নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

ঘেঁটু পুত্র কমলা – হতাশ হয়েছি, বিরক্ত হয়েছি ! X(

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৬



গতকাল রাতে you tube এ দেখলাম ঘেঁটু পুত্র কমলা। দেখি দেখি করে বেশ দেরী হয়ে গেছে; এই ছবি নিয়ে কথা বলাটা মনে হয় একটু পুরাণ বিষয় হয়ে গেছে। তারপরও আমার প্রতিক্রিয়া না জানিয়ে পারছি না।

কোন ছবি খুব ভাল হবে এমন আশা নিয়ে দেখতে বসলে হতাশ হতে হয় – এটা আমার পুরাণ সূত্র। তাই ছবি দেখার আগে সাধারণত কারো কাছে ছবির কাহিনী আমি শুনতে চাইনা। ঘেঁটু পুত্র কমলা নিয়েও তেমনটা চেষ্টা করেছি; তারপরও হুমায়ূন আহম্মেদের শেষ ছবি- একটূ আশা ছিল বই কি! কিন্তু ছবি দেখার পর আমার পূরাণ সূত্র আবার সত্য প্রমানীত হলো।

ছবিটা দেখে আমি শুধু হতাশ হইনি, খুব বিরক্তও লেগেছে। আমার ধারণা ঘেঁটু সম্প্রদায় কে মানুষের কাছে পরিচিত করাটা তাঁর এই ছবির মূল উদ্দেশ্য; ছবির মহরত অনুষ্ঠানে সম্ভবত তিনি এমনটাই বলেছিলেন। সেটা অবশ্যই অত্যন্ত ভাল উদ্দেশ্য, কিন্তু সেটা করতে গিয়ে উনি যে কাহীনীটাকে বেছে নিয়েছেন তা এক কথায় জঘন্য। উনি অন্য ভাবেও এই সম্প্রদায়কে তুলে ধরতে পারতেন – সেই যোগ্যতা উনার ছিল। হ্যাঁ কাহিনী টা’ই আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে। গা ঘিনঘিন করা একটা যৌন বিকৃতির গল্প, তাও একটা বাচ্চা ছেলেকে নিয়ে।

আমি আশা করেছিলাম ঘেঁটু দল যেহেতু গানের দল সেহেতু এই ছবিতে এমন কিছু ক্লাসিক গান থাকবে যা মানুষের মুখে মুখে ফিরবে। কিন্তু এখানে নতুন কোন ভাল গানতো নেই-ই বরং পুরানো কিছু প্রচলিত গান দিয়ে জোড়াতালি মারা হয়েছে।

হুমায়ূন আহমেদের সিনেমা, কিছু হাল্কা মজার বিষয় থাকবে – এটা আশাকরা নিশ্চয় খুব অন্যায় হবে না! সেখানেও একদম হতাশ হয়েছি।

ধারনা ছিল, ঘেঁটুদের জীবনযাপন সম্পর্কে ধারনা দেওয়ার জন্য খুব সুন্দর কোন লোকেশন থাকবে ছবিতে – এখানেও তথাকথিত কমার্শিয়াল পরিচালকদের মত এক চৌধুরী বাড়িতেই সুটিং শেষ করা হয়েছে। অবশ্য চৌধুরীর জীবনযাপন দেখানোর জন্য লোকেশনটা ভাল চয়েজ হয়েছে।

হুমায়ূন আহমেদ যা খাওয়াবেন পাবলিক তা গোগ্রাসে গিলবে - এমন ধারনা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তাঁর সৃষ্টির মান কমতে শুরু করেছে। উনি একটা সবাক্ষাতকারে বলেছিলেন, পাবলিক নাকি বলে, অন্য লেখকদের লেখা দিন দিন ভাল হয় আর হুমায়ূন আহমেদের দিন দিন খারাপ হয়। উনি মজা করে বলেছিলেন এজন্যই অন্য লেখকদের থেকে উনি আলাদা। উনি মজা করেন আর যায় করেন, আমার ও ধারনা তাই; এই ছবিটা শুধু হুমায়ূন আহমেদের শেষ ছবি নয়, তাঁর নির্মিত সবচেয়ে বাজে ছবিও।

