![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যখন জন্ম হয় আমার মায়ের বয়স তখন মাত্র ১৭। রুগ্ন, অপরিণত শরীর এত বড় ধকল সইতে পারছিল না, আমাকে পৃথিবীতে আনতে গিয়ে উনি প্রায় চলেই যাচ্ছিলেন। ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছিল ... দু’দিন জমে-ডাক্তারে টানাটানির পরে আল্লাহর অসীম কৃপায় মা’র জ্ঞ্যান ফিরে। একদিন মার সাথে গিয়ে মাগুরা সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডের সেই বেডটা দেখে এসেছিলাম!
মা, আমি আমার সারা জীবনের শ্রম দিয়েও তোমার ওই একদিনের কষ্টের ঋণ শোধ করতে পারব না!
তোমার সামনে কখনও বলা হয়নি – আমি তোমাকে অনেক ভাল বাসি্, মা!
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০২
তোমোদাচি বলেছেন: তাই তো বলি ... এত লোক জানল কেমনে??
সামুর মডারেটরদের মাথা আসলেই নষ্ট হইছে ... এই সব আউল-ফাউল পোষ্ট নির্বাচিত পাতায় !!!
তই, আই কিন্তু ব্যাপক খুশি হইছি, থাঙ্কু, থাঙ্কু ... :!> :#>
২| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:১৯
মিলটন বলেছেন: আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আর মা'র প্রতি অনেক শ্রদ্ধা।
আসলে বাবা-মা যে কত কষ্ট করে তাদের সন্তানদের বড় করেন তা শুধু নিজেরা বাবা-মা হওয়ার পরেই বোঝা যায়।
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৮
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ মিল্টন ভাই !
বাবা-মা যে কত কষ্ট করে তাদের সন্তানদের বড় করেন তা শুধু নিজেরা বাবা-মা হওয়ার পরেই বোঝা যায়।
ঠিক বলেছেন!
৩| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:২০
আদনান প্রীতম বলেছেন: শুভ জন্মদিন।
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৯
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ আদনান প্রীতম !!
৪| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:২০
মুর্তজা হাসান খালিদ বলেছেন:
আন্নের জনম দিনের শুভেচ্ছা, আন্নে অনেক অনেক ভালা থাইকেন, এই শুভ কামনা
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪০
তোমোদাচি বলেছেন: আন্নেরেও ধন্যবাদ জানাইলাম মুর্তজা হাসান খালিদ ! আই ব্যাপক খুশি অইছি ...
৫| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:২২
অগ্র পথিক বলেছেন: শুভ জন্মদিন ।
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪০
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ অগ্র পথিক !
৬| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:২৮
বাংলাদেশী পোলা বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা।
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪১
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ দেশী পোলা
৭| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩০
ভাবুক একজন বলেছেন: শুভ জন্মদিন। জীবন হোক আরো সুন্দর।
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪১
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ভাবুক!
সবার জীবন হোক আরো সুন্দর।
৮| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩১
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: হ্যাপী পয়দা দিবস........অনেক অনেক শুভকামনা।
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪২
তোমোদাচি বলেছেন: শুভকামনা আপনার জন্যেও
৯| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩২
মিলটন বলেছেন: আপনার জন্মদিনটি আমার জন্মদিন বিষয়ক পোষ্টের ডাটাবেজে নিয়ে নিলাম।
Click This Link
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪৮
তোমোদাচি বলেছেন: চির সবুজ: ১১ ই জুলাই
মিলটন: ১১ই জুলাই
সামিউর: ১১ জুলাই ১৯৯০
উম্মে মারিয়াম: ১১ই জুলাই
তোমোদাচি: ১১ই জুলাই
আপনি দেখি বিরাট গবেষণা করেছেন!
আচ্ছা, একই মায়ের পেটে জন্ম নিলে সহদর, একই পরিবারে জন্ম নিলে কাজিন, একই দিনে পাড়ায় জন্ম নিলে পাড়াত, একই দেশে জন্ম নিলে দেশী ... এমন অনেক আছে। কিন্তু একই দিনে জন্ম নিলে তাদেরকে কি বলা যায় বলুন তো ???
আপনাকেও জন্মদিনের শুভেচ্ছা মিলটন ভাই !!
১০| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৪
নোবিতা রিফু বলেছেন: না, মানে ইয়ে... শুভ জন্মদিন। কিন্তু দাওয়াত না দিলে কিন্তু আমরা লজ্জায় পড়ে যাবো... :!>
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫১
তোমোদাচি বলেছেন: এবার দেখি সত্যি সত্যি লজ্জায় ফেলে দিলেন!! :!> :#>
আচ্ছা, দাওয়াত দিলাম; কি খাবেন বলুন!! এখনি গুগল ইমেজ মামার কাছে অর্ডার দিচ্ছি!!
