে যায় মাওলানা মাসউদ সেই মিশন নিয়েই মাঠে নেমেছেন। কিন্তু কেন?

প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকায় দেখা যায় ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন। সারা দেশ ব্যাপী ইসলামী ব্যাংকের সুনাম ছড়িয়ে দিতে সদা প্রস্তুত এসব পত্রিকা। সারা বছর এ ব্যাংকের বিরোধীতা কওে বিজ্ঞাপন ছাপাতে কোন আপত্তি নেই । কারণ কি?

আবদুর নুর তুষার, সালমান এফ রহমান এরা সবাই ইসলামী ব্যাংকের বিরোধী কিন্তু প্রধান অতিথী হতে আপত্তি নেই ইসলামী ব্যাংকের কোন অনুষ্ঠানে। যেখানে ইসলামী ব্যাংকে গ্রহণযোগ্যতা বাড়ে তাকে কোন আপত্তি নেই। বিভিন্ন টকশোতে ইসলামী ব্যাংকের বিরোধীতা কওে, শাহবাগের প্রজন্মচত্বওে গিয়ে একাত্মতা প্রকাশ করে ব্যাংকের অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা রাখা কোন বড় ধরনের অপরাধ নয়। অপরাধ হবে কেন? এরাতো সবাই সরকার পক্ষের লোক এদের কোন ভুল নেই। ভুল হতে পারে না।



কিন্তু কেন? কেন এসব হচ্ছে? একটাই কারণ কোন আদর্শ নেই কারো মাঝে। আদর্শ শুধু অন্যকে বলার সময়। আদর্শ থাকতে হবে শুধু অন্যেও বেলায়। নিজে পালন করার কোন দরকার নেই। নিজে কেন পালন করবে? উনারাতো উপদেশ দিতে দিতে ক্লান্ত। পালন করার কথাতো মনেই থাকে না। তাছাড়া মোটা টাকার ব্যাপারতো আছেই। পত্রিকায় বিজ্ঞাপন না দিতে এতগুলো টাকা কোথায় পাবো। কিন্তু ওই পত্রিকার অধিকাংশ সম্পাদকীয় ও লেখনীতে সবর্দা ইসলামী ব্যাংক ও এর অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কে চলছে ক্রমাগত বিষোদগার। সাধারণ মানুষের মধ্যে পত্রিকার প্রভাব প্রচুর। আর বহুল প্রচারিত হলেতো কথাই নেই। তো পত্রিকাগুলোতে ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন প্রথম পাতায় ছাপিয়ে লাখ লাখ লোকের দরবারে পৌছে দিয়ে প্রথম আলো সহ পত্রিকাগুলো স্ব-বিরোধী ভূমিকায় কেন? তাহলে কি বুঝবো এসব পত্রিকার সম্পাদকীয় ও লেখনী সমূহ একই রকম স্ব-বিরোধী? কোন এক অসৎ উদ্দেশ্য নিয়ে লেখা? কি সেই অসৎ উদ্দেশ্য বলবেন কি?

আবদুর নুর তুষার। আমার পছন্দের একজন মানুষ। উপস্থাপক হিসাবে খুব বেশী পছন্দ তাকে। তার কথা বার্তা এবং যুদ্ধাপরাধী ভূমিকার জন্য খুব ভালো লাগে তাকে। কিন্তু কি দেখলাম পত্রিকার পাতায়? প্রথমে কিন্তু বিশ্বাস হচ্ছিল না। তো যখন দেখলাম ঘটনা সত্যি তখন ভাবতে লাগলাম আসলে আদর্শহীন কারা? অর্থের কারণে বিক্রি হয়ে যায় কারা? আমরা সাধারণ মানুষ নাকি যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা, যাদের আমরা আদর্শ মনে করি তারা? আসলে আমরা সাধারণ মানুষ সব সময় ভুল করি। ভুল করে ভুল মানুষকে ভুল পত্রিকাকে বিশ্বাস করি।

এ ভুল আমাদের কবে ভাঙ্গবে? কবে পাব আদর্শ মানুষ? যারা যুদ্ধাপরাধীদের টাকা কে অগ্রাহ্য করবে, ওদের চোখ রাঙ্গানীকে তুচ্ছ করে দেশকে এগিয়ে নেবে রাজাকার মুক্ত দেশ গড়ার দৃপ্ত প্রত্যয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.