ঘেঁটু পুত্র কমলা সম্পর্কে আমার ওভারল কমেন্ট হচ্ছে – উনি বুঝতে পেরেছিলেন যে এই ছবির মধ্যে এমন কিছু নেই যে পাবলিক এর মনকে স্পর্শ করবে। তাই খুব স্থুল ভাবে একটা বিকৃত বিষয়কে সামনে এনে পাবলিকের মনে জোর করে দাগ দেওয়ার চেষ্টা করেছেন। সেটা করতে গিয়ে সিনেমার শেষে অপ্রয়োজনে বাচ্চাটাকে মেরেও ফেলা হয়েছে।

বিশিষ্ট সিনেমাবীদগন হয়ত চশমার উপর দিয়ে ভ্রু-কুচকে বিজ্ঞের মত বলবেন, “অহে মূর্খ তুমি কি বুঝবে এই সিনেমার ভিতরে কি গুঢ় মর্ম বিদ্যমান!” তাদের প্রতি যথাযথ সম্মান পূর্বক আমি সবিনয়ে জানাব, জনাব! হুমায়ূন আহমেদ তো আপনাদের মত অতিবিজ্ঞ সাহিত্য বিশারদ দের কাছে জনপ্রিয় ছিলেন না, উনি ছিলেন আমার মত কম জানা হালকা মেজাজের আমজনতাদের – আমরা কেন তাঁর সিনেমায় গুঢ় মর্ম খুজতে যাব??

যা হোক, সিনেমার সমালোচনা করতে গিয়ে আমিও মনে হয় আমার প্রিয় লেখকের প্রতি অনেকটা রুক্ষ হয়েছি (আল্লাহ্‌ তাঁকে শান্তিতে রাখুন!)।

আসলে গতকাল গভীর রাত পর্যন্ত সিনেমা দেখে যখন আমার ছেলের (প্রায় কমলার সমবয়সী) পাশে গিয়ে শুয়েছি, আমার খুব খারাপ লেগেছে, আমার গা ঘিন ঘিন করছিল, এই সিনেমার কাহিনী মাথা থেকে দূর করতে আমার অনেক সময় লেগেছে। তাই বিরক্তিটা এখানে ঝাড়লাম!

মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৫

দাদুচাচা বলেছেন: “অহে মূর্খ তুমি কি বুঝবে এই সিনেমার ভিতরে কি গুঢ় মর্ম বিদ্যমান!”
সত্যিই তাই।
আমাদের যাহাই দেয়,
তাহাই গোগ্রাসে লুফে নেই।
এটাই আমাদের দুর্বলতা
এই দুর্বলতাকে পুজি করেই ব্যববসা চলছে এবং চলবে।


আজ আমার বউয়ের সাদী মোবারক ডে ! কেউ কি একটি বাক্যালংকার গিফট করিবেন !

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৯

তোমোদাচি বলেছেন: থাঙ্কু!
দাদুচাচা আপনার কবতে পড়েছি, দারুণ হইছে!
বাক্যালংকার দিতে পারব না, সেই ক্ষ্যামতা নাই ... তই সহজ কথায় বলি

শুভ কামনা সবসময়
দুজনের জন্যই!

২| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
hihihihihi

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩

তোমোদাচি বলেছেন: ;)

৩| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৮

শার্লক বলেছেন: যাক কাউকে পেলাম যার এটা দেখে বিরক্ত লাগছে। বাকিরা তো এর শিল্পগুন নিয়ে কথা বলতে বলতে মুখে ফ্যানা তুলে ফেলছে। আমার কাছে বিরক্ত লাগছে মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর, তার সবগুলা মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই দুর্বল শ্যামল ছায়া থেকে কমলা পর্যন্ত। জঘন্য স্কোর।

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪

তোমোদাচি বলেছেন: অন্য গুলো ভালই লেগেছিল কিন্তু এটার র‍্যাংকিং আমার কাছে "জঘন্য"!