১১| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৬
আবিরে রাঙ্গানো বলেছেন: শুভ নেংটা দিবস। আপনি আমার ১০ দিনের ছোট্র। আমার জন্মদিনে কাউকে বলতে পারিনি, লজ্জায়। চামে বলে ফেল্লাম এখন।
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৪
তোমোদাচি বলেছেন: ও তাই নাকি?? তাইলে তো সালাম দিয়ে কথা শুরু করতে হয় ...
শুভ জন্মদিন (জুলাই ১ এর কমেন্ট এটা সেন্ড করতে ভুলে গেছিলাম)
১২| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ জন্মদিন!
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৪
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ দূর্জয় !
১৩| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪০
shfikul বলেছেন: শুভ জন্মদিন।
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৪
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ আপনাকে শফিকুল ভাই
১৪| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪০
রোকসানা লেইস বলেছেন: শুভ জন্মদিন
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৫
তোমোদাচি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ রোকসানা লেইস !
১৫| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪২
রেজোওয়ানা বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৪
তোমোদাচি বলেছেন: ও! আপনিও দেখে ফেলেছেন??
এখন তো সত্যি সত্যি ই লজ্জা লাগছে :!> :#>
১৬| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪২
আবু সালেহ বলেছেন:
হ্যাপি বার্থ ডে টু ইউ.......
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৭
তোমোদাচি বলেছেন: কেমন কেক দিলেন, মোমবাতি এত ফুয়াই কিন্তু নেভে না কেন??
মোম না নিভলে তো কেক খাওয়া শুরু করতে পারছি না, আপনাদের ও দিতে পারছি না
১৭| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪৪
মুক্তির মিছিল বলেছেন: শুভ জন্মদিন।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৮
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ মুক্তির মিছিল !
১৮| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুভ জন্মদিন। অনেক অনেক ভাল কাটুক আপনার প্রতিটি দিন প্রতিটি ক্ষণ। সেই কামনায়...................
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৯
তোমোদাচি বলেছেন: জনৈক গণ্ডমূর্খ, আপনার জন্য ও শুভ কামনা !
আল্লাই আপনার বুদ্ধিসুদ্ধি দিক, আর কতদিন মূর্খ থাকবেন
১৯| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫২
লিন্কিন পার্ক বলেছেন:
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৯
তোমোদাচি বলেছেন:
২০| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫২
কেনজিয়া বলেছেন: শুভ জন্মদিন।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১০
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ, কেনজিয়া
২১| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জন্মদিন শুভ হউক.........
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১০
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ আপু
২২| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৪
নদ বলেছেন: "মা" কে আমিও অনেক ভালবাসি , সারা পৃথিবী ভালবাসে । শুভ জন্মদিন ।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১১
তোমোদাচি বলেছেন: সারা পৃথিবীর সকল মা'কে সালাম !
২৩| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৫
ধীবর বলেছেন: ্জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আরে খাওয়া দাওয়া ছাড়া উৎসব হয় নাকি? নেন নান্নার স্পেশাল বিরিয়ানি।
ইয়ে পুরা ডেকই ছিল, আনতে আনতে আমি অর্ধেক লোপাট করে দিয়েছি। মাইন্ড কইরেন না।
আর সারা জীবন যাতে মায়ের আশা ভরসা আর ভালবাসার প্রতিক হয়ে থাকতে পারেন, সেই শুভ কামনা রইলো।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৩
তোমোদাচি বলেছেন: একাই অর্ধেক হাড়ী সাবাড় করলেন, বাকিদের আমি কেমনে সামলাই ???
আপনার ঠিকানাটা দেন সবাইরে আপনার বাড়ি দাওয়াত দিয়ে দেয়
থাঙ্কু!
২৪| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৫
বাঁধলেই বাঁধন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৫
তোমোদাচি বলেছেন: আচ্ছা, তবে বাঁধলাম!!
শুভ কামনা!
২৫| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৮
কেনজিয়া বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৫
তোমোদাচি বলেছেন: আপনাকে ২য় বারের মত ধন্যবাদ !
২৬| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৮
নাজমুল হাসান বাবু বলেছেন: শুভ জন্মদিন তোমোদাচি। এটার জাপানি সংস্করণ কি হবে? জাপানি শব্দ গোয়াই চোদাই এর অর্থ কি ভাই এইরম কোন শব্দ আছে নাকি?
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৮
তোমোদাচি বলেছেন: এরকম শব্দ আমি শুনিনি, তবে কাছা কাছি কিছু একটা শুনেছি মনে হয়; এনিওয়ে আমার জাপানিজ স্কিল খুব একটা ভাল না।
তোমোদাচি মানে বন্ধু,
জন্মদিনের শুভেচ্ছা জানাতে ওরা বলে, ও তাঞ্জোবি ওমেদেত্তো গুজায়মাস!
এটুকু জানি
২৭| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৮
কাউসার রানা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা নিন, আর মাকে সরাসরি বলুন মা আমি তোমাকে খুউব ভালবাসি। এতে মা অনেক খুশি হবে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২১
তোমোদাচি বলেছেন: ৩৭ বছরে যা বলতে পারলাম না, তা এখন বলতে যাওয়া কি সম্ভব!!
এমন কিছু অনুভুতি আছে যা মুখে প্রকাশ করলে তার গুরুত্ব কমে যায়, আমার কাছে এটা তেমনিই একটা অনুভুতি...
এখনও আমার সবচেয়ে প্রিয় মানুষের সারিতে, খুব কাছেই আমার মা।
২৮| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৯
মোঃ কবির হোসেন বলেছেন: শুভো জন্ম দিন। আপনার জন্মদিনে আপনার মায়ের প্রতি ভালবাসা আর তার কষ্টের দিনগুলি স্মরণ করার জন্য খুব ভালো লাগলো। মার কথা স্মরণ করিয়ে দিলেন। ভলো থাকবেন। ধন্যবাদ।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২৩
তোমোদাচি বলেছেন: আপনাকেও ধন্যবাদ মোঃ কবির হোসেন।
সব মা'কে কৃতজ্ঞতা !!
২৯| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০১
ণৃ বলেছেন: জন্ম দিন হোক শুভ থেকেও শুভময়.....................................
মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২৫
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ণৃ ...
বাই দ্যা ওয়ে, আপনার নিকটি কি সামুতে সবচেয়ে ছোট নিক???
৩০| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০২
মিলটন বলেছেন:
লেখক বলেছেন: চির সবুজ: ১১ ই জুলাই
মিলটন: ১১ই জুলাই
সামিউর: ১১ জুলাই ১৯৯০
উম্মে মারিয়াম: ১১ই জুলাই
তোমোদাচি: ১১ই জুলাই
আপনি দেখি বিরাট গবেষণা করেছেন!
আচ্ছা, একই মায়ের পেটে জন্ম নিলে সহদর, একই পরিবারে জন্ম নিলে কাজিন, একই দিনে পাড়ায় জন্ম নিলে পাড়াত, একই দেশে জন্ম নিলে দেশী ... এমন অনেক আছে। কিন্তু একই দিনে জন্ম নিলে তাদেরকে কি বলা যায় বলুন তো ???
আপনাকেও জন্মদিনের শুভেচ্ছা মিলটন ভাই !!
------------------------
শুভেচ্ছা দেয়ার জন্য ধন্যবাদ।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২৭
তোমোদাচি বলেছেন: একই দিনে জন্ম নিলে তাদেরকে সহদিবস ভাই/বোন বলা যেতে পারে। না কি বলেন!!
৩১| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৪
খন্ডকাব্য বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২৯
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ খন্ডকাব্য!
বাপরে ... এত বই কহন পড়েন!!
৩২| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৬
েরজা , বলেছেন:
তানজোবিওয়া ওমেদেতো গোজাইমাস ।
গেনকি দেস কা ?
ওতাসিওয়া মামাদেস ।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩০
তোমোদাচি বলেছেন: আরিগাতো গুজায়মাস!
হাই, তোতেমো গেঙ্কি দেস!
দোমো !!
৩৩| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৬
জহির উদদীন বলেছেন: মিলটন বলেছেন: আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আর মা'র প্রতি অনেক শ্রদ্ধা।
আসলে বাবা-মা যে কত কষ্ট করে তাদের সন্তানদের বড় করেন তা শুধু নিজেরা বাবা-মা হওয়ার পরেই বোঝা যায়।
সহমত
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৯
তোমোদাচি বলেছেন: কিছুদিন আগে বাবা দিবসে ফেসবুকে একটা স্ট্যাট্যাস দিয়েছিলাম, সেটা এখানে কপি করলাম!
ছোটবেলায় বেলায় একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকত না, বাবা কিভাবে আমাকে ঘুরতে যাওয়ার জন্য হাসিমুখে সাইকেলটা দিয়ে ৩/৪ মাইল পথ পায়ে হেটে স্কুলে যেতেন ! বাবা হওয়ার পর এখন বুঝি, কাজটা কতটা সহজ আর আনন্দদায়ক ছিল !