৪| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৯

স্পেলবাইন্ডার বলেছেন: আপনার রিভিউ পড়ে ছবিটা দেখার ইচ্ছা উবে গেল। তার উপর যে বিষয় নিয়ে সিনেমা সেটা এমনিতেই অস্বস্তিকর!

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬

তোমোদাচি বলেছেন: দেখতে পারেন; তবে এধরনের বিকৃত বিষয় যদি আপনাকে খুব বিচলিত করে তা হলে না দেখাই ভাল।

৫| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬

rakibmbstu বলেছেন: হয়তোবা জানেন কিনা? হুমায়ুন আহমেদ এ ছবির তিন ভাগের দুই ভাগ কাজ নিজে করেছে বাকী কাজ তার সহকারী করেছে।সুতরাং ওভারঅল ছবির মান অবশ্যই ভাল নাও হতে পারে এটাই স্বাভাবিক।

হুমায়ুন আহমেদ শেষ পর্যন্ত থাকলে শেষাংশ ভিন্ন হতো এটা অনেকেরই মত।আর হা, নাচতে নেমে ঘোমটা দেয়া মানায় না তাই যে সময়ের রাজার বা সম্প্রদায়ের কথা বলা হয়েছে তা স্পষ্ট ভাবেই এরকম কাহিনী উপজীব্য করেই বানানো।তাই অন্য কোন কাহিনী তুলে আনার দরকারই বা কি? আর এত টাকা দিয়ে সিনেমা বানাবে বাণিজ্যিক দিক না দেখলে চলবে নাকি? ইমপ্রেস টেলিফিল্ম কি এমনিই টাকা দিবে?

শেষ কথা আমার মনে হয়নি এটি বাজে কাজ বরং মনে হয়েছে সমকামিতার বিষয়টি যতটা দেখালে অশ্লীল হবেনা ঠিক তত টুকুই দেখানো হয়েছে। B:-/ B:-/ B:-/ B:-/

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১৪

তোমোদাচি বলেছেন: ছবির শেষের দিকে কমলাকে মেরে ফেলা আমার কাছে অসামঞ্জস্য লেগেছে। কাহিনী এমন অবস্থানে যায়নি যে চৌধুরীর বউ এর কমলাকে মেরে ফেলার প্রয়োজন হবে।
আসলে আমি ক্লিয়ার না, এটা কোন সময়টাকে রিপ্রেজেন্ট করেছে। আমার যতটুকু মনে হয়েছে চৌধুরী কোন রাজা বা জমিদার নয়। ওই এলাকার প্রভাবশালী কেও।
যে রাস্তার বাচ্চাকে ডেকে নিজ হাতে গোল্লা খাওয়ায়, সে একই বয়সী ঘেঁটু পুত্রের সাথে বিকৃত সেক্স করবে এটা অসামঞ্জস্য লেগেছে।
গোপনে এমনটা হলে মানা যেত কিন্তু সবাইকে জানিয়ে এমন কুকর্ম করার মত প্রভাবশালী তাঁকে দেখানো হয়নি।
যাই হোক এটা আমার মত; ধন্যবাদ কমেন্টের জন্য।

৬| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: হু. আহমেদের কাছ থেকে এর চেয়ে বেশী কিছু আশা করাটাই কি ছাগলামীর পর্যায়ে পড়ে না?

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১৫

তোমোদাচি বলেছেন: ভাইজান কি চশমার উপর দিয়ে তাকিয়ে বললেন?? ;)

৭| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৪২

সপ্নীল বলেছেন: আপনার ব্লগে মন্তব্য করতেই লগইন করলাম। কারন কাকতালীয় ভাবে আমিও আপনার মত গতকাল রাতজেগে (কোন কারনে ঘুম আসছিল না)Youtube এ ছবিটা দেখেছি।
অফিসে আসার পথেই আপনার লেখাটা পড়লাম মনে হল আমার মনের কথাটাই আপনি পোস্ট করেছেন।
আপনার মত আমিও হতাশ আর বিরক্ত হয়েছি। পুরো ছবিতে ঘেটুদের ২ টা গান আর বাচ্চা ছেলেটার সংগে চৌধুরীর নোংরামীর ইংগিত ছাড়া আর কিছুই খুজে পাইনি। হুমায়ুন আহমেদের প্রতি সম্মান রেখেই বলছি, উনি সব সময়ই উনার ইচ্ছেমাফিক কিছু বিষয় সমাজে প্রমোট করার চেস্টা করেছেন। উদাহরনস্বরুপ উনার এমন কোন নাটক খুজে পাওয়া যাবে না যেখানে মদ্যপানের বিষয়টা আসেনি। হুমায়ুন আহমেদের নাটক দেখলে মনে হবে এটা আমাদের প্রচলিত কালচারের অংশই। তাই ঘেটুপুত্র কমলা দেখার পর আমার মনে হয়েছে সমাজের একটা নোংরা বিষয়কে প্রমোট করার চেষ্টা করেছেন। কারন পুরো ছবিতে আমি ঘেটুদের জীবনপ্রনালীর বিন্দুমাত্র ছোয়া নেই যা আছে তা ঐ নোংরা বিষয়টাকে ইংগিত করা ছাড়া আর কিছুই না।

উনি শেষ বয়সে এমন একটা ছবি না বানালেও পারতেন যা আমাদের সুস্থ সংস্কৃতির বিরোধী।

সহমত আবারও।

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:১৯

তোমোদাচি বলেছেন: আপনার কথাটায় আমাকে বলতে হলো--- আমার কথাটাই আপনি লিখেছেন।

হয়ত বা দু/একজন জমিদার বা প্রভাবশালী লোক এর এমন বিকৃত স্বভাব ছিল।
কিন্তু ছবিতে এটা প্রমান করার চেষ্টা করা হয়েছে এটা কমন ঘটনা এবং সবাই এটা জানে।

ড্যান্স মাস্টার, কমলার মা বা অন্যদের মাধমে সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে।

অসুস্থ ঘটনা প্রোমট করা হয়ত হবে না, কারন এই ছবি দেখে কেও বিকৃত সেক্স এ উৎসাহিত হবে না। কিন্তু ঘেঁটু সম্রদায়কে তুলে ধরতে গিয়ে তাদের জীবনযাপন এর চেয়ে বিকৃত এই ঘটনাকে বেশী গুরুত্ব দেওয়া হয়েছে যেটা আমার বিরক্তির মূল কারণ!

৮| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৪

নাগরিকমন বলেছেন: আপনার রিভিউ পড়ে ছবিটা দেখার ইচ্ছা উবে গেল। B:-)

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২০

তোমোদাচি বলেছেন: বিকৃত ঘটনা মনে প্রভাব ফেললে না দেখাই ভাল!

৯| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:১৪

বলাক০৪ বলেছেন: ছবিটা দেখার তেমন ইচ্ছে ছিল না, পোস্ট পড়ে সেটা জাস্টিফাই করতে পারলাম।

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২১

তোমোদাচি বলেছেন: তাইলে আর না দেখাই ভাল ... ;)

১০| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২০

অপূর্ণ রায়হান বলেছেন: দেখার ইচ্ছা ছিল , এখন মনে হয় না আর দেখব :| :| :| :| :| :| :| :|

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২২

তোমোদাচি বলেছেন: :| :| :| :|

১১| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৭

আফজালনবীনগর বলেছেন: ইহা হুমায়ন এর ই জীবন কাহানি ।

০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

তোমোদাচি বলেছেন: মৃত মানুষটাকে নিয়ে এভাবে বলাটা কি ঠিক?

১২| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৪

হিরকখন্ড বলেছেন: আমি দেখেছি, খুবিই বাজে লেগেছে।

ঘেটু পুত্রকে রাখার কারণে বউ যখন বাপের বাড়ি চলে যেতে চায়, তখন জামাই তালাক দেয়ার জন্য মৌলুভী ডাকে। এটা খুবিই বেমানান দেখালো আমার কাছে। একজন ঘেটু পুত্রের জন্য বিয়ে করা বউকে তালাক দিতে হবে কেন?
পরে যেহেতু তালাকের ভয়ে বউটা অপরাগ হয়ে ঘেটুর সাথে থাকার জন্য রাজিই হলো তখন আবার তাকে মারার কি প্রয়োজনটাই ছিলো??