৩৪| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৭
মদন বলেছেন:
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৯
তোমোদাচি বলেছেন:
৩৫| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১১
পথিক মানিক বলেছেন: শুভ হোক শুভ জন্মদিন। অনেক অনেক দোওয়া রইল আপনার জন্য।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪১
তোমোদাচি বলেছেন: অনেক অনেক শুভকামনা পথিক মানিক!
৩৬| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৩
আলোর পাখি বলেছেন:
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৬
তোমোদাচি বলেছেন: মা'কে তো কষ্ট দিবেন ই... মা'রা তো কষ্ট পেতেই ভালবাসে।
কিন্তু সেটা যে ভালবাসার কষ্ট হয়!
৩৭| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৩
এস এইচ খান বলেছেন: শুভ কামনা। মায়ের জন্য শ্রদ্ধা থাকল। ধন্যবাদ বন্ধু!
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৪
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ বন্ধু!
৩৮| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৫
ইমুব্লগ বলেছেন: শুভ জন্মদিন।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৫
তোমোদাচি বলেছেন: ইমুব্লগ , ধন্যবাদ
৩৯| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৫
দীপ্তপন বলেছেন: শুভ জন্মদিন।
আপনি সুন্দর আর সংক্ষিপ্ত ভাবে বিষয়টি প্রকাশ করেছেন।
আমার ভাল লেগেছে।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৫
তোমোদাচি বলেছেন: আপনার কমেন্ট ও আমার ভাল লেগেছে, ধন্যবাদ !
৪০| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৫
উসীমজদ্দীন বলেছেন: মা-বাবাকে সালাম রইল। আর আপনাকে শুভেচ্ছা।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৫
তোমোদাচি বলেছেন: আর আপনাকে ধন্যবাদ
৪১| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৮
রাজনীতি বলেছেন: একই দিনে জন্মালে ``দিনী ভাই....... হা হা হা..........
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৭
তোমোদাচি বলেছেন: দীন- ই ভাই নামে আর একটা জিনিস আছে,
তারপরো আইডিয়া খারাপ না!
৪২| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২৪
এসএমআর বলেছেন: অনেককককককককক শুভেচ্ছা রইল।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৯
তোমোদাচি বলেছেন: অনেক্কক্কক্কক্কক্কক্কক্ক ধন্যবাদ!
তই এই কেক এ চলবে না, আগেও একজন দিছে,
এই কেক এর বাত্তি নিভানো যায় না, তাই খেতে পারছি না!
৪৩| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২৬
উসীমজদ্দীন বলেছেন: মিলটন বলেছেন:
লেখক বলেছেন: চির সবুজ: ১১ ই জুলাই
মিলটন: ১১ই জুলাই
সামিউর: ১১ জুলাই ১৯৯০
উম্মে মারিয়াম: ১১ই জুলাই
তোমোদাচি: ১১ই জুলাই
আপনি দেখি বিরাট গবেষণা করেছেন!
আচ্ছা, একই মায়ের পেটে জন্ম নিলে সহদর, একই পরিবারে জন্ম নিলে কাজিন, একই দিনে পাড়ায় জন্ম নিলে পাড়াত, একই দেশে জন্ম নিলে দেশী ... এমন অনেক আছে। কিন্তু একই দিনে জন্ম নিলে তাদেরকে কি বলা যায় বলুন তো ???
সমতাজন্মা
সম=একই
তা= তারিখ বা দিন
আবার সমতা মানে সমান অর্থাৎ একই সাল একই তারিখ।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৩
তোমোদাচি বলেছেন: আপনি দেখি আরো বিশাল গবেষনা কওরে ফেললেন,
অবশ্য, সমতা নামটার প্রতি আমার অন্য রকম একটা ভাল লাগা আছে।
আমিও সমতা করার চেষ্টা করেছিলাম, সেটা জন্মদিনের নয়, জন্মস্থানের !
সমতা নামে গরীব বাচ্চাদের একটা স্কুল চালিয়েছিলাম, অনেক দিন ... সে আর এক গল্প ...
৪৪| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৪
chai বলেছেন: শুভ জন্মদি।আপনার মার জন্য শুভকামনা।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৩
তোমোদাচি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা !
৪৫| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৩
আবিরে রাঙ্গানো বলেছেন: লেখক বলেছেন: ৩৭ বছরে যা বলতে পারলাম না, তা এখন বলতে যাওয়া কি সম্ভব!! এমন কিছু অনুভুতি আছে যা মুখে প্রকাশ করলে তার গুরুত্ব কমে যায়, আমার কাছে এটা তেমনিই একটা অনুভুতি...
৩৭ সাই দেস কা? তোমোদাচি সান ওয়া ওয়াতাসি ইওরি দাইবু তোশি উএ দেস। তবে একটি অনুরোধ করি। ফোনে কথা বলে হঠাৎ করে আই লাভ ইউ বলে দেখতে পারেন মায়ের রিয়েকশন কি। আমি মাঝে মাঝে (বছরে ২/৩ বার) হঠাৎ করে বলি।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৯
তোমোদাচি বলেছেন: এই বুড়া বয়সে মার কাছে মাইর খাওয়ানোর শখ হইছে না ... ????
ইসস কি মাইর টাই না মারত!!! লাষ্ট মাইর খাইছি সম্ভবত কলেজে পড়ার সময়!!
তখন খুব রাগ হতো, একবার বাড়ি ছেড়ে চলেই গিয়েছিলাম;
এখন খুব ইচ্ছা করে মার হাতে সত্যি সত্যি আর একবার মাইর খেতে ... ... সেই দিন কি আর ফিরে আসে !!!!
৪৬| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৬
জুল ভার্ন বলেছেন: প্রিয় তোমোদাচি (জাপানী অর্থে), জন্ম দিনের শুভেচ্ছা এবং নিরন্তর শুভ কামনা।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪১
তোমোদাচি বলেছেন: প্রিয় বন্ধু (বাংলা অর্থে), অনেক অনেক ধন্যবাদ !
৪৭| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৭
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: শুভ জন্মদিন.....আপনার মায়ের দীর্ঘজীবন কামনা করছি...
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪১
তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন !
৪৮| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৮
ভারসাম্য বলেছেন: শুভ জন্মদিন রাদিল(তোমোদাচি) ।( নাম ভূল হলে মন্তব্যকারীর কোন দায় নাই, সব দায় লেখক/লেখিকার )
অনেক শ্রদ্ধা মা'র প্রতি।
সবাই মিলে ভাল থাকুন সব সময়।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৭
তোমোদাচি বলেছেন: নাম ঠিক আছে, তই ভাবতাছি ...
ঘরের কথা পরে জানল কেমনে???
রাদিল, পোলার নাম; তার জন্ম দিনও ৪ দিন পরে; তার মায়ের টা সপ্তাহ খানেক আগে ছিল...
পুরা পরিবার ১৫ দিনের মধ্যেই দুনিয়াতে আইয়া পড়ছি ... ... (তয় সাল কিন্তু আলাদা)
৪৯| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৯
শিবলী১২৩ বলেছেন: পয়দা মোবারক হউক
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৮
তোমোদাচি বলেছেন: পয়দা, শুনলেই কেমন জানি লাগে ... :-<
থাঙ্কু
৫০| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৯
যাযাবরমন বলেছেন:
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫১
তোমোদাচি বলেছেন: আপনি তো দেখি হাফ সেঞ্চুরি কওরে ফেললেন!!
কেক গুলি কি সেই উপলক্ষে??
আপনারা খালি বাত্তিওয়ালা কেক দিতাছেন, নিভাই ক্যামনে??
৫১| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:১১
যাযাবরমন বলেছেন: পেট ভরে
কেক খান।
তোমার জন্য
শুভ জন্মদিন, জান!
(আমার না অন্য কারো)
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫৪
তোমোদাচি বলেছেন: আপনার দেহি আমার চেয়ে লাজ শরম কম!!
বিরাট কবতে অইছে,
দেহি নো-বেল কমিটিতে পাঠানোর ব্যবস্থা করি!!
৫২| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:১৩
যাযাবরমন বলেছেন: একই দিনে জন্ম নিলে তাদেরকে কি বলা হয় ক্ষেত্রজ
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫৬
তোমোদাচি বলেছেন: চাঁপা !!!
গুগল মামার কাছে জিগাইলাম, এইটা কয়ঃ
(Bangla Dictionary | অভিধান বাংলা ডিকশনারী, বাংলা অভিধানঃ)
ক্ষেত্রজ–বিণ.
১. জমিতে জন্মেছে এমন (ক্ষেত্রজ ফসল) ;
২. কৃষিজাত;
৩. স্বীয় পত্নীর গর্ভে অন্য পুরুষের ঔরসজাত।
৫৩| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:১৪
নীল ফিউজিটিভ বলেছেন: তোমোদাচি বলেছেন: দেশেত্তে লাজ-শরম কি এহেবারে উটে গেলো নাই ... নিজির জম্মদিন এমনে লোকজনরে ডায়ে ডায়ে কয় নাহি... বে-শরম কুহানকার!!...
হের পরও শুভ হোক তোমার জন্মের দিন...