যে ঘেটুপুত্রের জন্য বউকে তালাক দিতে চায়, সেই ঘেটু পুত্রকে মারার জন্য যে বউ হাতের বালা দিয়ে দেয়, এবং তাকে মেরেই ফেলে অন্যকে দিয়ে। সেসব জানার পরও তাকে মাপ করে দেয় কি ভাবে???

ঘেটু পুত্রের জন্য বউ তালাক দিলে ঘেটুর মৃত্যুর দায়েতো তাকে তখনি আগুনে পুড়ে মারার কথা।

০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০১

তোমোদাচি বলেছেন: বড় অসঙ্গতি গুলো তুলে ধরেছেন।
নাম ঘেটু পুত্র হলেও আসলে চৌধুরী এখানে মূল চরিত্র।
সেই চৌধুরীর চরিত্র তেই সবচেয়ে বেশী অসঙ্গতি!

১৩| ০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৫

হিরকখন্ড বলেছেন: হিরকখন্ড বলেছেন: আমিও* দেখেছি, খুবিই বাজে লেগেছে।

০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০১

তোমোদাচি বলেছেন: ;)

১৪| ০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:১২

নাজমুল হুদা সুমন বলেছেন: এত সুন্দর করে মনের কথাগুলো বলেছেন...সহমত জানাবার জন্যেই লগইন করলাম

০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৫

তোমোদাচি বলেছেন: আশা করেছিলাম লেখাটা নির্বাচিত পোষ্টে যাবে, একটা প্রাণবন্ত আলোচনা হবে। কিন্তু সামুর মামুদের চোখে লেখাটা পড়ল না! আপসুস !!! :( :((

১৫| ০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৪

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: হু আহমেদ নিজেই সেই ঘেটুপুত্র। বাল্যকালে নিজে পুটুমারা খেয়ে তার পাঠকদের পুটু মেরে শোধ তোলেছেন।

০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭

তোমোদাচি বলেছেন: মৃত মানুষটাকে নিয়ে এভাবে বলাটা কি শালীনতার মধ্যে পড়ে?

১৬| ০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯

মরূেবল বলেছেন: আপনার রিভিউ পড়ে ছবিটা দেখার ইচ্ছা উবে গেল।

০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৪

তোমোদাচি বলেছেন: :(

১৭| ০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
প্রান এর জায়গায় ফারুক থাকলে বেশি খুশি হইতাম। কাহিনি একটু খাপছাড়াই মনে হইসে । সর্বোপরি মোটামুটি লাগছে ।


আর মৃত ব্যাক্তির নামে উল্টা-পাল্টা কথা না বললে হয় না । যারা বলে তাদের জুতাপেটা করতে ইচ্ছা করে ! এখন কি করি বলেন ত ফ্রীল্যান্সার সাহেব /:)

০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য!


উনাকে বলার কিছু নাই।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৯

জামান2021 বলেছেন: এত সুন্দর করে মনের কথাগুলো বলেছেন...সহমত জানাবার জন্যেই লগইন করলাম ।

উনি শেষ বয়সে এমন একটা ছবি না বানালেও পারতেন যা আমাদের সুস্থ সংস্কৃতির বিরোধী।

সহমত আবারও।

০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

তোমোদাচি বলেছেন: সহমত জানানোর জন্য ধন্যবাদ!
খাড়ান দেখি নিচের কমেন্টে দেখি তুলাধুনা করেছে, বুইঝা লই!