১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫৯
তোমোদাচি বলেছেন: খালি জম্মের দিন শুভ হলি হবি নানে ... সারাড়া জীবন হতি হবেনে ... (মাইগ্রোর ভাষায় কইলাম)
৫৪| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:১৯
যাযাবরমন বলেছেন: ৩৭! কয়েক দিন আগে আমার ৩৭ হয়েছে ( চাদের হিসাবে)
১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:০০
তোমোদাচি বলেছেন: যাক, নিজেরে এখন এখটু ইয়াং লাগতাছে ... সালাম বস !
৫৫| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: হেপ্পি বাড্ডে
১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:০০
তোমোদাচি বলেছেন: থাঙ্কু !!
৫৬| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫২
হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন!
১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:০১
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই,
আপ্নেরে একদিন জাপানি একজনের সাথে মিলাইয়া ফ্যালাইছিলাম, আজ ভুল করি নাই ...
৫৭| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫৫
শিপু ভাই বলেছেন: শুভ জন্মদিন
১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:০২
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ শিপু ভাই ভাই
ভাই একবার বেশী কইতে অইল !!
৫৮| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫৭
গাজী খায়রুল হাসান বলেছেন: শুভ জন্মদিন।আমার জন্ম ও মাগুরাতে তই হাঁসপাতালে না কিন্তুক।
শুভ কামনা সবসময়।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:০৭
তোমোদাচি বলেছেন: মাইগ্রোর আর একজন রে পাইছি!!!
আমার নানা বাড়ী শহরের পাশের এক গ্রামে, তাই হয়ত মার অবস্থা খারাপ দেখে হাসপাতালে নিয়ে গিয়েছিল।
সদর হাসপাতালের সামনে দিয়ে যতবার যাই, আমার ভিতর অন্যরকম একটা ভাল লাগা অনুভুত হয়!
ভাল থাকবেন গাজী ভাই !
৫৯| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৫৯
মতলববাজ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা. আমারটা সামনের মাসে. দোয়া করি আপনি যেন সুস্থ স্বাভাবিক ভাবে আরো কমপক্ষে ৩৭ বছর বাঁচেন.
১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:০৮
তোমোদাচি বলেছেন: লেখক বলেছেন: আগাম শুভেচ্ছা!
হায় হায় মনে করিয়ে দিলেন ... অর্ধেক জীবন শেষ!!
৬০| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:০৪
ধৈঞ্চা বলেছেন:
আপনি নিজ থেকে জানালেন আপনার জন্মদিন, আপনাকে ও আপনার মায়ের জন্য অনেক অনেক শুভকামনা।
অনেক ব্লগার আছে যারা বিভিন্ন ব্লগারের প্রোফাইল খুজেঁ তাদের জন্মদিন জেনে সামুতে পোষ্ট দিয়ে শুভেচ্ছো জানায়, আর অন্যরা তাতে ঝাপিয়ে পড়ে। কারণ একটাই ঐ ব্লগাররা হলো প্রমিলা। সব ব্যাকুবের দল!!
১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:১৫
তোমোদাচি বলেছেন: না ভাই এভাবে দেখছেন কেন?
হয়ত ওই ব্লগাররা পরস্পরের পরিচিত !!
এই দেখুন,
আমাদের কালচারে নিজের জন্মদিন নিজে জানানো টা শোভন নয়; সবাই আশা করে অন্যরা তার জন্মদিন মনে করে তাঁকে উইস করবে। এই যে আমি নিজের জন্মদিন জানিয়ে ব্লগে পোষ্ট দিলাম, এটা নিয়ে কেও যদি উপহাস করে তাহলে কি আমার কষ্ট লাগবে না? তেমন আপনার কমেন্ট দেখলে ওই ব্লগারও কষ্ট পেতে পারেন!
যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং শুভ কামনা!
৬১| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:২৪
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা।
১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:২৯
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ প্রিন্স অফ ব-দ্বীপ !
৬২| ১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:২৯
এ যুগের শ্রীকান্ত বলেছেন: হ্যাপি বার্থ ডে
১১ ই জুলাই, ২০১২ দুপুর ২:৩২
তোমোদাচি বলেছেন: থাঙ্কু
৬৩| ১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:০৭
যাযাবরমন বলেছেন: পুরা চাপা না।
হেনরির মুন অব ইসরাইল-এ লেখককে একই দিনে জন্মানোর কারনে রাজকুমারের ক্ষেত্রজ ভাই বলা হয়েছে।
আমি ১টা কেক দিছি বাতি ছারা, ঐটা খান।
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৬
তোমোদাচি বলেছেন: থাঙ্কু থাঙ্কু ...
৬৪| ১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:০৮
যাযাবরমন বলেছেন: আমন ক্ষেত্রজ ভাই বা সুর্য ভ্রাতা, হেনরির মুন অব ইসরাইল-এর সেবার অনুবাদ।
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৭
তোমোদাচি বলেছেন: হু, বুঝলাম, ধন্যবাদ
৬৫| ১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১২
লুৎফুল কাদের বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা।
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৭
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ লুৎফুল কাদের
৬৬| ১১ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৩১
তানভীর আহমেদ সজীব বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা ও শুভ কামনা।
১১ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১০
তোমোদাচি বলেছেন: শুভ কামনা, তানভীর আহমেদ সজীব
৬৭| ১১ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১৩
চারশবিশ বলেছেন: জন্মদিনে কি আর দেব তোমায় উপহার
বাংলায় নাও ভালবাসা......................
১১ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২২
তোমোদাচি বলেছেন: থাঙ্কু ফোর টুয়েন টি
৬৮| ১১ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২৮
জেরী বলেছেন: শুভ জন্মদিন
১১ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৩
তোমোদাচি বলেছেন: আমার পোলায় এইটা খুব পছন্দ করবে !
৬৯| ১১ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৪১
জানালার বাইরে বলেছেন: শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে। শুভ জন্মদিন
১১ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৩
তোমোদাচি বলেছেন: থাঙ্কু !
৭০| ১১ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৪৬
রোজেল০০৭ বলেছেন: শুভ জন্মদিন।
১১ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৩
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ
৭১| ১১ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪৭
ফেলুদার চারমিনার বলেছেন: শুভ জন্মদিন
১১ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৩
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ
৭২| ১১ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন:
আপ্নে যারে বিয়া করতে যাচ্ছেন, হেতির বয়স কত?
বা.দ্যা.ও. HappY BirthdaY..........
১১ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩০
তোমোদাচি বলেছেন: হেতি তো এখনও পয়দা হয়নাই, হেতির মা'র বিয়ার কথা বার্তা চলছে
৭৩| ১১ ই জুলাই, ২০১২ রাত ৯:০৬
মুফতি খার উদ্দিন বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইলো।
কতোতে পা দিলেন এবার????
১২ ই জুলাই, ২০১২ সকাল ৭:২৬
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ,
অর্ধেকের বেশী শেষ হয়ে গেছে রে ভাই ...৩৭
৭৪| ১২ ই জুলাই, ২০১২ রাত ১২:১৪
উসীমজদ্দীন বলেছেন: সমতা স্কুল নিয়ে আপনি কোন পোষ্ট দিয়েছেন। সময় সুযোগে সে গল্পগুলো জানাবেন আশাকরি। শিশুদের নিয়ে আমার বিশেষ দুর্বলতা আছে। কিন্তু তাদের নিয়ে কখনো কিছু লিখা হয় নি।
১২ ই জুলাই, ২০১২ সকাল ৭:৫০
তোমোদাচি বলেছেন: সমতা কে নিয়ে কোন পোষ্ট দেওয়ার ইচ্ছা নাই, কারণ এত ভাল একটা কাজ শুধু নিজের ক্যারিয়ারের জন্য ছেড়ে আসতে হয়েছে - এ নিয়ে আমার মধ্যে একধরনের অপরাধ বোধ আছে।
সংক্ষেপে বলি, সোডা, কোডা, ইউডার নাম নিশ্চয় জানেন; ওটার ই একটা প্রজেক্ট সমতা। সাধারন স্কুল ছুটি হয়ে যাওয়ার পর প্রতিদিন ৩/৪ ঘন্টা ওই স্কুলের শিক্ষকরাই, ওই স্কুলে বসে বলতে গেলে বিনামুল্যে ওই এলাকার বস্তিবাসী, রিকশাওয়ালা, কাজের ছেলে/মেয়ে, বা যে কোন গরিব মানুষের বাচ্চাদের ফ্রি পড়ানো হতো। ওদের বই খাতা এবং জামা কাপড় ও সংগ্রহ করা হতো সাধারন স্কুলের ধনী বাচ্চাদের কাছ থেকে।