১৯| ০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩১

বহুব্রীহি বলেছেন: "হ্যাঁ কাহিনী টা’ই আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে। গা ঘিনঘিন করা একটা যৌন বিকৃতির গল্প, তাও একটা বাচ্চা ছেলেকে নিয়ে।"
---------
তার মানে আপনার মতে এটা নিয়ে ছবি বানানোর দরকার নাই কারন কারণ শিশু যৌন নির্যাতন একটা বাজে জিনিশ। এটাকে ঢেকে ডুকে কম্বলের তলায় রাখলেই ভাল নাকী? :D :D

ছবিটা দেখে যে আপনার বাজে লাগছে গা ঘিন ঘিন করছে এইটাই পরিচালকের গুণ। মানুষের খারাপ লাগার জন্যই বিষয়টা বেছে নিয়েছেন উনি। এইটা খারাপ লাগার মতই ছবি কারণ এবিউস জিনিশটা কোণ স্বাভাবিক বিষয় না। ছবিতে যা ঘটছে সেটা লেখক বা খিনীকারের নিজস্ব ব্যাপার।
-------------
তা আপনার লেখা পইড়া চাইল্ড সেক্সুয়াল এবিউস বিষয়ডা নিয়া ছবি বানানো আরো বড় পাপ এইটাই বুঝা গেল। চোখ কান বন্ধ কৈরা বোবা কালা অন্ধ সাইজা থাকতে বুঝি খুব আমোদ লাগে, তাই না???? =p~ =p~ =p~ =p~
-------------
যদি সময় পান তাইলে এই ছবিটা দেইখেন - "Sleepers (1996)"
---------------

আপনি দেখতে, শুনতে জানতে চান কি না চান বাংলাদেশে এখনো হাজার হাজার ছেলেশিশু প্রতিদিন যৌন নিররাতিত, ধর্ষিত ও নিগৃহিত হয়। এইটা আমার কথা না - ইউনিসেফ থেইকা স্টাডি করছে। রিসেন্টলী প্রথম আলোতে ঘর মন জানালায় আসা একটা চিঠি পড়েন


আপনারা যারা চোখ কান বুইজা কিছু কোন যাইবো না বৈলা সক্কলের সমালুচনা কর্তে ওস্তাদ তাগোরে আসলে আমার কিছুই কোনের নাই। অন্ধত্ব মুবারক আপনেরে।

০৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

তোমোদাচি বলেছেন: আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ! কিন্তু এই ছবিতে এই ঘটনাকে মূল উপজিব্য করাটা বেমানান লেগেছে। তাছাড়া সিনেমাতে অন্যান্য বিষয় গুলো ও দর্শকদের আশা পূরণ করতে পারেনি। উপরের কমেন্ট গুলো পড়ে নিশ্চয় বুঝতে পারছেন!

২০| ০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০৮

মিজভী বাপ্পা বলেছেন: ছবিগুলোর কয়েকটা গান সংগৃহীত করা হয়েছে।এর মধ্যে বাউল শাহ আব্দুল করিমের ও গান রয়েছে।ছবিটি দেখেছিলাম।মোটামুটি লেগেছে।তবে ভাল লাগা বা না লাগা একমাত্র নিজস্ব ব্যাপার।

০৭ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:৪৮

তোমোদাচি বলেছেন: ভাল লাগা বা না লাগা একমাত্র নিজস্ব ব্যাপার।

২১| ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ১:১২

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: হু আহমেদ এক ছাগল, সাথে বাংলার লাখ লাখ অর্ধশিক্ষিতকে স্থায়ীভাবে ছাগল বানাইয়া মৃত্যুবরন করলেন।

০৭ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:৪৯

তোমোদাচি বলেছেন: উনার সাথে আপনার ব্যক্তিগত শত্রুতা ছিল বলে মনে হচ্ছে। উনি কি আপনার সাথে খারাপ/বিকৃত কিছু করেছেন? নইলে একজন লেখকের উপর এমন রাগ থাকার কথা না!

২২| ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৩

খায়ালামু বলেছেন: আমার কাছেও ফালতু লাগছে

২৩ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৪৪

তোমোদাচি বলেছেন: ;)

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৯:১২

একজন ঘূণপোকা বলেছেন: ডেহি নাই

২৩ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৫

তোমোদাচি বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.