আমার চাকুরী শুরু হয় কোডা দিয়ে, তখন হঠাত করেই সমতার দায়িক্ত দেওয়া হয় আমাকে; আমি শুরু করি মাত্র ৩০ জন ছাত্রছাত্রী নিয়ে, অদম্য উৎসাহ নিয়ে ৩০/৪০ শিক্ষক আমরা সমতা চালায় ফলে ৩ বছরেই তার সংখ্যা দাড়ায় ৩৫০। এর পর হঠাত একদিন নিজের বেটার ক্যারিয়ারের জন্য সমতা ছেড়ে আসতে হয়। এখনও সমতা চলছে, আমাদের ই এক কলিগ দায়িক্ত পালন করছে, শিক্ষক হিসাবে আছে কিছু শিক্ষক আর ইউডার শিক্ষারথীরা। প্রতিবছর ৮/১০ কছে ছাত্রছাত্রী এস এস সি দেয়। আমাদের প্রথম ব্যাচের ছাত্র-ছাত্রীরা এখন ইউনিভারসিটিতে পড়ার কথা। এস এস সি এর পর কোডা কলেজে তারা ফ্রি পড়তে পারে, ইউডাতেও ফ্রি হওয়ার কথা, অনেক দিন আপডেট জানি না।
আমি সহ আমার সেই ৩০/৪০ জন কলিগ এখন বিভিন্ন জায়গা ছড়িয়ে আছে, একজন নামকরা অভিনেতা, অন্যরাও দেশে বিদেশে ভাল অবস্থানে, আমাদের যখন কথা হয় তখন এক বাক্যে স্বীকার করি ওই সময় টা ছিল আমাদের চাকুরী জীবনের শ্রেষ্ঠ সময়।
সমতার মত করে আবার ও কিছু একটা করার ইচ্ছা আছে, কিন্তু দেশের বাইরে থেকে সেটা সম্ভব হচ্ছে না, দেখা যাক, তাই যতদিন কিছু না করতে পারছি, সেটা নিয়ে আর কথা না বলি।
তবে এখান থেকে কিছু একটা করছি, এই লিংক টা দেখতে পারেনঃ
Click This Link
৭৫| ১২ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১০
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: শুভ জন্মদিন তোমোদাচি
১৩ ই জুলাই, ২০১২ সকাল ১১:০৯
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ ফাইয়াদ ইফতিখার রাফী
৭৬| ১২ ই জুলাই, ২০১২ রাত ১০:১১
এস এইচ খান বলেছেন: আমার গত কালের কমেন্ট গেল কই?
আপনার জন্য আবারও শুভ কামনা আর মায়ের জন্য দোয়া থাকল।
১৩ ই জুলাই, ২০১২ সকাল ১১:১২
তোমোদাচি বলেছেন: সবই সামুর নতুন ভার্সনের কারিশমা! ৩৭ নং এ আছে
একন ১০০ এর উপরে কমেন্ট হলে তা ভেঙ্গে অন্য পাতায় দেখায়, অবশ্য সিস্টেমটা ভাল ।
৭৭| ১৩ ই জুলাই, ২০১২ সকাল ৯:৪৪
তামিম ইবনে আমান বলেছেন: শুভ জন্মদিন
১৩ ই জুলাই, ২০১২ সকাল ১১:১০
তোমোদাচি বলেছেন: ধন্যবাদ তামিম ইবনে আমান
৭৮| ১৯ শে জুলাই, ২০১২ ভোর ৪:৪৩
উপপাদ্য বলেছেন: বড় হও
দীর্ঘ হও
শুধু বেড়ে উঠো
শুধু বেড়ে......
দেরিতে শুভেচ্ছার জন্য দুঃখিত
১৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৯
তোমোদাচি বলেছেন: বাড়তে বাড়তে কই যামু ...
৭৯| ১৯ শে জুলাই, ২০১২ ভোর ৪:৪৭
মামদোভুত বলেছেন: বেঁচে থাকুন হাজার বছর।
সুখে এবং দুঃখে।
১৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১২
তোমোদাচি বলেছেন: হাজার বছর !!!
শুনেছি ভুতেরা নাকি ২/৩ হাজার বছর পর্যন্ত বাচে,
ছোট বেলায় আমার এক প্রতিবেশীরে ভুতে ধরছিল, ওঝা তার বয়স জিজ্ঞাসা করাতে সে বলেছিল ১৫০০ বছর !!!
৮০| ১৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৮
লেখোয়াড় বলেছেন:
বিলম্বিত শুভেচ্ছা আর সমসময়ের শুভকামনা।
১৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:০৯
তোমোদাচি বলেছেন: later is better than never
ধন্যবাদ!
৮১| ১৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:১৫
মুখ ও মুখোশ বলেছেন:
চমৎকার উপলব্দি...............
বেচে থাকুন দুধে ভাতে, ভাল থাকুন আমৃত্যু।
আপনার জন্য শুভ কামনা আর মায়ের জন্য দোয়া রইল।
১৯ শে জুলাই, ২০১২ দুপুর ২:১৯
তোমোদাচি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা !
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১২ সকাল ১১:১৮
তোমোদাচি বলেছেন: দেশেত্তে লাজ-শরম কি এহেবারে উটে গেলো নাই ... নিজির জম্মদিন এমনে লোকজনরে ডায়ে ডায়ে কয় নাহি... বে-শরম কুহানকার!!